JK Entertainment

JK Entertainment Nomoskar|Maglaba! I am Jesing. My real name is Khoysathui Marma. Basically I am a simple boy. Like it's my personal officially page. thank you.
(2)

Please keep like and share and keep support me.

17/12/2023

আমরা আমাদের জাতির পিতাকে হারিয়ে, নিজেদের স্বাধীনতার থেকে বঞ্চিত হয়ে আছি।।।

15/12/2023

ও পরানী-

14/12/2023

স্বাধীন দেশের সকলের স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার আছে। মুক্তিযুদ্ধের সময় সকল জাতির সে যুদ্ধের সোচ্চার ছিলেন।

আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের জাতির পরিচয়ে বাঁচতে চাই। আমরা বাংলাদেশি, বাঙালির নয়। বাংলা আমাদের রাষ্ট্রভাষা, আমাদের নিজস্ব মাতৃভাষা আছে। সে ভাষার, ঐতিহ্য, সংস্কৃতির নিয়ে আমাদের বেঁচে থাকার অধিকার আছে।।

সফলতায় কৃষকের হাসি মুখখানা ছবি😆
23/11/2023

সফলতায় কৃষকের হাসি মুখখানা ছবি😆

14/11/2023

পজিশন, টাকা-পয়সা নিয়ে যাঁরা অহংকার করে তাঁদের মধ্যে মনুষ্যত্ববোধ টাই থাকে না।।।


#আমার_বন্ধু_ড্রাইভার

29/10/2023

বছর ফিরে আসুক আবার ওয়াগ্যাই পো:য়েই, রাতের আকাশের রঙিন ফানুসের আলোতে আলোকিত হউক সকলের।

শুভ প্রবারণা পূর্ণিমা মৈত্রীময় শুভেচ্ছা রইলো💝💝

আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানিয়ে দিলেন তামিম ইকবাল।চেয়েছিলাম আপনার বিদায়টা যেন সুন্দরভাবে হয় কিন্ত ক্রিকেটে বোর্ডের এ...
24/10/2023

আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানিয়ে দিলেন তামিম ইকবাল।

চেয়েছিলাম আপনার বিদায়টা যেন সুন্দরভাবে হয় কিন্ত ক্রিকেটে বোর্ডের এই নোংরা রাজনীতির জন্য তা আর হলো না

যারা ক্রিকেটকে ভালোবাসে তারা আজীবন মনে রাখবে আপনাকে। মনে রাখবে দলের বিপর্যয়ে আপনার একহাতে ব্যাটিং করার সেই সাহসিকতা কে

১৭ বছর আপনি বাংলাদেশ ক্রিকেটকে যা কিছু দিয়েছেন তার জন্য ধন্যবাদ🌸🥰

আহ রে জীবন😁
19/10/2023

আহ রে জীবন😁

Hard Work👍
18/10/2023

Hard Work👍

আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম।।
17/10/2023

আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম।।

ভক্তরা ঠিকই চিনতে পারবেন,আর হেটার্সদের চোখে ঝাপসা দেখাবে।
17/10/2023

ভক্তরা ঠিকই চিনতে পারবেন,
আর হেটার্সদের চোখে ঝাপসা দেখাবে।

কম বাজেটের একটা ছোট বাগান করলাম😛
16/10/2023

কম বাজেটের একটা ছোট বাগান করলাম😛

15/10/2023

Tom & Jerry Lover💖

গ্যালারিটা অনেক সুন্দর🤩
14/10/2023

গ্যালারিটা অনেক সুন্দর🤩

Moye Moye 🤪
14/10/2023

Moye Moye 🤪

08/10/2023

এক গোল এবং এক এসিস্ট ভিনিশিয়াস জুনিয়র💖🥰

মন্দির, মসজিদ ও গীর্জায় যখন মানুষ যায় তখন চিত্ত থাকে কোথায়? উত্তর হলঃ জুতায়।চিত্ত স্হির রাখতে গেলে জুতা জোড়া নিয়ে শরীরে...
08/10/2023

মন্দির, মসজিদ ও গীর্জায় যখন মানুষ যায় তখন চিত্ত থাকে কোথায়? উত্তর হলঃ জুতায়।

চিত্ত স্হির রাখতে গেলে জুতা জোড়া নিয়ে শরীরের সাথে বেঁধে রাখার এই কৌশলটা দেখতে অপ্রাসঙ্গিক মনে হলেও কিন্তু কার্যকরী।

লাল না হলুদ....???😁
02/10/2023

লাল না হলুদ....???
😁

01/10/2023

সিরিয়াসলি....???😂

25/09/2023

নিজের পালিত মেয়েকে ধর্ষণ করে হত্যা করলো তাঁর বাবা😢

🌸গল্পে গল্পে Parts of speech🌸Noun আর তার ভাইয়েরা মোট  ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Part...
16/09/2023

🌸গল্পে গল্পে Parts of speech🌸

Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না ।

১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা ।

২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।

৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।

৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।

৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা । মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ।

৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।
(Noun ➕ Verb➕Pronoun, Noun➕ Noun)

৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।
(Sentence ➕ Sentence)

৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।

এমন আরো পোস্ট পেতে রিকুয়েস্ট দিয়ে সাথেই থাকুন।।❤️

📢আর মাত্র কিছুক্ষণ বাকি 😍আজকেই শেষ দিন🔥 শুধু আজ রাত ১২টা পর্যন্ত😱 1250 টাকার কোর্স এখন 890 টাকায়!

📌ভর্তি হওয়ার লিংক ঃ https://cutt.ly/mwzkGpIa

😲 "ঘরে বসে Spoken English Course" এখন পাচ্ছেন মাত্র 890 টাকায়। তাহলে দেরি কীসের এখুনি রেজিষ্ট্রেশন করুন উপরে দেওয়া লিংক থেকে🔥

উপরে লিংকে ডুকে ভর্তি হয়ে যান এবং লিংকে ডুকে নিশ্চিত করুন ডিসকাউন্ট আছে কিনা!! 💕

অনেক অনেক শুভকামনা রইলো অং ভাই....💐
29/08/2023

অনেক অনেক শুভকামনা রইলো অং ভাই....💐

এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা।❤️চিতাবাঘটি একটি মা বানরকে হ'ত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে...
21/08/2023

এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা।❤️

চিতাবাঘটি একটি মা বানরকে হ'ত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে।

ব্রিটিশরা দেড়শ বছর আগে রেললাইন বসিয়ে গেছে। আজ পর্যন্ত শুনেছেন? বন্যা, ঝড়-ঝঞ্জায় কোথাও রেলাইন বাঁকা হয়ে গেছে, ভেসে গেছে? ...
13/08/2023

ব্রিটিশরা দেড়শ বছর আগে রেললাইন বসিয়ে গেছে। আজ পর্যন্ত শুনেছেন? বন্যা, ঝড়-ঝঞ্জায় কোথাও রেলাইন বাঁকা হয়ে গেছে, ভেসে গেছে? অন্যদিকে, এতো টাকা, আধুনিক প্রযুক্তি দিয়ে নির্মাণ করার পরও আমাদের রেললাইন মাত্র কয়েকদিনের বৃষ্টি আর বন্যায় বেঁকে গেছে, ধসে গেছে। কালভার্ট-সেতুগুলো পানির সাথে ভেসে গেছে। অথচ, আর মাত্র কয়েকমাস পরেই আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল। এখনও সময় আছে, গুরুত্বপূর্ণ এই রেললাইনটির সংস্কার আরও ভালো করে করুক। যাতে সহজে বৃষ্টি-বন্যার পানি দ্রুত সরতে পারে সেজন্য কালভার্ট ও সেতুগুলো আরও বড় করে নির্মাণ করা হোক।

অভিনন্দন!!!👏👏👏 পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি চাকমা সার্কেলের রাজাবাবু ব্যারিস্টার দেবাশীষ রায়ের সহধর্মিণী রানি ইয়েন ইয়েন...
11/08/2023

অভিনন্দন!!!👏👏👏

পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি চাকমা সার্কেলের রাজাবাবু ব্যারিস্টার দেবাশীষ রায়ের সহধর্মিণী রানি ইয়েন ইয়েন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রদত্ত "বর্ণবৈষম্যবিরোধী বৈশ্বিক চ্যাম্পিয়ন-২০২৩" পুরস্কার অর্জন করেছেন।

তিনি বাংলাদেশে নারী অধিকার ও আদিবাসী জাতিগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় কাজ করেন। নিজের সম্প্রদায়ের নানান দুর্দশার চিত্র বিশ্ব সম্প্রদায়ের নজরে আনতে সম্মত হওয়ায় তিনি এই পুরষ্কারের জন্য মনোনীত হন। তিনি ছাড়াও এই পুরস্কারের জন্য মনোনীত অন্যরা হলেন ব্রাজিল, তিউনিসিয়া, পেরু, নেপাল ও মলদোভার অপর পাঁচ মানবাধিকার কর্মী।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল মনোনীতদের হাতে এই পুরস্কার তুলে দেন।

09/08/2023

বছরে ৩৬৪ দিন বাঙালি,
বাংলায় বলি, বাংলায় পড়ি😎
বাঙ্গালিদের শার্ট প্যান্ট পড়ি🤨
বাংলায় লিখি, বাঙ্গালির জন্মদিন পালন করি🥴
বাঙালির মত বিয়ে করি,😆
বাঙালির মত খায়, বাঙ্গালির ঔষধ খায়😜
আজ ৯ আগষ্ট আদিবাসী 🥴

আন্তর্জাতিক আদিবাসী দিবস সফল হোক।।

১৫ দিন ব্যবধানে বান্দরবান থানচি অবস্থা😥
09/08/2023

১৫ দিন ব্যবধানে বান্দরবান থানচি অবস্থা😥

06/08/2023

তাই লারমা তুমি হৃদয়ে চিরঅম্লান,
তুমি শিখিয়েছিলে বেঁচে থাকার সংগ্রাম ✊

নতুন গাড়ি কিনলাম😁
05/08/2023

নতুন গাড়ি কিনলাম😁

আমাদের পাহাড়ের সৌন্দর্য💔
04/08/2023

আমাদের পাহাড়ের সৌন্দর্য💔

04/08/2023

আমি জানিনা এই ঘটনাটা কবে এবং কোথায় হয়েছিল।

পাগল সেজে মন্দির ভাঙচুর এক যুবকের ধরেছে এলাকাবাসীরা। পাগল পরিচয় দিয়ে এসব কর্মকাণ্ড- এইতো আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশের উদাহরণ😅

শান্তি,,,একবার সরাসরি এই সৌন্দর্য টা উপভোগ করতে চাই।
03/08/2023

শান্তি,,,
একবার সরাসরি এই সৌন্দর্য টা উপভোগ করতে চাই।

02/08/2023

বয়স কেবল সংখ্যার মাত্র,,,
যখন দায়িত্ব নিজের ঘাড়ের উপর পড়ে, তখন দশ বছরের একটা শিশুকেও পরিশ্রম করতে হয়।

শান্তি💔
02/08/2023

শান্তি💔

02/08/2023

পাঁচ স্মৃতির বিজড়িত আষাঢ়ী পূর্ণিমার উদযাপন করা হয়। গতকাল বৌদ্ধ ধর্মের শুভ আষাঢ়ী পূর্ণিমার উপলক্ষে ATN NEWS সংবাদ কর্মী কেবল ত্রি স্মৃতির বিজড়িত বৌদ্ধ পূর্ণিমা কে প্রতিবেদন করেছেন। আমাদের বৌদ্ধ সমাজ অনেকেই এই ভিডিওটি শেয়ার করে দেখলাম অনেকেই। আমি জানিনা এই ভুলভাল নিউজ আমাদের প্রজন্মদের জন্য কতটা যুক্তিযুক্ত.....!

১. তথাগতের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ,
২. মহাভিনিষ্ক্রমণ বা সিদ্ধার্থের গৃহত্যাগ,
৩. ঋষিপতন মৃগদাবে(সারনাথ) ধর্মচক্র প্রবর্তন,
৪. যমক প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন,
৫. মাতাকে ধর্মদান করার জন্য তাবতিংস স্বর্গে গমন, অভিধর্ম প্রবর্তনের সূচনা।
৬. পবিত্র সংযম সাধনার ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাস (ওয়া) শুরুর প্রবর্তন। বৌদ্ধগৃহীরাও বর্ষাবাসের ৩ মাস শীল, ভাবনা, সমাধি ও প্রজ্ঞার অনুশীলনে থাকেন।

এই ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের জন্য এক মহা-পবিত্র দিন।

যিনি এই প্রতিবেদন করেছেন তারই উচিত ছিল সব কিছু জেনে-শুনে বিষয়টি তুলে ধরার। আমি আমার জায়গায় থেকে প্রতিবাদ করলাম।


ছবি সৌন্দর্য দেখে সিঙ্গাপুর বা বিদেশে মনে হলেও এটি কোনো বাইরে দেশের নয়।এটি থানচি, বান্দরবান জেলার পাহাড়ের সৌন্দর্যের মনো...
01/08/2023

ছবি সৌন্দর্য দেখে সিঙ্গাপুর বা বিদেশে মনে হলেও এটি কোনো বাইরে দেশের নয়।

এটি থানচি, বান্দরবান জেলার পাহাড়ের সৌন্দর্যের মনোমুগ্ধ প্রতিরূপ।

01/08/2023

মা তো মা'ই হয়-
যার তুলনায় কারোর হয় না💔

শুভ আষাঢ়ী পূর্ণিমা (ওয়াছো  লাব্রে) আমাদের বৌদ্ধ ধর্মের অন্যতম এক পবিত্রতম দিন ও তিথি।এ শুভ তিথিতে সবাইকে জানাই মৈত্রীময় ...
01/08/2023

শুভ আষাঢ়ী পূর্ণিমা (ওয়াছো লাব্রে) আমাদের বৌদ্ধ ধর্মের অন্যতম এক পবিত্রতম দিন ও তিথি।
এ শুভ তিথিতে সবাইকে জানাই মৈত্রীময় শুভেচ্ছা।

আজ থেকে বিশ্বের বৌদ্ধদের ত্রৈমাসিক বর্ষাব্রত শুরু হল।

জগতের সকল প্রাণীর সুখী হউক, দুঃখ থেকে মুক্তির লাভ করুক। সকলের সুখ-শান্তি, মঙ্গল কামনা করছি।
সাধু সাধু সাধু🙏

জয়তু বৌদ্ধ☸️

Address

Santirbazar
Belonia
BELONIA

Alerts

Be the first to know and let us send you an email when JK Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JK Entertainment:

Videos

Share

Category


Other Video Creators in Belonia

Show All