লাল স্বপ্ন

লাল স্বপ্ন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
h

30/09/2023
27/08/2023

সরকারের কাজ দুর্গাপুজো করা। কোন কলেজে VC নেই, কোন ইস্কুলে মাস্টার নেই এইসব উল্টোপাল্টা কাজের জন্য সরকারকে বিরক্ত করবেন না।

কাদের থেকে শিখতে হবে বামপন্থা!!✊✊.. এক সিপিএমের দান করা জমিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। কমিউনিস্ট পার্টি ব...
27/08/2023

কাদের থেকে শিখতে হবে বামপন্থা!!✊✊..
এক সিপিএমের দান করা জমিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল।

কমিউনিস্ট পার্টি বেআইনি হওয়ায় জেলে গিয়েছিলেন স্নেহাংশুকান্ত আচার্য। বিলেতফেরত ব্যারিস্টার। জ্যোতিবাবুর বিশেষ বন্ধু। বনেদি ঘরের ছেলে। কিন্তু জড়িয়ে পড়েছিলেন বাম আন্দোলনের সঙ্গে।

একদিন হঠাৎ জেলখানায় গাড়ি এসে হাজির। শোনা গেল, তাঁকে যেতে হবে মহাকরণ, মুখ্যমন্ত্রীর জরুরি তলব। স্নেহাংশুবাবু কিছুটা বিস্মিত, ‘কী ব্যাপার ? কাউকে ছাড়া হচ্ছে না। হঠাৎ আমার প্রতি এই দয়া ?’

আনা হল মহাকরণে। ঘরে ঢুকতেই বিধান রায় আপ্যায়ন করে বসালেন। বললেন, স্নেহাংশু, একটা জরুরি কাজে তোমাকে ডেকে পাঠিয়েছি। যাদবপুরে নাকি তোমাদের অনেক জায়গা আছে। আমি ওখানে একটা ইউনিভার্সিটি বানাব। তোমাকে জায়গা দিতে হবে। সর্বহারার পার্টি করো, এত জমি নিয়ে কী করবে ? ওখানে ইউনিভার্সিটি হোক, তুমি চাও না? তবে, এক টাকার বেশি দাম দিতে পারব না।’

বিধানবাবু এমনভাবে বললেন, আর না করার উপায়ই রইল না। চিফ সেক্রেটারিকে আগাম বলা ছিল। তিনি আগেই দানপত্র তৈরি করে রেখেছেন। সই করিয়ে নেওয়া হল স্নেহাংশু আচার্যকে।

যাওয়ার সময় স্নেহাংশুবাবু মজা করে জিজ্ঞেস করলেন, জমি তো নিলেন। এবার কোথায় পাঠাবেন ? বাড়িতে না জেলে ?

বিধানবাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, অনেকদিন বাড়ির বাইরে আছো। জেলের খাবার ভাল না লাগারই কথা। ঠিক আছে, তুমি এখন বাড়িতেই যাও। কয়েকদিন থাকো। আবার যখন দরকার পড়বে, ঠিক জেলে পাঠিয়ে দেব।

কমিউনিস্ট পার্টির নেতা স্নেহাংশু আচার্য ছিলেন ময়মনসিংহের জমিদার বাড়ির ছেলে এবং বিখ্যাত রবীন্দ্র সংগীত গায়িকা সুচিত্রা মিত্রর জামাইবাবু ।

এটাই হলো রাজনৈতিক সৌজন্য। যেটার এখন বড়ই অভাব।
(সংগৃহীত)

24/08/2023
23/08/2023

বিয়াল্লিশ হাজার বিদ্যালয়কে সত্তর হাজার করে টাকা দিলে বেঁচে থাকতো বহু স্কুল!
ফিরিয়ে আনা যেত অনেক স্কুলছুটদের।

23/08/2023

625 কোটির চন্দ্রযানের থেকেও দামী.......

3 কিমি দ্বারকা এক্সপ্রেস ওয়ে! 750 কোটি!!

23/08/2023

রাকেশ রোশনও চাঁদে চলে গেল ।

23/08/2023

চন্দ্রযান চাঁদে পৌঁছে গেল,
ইডির তদন্ত এখনও শেষ হল না।

  আন্দোলনের সময়   তে GB meeting করছেন   নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও     নেতা ছত্রধর মাহাতো।
22/08/2023

আন্দোলনের সময় তে GB meeting করছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা ছত্রধর মাহাতো।

22/08/2023

যাদবপুরের ঘটনায় তিনজনের লাভ হল।
১.বিজেপির উপাচার্য চেয়ারে।
২.তৃণমূলের ছাত্র ইউনিট খুলল।
৩.একজন শুধু চিৎকার করে, নিজের টি আর পি বাড়িয়ে নিলেন।

দুজনের ক্ষতি হল
১।সিপিআইএমের এসএফআই কিছু না করেও কেস খেল। কারণ সাধারণ পাবলিকে লাল ঝান্ডা মানেই সিপিএম জানে। নকশাল খেক্সেল কেউ জানেনা।।

২।আর স্বপ্নদীপের বাবা মায়ের কোল খালি হল।।।

ও হ্যাঁ আর একটা প্রসঙ্গান্তর কথা। ইমাম মুয়াজ্জিন দের সভায় মুখ্যমন্ত্রী সি পিএম আর কংগ্রেসকে বিঁধলেন।।।।

সিদ্ধান্ত: কোনো পাগলও মুসলিম জমায়েতে বিজেপিকে বিঁধবেন না।।। কারণ ওখানে বিজেপি ভোট নেই। মুসলিম ভোট যেতে পারে সিপিআইএম কংগ্রেসে। সুতরাং টার্গেট ঠিক।।।।

তার মানে কর্তা কী বুঝলেন?
: দক্ষিণপন্থী রাজনীতির এটাই চরিত্র।।

" ঝোপ বুঝে কোপ"
🪄Shaifulla Akm

মঞ্চে ভাষণ না দিয়ে দম থাকলে পুলিশ পাঠান  অ্যারেষ্ট করে নিয়ে যাক   এর   এর ছেলেদের।
21/08/2023

মঞ্চে ভাষণ না দিয়ে দম থাকলে পুলিশ পাঠান অ্যারেষ্ট করে নিয়ে যাক এর এর ছেলেদের।

ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার  সেক্রেটারি অফ ডিফেন্স রবার্ট. এস.ম্যাকনামারাকে কলকাতা এয়ারপোর্ট থেকে ফিরে যেতে বাধ্য ক...
19/08/2023

ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার সেক্রেটারি অফ ডিফেন্স রবার্ট. এস.ম্যাকনামারাকে কলকাতা এয়ারপোর্ট থেকে ফিরে যেতে বাধ্য করা বামপন্থী ছাত্র সংগঠনের নাম । তখন কে নেতৃত্ব দিচ্ছেন সুভাষ চক্রবর্তীরা।
দুদিনের বৈরাগী অনেক জলঘোলা করবে, শেষ পর্যন্ত ইতিহাস কথা বলবে। নিজের আদর্শে অবিচল থেকে এগিয়ে যাবে।ছোটো ছোটো কুঁড়িদের ফোটাবার সংগ্রাম চলবে।
জিন্দাবাদ।
জিন্দাবাদ।

র‍্যাগিং, ছাত্র মৃত্যু সব অতীত।পাঁচতলা মল পুরোটাই ফায়দা লোটো।
19/08/2023

র‍্যাগিং, ছাত্র মৃত্যু সব অতীত।
পাঁচতলা মল পুরোটাই ফায়দা লোটো।

আগমার্কা CPIM খুন করেছে
19/08/2023

আগমার্কা CPIM খুন করেছে

18/08/2023

যাদবপুরের MP মিমি কোথায়?
কোনো প্রতিক্রিয়া নেই কেন?

কিছু মনে পড়ছে  বিজেপির ভাই বন্ধুরা?
17/08/2023

কিছু মনে পড়ছে বিজেপির ভাই বন্ধুরা?

16/08/2023

লালের ভূত তিনি সেদিনও দেখতেন আজও দেখেন।

16/08/2023

যে ইউনিভার্সিটিতে VC নেই,Registrar ম্যাডাম ইউনিভার্সিটি ছেড়ে ২১শে জুলাই ডিম্ভাত খেতে যায় সেই ইউনিভার্সিটিতে এই ঘটনা তো ঘটবেই।

14/08/2023

আর জেরা করে লাভ নেই। সৌরভ সহ বাকিদের ছেড়ে দেওয়া হোক। মাননীয়া পিসি বলে দিয়েছেন CPIM খুন করেছে

11/08/2023

অধীরের সাসপেনশনের প্রতিবাদ, লোকসভা থেকে ওয়াকআউট বিরোধী জোট ইন্ডিয়ার!
সঙ্গে নেই বাংলার একমাত্র বিজেপি বিরোধী তৃনমূল সাংসদরা!

05/08/2023

বিমান ব্যানার্জি নাকি আজ ব্রিগেড ডেকেছিল শুনলাম !

05/08/2023

২০১৯ সালের পর থেকে রেলে নিয়োগের কোনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি ...

ইডি ধরতে আসলেই বলবে, কলকাতার মানুষকে বাঁচাতে দিল না...
04/08/2023

ইডি ধরতে আসলেই বলবে, কলকাতার মানুষকে বাঁচাতে দিল না...

03/08/2023

জননেতার প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য...

02/08/2023

মহানায়িকা MP, পার্লামেন্টে যায় না TikTok করে। পার্কস্ট্রিটের ধর্ষককে আশ্রয় দেয়, ফ্ল্যাটের টাকা ঝেড়ে দেয়।
#এগিয়েবাংলা

29/07/2023

প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য

Address

N. S. C. Bose Road
Baruipur
700144

Alerts

Be the first to know and let us send you an email when লাল স্বপ্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লাল স্বপ্ন:

Videos

Share

Category