Bichitro Media

Bichitro Media বিচিত্ৰ মিডিয়াৰ উদ্দেশ্যই কেৱল সহজ সরল মানুষদের মনের কথা শোনা আর
লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত, দৰিদ্ৰ আৰু নিৰ্দোষীৰ হকে বাতৰি কৰা

06/10/2024

অবৈধ ভাবে বজাৰ পৰিচালনা সমিতিৰ কমিটি গঠন কৰালৈ ৰাইজৰ মাজত তীব্ৰ চাঞ্চল্য।
চেঙাৰ জনপ্ৰিয় বজাৰ পৰিচালনা সমিতিৰ কমিটি গঠন কৰাক লৈ ৰাইজৰ বাগ-বিদণ্ডা।

02/10/2024

ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি।

অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি,
তবে ঘৃণিত হতে দেখেছি।

28/09/2024

কাইলৈ সমগ্ৰ ৰাজ্যতে কৰ্তন কৰা হ'ব ইণ্টাৰনেট সেৱা।পুৱা ৮.৩০বজাৰ পৰা ৪.৩০বজালৈকে কৰ্তন কৰা হ'ব ইণ্টাৰনেট সেৱা।তৃতীয় বৰ্গৰ নিযুক্তি পৰীক্ষাৰ বাবে কৰ্তন কৰা হ'ব ইণ্টাৰনেট সেৱা।চৰকাৰৰ এই সিদ্ধান্তক লৈ আপুনি সুখী নে?কমেণ্টবক্সত জনাওক মতামত

28/09/2024

ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে,কিন্তূ সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে ।

-শেকসপীয়ার

স্বার্থপরের মত কাউকে তেল মেরে চলার চেয়ে, সময় বিশেষে উচিত কথা বলাই আমার কাছে ঠিক বলে মনে হয়।
28/09/2024

স্বার্থপরের মত কাউকে তেল মেরে চলার চেয়ে, সময় বিশেষে উচিত কথা বলাই আমার কাছে ঠিক বলে মনে হয়।

“ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা।”
28/09/2024

“ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা।”

 #শান্ত_মন              ✍️✍️✍️ Jahangir Alom শান্ত নদীর ধারে বসে,  মনে হয় সবুজে মোড়া,  মনের আকাশ নীলচে হাসে,  চিন্তা ম...
27/08/2024

#শান্ত_মন
✍️✍️✍️ Jahangir Alom

শান্ত নদীর ধারে বসে,
মনে হয় সবুজে মোড়া,
মনের আকাশ নীলচে হাসে,
চিন্তা মুক্তি পায় সে সারা।

আলোছায়ার খেলায় বুনে,
স্বপ্নেরা মেলে ডানা,
শান্ত মন সেইখানে গিয়ে,
পায় খুঁজে প্রিয় সাথের গাঁথা।

নীরব রাতের নক্ষত্র হেসে,
মনের মাঝে ঝিলিক দেয়,
শান্ত মন সেই আলোয় ভেসে,
শান্তির বাণী বলে ।

বাতাসের স্পর্শে নিঃশ্বাসে মেশে,
একটি নীরবতার গান,
শান্ত মন সে সুরে ভেসে,
পায় মুক্তির পরশ প্রাণ।

শান্ত মন সব কিছু ছেড়ে,
ধীরে ধীরে খুঁজে যায়,
অস্থিরতায় পূর্ণ জীবনের
একটি নিরবচ্ছিন্ন আশ্রয়।

BIG BREAKING ধিং ধৰ্ষণ কাণ্ডৰ মূল অভিযুক্তৰ মৃত্যু। আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলাবলৈ চেষ্টা কৰি পুখুৰীত জাঁপ দিছিল ধৰ্ষণকাৰীয়ে...
24/08/2024

BIG BREAKING
ধিং ধৰ্ষণ কাণ্ডৰ মূল অভিযুক্তৰ মৃত্যু। আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলাবলৈ চেষ্টা কৰি পুখুৰীত জাঁপ দিছিল ধৰ্ষণকাৰীয়ে। সলিল সমাধি তফাজ্জুল ইছলাম নামৰ ধৰ্ষণকাৰীটোৰ। আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিছে মৃতদেহ

09/08/2024
Natural
06/08/2024

Natural

বেকি নদীর উপর একটা documentary video আইতাছে! সবাই follow করে পাশে থাকুন ।   #বেকি_নদী   #বিচিত্র_মিডিয়াKazi Neel
03/08/2024

বেকি নদীর উপর একটা documentary video আইতাছে! সবাই follow করে পাশে থাকুন ।

#বেকি_নদী

#বিচিত্র_মিডিয়া

Kazi Neel

 িশপ্ত_নদীধু ধু নদীর কূলে দাঁড়ায়ে দেখি,তুমি বইছ বহুদূরে—স্রোতের সুরে সুর মিশে যায়,অশ্রুধারা নয়নে ভরে।জলের নিচে রুদ্ধ শ...
03/08/2024

িশপ্ত_নদী

ধু ধু নদীর কূলে দাঁড়ায়ে দেখি,
তুমি বইছ বহুদূরে—
স্রোতের সুরে সুর মিশে যায়,
অশ্রুধারা নয়নে ভরে।

জলের নিচে রুদ্ধ শ্বাসে,
কত আর্তনাদ, কত দুঃখগাঁথা—
প্রেমের মায়া, বিরহের কাব্য,
সবই মিশে যায় তোমার নীরবতায়।

কূলের কাঁদন, জলের কান্না,
সেই অভিশপ্ত ধারা—
তবু তুমি বইছ,
নতুন ভোরের আশায়, নতুন স্বপ্নের প্রত্যাশায়।

তোমার বুকে হারিয়ে গেছে,
কত সোনালি স্বপ্ন, কত আশা—
তবু নদী, তুমি থামো না,
তুমি বইছ, এই অভিশপ্ত ধারা নিয়ে।

জীবনের পথে, বিষাদের ছায়া,
তবু তুমিই আশা, তুমিই প্রেরণা—
এই অভিশপ্ত নদী, তোমার বুকে,
লুকিয়ে আছে জীবনের সত্যি কাব্য।

#বিচিত্র_মিডিয়া

13/06/2024

আমার দোকানে একজন সাহায্য নেওয়ার জন্যে আসে, তাঁর পর তার কিছু কথা বলি।

আজকের সকাল।
12/05/2024

আজকের সকাল।

Address

Barpeta
781308

Alerts

Be the first to know and let us send you an email when Bichitro Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bichitro Media:

Videos

Share


Other Digital creator in Barpeta

Show All