সত্যর সন্ধান পাওয়া যাবে আমাদের এই পেজে

  • Home
  • India
  • Barpeta Road
  • সত্যর সন্ধান পাওয়া যাবে আমাদের এই পেজে

সত্যর সন্ধান পাওয়া যাবে আমাদের এই পেজে hello friend assalamu alaikum how are you all my friend � Person guarantee
(1)

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দোয়া করি সবাই ভাল থাকুন অনেকদিন পরে আসলাম
02/12/2023

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দোয়া করি সবাই ভাল থাকুন অনেকদিন পরে আসলাম

16/07/2023

Amazing 🤩🤩

11/07/2023
05/07/2023

আসসালামু আলাইকুম সবাইকে অনেক ভালোবাসা

04/07/2023

Arunachal Pradesh naharlagun

Assalamu waalaikum Eid Mubarak
28/06/2023

Assalamu waalaikum Eid Mubarak

28/06/2023

Asalamu alaikum all followers Eid Mubarak

27/06/2023

বন্ধুরা অনেক কষ্ট পড়ে মেশিনটা ঠিক করলাম

Asalamu alaikum all'
26/06/2023

Asalamu alaikum all'

22/06/2023

ভাইয়েরা আমি বিলটা চেঞ্জ করতাছি কারো জন্য ভিডিওটা করলাম আমি চাই পুরো মেশিনটা কিভাবে অপারেট করতে হয় করতে হয় সেটা শিখাবো আপনাদেরকে

05/06/2023

17/05/2023

ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটি জন্য। যে কোন সময়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দক্ষতা গুলোর মধ্যে একটি হচ্ছে উপস্থাপন করার দক্ষতা 🤷‍♂️

অতীতেও এই দক্ষতার কদর ছিল বর্তমানে তো আছেই এবং ভবিষ্যতেও এই দক্ষতার কদর দিন দিন আরো বৃদ্ধি পেতে থাকবে।

সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক ভাবে উপস্থাপনা করার মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারবেন।

ধরুন আপনি একজন ক্রিকেটার হতে চাচ্ছেন। এখন কোন সময়ে, কোন জায়গায়, কিভাবে আপনাকে উপস্থাপন করতে হবে এবং কি উপস্থাপন করতে হবে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার লক্ষ্যে আপনি খুবই তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন।

উপস্থাপন করার দক্ষতা বৃদ্ধি করার জন্য আপনাকে জানতে হবে -

ভাল যোগাযোগ করার ক্ষমতা
ভালোভাবে কোন বিষয়কে শুনার এবং বোঝার ক্ষমতা
সময় ব্যবস্থাপনার ক্ষমতা
সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা
খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান করার ক্ষমতা ইত্যাদি
আর খুব তাড়াতাড়ি বর্তমান সময়ে সফল হতে হলে, আপনি ৩ ভাবে আপনার উপস্থাপনের দক্ষতা কে পুরো পৃথিবীর সামনে প্রকাশ করতে পারেন। সে তিনটি ভাগ হচ্ছে:

ভিডিওর মাধ্যমে 📽️
কোন অডিওর মাধ্যমে 🎙️
লিখিত আকারে 📝
ধরুন আপনি ভাল রান্না করতে পারেন। আপনার এই রান্না করার দক্ষতাটা কে যদি ভালো ভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনি কাঙ্খিত ফলাফল পাবেন না।

এখন আপনার এই রান্না করার দক্ষতা টাকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে পারেন, বা কোনো অডিও আকারে উপস্থাপন করতে পারেন অথবা লিখিত আকারে উপস্থাপন করতে পারেন।

আর সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে কখন কোথায় কিভাবে উপস্থাপন করতে হয়?

একটা কথা সবসময় মনে রাখবেন মানুষ দুই ভাবে সফল হয়। একটি হচ্ছে তার ট্যালেন্ট এর মাধ্যমে আরেকটি হচ্ছে তার স্কিল তৈরি করে সেটাকে প্রকাশ করার মাধ্যমে।

ট্যালেন্ট - মানুষ জন্মগতভাবে পেয়ে যায়।
স্কিল - মানুষ সময়ের সাথে সাথে শিখে পেয়ে যায়।
তাই আপনার ভিতরে যদি উপস্থাপন করার ট্যালেন্ট না থাকে তাহলে আপনি সেই স্কিলটাকে শিখতে পারবেন। এর জন্য আপনাকে জানতে হবে কিভাবে এই স্কিলটিকে শিখতে হয়।

চিরন্তন সত্য বাণী:

“এতদিন যা করে আসতেছেন সেটাই যদি আপনি করে যেতে থাকেন তাহলে আপনি এতদিন যা পেয়ে আসতেছেন সেটাই পাবেন, আপনাকে নতুন অনেক বড় কিছু পেতে হলে অবশ্যই নতুন কিছু শেখার জন্য আগ্রহী হয়ে সেটাকে শিখতে হবে”

আমার পোস্টগুলো ভালো লাগলে আমাকে অনুসরণ করুন এতে আপনি আমার করা পোস্টগুলোতে নিয়মিত পেয়ে যাবেন এবং যদি মনে করে থাকেন আমার এই পোস্টগুলো আপনার অনেক উপকার করেছে।

তাহলে আমার একটি অনুরোধ, আমার পোষ্ট গুলোকে শেয়ার করুন যাতে সবাই এই পোস্টগুলো পেতে পারে এবং তার জীবনে একটু হলেও পরিবর্তন হতে পারে।

একটি করে পোস্ট চিন্তা করে লিখতে অনেক কষ্ট হয়, তাই Upvote 👍 করে আমাকে উৎসাহিত করুন যাতে পরবর্তীতে এই ধরনের আরো জীবন পরিবর্তনকারী পোস্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।

ধন্যবাদ 🙏

রাশেদুল ইসলাম, লীডারশীপ ট্রেইনার এবং বিজনেস কনসালটেন্ট

17/05/2023

বেশি চিন্তা করবেন না
আল্লাহ জানেন যে আপনি কি চান, এবং আপনার হৃদয় কি চায়, ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে, আল্লাহ সাফল্য দিবেই,
ইনশা আল্লাহ

17/05/2023

পাপ থেকে
একমাত্র তারাই বাঁচতে পারে
যারা মুখে নয় ;
অন্তর থেকে আল্লাহ তা'আলার শাস্তিকে ভয় করে ।

19/02/2023

Assalamu alaikum namaste dost log kaise ho aap log theek ho

Asalamu alaikum wa Rahmatullah Barkato
22/12/2022

Asalamu alaikum wa Rahmatullah Barkato

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু সমস্ত বন্ধু এবং আত্মীয়স্বজন আপনারা কেমন আছেন আর পুরো মানবজাতির ভাই-বো...
08/11/2022

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু সমস্ত বন্ধু এবং আত্মীয়স্বজন আপনারা কেমন আছেন আর পুরো মানবজাতির ভাই-বোনের আপনাকে সবাইকে আমার কাছ থেকে দোয়া রইল এবং আপনাদের দোয়া আমার জন্য প্রেরণ করবেন সবাই

08/11/2022

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে বলছি পুরোটা পড়বেন কিন্তু
একটা শব্দ ও বাদ দিবেন না।
সামান্য একটু সময় ব্যয় করেন
আশা করি ঠকবেন না— ইনশাআল্লাহ!🌸🌸

কেমন আছেন.? 😊

যেমনই থাকেন একটু মুচকি হাসেন
এবার বলেন, আলহামদুলিল্লাহ 🥰
আবার বলেন
আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল

সারাদিনে অনেক গুনাহ করলাম এবার আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নিই.?😊

আল্লাহুম্মাগফিরলি

আস্তাগফিরুল্লাহ

আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি

আস্তাগফিরুল্লাহাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুম ওয়া আতুবু ইলাইহি

যাক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শেষ
আশা রাখি আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ

আল্লাহকে একটু স্মরণ করা যাক এবার?🥀

সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবর
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)"

তাজবী তো পড়লেন এবার নেকির বস্তাটা নিয়ে যান?

আল্লাহুম্মাগফির ওয়ালিল মু'মিনিনা ওয়াল মুমিনাত

আলহামদুলিল্লাহ 🥰

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ 🥀

পেয়ে গেলেন তো বিশ লাখ নেকি
আলহামদুলিল্লাহ 🌻

জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু

এখন থেকে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে

খুশি হয়ে একবার তো বলতে পারেন আলহামদুলিল্লাহ

আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ 😍

নিচে যান.....

এবার পড়েন

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

যখন উঠে দাড়াবেন তখন পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

বসে থাকলে পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

হাঁটার সময় পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

বিছানায় শুয়ে পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

১০ বার পড়া হয়ে গেল আলহামদুলিল্লাহ

যে ব্যক্তি প্রতিদিন ১০ বার কালেমা পড়বে কেয়ামতের দিন তার চেহারা নূর হয়ে থাকবে!🥀

পড়া শেষে এক বার আলহামদুলিল্লাহ্ লিখি

06/11/2022

৬/১.১. অধ্যায়ঃ
হায়েযের ইতিকথা।

আর আল্লাহ্‌র বাণীঃ “তারা আপনার কাছে জিজ্ঞেস করে রক্তস্রাব সম্বন্ধে। আপনি বলুনঃ তা অশুচি। কাজেই রক্তস্রাব অবস্থায় তোমরা স্ত্রী-গমণ থেকে বিরত থাকবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না। সুতরাং যখন তারা উত্তমরূপে পরিশুদ্ধ হবে তখন তোমরা তাদের কাছে ঠিক সেভাবে গমন করবে যেভাবে আল্লাহ্ তোমাদের আদেশ দিয়েছেন। আল্লাহ্ তওবাকারীদের ভালবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।” (সূরা আল-বাক্বারাহ্ ২/২২২)

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ এটি এমন একটি বিষয় যা আল্লাহ্‌তা’আলা আদম-কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কারো কারো মতে সর্বপ্রথম হায়য শুরু হয় বনী ইসরাঈলী মহিলাদের। আবূ আবদুল্লাহ্‌ বুখারী (রহঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর হাদীসই গ্রহণযোগ্য।

৬/১.২. অধ্যায়ঃ
ঋতুকালীন ঋতুবতী মহিলাদের প্রতি নির্দেশ।

২৯৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، قَالَ سَمِعْتُ الْقَاسِمَ، يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ خَرَجْنَا لاَ نَرَى إِلاَّ الْحَجَّ، فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ، فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أَبْكِي قَالَ ‏"‏ مَا لَكِ أَنُفِسْتِ ‏"‏‏.‏ قُلْتُ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ ‏"‏‏.‏ قَالَتْ وَضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ‏.

‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমরা হজ্জের উদ্দেশেই (মদীনা হতে) বের হলাম। ‘সারিফ’ নামক স্থানে পৌঁছার পর আমার হায়েয আসলো। আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এসে আমাকে কাঁদতে দেখলেন এবং বললেনঃ এ তো আল্লাহ্‌ তা’আলাই আদম-কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তুমি বাইতুল্লাহ্‌র ত্বওয়াফ ছাড়া হজ্জের বাকী সব কাজ করে নাও। ‘আয়িশা (রাঃ) বলেনঃ আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাঁর স্ত্রীদের পক্ষ হতে গাভী কুরবানী করলেন।

(৩০৫, ৩১৬, ৩১৭, ৩১৯, ৩২৮, ১৫১৬, ১৫১৮, ১৫৫৬, ১৫৬০, ১৫৬১, ১৫৬২, ১২৩৮, ১৬৫০, ১৭০৯, ১৭২০, ১৭৩৩, ১৭৫৭, ১৭৬২, ১৭৭১, ১৭৭২, ১৭৮৩, ১৭৮৬, ১৭৮৭, ১৭৮৮, ২৯৫২, ২৯৮৪, ৪৩৯৫, ৪৪০১, ৪৪০৮, ৫৩২৯, ৫৫৪৮, ৫৫৫৯, ৬১৫৭,৭২২৯; মুসলিম ১৫/১৭, হাঃ ১২১১) (আধুনিক প্রকাশনী- ২৮৫, ইসলামিক ফাউন্ডেশন- ২৯০)

হাদিসের মানঃ সহিহ হাদিস
৬/২. অধ্যায়ঃ
হায়েযের সময় স্বামীর মাথা ধুয়ে দেয়া ও চুল আঁচড়ে দেয়া।

২৯৫
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا حَائِضٌ‏.

‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি হায়েয অবস্থায় আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাথা আঁচড়ে দিতাম।

হাদিসের মানঃ সহিহ হাদিস
২৯৬

Assalamu alaikum wa rahmatullahi wabarkatuhu how are you friends hope you all are well by the grace of Allah
01/11/2022

Assalamu alaikum wa rahmatullahi wabarkatuhu how are you friends hope you all are well by the grace of Allah

Address

Barpeta Road
Barpeta Road

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যর সন্ধান পাওয়া যাবে আমাদের এই পেজে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্যর সন্ধান পাওয়া যাবে আমাদের এই পেজে:

Videos

Share


Other Digital creator in Barpeta Road

Show All

You may also like