11/11/2024
বিশেষ সংবাদদাতা,বাংলার খাবর নিউজ চ্যানেল:- পরের বছর অর্থাৎ 2025 থেকে পুজোর ছুটির সাত দিন কমিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আগামী বছর লক্ষ্মীপূজো থেকে কালীপুজোর মধ্যে ৭ দিন নিয়মিত চলবে কোর্টের কাজ। বিচারাধীন মামলার সংখ্যা কমাতে ও কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী বছরে ২২২টি কর্মদিবসের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উচ্চ আদালত। এ ব্যাপারে আদালতের তিনটি আইনজীবী সংগঠনের সঙ্গে বৈঠক করেছিল এই কমিটি। পুজোর ছুটি কমানো বা মাসের প্রথম ও তৃতীয় শনিবার আদালত খোলা রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বার অ্যাসোসিয়েশন ও বার লাইব্রেরী ছুটি কমানোর বিষয় রাজি হয়নি। 'ইনকর্পোরেটেড ল' সোসাইটি অবশ্য এই সিদ্ধান্ত মেনে নেওয়ার পক্ষে ছিল। আলোচনা শেষে কমিটির তরফে জানানো হয়, আগামী বছর ৯,১০,১৩,১৪ ,১৫ ,১৬ এবং ১৭ অক্টোবর হাইকোর্ট খোলা থাকবে।
এই বিষয় নিয়ে জানাচ্ছেন সেই খবর সরাসরি করছি আমরা বাংলার খবর নিউজ চ্যানেল।
এই খবর সম্প্রচারে বাংলার খবর নিউজ চ্যানেলে এডিটর অর্পণ রায়ের,শ্যামল করের রিপোর্ট।
**** সমস্ত বিজ্ঞাপন এবং খবর দেওয়ার জন্য যোগাযোগ নাম্বার:- 7003072587,8017837507
****বাংলার খবর নিউজ চ্যানেল এবার ইউটিউবদের খবরের লিংক:- https://www.youtube.co/
****বাংলার খবর নিউজ চ্যানেল এবার ফেসবুক গ্রুপেও পাওয়া যাবে আমাদের খবরের লিংক:- https://www.facebook.com/groups/777959490931396/?ref=share
****বাংলার খবর নিউজ চ্যানেল এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া যাবে আমাদের খবরের লিংক:- https://whatsapp.com/channel/0029VaKZsP6BA1ewpd2M2W16