বিনোদন

বিনোদন Its Your Channel || Entertainment Video || Talent Hub || Show Your Talent and Grow Up ||
_Binodon

তোমাদের ভালোবাসা নিয়ে এই চ্যানেল। উপরে লাইক/ follow দিয়ে সাথে থাকো। লেখা/গান/নাচ video পাঠিয়ে দাও inbox এ |

পৌরাণিক কারন হল ধন্বন্তরী ধনতেরাস বা ধনত্রয়োদশীর দিন সমুদ্রমন্থনে উঠে আসেন, তার হাতে ছিল আয়ুর্বেদ এর অমূল্য গ্রন্থ যা সব...
13/11/2023

পৌরাণিক কারন হল ধন্বন্তরী ধনতেরাস বা ধনত্রয়োদশীর দিন সমুদ্রমন্থনে উঠে আসেন, তার হাতে ছিল আয়ুর্বেদ এর অমূল্য গ্রন্থ যা সবার রোগ ব্যাথা যন্ত্রনা থেকে মুক্ত করার অমূল্য সম্পদ!তিনি ছিলেন দেবতাদের বৈদ্য! তাই চতুর্দশীর দিন নানা আয়ুর্বেদ গুন সম্পন্ন চোদ্দ শাক খাওয়ার প্রথা প্রচলিত আছে! এটা গেল হিন্দু শাস্ত্রীয় প্রথা আর পুরানের ব্যাপারটা! এতে বিজ্ঞান খুঁজতে যাওয়া পন্ডশ্রম আর খুঁজবেনই বা কেন?

এবার প্রশ্নটা অন্য ভাবে বিজ্ঞানভিত্তিকভাবে উপস্থাপন করি, "কেউ নিয়মিত শাক/ সব্জি/চোদ্দ শাক ইত্যাদি যদি খায় সেটা কতটা স্বাস্থ্যকর"?? এর উত্তর "১০০% স্বাস্থ্যকর কারন পুষ্টিগুন অবশ্যই আছে, বিজ্ঞানসম্মত ভাবে প্রমাণিত! ভিটামিন,মিনারেলস, মাইক্রো নিউট্রিয়েন্টস এবং ফাইবারস এ ঠাসা নানারকম শাক!

কার্নিভাল
28/10/2023

কার্নিভাল

  at  . 😊
04/10/2023

at . 😊

আজ ট্রেনে এই 👇ছেলেটি নিজের মোবাইলে কিছু একটা দেখাচ্ছে।যখন দূরে ছিল, তখন ভাবছিলাম কোনো কোম্পানির প্রচারে এসেছে। কাছে আসতে...
28/09/2023

আজ ট্রেনে এই 👇ছেলেটি নিজের মোবাইলে কিছু একটা দেখাচ্ছে।যখন দূরে ছিল, তখন ভাবছিলাম কোনো কোম্পানির প্রচারে এসেছে। কাছে আসতেই বোঝা গেলো একজন মা হারনো সন্তানের কাতর আর্তি।😒আসলে মোবাইল থেকে তার মায়ের ছবি দেখাচ্ছে ।পাগলের মতো ট্রেনে-ট্রেনে,স্টেশনে-স্টেশনে হন্যে হয়ে ঘুরছে।কেননা স্টেশন থেকেই(আজিমগঞ্জ জং) নিখোঁজ হয়েছিল তার মা।মহিলা সময়ে সময়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
🙏আপনার শেয়ারে আপনার হয়তো লাভ-ক্ষতি কিছুই হবে না কিন্তু আপনার শেয়ার হয়তো সন্তান তার মা কে ফিরে পেতে পারে।
#নিখোঁজ
#কুলসুমা

18/09/2023

ফাগুনের মোহনায় || আমার ভিডিও কেমন হয়েছে?

15/09/2023
29/06/2023

উল্টো রথযাত্রা উপলক্ষ্যে নৃত্য পরিবেশন।

পাহাড়ের কোলে যখন নদী বয়ে যায়।সকাল সকাল মন ভালো হয়ে যায়।
29/06/2023

পাহাড়ের কোলে যখন নদী বয়ে যায়।
সকাল সকাল মন ভালো হয়ে যায়।

24/05/2023

আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন। কবি কে জামাই প্রণাম।

24/05/2023

উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান মঙ্গলকোটের বাজার বনকাপাশি এস এম হাই স্কুল ছাত্রী অনন্যা সামন্তকে বিনোদন - BinodonDigital এর পক্ষ থেকে অভিনন্দন।

Divorced Photoshoot. Life Never Ends!
01/05/2023

Divorced Photoshoot. Life Never Ends!

08/03/2023

দেড় বছরের বাচ্ছা যে ভাবে যাদু দেখায় ।। সৌরিমার Magic ||

নিজেদের চুম্বনের ছবি দিয়ে বিয়ে নিয়ে সংশয় প্রকাশ অভিনেতার!
11/02/2023

নিজেদের চুম্বনের ছবি দিয়ে বিয়ে নিয়ে সংশয় প্রকাশ অভিনেতার!

11/02/2023

City Centre Siliguri

26/08/2022

কালো আঁচলের মাঝে
তার কালো হরিন চোখ🖤 Madhumita Sarcar - মধুমিতা সরকার

24/08/2022

অন্য সাজে ঋতুপর্ণা

তামিলনাড়ু রাজ্যে রয়েছে চারটি বিখ্যাত হাসপাতাল। চোখ বন্ধ করে এদের যেকোনো একটিতে চিকিৎসা করাতেই পারেন। কিন্তু কোন হাসপাতাল...
02/07/2022

তামিলনাড়ু রাজ্যে রয়েছে চারটি বিখ্যাত হাসপাতাল। চোখ বন্ধ করে এদের যেকোনো একটিতে চিকিৎসা করাতেই পারেন। কিন্তু কোন হাসপাতালে আপনার যাওয়া সঠিক হবে তা জানবেন কিভাবে? এটা জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। কথা দিচ্ছি আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন কোন হাসপাতালে চিকিৎসা করাবেন।

১. অ্যাপোলো (Apollo Hospital) –
অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে ভালো। এখানে রয়েছে সবচেয়ে উন্নত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার। কিন্তু এখানে খরচ দক্ষিন ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এখানে চিকিৎসা করাতে সময় লাগে দক্ষিন ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম। সুতরাং কম সময়ে ভালো চিকিৎসা করাতে চাইলে এখানে চলে আসুন। তবে চিকিৎসার খরচ পড়বে অন্য হাসপাতালের থেকে অনেক বেশি। অবস্থান – অ্যাপোলো হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশান থেকে মাত্র ৪ কিমি এবং চেন্নাই এগমোর রেল স্টেশান থেকে ৩ কিমি দূরে অবস্থিত। হাওড়া অথবা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। এই হাসপাতাল চেন্নাই এয়ারপোর্ট থেকে ১৫ কিমি দূরে অবস্থিত।

ঠিকানা –
Apollo Hospitals, Greams Road
21, Greams Lane
Off Greams Road
Chennai – 600006
ফোন – +91-44-28290200 / +91-44-28293333
+91-44-28294429

থাকা ও খাওয়া –
চেন্নাইয়ের অ্যাপোলোতে গেলে ভাষা নিয়ে একটু সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক অ্যাপোলো হাসপাতালের পাশেই রয়েছে অনেকগুলি বাঙালী হোটেল। কম খরচে বাঙালীর মাছ-ভাত জুটে যাবে। তবে নিজেরা রান্না করেও খেতে পারবেন। তাঁর জন্য আলাদা হোটেল আছে। সেখানে থাকতে হবে। ওখান থেকে রান্না করার জন্য বাসন ভাড়া নিতে পারবেন। ভাষা নিয়েও খুব একটা সমস্যা হবে না। সমান্য হিন্দি বা ইংরাজীতে জ্ঞান থাকলেই চলে যাবে। থাকার জন্য রয়েছে দামী, কমদামী অনেক হোটেল। চেষ্টা করবেন হাসপাতালের সবচেয়ে কাছে থাকার। তাহলে প্রতিদিন হাসপাতালে যাওয়ার খরচ বেঁচে যাবে।

সময় –
১। টুকটাক ডাক্তার দেখানোর জন্য গেলে ৮ থেকে ১০ দিনের প্ল্যান করলেই চলবে।২। বড় মাপের চিকিৎসা অথবা অপারেশানের জন্য কমপক্ষে ২০ দিনের মতো সময় নিয়ে যেতে হবে।

রেজিস্ট্রেশান :
এ্যাপোলো হাসপাতালে ঢোকার মুখেই ডান দিকে প্রথমে যে বিল্ডিংটা রয়েছে তার নাম “সুন্দুরি ব্লক/Sundoori Block”। এই ব্লকেই হয় রেজিস্ট্রেশান।

২. শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টার (Sri Ramachandra Medical Centre) –
পকেটে টাকা কম থাকলে তাহলে আপনি চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারে চিকিৎসা করাত পারেন। তবে এখানে চিকিৎসার জন্য সময় লাগবে সি.এম.সি ভেলোরের তুলনায় অনেক কম। শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠা হয় চেন্নাই এর পোরুর নামক জায়গায়। তবে সেরকমভাবে এর পরিচিতি না থাকায় আমরা অনেকেই এই মেডিকেল সেন্টার সম্পর্কে কিছুই জানিনা। কিন্তু এখানে চিকিৎসা দানের পদ্ধতি অনেক ভালো আর খরচও বেশ কম। বিশেষ করে মেডিকেল সেন্টারটির পরিবেশ আর চিকিৎসার ব্যবস্থাপনা চোখে লাগার মতো।

ঠিকানা –
এই হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ১৭ কিমি দূরে অবস্থিত।
Sri Ramachandra Medical Centre
No.1 Ramachandra Nagar, Porur
Chennai, Tamil Nadu,

৩. ভেলোরের সি.এম.সি হাসপাতাল –
কম খরচে ভালো মানের চিকিৎসার চিকিৎসার জন্য বিখ্যাত দক্ষিন ভারত। দক্ষিন ভারতের তামিলনাডু রাজ্যের ছোট এক জেলা শহর ভেলোর। সি.এম.সি হল ভারতের একেবারে প্রথম শ্রেনীর হাসপাতাল। এই হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। রুম ভাড়াও তুলনামূলক ভাবে অনেক কম। কম খরচে চিকিৎসা করাতে চাইলে সি.এম.সি সবচেয়ে ভালো। তবে অত্যধিক ভিড়ের জন্য এখানে চিকিৎসা করাতে সময় লাগে অনেক বেশি।

কেন ভেলোরে চিকিৎসা করবেন?
ভেলোরে রয়েছে ভারতের বিখ্যাত সিএমসি হাসপাতাল। এই হাসপাতালে পাবেন বিশ্বমানের চিকিৎসা তুলনামূলক ভাবে অনেক কম খরচে। কারণ এটি খ্রিস্টান মিশনারী পরিচালিত একটি অলাভজনক হাসপাতাল।

ঠিকানা –
এই হাসপাতেলে যেতে গেলে আপনাকে নামতে হবে কাটপাটি স্টেশনে। কোলকাতা থেকে কাটপাটি স্টেশনে অনেকগুলি ট্রেন দাঁড়ায়। কাটপাটি স্টেশন থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন।
Address :
Ida Scudder Road, Vellore, Tamil Nadu 632004
Phone: 0416 228 1000

কোথায় থাকবেন?
সিএমসি এর আশে পাশেই অসংখ্য হোটেল, লজ পাবেন। লজগুলোতে পাবেন রান্নার সুবিধা এবং রুম ভাড়াও তুলনামূলক ভাবে কম।

৪. শ্রী নারায়নী হাসপাতালে (Sri Narayani Hospital & Research Centre) –
অল্প খরচ এবং অল্প সময়ে ভালো চিকিৎসা পেতে হলে ভেলোরের শ্রী নারায়নী হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। সি.এম.সি ভেলোর হাসপাতাল থেকে এই শ্রী নারায়নী হাসপাতালের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। ভেলোর একটি ছোট শহর হলেও এখানে রয়েছে দুটি বিশ্বমানের হাসপাতাল। কাটপাটি স্টেশন থেকে এই হাসপাতালের দূরত্ব হল ২৮ কিলোমিটার।

ঠিকানা –
Sri Narayani Hospital & Research Centre
Azad Road, Sripuram, Thirumalaikodi, Vellore, Tamil Nadu 632055
Phone: 0416 220 6301

৫. মানিপাল হাসপাতাল (Manipal Hospital) –
মনিপাল হাসপাতাল বেঙ্গালুরুর একটি প্রধান হাসপাতাল। এটি একটি ৬০০ বেড বিশিষ্ট একটি হাসপাতাল। আরো ৩০০ বেড এখানে শিগ্রই যুক্ত করার পরিকল্পনা চলছে। এখানে চিকিৎসার খরচ চেন্নাইএর অ্যাপোলোর তুলনায় অনেকটা কম।
এই হাসপাতালের অনেকগুলি ইউনিট আছে যেমন মনিপাল হার্ট ইনস্টিটিউট, মিনিপাল ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি, মনিপাল ইনস্টিটিউট অব নিউরোলজিকাল ডিসঅর্ডার, মনিপাল কম্পিভেনশিয়াল ক্যান্সার সেন্টার এবং মনিপাল ইনস্টিটিউট অব ক্যান্সার সেন্টার। এই সব সেন্টার গুলি সাফল্যের সাথে কাজ করে চলেছে।

ঠিকানা –
Manipal Hospital HAL Airport road
Manipal Hospital
98, HAL Airport road,
Bangalore – 560 017
Appointment Helpline: 1800 3001 4000
Enquiries: +91 80 40119000/2502 4444

কিন্তু যাদের সময় ও ধৈয্য আছে তারা চিকিৎসা করাবেন সি.এম.সি তে। সিএমসিতে চিকিৎসা বিশ্বমানের কিন্তু রোগীর আধিক্যের কারনে ডাক্তারের এ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই সময় লাগবে বেশি। এখানে লাইনে দাড়াতে হবে, ওয়েটিং রুমে দীর্ঘ সময় বসে থাকতে হবে। যাদের সময় কিংবা ধৈয্য কম কিন্তু টাকা আছে তাদের সাজেস্ট করব চেন্নাই এ্যাপোলোতে চিকিৎসা করতে। আর যাদের সময়, ধৈয্য এবং টাকা সবই কম তাদের জন্য পরামর্শ দেব শ্রি রামচন্দ্র বা নারায়নী হাসপাতালে চিকিৎসা করতে। দুইটির মধ্যে শ্রি রামচন্দ্র হাসপাতাল কিছুটা হলেও এগিয়ে। -সংগৃহীত।

18/06/2022

মাধ্যমিক উচ্চমাধ্যমিক এর টপার রাও পারে! কি??

ছাত্র যুব রা দেখে নাও তাঁকে
15/06/2022

ছাত্র যুব রা দেখে নাও তাঁকে

.

সাহিত্যিক  #সৈয়দ_মুজতবা_আলির জীবনের এক  #দুঃসাহসিক ঘটনা🙏পুরীর মন্দিরে গেছেন  #মুজতবা। সাধ জগন্নাথ দর্শন করবেন। পুরুত জিজ...
09/06/2022

সাহিত্যিক #সৈয়দ_মুজতবা_আলির জীবনের এক #দুঃসাহসিক ঘটনা🙏

পুরীর মন্দিরে গেছেন #মুজতবা। সাধ জগন্নাথ দর্শন করবেন। পুরুত জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাবা? উত্তর দিলেন- সৈয়দ মুজতবা আলী।
উত্তর এলো- বিধর্মীর প্রবেশ নিষেধ।
মনে মনে মুজতবা বললেন, জগন্নাথ যদি সত্যিই ভগবান হন, তাহলে তাঁর কাছে পুরুতও যা, আমিও তাই।
তিনি সমুদ্র তীরে গিয়ে মাথা মুন্ডন করে তাতে টিকি রাখলেন। পৈতে ধারণ করলেন। গেরুয়া পরলেন। কপালে তিলক কাটলেন। হাতে কমন্ডুল ও পায়ে খড়ম। মুজতবার গভীর সংস্কৃত জ্ঞান ও স্পষ্ট সংস্কৃত উচ্চারণ। গৌরবর্ণ, দীর্ঘদেহী টিকলো নাকের মুজতবা ঘন্টা দুয়েক বাদে, ঐ পোষাকে যখন সংস্কৃত শ্লোক আওড়াতে আওড়াতে পুরীর মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছিলেন, পুরুতরা ভাবলে, হিমালয় থেকে নিশ্চয়ই কোন মহাসাধক এসেছেন। তারা প্রায় পাঁজকোলা করে মুজতবাকে জগন্নাথের সামনে নিয়ে গেল।
মুজতবা লিখেছেন, "আমার গায়ে চিমটি কেটে পুরুতরা যদি বুঝতে পারতো, আমি বামুন, কায়েত না মোচলমান, তাহলে বুঝতুম জাত-পাত- ধর্মের একটা মানে আছে।

অদৃশ্য এই বস্তুটি নিয়ে আমাদের কত হানাহানি, মারামারি, কাটাকাটি।

@চিনেবাদাম Ena Saha
07/06/2022

@চিনেবাদাম Ena Saha

কিছু দামি কথা। শেয়ার করতে পারেন👍
31/05/2022

কিছু দামি কথা। শেয়ার করতে পারেন👍

14/05/2022

২৫ বৈশাখ উপলক্ষ্যে ❤️ খোকার ছোট্ট উপস্থাপনা।

26/03/2022

চিনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি নিয়ে এবার পড়ুয়াদের সতর্ক করল 'ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন' বা ইউজিস.....

19/03/2022

🌸 কলকাতা বসন্ত উৎসব ২০২২ 🌸

💁🏻 Model: Pretrishna Dutta
💄 Makeover: Aishariya Ray
📷: Biplab Dey Photography

#২২শেরবসন্তউৎসব

19/03/2022

ওরে গৃহবাসী......

Address

Bardhaman

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিনোদন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিনোদন:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Bardhaman

Show All

You may also like