Fish News

Fish News Fish News is a Media and Social Media Business . And Bengali News Channel . Fish News Bengali News portal Channel. News & Media Business.

28/08/2024

শুধু পুলিশ হটে যাক বাংলায় মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ৩০ মিনিট সরকারে থাকতে পারবে না, পুলিশ গন শত্রুতে পরিনত হচ্ছে দাবি নেটিজনেদের।

28/08/2024

পশ্চিমবঙ্গ পুলিশের উপর বেজায় চটেছেন বাংলার জনগন। জনগণ ক্ষেপে গেলে পুলিশ সামলাতে পারবে তো এমনই বলছেন নেটিজনেরা।

27/08/2024

বুধবার বিজেপির ডাকা বনধে চরম অশান্তির সম্ভবনা দেখছেন নেটিজনেরা। আগামীকাল বিজেপির বনধে বাঁধা দিলেই রনক্ষেত্র সৃষ্টি হতে পারে বাংলায় এমনই আশঙ্কা।

27/08/2024

বুধবার রাজ্য জুড়ে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। বনধ আটকালে যেটা বাংলা দেখেনি কোনদিন সেটা দখবে এমনই দাবি নেটিজনেদের।

03/06/2024

। মমতার রাজ্যে প্রত্যেক লোকসভায় বিজেপি এজেন্টদের কেনার জন্য ২ কোটি টাকা করে বরাদ্দ করেছে মমতার তৃণমূল কংগ্রেস এমনই ভয়ঙ্কর অভিযোগ করলেন বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নেটিজনেরা বলছেন এটা সত্যি হয় তাহলে বাংলায় তৎক্ষনাৎ রাষ্ট্রপতি শাসন লাগানো হোক কারন নেটিজনেরা বলছেন মানুষের ভোটকে বিকৃত করার চেষ্টা মানে তৃণমূল ভয়ঙ্কর ভাবে দেশ বিরোধীতার কাজ করছেন বাংলায়। গনতন্ত্রের জন্য ও বাংলার মানুষের জন্য ভয়াবহ ব্যাপার বলছেন নেটিজনেরা।

ভিডিও সংগৃহীত সৌমিত্র খাঁ এর ফেসবুক পেজ থেকে।

03/06/2024

। মমতার রাজ্যে ৪ঠা জুন গণনার দিন যারা পুলিশ নয় অথচ পুলিশের ড্রেস পড়ে গণনায় কারচুপি করতে আসবে তাদের চামড়া তুলে নেওয়ার হুমকি দিল সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ আরও বলেন যদি গোটা বাংলায় I-PAC এর সদস্যরা যদি ভোট গণনা কেন্দ্রে কারচুপি করতে আসে তাহলে তাদের পিটিয়ে মেরে দেওয়া হবে এমনই ভয়ঙ্কর হুমকি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

22/05/2024

মমতার বাংলায় দুই দফা ভোটের আগেই বড় ধাক্কা খেল মমতার তৃণমূল কংগ্রেস। ২০১০-এর পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট।

20/05/2024

‘ভুয়ো’ এজেন্ট হাতেনাতে ধরলো লকেট। হারের আঁচ কী সত্যিই পেয়ে গেছে তৃণমূল? চারিদিকে অশান্তি, ভুয়ো এজেন্ট, বুথ দখল কেন? মতামত জানান।

06/05/2024

। সন্দেশখালির ভাইরাল ফেক ভিডিও কান্ডে রাজ্যে তৃণমূল গোহারা হারবে এমনই বলছেন নেটিজনেরা। সন্দেশখালির ফেক ভিডিও নিয়ে কী বললেন রিপাবলিক বাংলার সাংবাদিক Swarnali Sarkar, তাতেই রাজ্য জুড়ে তৃণমূলের ঘুম উড়ে গেল? রিপাবলিক বাংলার সাংবাদিকের ফেসবুক লাইভ ভিডিও ভাইরাল হতেই বঙ্গ জুড়ে চরম চাপে তৃণমূল। স্বরনালী সরকারের একটা ভিডিও ভাইরাল হতেই তুলকালাম বঙ্গে। ভিডিও টা দেখুন সব বুঝতে পারবেন।

ভিডিও সংগৃহীত স্বরনালী সরকারের ফেসবুক পেজ থেকে।

 । ভোট প্রচারে বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী ডঃ নির্মল কুমার সাহা। ভাকুড়ির মোড়ে পথসভায় বক্তব্য রাখেন বহরমপুর লোকসভার ব...
24/04/2024

। ভোট প্রচারে বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী ডঃ নির্মল কুমার সাহা। ভাকুড়ির মোড়ে পথসভায় বক্তব্য রাখেন বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী ডাঃ নির্মল কুমার সাহা।

10/02/2024

। শেখ শাহাজাহান হিন্দু মহিলাদের তুলে নিয়ে যেত তারপর সারা রাত শারিরীক নির্যাতন করতো। ভয়ঙ্কর ভিডিও ভাইরাল। বাংলার সাধারণ মানুষ বলছেন এবার তৃণমূলকে গো হারা হারাবো। ক্ষোভ বাড়ছে বাংলার মানুষের মধ্যে।

10/11/2023

। অনুপম হাজরার কাছে এমন কী তথ্য আছে যে রাজ্য বিজেপির অনেক বড় নেতা ঘর থেকে বেরতে পারবে না? কী এমন তথ্য আছে অনুপমের কাছে? অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধেও এমন কী তথ্য আছে অনুপমের কাছে? রাজ্য বিজেপির কোন্দলে হাস্যকর হয়ে গেছে রাজ্য বিজেপি। চরম কোন্দল রাজ্য বিজেপিতে।

ভিডিও সংগৃহীত অনুপম হাজরার ফেসবুক পেজ থেকে।

08/11/2023

। পশ্চিমবঙ্গ বিজেপির ভেতরে কাজিয়া সকলের সামনে। বিজেপির এমন কাজিয়া দেখে রাজ্যের সাধারণ মানুষ হতবাক। জেলায় জেলায় বিজেপির লক্ষ লক্ষ সাধারন কর্মীরা বিজেপির সর্ব ভারতীয় সম্পাদক অনুপম হাজরাকে সরাসরি সমথর্ন করছেন। সোশ্যাল মিডিয়াতে লাইভ করে অনুপম বলছেন রাজ্য বিজেপির অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চক্রবর্তীদের মত দু-তিনজনের সিন্ডিকেট কিভাবে পশ্চিমবঙ্গের লাখ লাখ বিজেপি কার্যকর্তা এবং আমাকে কোণঠাসা করে রেখেছে, সেটার একটি নমুনা তুলে ধরলাম। উত্তাল বঙ্গ রাজনীতি।

06/11/2023

এই নম্বর থেকে আসছে কল Mahi Gupta - +91 7895366739, Vanshika - +91 8527637329 / +917834848932 এবং +91 9718785117। রাজ্যের হাজার হাজার মানুষের Bank Account খালি হয়ে গেছে। প্রচুর মানুষ অভিযোগ করেছে লোকাল থানায়। আপনাকে সাবধান করছি এই নম্বর থেকে কল আসলেই সঙ্গে সঙ্গে পুলিশ কে জানান।

24/09/2023

। বাংলার জেলায় জেলায় বিজেপির সংগঠনের হাল বেহাল কিন্তু রাজ্য বিজেপির নেতারা কী আজকাল ঘুস খেয়ে সব চুপ থাকছে? এমনই ঘোরতর অভিযোগ করলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির বিক্ষোভকারী নেতা কর্মীরা। বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকারের বিরুদ্ধে সোচ্চার বিজেপি নেতা কর্মীরা। বড়ঞায় বিজেপি নেতা সমীর চন্দ্রের নেতৃত্বে কয়েকশো বিজেপি নেতা কর্মী নিয়ে জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করলেন। সমীর চন্দ্র বলেন বহরমপুর সাংগঠনিক জেলায় বিজেপি কংগ্রেসের বি টিম হিসেবে কাজ করছেন, তিনি আরও জানান বহরমপুরের কংগ্রেস নেতা কানাই রায় এর ছেলে অভিনেতা কৌশিক রায় জেলার বড় পদ পায় কী করে? যিনি ৩০ দিনে মধ্যে জেলায় ৮ দিন ও ২২ দিন কোলকাতায় থাকে? বিভিন্ন বিষয় নিয়ে আজকের সাংবাদিক সম্মেলন।

12/09/2023

। বহরমপুর সাংগঠনিক জেলায় বিজেপির গোষ্ঠী কোন্দল সামনে এসে গেল।

20/07/2023

ফেক পুলিশের সন্ধান পেলাম আমরা। 9046464078 এই নম্বরটা Soumaya Dolui এর। তিনি সাধারণ মেয়েদের পুলিশের পরিচয় দিয়ে ভয় দেখাচ্ছে এবং হুমকি এবং সাধারণ মেয়েদের Blackmail করছে এই ছেলেটি। ছেলেটি পুলিশ নয়। রাজ্য জুড়ে ফেক পুলিশের ছড়াছড়ি। এমনই অভিযোগ আসছে আমাদের কাছে। প্রশাসনের নজরে আনার জন্য আবেদন করছি।

23/04/2023

। হিলি ব্লকের সবচেয়ে বড় ও দক্ষিণ দিনাজপুরের অন্যতম লস্করপুর ঈদগাতে পালিত হলো ঈদুল ফিতর উপস্থিত হিলি থানার আইসি গনেশ শর্মা।

23/04/2023

। সারা দেশ ও রাজ্যের সঙ্গে শিলিগুড়ি জুড়ে খুশীর ঈদে অংশ নিলেন আট থেকে আশি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ।

19/04/2023

। হুগলির বড়া হাওয়াখানা মাঠে বিজেপির প্রতিবাদ সমাবেশে শুভেন্দু অধিকারী।

16/04/2023

। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কে সিবিআই এর জেরা ও তল্লাশি অভিযান।

22/03/2023

। গ্যাসের সিলিন্ডার বাস্ট করে আহত হল তিনজন।

26/02/2023

। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল পরীক্ষার্থী বোঝায় মারুতি, আহত পাঁচ।

25/02/2023

। ট্রাক্টর পাল্টি হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের বারাসাত এলাকায়।

 । পাঠান সিনেমা ডিজাস্টার হয়েছে গোটা দেশ জুড়ে। IMDB এর রিপোর্ট অনুযায়ী পাঠান সিনেমা ১০ দিনে বিশ্ব জুড়ে আয় করেছে ১৭২ কোটি...
05/02/2023

। পাঠান সিনেমা ডিজাস্টার হয়েছে গোটা দেশ জুড়ে। IMDB এর রিপোর্ট অনুযায়ী পাঠান সিনেমা ১০ দিনে বিশ্ব জুড়ে আয় করেছে ১৭২ কোটি টাকা। পাঠানের বাজেট ২৫০ কোটি টাকা। IMDB এর রিপোর্ট সামনে আসতেই দেশের কিছু মিডিয়ার ভুয়ো খবরের জন্য আইনি পদক্ষেপ নেওয়া দরকার বলছেন দেশবাসী।
#ফিল্মীমাইক #বলিউড

02/02/2023

। বহরমপুরে কেন্দ্রীয় রেশম কৃষি মেলায় কী বললেন কৃষকরা?

Address

Berhampore
742101

Alerts

Be the first to know and let us send you an email when Fish News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Broadcasting & media production in Berhampore

Show All

You may also like