![#নতুন_বই ভয়, ভূত ও রহস্য বিষয় তিনটিই একই সূত্রে গাঁথা। একইসঙ্গে এরা হল আমাদের বড় কৌতূহলের জায়গা। কেউ ভূতে বিশ্বাস করেন,...](https://img5.medioq.com/094/223/1145245770942236.jpg)
21/11/2024
#নতুন_বই
ভয়, ভূত ও রহস্য বিষয় তিনটিই একই সূত্রে গাঁথা। একইসঙ্গে এরা হল আমাদের বড় কৌতূহলের জায়গা। কেউ ভূতে বিশ্বাস করেন, কেউ বা করেন না। তবে ভূতের উপস্থিতি মানেই গা ছমছমে ভাব, রহস্যে মোড়া পরিবেশ, শিহরন জাগানো অনুভূতি। এইরকমই নানা স্বাদের ভূতুড়ে কিম্বা অদ্ভুতুড়ে গল্পের ডালি নিয়ে সাজানো ‘ভয় ভূত রহস্য’ সংকলন।
--------------------------------------------------------------------------
■ বই : ভয় ভূত রহস্য
■ সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার
■ প্রকাশক : গপ্পো-সপ্পো প্রকাশনী
■ প্রচ্ছদ : গৌতম বিশ্বাস
■ বর্ণগ্রন্থন ও বিন্যাস : ঋতাক্ষর
■ বাইন্ডিং : হার্ড কভার
■ মুদ্রিত মূল্য : ৩০০.০০
--------------------------------------------------------------------------
প্রিমিয়াম কাগজে সুমুদ্রিত ১৬০ পৃষ্ঠার হার্ড বাউন্ড ডিমাই সাইজের এই সংকলনে রয়েছে মোট কুড়িটি গল্প — সাতটি অণুগল্প, আটটি ছোটগল্প এবং পাঁচটি বড়গল্প। যে কোনও সংকলনের মতোই অনেক গুণী মানুষের লেখা থাকায় ভাবনায় রয়েছে বৈচিত্র্য ও অভিনবত্বের ছোঁয়া। ভয় পেতে যাঁরা ভালোবাসেন তাঁদের জন্য এই সংকলনটি নিঃসন্দেহে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে।
--------------------------------------------------------------------------
ভারতের যে কোনও প্রান্ত থেকে অর্ডার করলে ৩০% ছাড়ে ক্যুরিয়ার/পোস্টাল সার্ভিসের মাধ্যমে বইটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার হবে (ডাক খরচ অতিরিক্ত)।
আপনার কপিটি সংগ্রহ করতে নীচের লিঙ্কে ক্লিক করুন :
https://wa.me/message/KRSUUPQ7O5FBJ1
--------------------------------------------------------------------------
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বই পড়ুন, বই পড়ান। আগ্রহী পাঠকদের জন্য সম্পূর্ণ সূচিপত্র পোস্টে দেওয়া রইল। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। ❤❤❤