06/11/2024
চট্টগ্রামের হাজারী গলিতে মিয়া শপিং কমপ্লেক্সের এক দোকানদার "ইসকন" এর বিপক্ষে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে।
এটি নিয়ে ইসকনের নেতারা শপিং কমপ্লেক্সের সমিতির মধ্যস্থতায় ওই লোকটি ক্ষমাও চেয়ে নেয়, কিন্ত তারপরেও সনাতন ধর্মের কয়েকশত লোক জড়ো হয়ে শপিং কমপ্লেক্সে ঢুকে দোকান ভাংচুর এবং লুটপাট চালায়।
তখন পুলিশ তাৎক্ষণিক বাধা দিতে আসলে পুলিশের উপর এসিড নিক্ষেপ করে ইসকনের লোকজন।
সেনাবাহিনী শপিং সেন্টারে এসে এদের বের করতে আসলে বাধে সংঘর্ষ।
এদেশে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো পরিকল্পিতভাবে দেশকে সাম্প্রদায়িক সংঘর্ষের দিকে ঠেলে দিতে চাচ্ছে, দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।
দ্রুত অপরাধীদের আটক করতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।