Hazre Aswad

Hazre Aswad Rais your voice

চট্টগ্রামের হাজারী গলিতে মিয়া শপিং কমপ্লেক্সের এক দোকানদার "ইসকন" এর বিপক্ষে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে।এটি নিয়ে ইস...
06/11/2024

চট্টগ্রামের হাজারী গলিতে মিয়া শপিং কমপ্লেক্সের এক দোকানদার "ইসকন" এর বিপক্ষে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে।

এটি নিয়ে ইসকনের নেতারা শপিং কমপ্লেক্সের সমিতির মধ্যস্থতায় ওই লোকটি ক্ষমাও চেয়ে নেয়, কিন্ত তারপরেও সনাতন ধর্মের কয়েকশত লোক জড়ো হয়ে শপিং কমপ্লেক্সে ঢুকে দোকান ভাংচুর এবং লুটপাট চালায়।

তখন পুলিশ তাৎক্ষণিক বাধা দিতে আসলে পুলিশের উপর এসিড নিক্ষেপ করে ইসকনের লোকজন।

সেনাবাহিনী শপিং সেন্টারে এসে এদের বের করতে আসলে বাধে সংঘর্ষ।

এদেশে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো পরিকল্পিতভাবে দেশকে সাম্প্রদায়িক সংঘর্ষের দিকে ঠেলে দিতে চাচ্ছে, দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।

দ্রুত অপরাধীদের আটক করতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

যদি তাই হয় তাহলে সব আন্দোলকারীদের গ্রেপ্তার করতে হবে। মশকারি চলতাসে নাকি? গণহত্যাকারীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, দায়িত্বশীলরা...
13/10/2024

যদি তাই হয় তাহলে সব আন্দোলকারীদের গ্রেপ্তার করতে হবে।
মশকারি চলতাসে নাকি?
গণহত্যাকারীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, দায়িত্বশীলরা করছেন টা কি...?

সব্জির আকাশচুম্বী দামের জন্য ইউনূস সরকারকে ১০ বার গালি দিতে ইচ্ছা করে, কিন্ত যে কারনে সব্জির বাজারে ধ্বস সেই ভারতকে একবা...
12/10/2024

সব্জির আকাশচুম্বী দামের জন্য ইউনূস সরকারকে ১০ বার গালি দিতে ইচ্ছা করে, কিন্ত যে কারনে সব্জির বাজারে ধ্বস সেই ভারতকে একবারও গালি দিতে ইচ্ছা করে না।
দেশের সব্জির উৎপাদনের অর্ধেক ভূমি ভারতীয় পানি আগ্রাসনের স্বীকার।
সংবাদ মাধ্যম রাজনৈতিক কর্মী, সুশীল, এক্টিভিস্ট কেউ বলছে না ভারতীয় আগ্রাসনের ফলে আমাদের সব্জির খেতগুলো ধ্বংস হওয়ায় বাজারে সব্জির সংকট।
আর বাজারে চাহিদা বেশি থাকলে, সরবরাহ কম থাকলে পন্যের দাম বাড়তে বাধ্য।
আমি ইউনূস স্যারের সরকারের একজন কট্টর সমালোচক, কিন্তু এই জায়গায় স্যারের সরকারের কোন দোষ নাই। এটা ভারতের পানি আগ্রাসনের ফল আমরা ভোগ করছি। আসুন এই আগ্রাসন সর্ব শক্তি দিয়ে রুখে দেই।

পাশাপাশি আস্বস্ত করছি যে, ইউনূস স্যার কিছু করুক না করুক, আগামী ৩০ দিনের মাঝে সব্জির বাজার অর্ধেক দামে নেমে আসবে, সেটাও যোগান বাড়ার কারনে এর জন্য ভোক্তা অধিকার দিয়ে অবিযান চালাতে হবে না।

"যদি আবু সাঈদ সন্ত্রাসী হয়, তাহলে নূর হোসেন কে? যে ব্যক্তি আবু সাঈদকে সন্ত্রাসী বলেছে, তার বক্তব্যের জন্য একটি গোষ্ঠী ব...
08/10/2024

"যদি আবু সাঈদ সন্ত্রাসী হয়, তাহলে নূর হোসেন কে? যে ব্যক্তি আবু সাঈদকে সন্ত্রাসী বলেছে, তার বক্তব্যের জন্য একটি গোষ্ঠী বাহবা দিচ্ছে। তাদের কাছে এই দুইজনকে এক শব্দে কীভাবে সংজ্ঞায়িত করা যায়? বলুন তো শুনি?

বাংলাদেশে দীর্ঘ কর্মঘণ্টার পরিশ্রমের শীর্ষে থাকা মানুষগুলো যে পরিমাণে কঠোর পরিশ্রম করে, তার বিপরীতে তারা যথাযথ পারিশ্রমি...
29/09/2024

বাংলাদেশে দীর্ঘ কর্মঘণ্টার পরিশ্রমের শীর্ষে থাকা মানুষগুলো যে পরিমাণে কঠোর পরিশ্রম করে, তার বিপরীতে তারা যথাযথ পারিশ্রমিক পায় না। আন্তর্জাতিক মানের কাজের চাহিদা থাকলেও, সেই মানের মজুরি প্রদান করা হয় না। উন্নতমানের কাজ নিশ্চিত করতে হলে আন্তর্জাতিক মানের মজুরি প্রদান করাও অত্যন্ত জরুরি।







আবু সাইদ, মুগ্ধ, আসহাবুল ইয়ামিনসহ যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছে তাদের জন্য নাটক মুভি নাই। পাহাড়ে পিটিয়ে ...
26/09/2024

আবু সাইদ, মুগ্ধ, আসহাবুল ইয়ামিনসহ যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছে তাদের জন্য নাটক মুভি নাই। পাহাড়ে পিটিয়ে মারা বাঙালির জন্য কিংবা গোপালগঞ্জে পিটিয়ে মারার জন্য নাটক সিনেমা নাই। ২৮ আগস্ট লগি-বইঠা দিয়ে মানুষ মারা কিংবা আবরারকে ৩দফা পিটিয়ে হত্যা করার জন্য নাটক সিনেমা নাই।

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলের জন্য নাটক সিনেমা। এটা কাদের পার্পাসে কিংবা কাদের স্বার্থে শুনি?

আন্দোলনের সময় পুলিশের পোশাক পরে অন্য দেশের নাগরিকরাও গুলি চালিয়েছিল আমাদের উপর। অনেকেই তাদেরকে হিন্দি ভাষায় গালি দিতে শু...
24/09/2024

আন্দোলনের সময় পুলিশের পোশাক পরে অন্য দেশের নাগরিকরাও গুলি চালিয়েছিল আমাদের উপর। অনেকেই তাদেরকে হিন্দি ভাষায় গালি দিতে শুনেছে।

এইটা আগেও শুনেছিলাম, কিন্তু গুজব ভেবে বিশ্বাস করিনি। আজকে এটিএন বাংলার নিউজ দেখলাম এই ঘটনার নাকি প্রাথমিক প্রমাণ মিলেছে! তাহলে আমার দেশের সার্বভৌমত্ব রইলো কই?? দ্রুত তদন্ত করে দোষীদেরকে আন্তর্জাতিক ট্রাইবুনালের আওতায় বিচারের মুখোমুখি করতে হবে।

লীগদের কান্না ও চেতনার সুর এখন নিস্তব্ধ, কারণ তারা আর নতুন ইস্যু তৈরি করতে পারছে না।আল্লাহ তাকে জান্নাতের উচ্চতম স্থান দ...
24/09/2024

লীগদের কান্না ও চেতনার সুর এখন নিস্তব্ধ, কারণ তারা আর নতুন ইস্যু তৈরি করতে পারছে না।

আল্লাহ তাকে জান্নাতের উচ্চতম স্থান দান করুন। আমিন।

তুমি পাহাড়ি, তোমার এই দেশের ৬৪টি জেলায় যখন খুশি যেতে পারো, পড়াশোনা করতে পারো, চাকরি করতে পারো—কোনো বাধা নেই। দেশের নাগরি...
22/09/2024

তুমি পাহাড়ি, তোমার এই দেশের ৬৪টি জেলায় যখন খুশি যেতে পারো, পড়াশোনা করতে পারো, চাকরি করতে পারো—কোনো বাধা নেই। দেশের নাগরিক হিসেবে তোমার অধিকার স্বাভাবিকভাবেই সব জায়গায় স্বীকৃত। কিন্তু আমি যখন সমতলের মানুষ হিসেবে তোমার পাহাড়ে ঘুরতে যাই, তখন কেন আমার জন্য আর্মির পাহারা লাগে? কেন আমি সেখানে ইচ্ছেমতো চলতে পারি না? কেন পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করতে গেলে বারৈয়ারহাটে অন্যান্য বাসের সঙ্গে মিলিত হয়ে বিজিবির কড়া পাহারায় যেতে হয়? কেন আমাকে বিকেলের মধ্যে সেখানকার গেটে পৌঁছাতে হবে?

তুমি পাহাড়ি হলেও দেশের যেকোনো প্রান্তে তুমি স্বাধীনভাবে বসবাস করতে পারো, বাড়ি করতে পারো, জীবন গড়তে পারো। কিন্তু আমার অধিকার সেখানে কেন মানা হয় না? কেন আমি পাহাড়ে গিয়ে আমার ইচ্ছেমতো থাকতে পারি না, সেখানে বাড়ি করতে পারি না? দেশের অন্যান্য জায়গার মতো পাহাড়েও কি আমার সমান অধিকার নেই?

চার বছরে ইলিশ গেছে ৫৫৪১ টন,আর মাত্র দুই মাসেই পাঠাচ্ছেন ৩০০০ টন।🙂আবার প্রথমে বললেন আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি, দ...
21/09/2024

চার বছরে ইলিশ গেছে ৫৫৪১ টন,আর মাত্র দুই মাসেই পাঠাচ্ছেন ৩০০০ টন।🙂
আবার প্রথমে বললেন আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি, দেশের মানুষ কি ইলিশ খাইলো তাহলে?😒
⚠️উপদেষ্টা- ফরিদা

এই বিষয়ে আপনাদের মতামত কী?

19/09/2024

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রক্ত দিলো, আর সাধারণ মানুষ রাজপথে প্রতিরোধ গড়লো। কিন্তু শেষমেশ ক্ষমতায় বসল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আর বিপ্লব বেহাত হলো।

ধিক্কার জানাই,,,যারাই জড়িত হোকনা কেন দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হোক✊✊
19/09/2024

ধিক্কার জানাই,,,যারাই জড়িত হোক
না কেন দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হোক✊✊

ফরিদপুরে হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুল...
16/09/2024

ফরিদপুরে হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাস (৪৫) ভারতীয় নাগরিক।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

🎉🎉🎉ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন। এই দিনে তাঁর জীবন ও শিক্ষা স্মরণ করে মানবপ্রেম, ন্যায় ও শান্ত...
16/09/2024

🎉🎉🎉ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন। এই দিনে তাঁর জীবন ও শিক্ষা স্মরণ করে মানবপ্রেম, ন্যায় ও শান্তির পথে চলার অঙ্গীকার করি। ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা!🎉🎉🎉

16/09/2024

"ধূলির ধরা বেহেশ্‌তে আজ,
জয় করিল দিলরে লাজ।
আজকে খুশির ঢল নেমেছে,
ধূসর সাহারায়"।সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ এর শুভেচ্ছা।

কি একটা অবস্থা সব নেতারাই মানছে, পালন ও করছে।শুধু অন্ধ বক্তারা মানে না।  ঈদে মিলাদুন্নবী সাঃ
15/09/2024

কি একটা অবস্থা সব নেতারাই মানছে, পালন ও করছে।
শুধু অন্ধ বক্তারা মানে না।
ঈদে মিলাদুন্নবী সাঃ

14/09/2024

সীমান্তে স্বর্ণা দাস ও জয়ন্তীর নির্মম হত্যাকাণ্ডের পর হিন্দু গোষ্ঠীর নীরবতা প্রশ্নবিদ্ধ। এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করেও তারা শাহবাগে আন্দোলন করছে, যা দেশকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে।

আজ গোপালগঞ্জে আওয়ামী স'শ'স্ত্র স'ন্ত্রা'সীরা অ'স্ত্রশ'স্ত্র নিয়ে হা'ম'লা করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক ...
13/09/2024

আজ গোপালগঞ্জে আওয়ামী স'শ'স্ত্র স'ন্ত্রা'সীরা অ'স্ত্রশ'স্ত্র নিয়ে হা'ম'লা করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে নৃ'শং'স ভাবে হ'ত্যা করে। এই হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। এছাড়া অন্তত ১০টি গাড়ি ভা'ঙ'চু'র করা হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।এই ঘটনার তীব্র নিন্দা জানায়

Address

Belonia

Telephone

+8801754531993

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazre Aswad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hazre Aswad:

Share


Other Digital creator in Belonia

Show All