Beldanga Post

Beldanga Post আপনাদের আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা/সমস্যা সকলের সামনে তুলে ধরতে
আমাদের Whatsapp করুন https://wa.me/+919871494496

মুর্শিদাবাদ জেলার একটি জনপ্রিয় ও বিশ্বস্ত পেজ।। এখানে সমাজ ও সমাজে বসবাসকারী মানুষদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।। এই পেজ আপনার,আমার,সবার।। আপনার খবর হোয়াটসঅ্যাপ করুন https://wa.me/+919871494496 , আমরা সেটি তুলে ধরবো সবার সামনে।।

এই মূর্তিটির নাম - " "  বা  #শূন্যতাএটা তৈরীর পিছনে উদ্দেশ্য হল বৃদ্ধ অবস্থায় সন্তানদের অনুপস্থিতিতে বাবা-মা কি সীমাহীন ...
02/04/2022

এই মূর্তিটির নাম - " " বা #শূন্যতা

এটা তৈরীর পিছনে উদ্দেশ্য হল বৃদ্ধ অবস্থায় সন্তানদের অনুপস্থিতিতে বাবা-মা কি সীমাহীন মানসিক শুন্যতায় ভোগেন তার প্রকাশ।

আজকাল সন্তানরা আলাদা থাকতে চায় বা থাকে অথবা প্রবাসী হয়। বৃদ্ধ বয়সে বাবা-মা’রা শিশুর মতই অসহায় হয়ে যান। এ বাবা-মা’ই একদিন সব উজাড় করে দিয়ে সন্তানকে শিশু বয়স থেকে মানুষ হিসেবে যোগ্য করে তুলেছিলেন। কিন্তু স্বার্থপর ভোগবাদী সমাজ ব্যবস্থায় অতি আধুনিকতার দাবীদার সন্তানেরা মানবিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারনে বাবা-মা'য়ের সংস্পর্শতার মুল্য বোঝেনা। তাঁদের জন্য বৃদ্ধাশ্রম বা কেয়ার টেকার রেখে দিচ্ছেন।

ব্রোঞ্জ নির্মিত মূর্তিটি সুইজারল্যান্ডের জেনেভা লেকের পারে স্থাপন করেছেন শিল্পী- এলবার্ট জর্জ।।

#সংগৃহীত

02/04/2022
দয়াকরে সকলে শেয়ার করে উক্ত এলাকার বিশেষ পরিচিতদের ট্যাগ করে দেবেন। জরুরী আবেদন :-****  #রানাঘাট থেকে  #কল্যাণীর মধ্যে এক...
01/04/2022

দয়াকরে সকলে শেয়ার করে উক্ত এলাকার বিশেষ পরিচিতদের ট্যাগ করে দেবেন।

জরুরী আবেদন :-

**** #রানাঘাট থেকে #কল্যাণীর মধ্যে একটি লরি থেকে ১৫টির বেশী প্রিন্ট করা মুড়ি ফ্যাক্টরির প্যাকেজিং পিপির বস্তা পড়ে গেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি বা ব্যক্তিবর্গ সেগুলি পেয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের 8167720252/9233775790 যোগাযোগ করবেন। ঐ মালগুলি ফিরে না পেলে একজন নিরপরাধ ট্রাক ড্রাইভারকে অনেক টাকার খেসারত দিতে হবে, যা তার সারাজীবনের সঞ্চয়ের সমান।

যিনি বা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে উক্ত মালের হদিশ দিতে পারবেন তিনি বা তাদের আমরা 10000/- টাকা পুরস্কার দেওয়া হবে।

ঐ প্যাকেটগুলো ঐ #মুড়ি #ফ্যাক্টরি বাদ দিয়ে কারোর কোনো কাজে লাগবে না। কারন ওতে বিশেষ বারকোড রয়েছে।

31/03/2022

#জরুরি 🙏
এ নেগেটিভ রক্তের খুবই প্রয়োজন সকলকে অনুরোধ করছি সাহায্য করবেন।
বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন 🙏

৯৮৫১২৫০৩৩৪

 #বেলডাঙ্গাএই লোকটি সোদপুরে গাড়ি দূর্ঘটনায় মারা গেছে চিনতে পারলে বাড়ির লোকজনকে খবর দিবেন।নাম-নাজিবুর রহমান, পিতা-মানা...
30/03/2022

#বেলডাঙ্গা
এই লোকটি সোদপুরে গাড়ি দূর্ঘটনায় মারা গেছে চিনতে পারলে বাড়ির লোকজনকে খবর দিবেন।
নাম-নাজিবুর রহমান, পিতা-মানারুল সেখ, বেলডাঙ্গা মন্ডলপাড়া, বিলপাড়া।

★★একটি মানবিক আবেদন★★🙏দয়া করে পুরোটা পড়বেন🙏উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তর্গত বারইবাড়ি গ্রামের এক হতদরিদ্র প...
30/03/2022

★★একটি মানবিক আবেদন★★
🙏দয়া করে পুরোটা পড়বেন🙏

উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তর্গত বারইবাড়ি গ্রামের এক হতদরিদ্র পরিবারের মেধাবী বোন তনুশ্রী চৌধুরীর জীবন আজ ব্রেন টিবির মতো মারণ রোগে বিপন্ন। বাবা সুব্রত চৌধুরী স্থানীয় ব্যাগ কারখানায় ব্যাগ সেলাই করেন মা বাসন্তী হালদার একজন আশা কর্মী। তবে মেধাবী মেয়ের পড়াশুনার জন্য তারা দারিদ্রতার কাছে নতি স্বীকার করেন নি। মেয়ের অদম্য জেদ এবং বাবা মায়ের ইচ্ছাশক্তির জোরে তনুশ্রী তার ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করে। বাবা মায়ের কষ্ট দূর করার ব্রত নিয়ে একটি বেসরকারি সংস্থার কাজে যোগদানের এক সপ্তাহের মাথায় আক্রান্ত হয় এই মারণ রোগে। তার পড়াশুনার খরচ চালাতে স্থাবর সম্পত্তি আগেই বিক্রি করতে হয়েছে তনুশ্রীর পরিবার কে। এমত অবস্থায় তার চিকিৎসার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে।
উনার প্রতিদিন নার্সিংহোম #খরচ প্রায় 40,000 টাকারও #অধিক।
যা তাদের পক্ষে প্রয় #অসম্ভব হয়ে পড়েছে।

আপনাদের একটু মানবিক সহযোগিতায় হয়তো বোনটি আবার নিজের জীবন ফিরে পেতে পারে। এক মা-বাবা বেঁচে যেতে পারেন সন্তান হারানোর যন্ত্রনা থেকে।

আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনাদের সামর্থ্য মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন...
আপনাদের পরিচিত কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকারী সংস্থার সাহায্য প্রার্থনা করছি।

🔵সাহায্যের মাধ্যম🔵
STATE BANK OF INDIA
NAME: BASANTI HALDER
A/C: 11851646635
IFSC: SBIN0009320
BRANCH: HEMTABAD

PhonePe/ GPay/ Paytm- 6294089554(Jahid Aktar)
সাহায্য করতে চাইলে আপনারা এই নম্বরেও যোগাযোগ করতে পারেন ।।

তামিলনাড়ুর সালেমের এক যুবক গত ৩ বছর ধরে ১ টাকার কয়েন জমিয়ে ২ লাখ ৬০ হাজার টাকার মোটর সাইকেল কিনলেন।সূত্র: Asian News Int...
29/03/2022

তামিলনাড়ুর সালেমের এক যুবক গত ৩ বছর ধরে ১ টাকার কয়েন জমিয়ে ২ লাখ ৬০ হাজার টাকার মোটর সাইকেল কিনলেন।

সূত্র: Asian News International (ANI)

27/03/2022

ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক হলো লালগোলা-শিয়ালদহ লাইনে।

রাত ৮:৪৯ মিনিটের লালগোলা- রানাঘাট ট্রেনটি এই মুহূর্তে বেলডাঙ্গা স্টেশন পৌঁছালো

27/03/2022

বেলডাঙ্গা স্টেশনে ট্রেনে আগুন লাগাই আশেপাশের স্টেশনগুলোতে দীর্ঘক্ষন ধরে অন্যান্য ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে।
সন্ধে ৭:৩৫ এর লালগোলা - রানাঘাট মেমু ট্রেন রানাঘাট যাওয়ার ট্রেন বিগত ১ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে সারগাছি রেল স্টেশনে। বেলডাঙ্গা স্টেশনে একটি ট্রেন আগুন লাগার ঘটনার জেরে দাঁড়িয়ে রয়েছে ডাউন ট্রেনটি, তবে আপ ট্রেনগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ বিকেল ৩ টা থেকে রাত্রিকালীন ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলের উপস্থিতি কাম্য।স্থান: বড়ুয়া যুবক সংঘ...
24/03/2022

আজ বিকেল ৩ টা থেকে রাত্রিকালীন ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলের উপস্থিতি কাম্য।

স্থান: বড়ুয়া যুবক সংঘ স্টেডিয়াম

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, শ্যুটিং চলাকালীন আক্রান্ত হন হৃদ্‌রোগেমৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। গত দু-তিন দ...
24/03/2022

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, শ্যুটিং চলাকালীন আক্রান্ত হন হৃদ্‌রোগে

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। গত দু-তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। বুধবার রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন।

সূত্র: ABP Ananda

আবারো উজ্জ্বল দৃষ্টান্ত  #বেলডাঙ্গা বাসীর কাছে। রাজ্যস্তরের  #ক্যারাটে কমব্যাট প্রতিযগিতায় প্রথম স্থান অধিকার করে আবারো ...
23/03/2022

আবারো উজ্জ্বল দৃষ্টান্ত #বেলডাঙ্গা বাসীর কাছে। রাজ্যস্তরের #ক্যারাটে কমব্যাট প্রতিযগিতায় প্রথম স্থান অধিকার করে আবারো মুর্শিদাবাদ জেলা তথা বেলডাঙ্গার মুখ উজ্জ্বল করলো #বেলডাঙ্গার #দুই #ছেলে।
#মুর্শিদাবাদ জেলায় #মার্শালআর্ট জগতের অন্যতম নাম #সামিম আহমেদ ও তার ছাত্র মহ্ম্মদ #মুস্তাফিজুর রহমান। খেলাটি অনুষ্ঠিত হয়েছিল গত ২০ই মার্চ পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে।
বর্ধমানের রানীগঞ্জ শহরে Burns Club র indoor এ ২০ই মার্চ professional karate (Karate Combat) প্রথম pro karate (Karate Combat) খেলা অনুষ্ঠিত হলো এবং তার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক ভাবে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে Karate Combat(K-Pro) চালু হলো।

আমাদের তরফ হইতে আপনাদের দুইজনকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।💖

Samim Ahmed
Md Mustafijur Rahaman




আজ মাস্টার দা সূর্য সেনের জন্ম দিন।এই বীর স্বাধীনতা সংগ্রামী মুর্শিদাবাদ বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের ছাত্র ছিলেন।
22/03/2022

আজ মাস্টার দা সূর্য সেনের জন্ম দিন।

এই বীর স্বাধীনতা সংগ্রামী মুর্শিদাবাদ বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের ছাত্র ছিলেন।

      #বিশ্ব  #জল  #দিবস
22/03/2022


#বিশ্ব #জল #দিবস

22/03/2022

বেলডাঙ্গার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে একটি লরির সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত দুই গাড়ির চালক ও খালাসি।

 #অগ্নিদগ্ধ #রামপুরহাটঅগ্নিদগ্ধ হয়ে ১০ জন মারা গিয়েছেন রামপুর হাটে।*********সোমবার রাতে বগটুই গ্রামের পশ্চিমপাড়ার ১০টি ...
22/03/2022

#অগ্নিদগ্ধ
#রামপুরহাট

অগ্নিদগ্ধ হয়ে ১০ জন মারা গিয়েছেন রামপুর হাটে।

*********
সোমবার রাতে বগটুই গ্রামের পশ্চিমপাড়ার ১০টি বাড়িতে আগুন লাগে।
এই ঘটনায় দমকল ১০ জনের মৃত্যু হওয়ার কথা নিশ্চিত করেছে।

21/03/2022

দক্ষিণ চীনে ১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়লো বোয়িং ৭৩৭ বিমান!!

বিশ্বের সুখী দেশগুলির তালিকাবিস্তারিত পড়ুন: https://bit.ly/3IohGhS   সূত্র : সংবাদ প্রতিদিন
19/03/2022

বিশ্বের সুখী দেশগুলির তালিকা

বিস্তারিত পড়ুন: https://bit.ly/3IohGhS



সূত্র : সংবাদ প্রতিদিন

বিশ্বের সর্ব কণিষ্ঠ প্রধান শিক্ষক Babar Ali এর গতকাল  জন্ম দিন ছিল , তাঁর জন্যই আজ বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদের নাম সারা ...
19/03/2022

বিশ্বের সর্ব কণিষ্ঠ প্রধান শিক্ষক Babar Ali এর গতকাল জন্ম দিন ছিল , তাঁর জন্যই আজ বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদের নাম সারা বিশ্বে এক অন্য মাত্রার পরিচয় বহন করে

https://en.m.wikipedia.org/wiki/Babar_Ali_(teacher)

 #সম্প্রীতির_দৃষ্টান্তমূলক_নজির
17/03/2022

#সম্প্রীতির_দৃষ্টান্তমূলক_নজির

 #নিখোঁজমেয়েটির গত ছয়দিন থেকে নিখোঁজ, মেয়েটির নাম অম্বিকা মন্ডল বাবার নাম পাচকরি মন্ডল, বাড়ি নওপুকুরিয়া ঘোষপাড়া, ম...
15/03/2022

#নিখোঁজ
মেয়েটির গত ছয়দিন থেকে নিখোঁজ, মেয়েটির নাম অম্বিকা মন্ডল বাবার নাম পাচকরি মন্ডল, বাড়ি নওপুকুরিয়া ঘোষপাড়া, মেয়েটি মানসিক ভারসাম্যহীন, মেয়েটির একটি বৈশিষ্ট্য ওর হাতে একটি নাইলনের ব্যাগ ( ঝোলা ) থাকে।

কোন খোঁজ পেলে স্থানীয় থানায় যোগাযোগ করবেন 🙏

15/03/2022

বেলডাঙ্গা পৌরসভার

নতুন চেয়ারপারসান
অনুরাধা হাজরা ব্যানার্জি,

ভাইস চেয়ারম্যান
আবু সুফিয়ান মণ্ডল

রুহুল আমিন সেখ (ক্যান্সারের পেশেন্ট) কলকাতা যাওয়ার সময় প্রেসক্রিপশন সহ ব্যাগ হারিয়ে গেছে !ঠিকানা: শংকরপাড়া (ভাবতা), ...
15/03/2022

রুহুল আমিন সেখ (ক্যান্সারের পেশেন্ট) কলকাতা যাওয়ার সময় প্রেসক্রিপশন সহ ব্যাগ হারিয়ে গেছে !
ঠিকানা: শংকরপাড়া (ভাবতা), বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।
কোন ব্যক্তি যদি কোন খোঁজ পান তবে দয়া করে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।🙏
৮৯৪৫৯৩৯৩০১ (বাপি)
৯৮৫১৩৭৬৭৬৩ (মালেক)

13/03/2022

কলকাতা পৌর সংস্থার উদ্যোগে বয়ষ্ক ও একাকী মানুষদের জন্য "বাড়িতেই ভ্যাকসিন"

বেলডাঙ্গাতে একটিও সিনেমা হল নেই , তাই দূরদূরান্ত থেকে আর কেউ যেন সিনেমা দেখার জন্য আসবেন না
11/03/2022

বেলডাঙ্গাতে একটিও সিনেমা হল নেই , তাই দূরদূরান্ত থেকে আর কেউ যেন সিনেমা দেখার জন্য আসবেন না

যুক্তরাজ্যের বাঙালিদের জন্য সত্যিই খুব আনন্দের দিন।লন্ডনের হোয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনের নাম লেখা হয়েছে ইংরেজি...
11/03/2022

যুক্তরাজ্যের বাঙালিদের জন্য সত্যিই খুব আনন্দের দিন।

লন্ডনের হোয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনের নাম লেখা হয়েছে ইংরেজির পাশাপাশি বাংলা বর্ণমালাতেও।

যাঁরা এটি বাস্তবায়নে কাজ করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। যাঁদের জন্যই হোক না কেন তবুও আমার মায়ের ভাষা । বাংলা ভাষা ❤️

দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর অবশেষে খুঁজে পাওয়া গেছে আলি মহাম্মদ মল্লিক ( টফি ) কে।হাওড়া GRP থেকে তাকে তার পরিবারের হাতে...
10/03/2022

দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর অবশেষে খুঁজে পাওয়া গেছে আলি মহাম্মদ মল্লিক ( টফি ) কে।
হাওড়া GRP থেকে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আজ অর্থাৎ ১১/০৩/২০২২ তারিখ সকাল ১১ টার সময়।
ধন্যবাদ বেলডাঙা থানার পুলিশ অফিসার এবং হাওড়া GRP কে। যারা তারা নিখোঁজ হওয়ার পোস্ট সাধ্যমত শেয়ার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ ও অশেষ ধন্যবাদ।

 #নারীদিবসএকজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন কন্যা, একজন বন্ধু. প্রত্যেক নারীকে জানাই নারীদিবসের শুভকামনা 💖
08/03/2022

#নারীদিবস
একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন কন্যা, একজন বন্ধু. প্রত্যেক নারীকে জানাই নারীদিবসের শুভকামনা 💖

এই সমস্ত এলাকাগুলোতে মাধ্যমিক পরীক্ষার (অর্থাৎ ০৭.০৩.২০২২ থেকে ০৯.০৩.২০২২, ১১.০৩.২০২২ ও ১২.০৩.২০২২ এবং১৪.০৩.২০২২ থেকে ১৬...
07/03/2022

এই সমস্ত এলাকাগুলোতে মাধ্যমিক পরীক্ষার
(অর্থাৎ ০৭.০৩.২০২২ থেকে ০৯.০৩.২০২২,
১১.০৩.২০২২ ও ১২.০৩.২০২২ এবং
১৪.০৩.২০২২ থেকে ১৬.০৩.২০২২) দিনগুলোতে
ইন্টারনেট পরিষেবা সকাল ১১:০০ টা থেকে দুপুর ৩:১৫ মিনিট পর্যন্ত বিঘ্নিত থাকবে।

 #প্রধানমন্ত্রীকিছু বলার থাকলে কমেন্ট করে বলতে পারেন। 🤔 #মোদিজি #মাস্ক #করোনাভাইরাস
07/03/2022

#প্রধানমন্ত্রী
কিছু বলার থাকলে কমেন্ট করে বলতে পারেন। 🤔

#মোদিজি
#মাস্ক
#করোনাভাইরাস

সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাইআন্তরিক অভিনন্দন।ছাত্রছাত্রীরা আমাদের গর্ব।তারাই আমাদের ভবিষ্যৎ।তাই সকলকে আমার আন্তরিক অ...
07/03/2022

সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই
আন্তরিক অভিনন্দন।
ছাত্রছাত্রীরা আমাদের গর্ব।
তারাই আমাদের ভবিষ্যৎ।
তাই সকলকে আমার আন্তরিক অনুরােধ,
জীবনের প্রথম বড় পরীক্ষা যেন বাংলার
সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী
নির্বিঘ্নে দিতে পারে, তার জন্য
সহযােগিতা করুন।
পরীক্ষা ভাল হােক,
এই শুভকামনা রইল। 💖

#মাধ্যমিক
#মাধ্যমিক_পরীক্ষা
#বেলডাঙ্গা_পোষ্ট

06/03/2022

আগামীকাল সকাল ১১ টা থেকে দুপুর ৩:১৫ মিনিট পর্যন্ত বেলডাঙ্গা (৭৪২১৩৩) তে মাধ্যমিক পরীক্ষার কারণে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হবে।

06/03/2022

কিছুক্ষণ আগে বেলডাঙ্গা গন্ধেশ্বরী হাউস আগুন লেগে গিয়েছিল ফায়ার ব্রিগেডে এসে আগুন নিভিয়ে দেয়।

তরুণ ভারতীয়রা কেন মেডিকেল ডিগ্রি পেতে দেশ ছেড়ে যাওয়ার প্রয়োজন বোধ করে?
05/03/2022

তরুণ ভারতীয়রা কেন মেডিকেল ডিগ্রি পেতে দেশ ছেড়ে যাওয়ার প্রয়োজন বোধ করে?

Address

Beldanga
742133

Alerts

Be the first to know and let us send you an email when Beldanga Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beldanga Post:

Videos

Share

BELDANGA POST

আপনাদের আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা, যে কোনো সমস্যা সকলের সামনে তুলে ধরতে আমাদের Whatsapp করুন 9871494496

©Beldanga Post আপনাদের জন্য, আপনাদের পাশে

Nearby media companies


Other News & Media Websites in Beldanga

Show All