25/08/2024
বিশেষ সংবাদদাতা,বাংলার খবর নিউজ চ্যানেল,কলকাতা: গত কয়েক দিন যাবৎ লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদ সম্মুখীন হতে হয়েছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে । এইবার সাতসকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI). কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সেখানে পুলিশের একটি দল উপস্থিত। এলাকা ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়িতে প্রবেশ করতে চাইছিলেন তাঁরা। প্রায় সওয়া এক ঘণ্টা অপেক্ষা করিয়ে তাঁদের বাড়িতে ঢুকতে দেন সন্দীপ। CBI সূত্রে খবর, সকাল থেকে বারংবার কলিংবেল বাজালেও সাড়া দিচ্ছিলেন না কেউ। সন্দীপ ঘোষের নাম ধরে, দরজায় ধাক্কা দিয়েও ডাকা হয় বেশ কয়েক বার। শনিবারও সন্দীপ ঘোষকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI. গত ন'দিনে তাঁকে ১০০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার সটান বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় গোয়েন্দারা রবিবার সকাল ৬টা বেজে ১৫ মিনিটে নিজাম প্যালেস থেকে বেরোয় CBI দল। ৬টা বেজে ৪৫ মিনিটে সন্দীপের বাড়ির বাইরে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা। কলিং বেল বাজিয়ে, দরজায় ধাক্কা দিয়েও বাড়ির কাউকে দেখতে পাননি তাঁরা। প্রায় সওয়া এক ঘণ্টা নাম ধরে ডেকেও হয়নি লাভ। কেউ দরজা খুলতে আসেননি। ফোনেও সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলে। সেই সময় এলাকায় ভিড় জমে যায়। কৌতূহলী মানুষজন এসে উপস্থিত হন। কী কারণে কেন্দ্রীয় গোয়েন্দারা সন্দীপ ঘোষের বাড়ির বাইরে হাজির হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। এর পরবর্তী কী পদক্ষেপ করবেন তাঁরা, স্পষ্ট নয় তা-ও। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে। সেই আবহেই সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছন গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন গোটা এলাকা। প্রায় এক ঘণ্টা হতে চললেও, সন্দীপের বাড়ি থেকে কেউ বেরিয়ে আসেননি। এতে বেলেঘাটা থানায় যান গোয়েন্দারা। সওয়া এক ঘণ্টা পর দরজা খুলে বেরোন তিনি। গোয়েন্দাদের সঙ্গে কথা বলে আবারও ভিতরে ঢুকে যান তিনি। এর কিছু ক্ষণ পর ভিতরে ঢুকতে পারেন গোয়েন্দারা। এখান থেকে গোয়েন্দারা এমন পরিস্থিতিতে কী করেন, সেদিকে তাকিয়ে সকলে। আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বার বার। হাসপাতালে দুর্নীতির যে একাধিক অভিযোগ উঠেছে, সেই মামলার তদন্তভারও হাতে নিয়েছে CBI, যাতে মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ। এদিন ফাইল হাতে তাঁর বাড়ির বাইরে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই খবর সরাসরি করছি আমরা বাংলার খবর নিউজ চ্যানেল।
এই খবর সম্প্রচারে বাংলার খবর নিউজ চ্যানেলে এডিটর অর্পণ রায়ের এবং শ্যামল কর।
**** সমস্ত বিজ্ঞাপন এবং খবর দেওয়ার জন্য যোগাযোগ নাম্বার:- 7003072587,8017837507
****বাংলার খবর নিউজ চ্যানেল এবার ইউটিউবদের খবরের লিংক:- https://www.youtube.co/
****বাংলার খবর নিউজ চ্যানেল এবার ফেসবুক গ্রুপেও পাওয়া যাবে আমাদের খবরের লিংক:- https://www.facebook.com/groups/777959490931396/?ref=share
****বাংলার খবর নিউজ চ্যানেল এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া যাবে আমাদের খবরের লিংক:- https://whatsapp.com/channel/0029VaKZsP6BA1ewpd2M2W16