Avhies Creations

Avhies Creations একা থাকা অনেক ভালো কারণ একাকীত্ব কখনো

এই বিশ্বকাপে আফগানিস্তান, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং পাকিস্তানকে হারালো😳  পাকিস্তানকে আট উইকেটে পরাজিত করে ইতিহ...
24/10/2023

এই বিশ্বকাপে আফগানিস্তান, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং পাকিস্তানকে হারালো😳 পাকিস্তানকে আট উইকেটে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করল আফগানিস্তান🔥💪
ওডিআই ক্রিকেটে ইতিহাসে এই প্রথমবার পাকিস্তানকে হারালো আফগানিস্তান 🇦🇫

না, এটা কোনও অঘটন নয়! যোগ্য দল হিসেবে ডমিনেট করেই জিতেছে আফগানিস্তান🔥

06/10/2023

কো ইন্সিডেন্স? ভাইরে ভাই একদম এক্সেক্ট সেইম নাম্বার, অবিশ্বাস্য। ইউরোপ ছেড়েছে দুজনই, এখনো একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার যে...
05/09/2023

কো ইন্সিডেন্স? ভাইরে ভাই একদম এক্সেক্ট সেইম নাম্বার, অবিশ্বাস্য।
ইউরোপ ছেড়েছে দুজনই, এখনো একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার যে ক্ষুধাটা, এমন রাইভালারি ফুটবল বিশ্ব কখনো দেখেনি।

পেলে ম্যারাডোনা তাদের নিজেদের সময়ে সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় ছিলো। মেসি ওয়ার্ল্ড কাপ জিতে গোট ডিবেট ওভার করে ফেললেও
রোনালদোর জনপ্রিয়তায় ভাটা পরেনি। দুজনে আলাদা আলাদা সময়ে এলে হয়তো আমরা মেসি ফ্যান রাই রোনালদোর জন্য গলা ফাটাতাম, কিংবা রোনালদো ফ্যানরা মেসির খেলা দেখার জন্য রাত জাগতো। একই
সময়ে দুজন আসার কারণে একজনের ফ্যান আরেক জনের খুঁত ধরতে ব্যাস্ত থাকি, এবং এটা চলতেই থাকবে যুগ যুগ ধরে। সম্ভবত তারা অবসর নেয়ার পরেও।

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳চাঁদের দক্ষিণ প্রান্তে প্রথম পা রাখল ভারতীয় মহাকাশযান   Proud moment  🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
23/08/2023

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
চাঁদের দক্ষিণ প্রান্তে প্রথম পা রাখল ভারতীয় মহাকাশযান



Proud moment 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

পর্তুগাল থেকে ইংল্যান্ড, স্পেন রাঙ্গিয়ে ইতালি, বর্তমানে তো সৌদর ফুটবল সম্রাট হলেন .. 👑পৃথিবীর যেখানেই যাক রাজত্বটা তার! ...
13/08/2023

পর্তুগাল থেকে ইংল্যান্ড, স্পেন রাঙ্গিয়ে ইতালি, বর্তমানে তো সৌদর ফুটবল সম্রাট হলেন .. 👑

পৃথিবীর যেখানেই যাক রাজত্বটা তার! ❤️

19/06/2023

shorts feeds
Tere dur janese

🟡🟡🟡🟡💛💛💛পঞ্চম বার  শিরোপা অর্জন করল চেন্নাই সুপার কিং Congratulations team csk and specially sir jadeja 🇮🇳🟡🟡🟡🟡🟡
30/05/2023

🟡🟡🟡🟡💛💛💛পঞ্চম বার শিরোপা অর্জন করল চেন্নাই সুপার কিং Congratulations team csk and specially sir jadeja 🇮🇳🟡🟡🟡🟡🟡

30/05/2023
কাল রাতে পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম। পাশেই রুটির দোকান। অনেকেই রুটির জন্য অপেক্ষা করছেন। একটা লোক বাইক থামিয়ে, সীটে বসেই...
29/05/2023

কাল রাতে পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম। পাশেই রুটির দোকান। অনেকেই রুটির জন্য অপেক্ষা করছেন। একটা লোক বাইক থামিয়ে, সীটে বসেই হেঁকে উঠলো.. ”ফটাফট দশটা রুটি দাও।
বলেই সিগারেট ধরিয়ে আবার.." জলদি করো, তাড়াতাড়ি।
ভাবলুম কোনো হোমরাচোমরা ব্যাস্ত বাগীশ লোক হবে হয়তো। কিন্তু রুটিওয়ালার কোনো হেলদোল নেই। তিনি পরপর গ্রাহক ছাড়তে লাগলেন। আরও দু-তিনবার রুটি চাওয়ার পরও যখন দোকানী ভদ্রলোক পরপরই দিয়ে যাচ্ছেন, লোকটা এবারে খেঁকিয়ে উঠলো..” কি ব্যাপার, কথা কানে যাচ্ছে না? তারাতাড়ি রুটি দিতে বলছি যে।"
উত্তরে রুটিওয়ালা ভদ্রলোক যা বললেন, তাতে আমার তো মনে হয়না পৃথিবীর কেউ আর রুটির জন্য তাড়াতাড়ি করবে।
উনি বললেন.." মস্তানি করবেন না দাদা। চুপচাপ লাইনে দাঁড়ান। আপনি যদি সত্যিই মস্তান হতেন, তো বাড়িতেই বউকে দিয়েই রুটি বানিয়ে নিতেন।

No হার্দিক, No ক্রুনাল No পোলার্ড, No মালিঙ্গা, No বোল্ট,....প্রতি বছর একই টিম নিয়ে খেলা আর নতুন অগোছালো টিম নিয়ে খেলার ...
27/05/2023

No হার্দিক, No ক্রুনাল No পোলার্ড, No মালিঙ্গা, No বোল্ট,....

প্রতি বছর একই টিম নিয়ে খেলা আর নতুন অগোছালো টিম নিয়ে খেলার মধ্যে তফাৎ আছে ডিয়ার ক্যাপ্টেন সাহেব। 🥱

বেস্ট টিম আর বেস্ট টিমের ক্যাপ্টেন আবারও একবার প্রমাণিত। 🥱 (Not a best captain)

25/05/2023

Desi boy # ♥️♥️♥️♥️♥️

গ্রুপ পর্বের খেলা শেষ, ৭০ ম্যাচের শেষে প্লে অফের জন্য নিশ্চিত চার দল। ট্রফি জয়ের লক্ষ্যে শেষ চারে পৌঁছালো গুজরাট, চেন্ন...
22/05/2023

গ্রুপ পর্বের খেলা শেষ, ৭০ ম্যাচের শেষে প্লে অফের জন্য নিশ্চিত চার দল।

ট্রফি জয়ের লক্ষ্যে শেষ চারে পৌঁছালো গুজরাট, চেন্নাই, লখনউ এবং মুম্বাই দল। কোন অধিনায়কের হাতে উঠবে এবছরের ট্রফি এখন সেটাই দেখার।

Ami CSK
Tomra ?

Ronaldo ❤️❤️❤️❤️❤️
27/03/2023

Ronaldo ❤️❤️❤️❤️❤️

21/03/2023

যদি আপনার একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে, তাহলে আপনি বুঝবেন, পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন!

অভূতপূর্ব প্রতিভা শিল্পীর ❤️❤️❤️❤️
01/03/2023

অভূতপূর্ব প্রতিভা শিল্পীর ❤️❤️❤️❤️

৭৫ সেকেন্ড ভূমিকম্পের আগে লোকটি ৩টি বাড়ির মালিক ছিল।আর সেই লোক ৭৫ সেকেন্ড পর তিনটি  রুটিরও মালিক না।😪অন্যের দেওয়া রুটি ...
11/02/2023

৭৫ সেকেন্ড ভূমিকম্পের আগে লোকটি ৩টি বাড়ির মালিক ছিল।
আর সেই লোক ৭৫ সেকেন্ড পর তিনটি রুটিরও মালিক না।😪
অন্যের দেওয়া রুটি নিয়ে দাঁড়িয়ে আছে সে।

তাই কখনো অহংকার করবেন না কারো সাথে।
সময়ের সাথে সব ঘুরে যেতে পারে।

সৃষ্টিকর্তা চাইলে ১ সেকেন্ডে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন। ......

  তখনো ছেলেটা cr7 হয়নিসালটা ২০০২ম্যানচেস্টারের হয়ে সাত নম্বর জার্সি পরে প্রথম মাঠে নামে তখন রোনাল্ডো বললে ব্রাজিলের নয় ন...
11/12/2022


তখনো ছেলেটা cr7 হয়নি
সালটা ২০০২
ম্যানচেস্টারের হয়ে সাত নম্বর জার্সি পরে প্রথম মাঠে নামে
তখন রোনাল্ডো বললে ব্রাজিলের নয় নম্বর জার্সির কথাই সবাই বলবে
সদ্য সেই বছর ব্রাজিল বিশ্বকাপ জিতেছে
জেতার নায়ক সেই রোনাল্ডো।
তবে এই রোনাল্ডো কে?
একই নামের অনেক ছেলেই ফুটবলে আসে আর যায়, কিন্তু এই ছেলেটি গেলো না।

ফুটবল মানচিত্রে থেকেও যে দেশটি ক্রমশ হারিয়ে যাচ্ছিলো যে দেশটি ফিগো ডেকোদের পরে যোগ্যতা অর্জন করতে পারবে কিনা সেটা নিয়ে ভাবছিলো। এই ছেলেটি ভাবছিলো প্রতিপক্ষের ডিফেন্সকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার কথা।
ক্ষিপ্রগতিতে মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে বা একটা ফ্রিকিকে ম্যাচের রঙ বদলে দিতে পারে এই ছেলেটি।

বংশ পরম্পরায় ব্রাজিল ও আর্জেন্টিনা বা গুটি কয়েক ইতালি বা জার্মানির সমর্থক এটাই চিরাচরিত ফুটবলের ধারাবাহিকতা হয়ে উঠেছিল।
কিন্তু হঠাৎ করে পর্তুগালের জন্য রাত জাগতে থাকলো কিছু "আমরা"
এই আমরা তোমার জন্য রাত জাগি
এই আমরা তোমার জন্য কাঁদি তোমার জন্য হাসি
একটা দেশ নয় একটা ছেলে ফুটবল মানচিত্রে একটা দেশকে অন্যরকম ভাবে চেনালো
স্বপ্ন দেখালো।
কিছু স্বপ্ন পূরণ হলো কিছু স্বপ্ন পূরণ হলো না।
কিন্তু তুমি আমাদের স্বপ্নের জার্সি নম্বর সাত হয়ে থেকে যাবে।
ঠিক যেমন বাবার মুখে দশনম্বর জার্সি মানেই মারাদোনা ঠিক তেমন, জীবনের শেষ দিন পর্যন্ত দুটি সাত নম্বর জার্সিকে মনে থাকবে এই প্রজন্মের একজন মাহি ও অন্য জন cr7.

তুমি কাঁদছো এটা ঠিক মানাচ্ছে না। তোমার ক্ষিপ্রতাই তোমাকে বেশি মানায় আমাদের মেরুদন্ডকে অক্সিজেন দেয়। বয়েসকে সংখ্যা মনে হয় তখন।
তুমি উদাহরণ। তাই যখনই কোনো ছেলে মাঝ মাঠ থেকে একা বল টেনে নিয়ে গিয়ে বিপক্ষের ডিফেন্সকে তছনছ করবে বা খেলা শেষ হবার শেষ মুহূর্তে একটা বাঁক খাওয়ানো ফ্রিকিক হঠাৎ গোলবক্সের কোনে জড়িয়ে খেলার হিসেব পাল্টে দেবে
সবাই তখন সেই ছেলেটিকে কুর্নিশ করবে
আর আমরা, আমরা যারা তোমাকে দেখেছি আমরা মনে মনে বলবো cr7।

আর যে দেশ আজকে হেরে গেলো সেই দেশ ২০ বছর ধরে জিতেছে তোমাকে
সেই ট্রফির নাম cr7❤
You r the trophy
And my generation won you.

❤❤❤❤❤❤❤❤❤❤

08/12/2022

আর হাতে গোনা কয়েকটি খেলা বাকি তাদের তাই তর্ক না করে উপভোগ করুণ ❤️ আর কাঁদলেও তাদের দেখতে পাবেন না 🥺🤲🏻
গর্বে বলতে পারবো আমি ছিলাম বিশ্ব সেরা Ronaldo Messi Neymar সময়ে ❤💙💚

22/11/2022

পর্তুগাল এর সাপোর্টার তো দূর, পর্তুগাল বলে যে একটা দেশ ফুটবল খেলে সেটাই ভারতের ৫০% মানুষ জানতোনা আজ থেকে 20 বছর আগে।।।
বিশ্বকাপ এলেই ভারত ২ টো দেশে ভাগ হয়ে যেতো।
১. ব্রাজিল 🇧🇷
২. আর্জেন্টিনা🇦🇷
আর এখন ভারতের প্রত্যেক জায়গায় পর্তুগাল ফ্যান্সদের দাপট চলছে 🇵🇹🇵🇹
একটাই কারণ - Cristiano Ronaldo

আমি গর্বিত এই বিশ্বকাপ বিহীন ভাঙাচোরা দলটির সাপোর্টার হয়ে ❤️

যাক ভালোই হলো, KL RAHUL এবার আইপিএলে মন দিতে পারবে, 600-700 রান করে আইপিএলে একটা Orange Cap জিততে পারবে, যাক ভালোই হলো, ...
12/11/2022

যাক ভালোই হলো, KL RAHUL এবার আইপিএলে মন দিতে পারবে, 600-700 রান করে আইপিএলে একটা Orange Cap জিততে পারবে, যাক ভালোই হলো, বিশ্ব শ্রেষ্ঠ দ্রুতগতির ভুবন ভোলানো বোলার Bhubaneswar Kumar এবার আইপিএলে Purple Cap জেতার জন্য ফোকাস করতে পারবে..যাক ভালোই হলো অশ্বিন শামী এদের আর দেশের হয়ে T20 খেলতে হবে না,ফলে অনেক বছর আইপিএল খেলে যেতে পারবে.... যাক ভালোই হলো কারণ ইন্ডিয়ার হয়ে না পারলেও রোহিতের তো Mumbai Indians আছেই,সবচেয়ে ভালো হলো যে আমাদের আর ইন্ডিয়া পাকিস্তান ফাইনালের টেনশন নিতে হলো না....টাকার পেছনে ছোটে এরা, এদের উপর আর কি আশা রাখবো?
এতো এতো ভালোর মাঝে খারাপ হলো এর সাথে, ছেলেটা কতো টানবে আর? সবাই এরা Superstar, তার মাঝে সবচেয়ে উজ্জ্বল এই ছেলেটার মুখে আবারও অন্ধকার.... সচিন তো তাও শেষ বয়সে ধোনিকে পেয়ে একটা ওয়ার্ল্ড কাপ পেয়েছিলো... Virat Kohli আর একা কি করবে?

25/10/2022

Maa♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

জিৎ এর পরবর্তী গ্যাংস্টার ছবি 'চেঙ্গিজ' এ অ্যাকশান কোরিওগ্রাফ করবেন সাউথের বিখ্যাত অ্যাকশান ডিরেক্টর স্টান্ট শিলভা।যিনি ...
21/10/2022

জিৎ এর পরবর্তী গ্যাংস্টার ছবি 'চেঙ্গিজ' এ অ্যাকশান কোরিওগ্রাফ করবেন সাউথের বিখ্যাত অ্যাকশান ডিরেক্টর স্টান্ট শিলভা।যিনি এর আগে মাস্টার,ভিভেগাম,2.0,আঞ্জান,মাণাড়ুর মত সিনেমাতে অ্যাকশান কোরিওগ্রাফ করেছেন।কাজ করেছেন থালাপাতি বিজয়,অজিত কুমার,,রজনীকান্ত,সুরিয়ার মত সুপারস্টারের সাথে।জিৎ বারবার অ্যাকশানকে এক কদম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।আশা করছি,অ্যাকশান নেক্সট লেভেলের হবে।
ফাটাফাটি রোমান্টিক অ্যাকশন মুভি আসছে
হলে গেলেই বুজবে

09/10/2022

মা ও মেয়ের মেলবন্ধন সত্যিই অসাধারণ

বাবা যেদিন বাজার থেকে আধা কেজি খাসির মাংস কিনে আনতেন সেদিন আমাদের ঘরে একটা বড় উৎসব আমেজের ভাব চলে আসতো। মা শাড়ির আঁচলটা ...
11/09/2022

বাবা যেদিন বাজার থেকে আধা কেজি খাসির মাংস কিনে আনতেন সেদিন আমাদের ঘরে একটা বড় উৎসব আমেজের ভাব চলে আসতো। মা শাড়ির আঁচলটা কোমড়ে গুজে মসলা বাটতে বসে যেতেন। আমি কাঁচা মাংসগুলোকে নেড়ে চেড়ে দেখতাম, মুখের কাছে নিয়ে গেলেই মা দিতো বকুনি। বলতো "কাচা গিলে খাসনে, পেটে ছাগল হবে"।
আমি চোখ ড্যাব ড্যাব করে মা কে বলতাম "ছাগল হলে বেশ হবে মা! রোজই তো তাহলে মাংস খেতে পারবো চিবিয়ে চিবিয়ে"।
মা আমার কপালে একটা চুমু খেয়ে হাসি মুখ করে বলত "আমার পাগল ছানা একটা"।
খানিকটা দূরে বসে মা ছেলের খুনসুটি দেখে বাবা ঠোটের মধ্যে লুকিয়ে লুকিয়ে হাসতেন।

একসময় মশলা মিশিয়ে মা ঝোল করা মাংস উনুন থেকে নামাতেন। আমি দৌড়ে হামলে পড়তাম। একটা চামচে এক টুকরো আমায় বাড়িয়ে দিয়ে মা বলতেন -"ধর খোকা, নুন হয়েছে কিনা দেখ তো"। আমি টুকরো খেয়ে দুষ্ট গাল করে বলতাম -"এক টুকরোয় কি বোঝা যায়? আরেকটা টুকরো দাও না মা, খেয়ে ঝটপট বলে দেই। মা আরেক টুকরো দিতো। আমিও খেতাম। স্বাদ করে খেতাম। আর মায়ের শাড়ির আচলে আয়েশ করে মুখ মুছতাম।

সেদিন বাবা আঁধা কেজি মাংস এনেছিলো। এত কম এনেছে কেন জানতে চাইলে বাবা মুখ মলিন করে বলেছিলেন "আজকের ছাগলটা তোর মত বাচ্চা, তাই মাংস কম দিয়েছে"।
সবে এক দুই গুণতে শিখেছি। মা যখন মসলা বাটায় ব্যস্ত তখন মাংসগুলো ধরতে ধরতে আনমনে গুণে দেখলাম মোট ১৪ টুকরো মাংস আছে।
একসময় মা আলু মাখিয়ে ঝোল করে মাংস রাধে। তিন টুকরো আমায় দেয় দুপুরে ভাতের সাথে। আমি খেতে খেতে হিসেব রাখি আর নয় টুকরো আছে।
রাতে মা প্লেটে করে আরো তিন টুকরো মাংস আর ভাত মাখিয়ে দলা করে আমায় খাওয়ায়। আমি খেতে খেতে হিসেব রাখি আর ছয় টুকরো আছে।
এরপরের দিন সকালেও আমার প্লেটে মাংস আসে। দুপুরেও মাংস আসে। খেতে খেতে হঠাৎ হিসেবে গন্ডগোল বেঁধে যায়। হিসেব করে দেখলাম চৌদ্দ টুকরো মাংসই আমার পেটে।
তাহলে বাবা মা কোনও মাংস খায়নি?

অনেক বছর পর আমি যখন অঙ্ক করতে শিখলাম, হঠাৎ অঙ্ক করতে করতে একদিন একটা অঙ্ক মেলালাম-
আঁধা কেজি মাংস যদি চৌদ্দ টুকরো হয় তবে তিনজনে চার টুকরোর বেশি করে খেতে পারবো। কিন্তু যেবার বাবা মাংস আনতেন প্রত্যেকবারই আমার ভাগে সব টুকরো পড়তো!
অঙ্কটার উত্তর দাঁড়ালো:-
"বাবা-মা তাহলে মাংস খায়নি"। আমাকেই খাওয়াতো পেট ভরে!
অথচ বাবা-মায়ের দুইজনেরই খাসির মাংস ভীষণ প্রিয় ছিলো।

আর আজ আমরা চারতলা ফ্লাটে থাকি তিনজন। আমি, আমার স্ত্রী ও ছেলে। প্রতিদিনই প্রায় খাসির মাংস কেনা হয়। আগের মত আধা কেজি না। ২ কেজি, ৩ কেজি। কিন্তু আগের মত সেই উচ্ছাস আর নেই, নেই মায়ের হাতের রান্নার সেই স্বাদ, নেই বাবার মুচকি হাসির মাঝে অফুরন্ত ভালোবাসা।
মা বাবা দুজনেই আজ অনেক দূর থেকে আমার না মেলা অঙ্কের হাসিতে হেসে যাচ্ছেন!! 😢

কালেক্টেড

03/09/2022

আত্মহত্যা

কলমে - সন্দীপ হালদার

স্কুলের ফার্স্ট বয় গোপাল , ছোট থেকে তার ইচ্ছা একদিন বিজ্ঞানী হয়ে সে দেশের নাম উজ্জ্বল করবে । তারা অত্যন্ত গরীব । তার গ্রামের নাম ছিল কদমপুর সেখানে এক প্রাইমারি স্কুলে পড়াশোনা করত গোপাল । ক্লাস থ্রি তে যখন সে অনায়াসে ফাইভের অঙ্ক কোষে দিত । কখনও বা বাড়িতে ছোট ছোট তার , নানারকম ফার্নিচার আসবাব পত্র জুড়ে ছোট ছোট গাড়ি ,কখনো ফ্যান , ইলেকট্রিক যান ইত্যাদি তৈরি করে স্কুলে আনত। যা দেখে স্কুলের শিক্ষকরাও তারজব মেরে যেতে । গোপালের গুনে মুগ্ধ হয়ে , প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তাকে বিজ্ঞান শাখায় পড়াশোনার জন্যে উৎসাহ দিলো সঙ্গে খরচ বহন করার প্রতিশ্রুতি দিলো । তার পর থেকে গোপালের পড়াশোনা বেজায় চলছিল । শহরতলি বিবেকানন্দ একাডেমী থেকে সে মাধ্যমিকে রাজ্যের সেরা ৫ জনের শিরোনামে নাম অন্তর্ভুক্ত করছে । তাতেই তার বাড়ি থেকে গ্রাম , স্কুলে, অলিতে গলিতে তাকে নিয়ে চর্চা। এতো কিছুর পরেও গোপালের মণ ভালো নেই । রেজাল্টের দিন সকালে গোপালের দ্বিতীয় অভিভাবক ,যে গোপাল কে এত দূরে অনায়াসে পৌঁছে দিয়েছে সেই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সৌমেন মণ্ডলের অকাল মৃত্যু ঘটেছে । গোপাল মনমরা ,কারোর সঙ্গে কথা বলে না , বাবা মা , মিডিয়া গোপালকে নানা প্রশ্ন করলেও গোপাল নীরব থাকে,চোখ থেকে অশ্রু বয়ে আসছে মাঝে মাঝে ,যেনো তাকে একটা গভীর যন্ত্রণা তার হৃদয় কে ব্যাকুল করে তুলেছে । এই ভাবে কয়েক সপ্তাহ কেটে গেলো গোপালের মানসিকতা কিছুটা স্থিতিশিল হয়েছে । বিজ্ঞান নিয়ে সে জয়নগর জে এম ট্রেনিং স্কুলে ভর্তি হয়েছে ,সেখানেও সে সবার নয়নের মনি । কাজেই উচ্চমাধ্যমিকে সে ফার্স্ট হবে আর আবারও সে একটা রাজ্যের ভালো পজিশনে থাকবে সে আর বলার অপেক্ষা রইলো না । রেজাল্টের দিন সে একটু বিচলিত ছিল তার অতীতে ঘটে যাওয়া ঘটনার জন্যে ।যাইহোক সে আবার স্কুলে ফার্স্ট এবং রাজ্যে উচচমাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে । সেখান থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি নানা জায়গায় থেকে সুযোগ ,সুবিধা আসতে লাগলো । সে এর পর অ্যাডমিশন নিল রাজ্যের বেস্ট ইউনিভার্সিটি যাদবপুরে । বিএসসি ফোর্থ সেমিস্টার চলছে , গবেষণার কিছু বই পড়ার জন্যে যাদবপুরে সেন্ট্রাল লাইবেরী তে সে যেত প্রায় সময় । সেখানে আলাপ সংস্কৃতি বিভাগের স্নাতক ডিগ্রি স্থরে প্রথম সেমিস্টারের ছাত্রী মনীষার সঙ্গে । মনীষা মেয়ে হিসাবে অতটা ভালো ছিল না । সে গোপাল কে প্রেমের জালে ফাঁসিয়ে , তার থেকে শারীরিক ,অর্থ নৈতিক সুযোগ সুবিধা নিত । গোপাল যেনো ভুলে গেলো তার ইচ্ছা ,তার লক্ষ্য কি ?
সারাদিন মনীষাকে নিয়ে তার চর্চা । সে মনীষা কে খুব পছন্দ করত । এই ভাবে কয়েক মাস কেটে গেল । হঠাৎ মনীষা আর লাইব্রেরী তে আসে না । ফোন করলে সুইচ অফ আসে ।গোপাল ভাবনা চিন্তায় বেসামাল হয়ে যেত । একদিন সে ইউনিভার্সিটির ঝিল পাড়ে গাছের তলায় মনীষাকে অন্য একটা ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে । এই সব কিছু সহ্য না করতে পেরে গোপাল সেখান থেকে চলে যায় । তার পর গোপাল হোস্টেল রুমে চুপ চাপ বসে থাকে , সেদিন ক্লাসেও যায়নি । গোপাল সিদ্ধান্ত নেয় সে বাড়ি যাবে । সে সন্ধ্যা ৭.১০ ট্রেন ধরবে , কাছাকাছি ইউনিভার্সিটি বলে সে হাতে কিঞ্চিৎ সময় নিয়ে বেরিয়ে পড়লো । তার মাথা কাজ করছিলো না , ক্রমশ তার মাথা ঘুরছে । কোনরকম স্টেশনে উঠেছে তাকে যেতে হবে ২ নম্বর প্ল্যাটফ্রমে । তার ৭.১০ ট্রেন ক্রমাগত ঢুকে পড়েছে স্টেশনের অভিমুখে । ওভার ব্রিজ থেকে উঠতে দেরি হবে , ভিড় হবে বলে সে ছুটে রেল লাইন ক্রস করে ২ নম্বর প্লার্টফ্রম এ যাওয়ার সময় সে রেল লাইনে পরে অচেতন হয়ে গেলো ।সঙ্গে সঙ্গে তার বাড়ি ফেরার ট্রেন তার বুকের উপর দিয়ে চলে । নিমিষের মধ্যে একটা তরতাজা প্রাণ শেষ ।
গোপালের মৃত্যুর খবর সকালে গোপালের বাড়িতে পৌঁছে গেলো ।
সারা গ্রাম কান্নায় যেনো ভেঙে পড়লো । সবাই গোপাল কে খুব ভালোবাসত ।
গোপালের মৃত্যুর খবর পেতে গোপালের মা বাবা নিজেদের বাঁচার ইচ্ছা টুকু হারিয়ে ফেলে । গোপাল তাদের একটা মাত্র ছেলে ,সে নেই যখন আমাদের বেঁচে থেকে কি হবে ! এমন বলতে বলতে গোপালের মা বাবা দুজনই গলায় ফাঁস লাগিয়ে সেই দুপুরে আত্মহত্যা করে ।

তার পর থেকে সারা গ্রাম এক অন্ধকার ধারণায় ডুবে যায় ।
তাদের ধারণা ছেলে মেয়ে কে বেশি উচ্চ শিক্ষিত করার দরকার নেই , গ্রামের প্রাথমিক স্কুলে পড়াশোনা শেষ করে বাড়ির কাজ কর্ম করুক । শহরে গিয়ে পড়লে তাদের প্রাণ চলে যায় ,তারা বদলে যায় ,তারা আর বাড়ি ফেরে না । তার থেকে আমাদের চোখের সামনে থাকুক । আমাদের দরকার নেই অত পড়াশোনার। সেই থেকে গ্রামে যেনো একটা সময়ে পড়াশোনা থমকে গেলো । ।


এটা একটা কাল্পনিক ধারণা বললে চলে কিংবা উনিশ শতকে ঘটে যাওয়া কোনো গ্রামের ঘটনা ধরে নিতে পারো। আমি জানি না এরকম কিছু হয়েছে কি ! তবুও উনিশ শতকে সমাজে একটা কুসংস্কার বিরাজ করত। এরকম হয়তো হলেও হতে পারে !

Address

Baruipur

Telephone

+917980043495

Website

Alerts

Be the first to know and let us send you an email when Avhies Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Baruipur

Show All