13/03/2024
প্রশ্নঃ- তোরা অনুকূল ঠাকুরের জয়গুরুর দল সারাদিন ঠাকুর লইয়া ব্যস্ত?এতো সময় কইত্তাইক্কা পাচ্? কিতা পাচ্ তোরা?????
**************************
ভাই দ্যাখ্, ঠাকুর ধইরা কি পাইছি জানিনা, তবে হারাইছি অনেক কিছু।
এবার প্রশ্নকর্তা ভীষন উৎসাহের সহিত।আমি জানি তো ঠাকুর টুকুর নিয়া কোনো লাভ নাই।আইচ্ছা কিতা হারাইসস্ বল তো???
আর বলিস্ না ভাই। ঠাকুর ধরার ফলে জীবনে অনেক কিছু হারিয়ে ফেললাম!!
১) সন্ধ্যার সময় আগে অমুকের পান দোকানে তমুকের পান দোকানে বসে খুব আড্ডা মারতাম। এখন ঠাকুর ধরে রোজ সন্ধ্যায় নিয়মিত প্রার্থনা করতে হয়।এখন সেই আড্ডা গুলোকে খুব মিস্।সেই সময় টাকে হারালাম।
২) সন্ধ্যার পরে ক্লাবে বসে কেরাম খেলতাম,আর তোরার সাথে সাথে একটু শোকটান মারতাম।এখন সন্ধ্যার পরে সৎসঙ্গে যাই।আর নেচে নেচে তুমূল কীর্তন করি।তাই ঐ শোকটান আর হয়ে উঠে না।ঐ দিনটাকেও হারালাম।
৩) অমুকের পুরি-তরকারির দোকানে মাল খাওয়ার স্পেশাল চেম্বার ছিল। মাঝে মাঝে যেতাম আর বেশ পেগ মারতাম(রাম,বিয়ার,মেগডল)এখন ঠাকুর ধরে এগুলো ছেড়ে দিয়েছি।শালা সেই চেম্বার টাকেও হারালাম।
৪) মেয়ের পেছনে ঘোরার বেশ সখ ছিল।না জেনে শুনে যার তার সাথে প্রেম করতাম। কয়েকজন কে তো বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলাম।এখন ঠাকুর ধরে বিবাহ সম্পর্কে একটু আধটু ধারনা হল।তাই ঐ বধঅভ্যাস টাকে চিরদিনের জন্য হারিয়ে ফেললাম।
উন্নয়ন আর সু-প্রজনন এতো বিয়ের মূল/যেমন তেমন বিয়ে করে করিস্ নাকো ভূল।
শ্রী শ্রী ঠাকুর।।
৫)যখন ঠাকুর ধরে তাঁর দয়া আস্তে আস্তে অনুভব করলাম শেষ পর্যন্ত স্বাদের আমিষ টাকেও হারালাম।কারন ঠাকুর বলেছেন- নিরামিষ আহার আহারের মধ্য দিয়ে তাঁর মনের মতন হয়ে উঠা যায় এবং তাঁর সেবায় নিজেকে নিয়োজিত করা যায়।
আর তুই যে বললি,এতো সময় কোথায় পাই?? তাহলে শোন্ বন্ধু। আসলে সময় টা নিজেকেই বের করেই নিতে হয়।আমার ব্যাক্তিগত কাজকর্মের অজস্র সময় থাকে,আর যিনি আমার প্রিয়পরম,যার দয়ায় আমি বেঁচে আছি, সুস্থ আছি, আনন্দে আছি, তাঁর জন্য যদি একটু সময় দিতে না পারি, তাহলে এই জীবনটাই যে বৃথা ভাই।
কর্নমণি দাস
~~~~~~~~~