MR TV

MR TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MR TV, Digital creator, Barasat, Taki Road , Near Champadali, Barasat.
(16)

08/10/2024

নেতাজী সুভাষ চন্দ্র বসু নিজে এই পুজোর প্রতিষ্ঠাতা । বাগবাজার সার্বজনীন । Kolkata Durga Puja 2024......................
বাগবাজারের পূজো তে সাবেকী ছোয়া লক্ষ্য করা গেছে । শোনাযায় এই পুজোর পথিকৃৎ হলেন স্বয়ং নেতাজী সুভাষ চন্দ্র বসু । বাগবাজারের বিশেস্বত্ব হল বিশাল মাঠে বসা মেলা ও লাঠিখেলা । নেতাজী সুভাষ চন্দ্র বসু নিজে এই লাঠিখেলার প্রচলন করেছিলেন বলে জানাযায় । স্বাধীনতা সংগ্রামীদের শরীর ও মনকে শক্ত করতে এই উদ্যোগ নিয়েছিলেন তিনি। পুরনো ভাবধারাকে বজায় রেখে এবারেও নিজেদের আভিজাত্য বজায় রেখেছে বাগবাজার সর্বজনীন । অপর দিকে প্যান্ডেল সজ্জার মধ্যে উঠে এসেছে রাজস্থানের হাওয়ামহল । শিল্পীর হাতের জাদুতে প্রাণ পেয়েছে মণ্ডপটি ।..................
Youtube Link - https://youtu.be/fDirjXTkFHs

08/10/2024

মোহম্মদ আলি পার্কের থিম জলের প্রতিটি ফোঁটায় জীবন | Kolkata Durga Puja 2024......................................
জলের অপর নাম জীবন। এই জলের প্রতিটি ফোঁটায় লুকিয়ে রয়েছে জীবন। জল ছারা জীবন অচল । জলের উৎস ও তার কার্যকারিতা সম্পর্কে মানুষ কে সচেতন করা হল এবছরের উদ্দেশ্য । সেই জন্য প্রতিমা সেজে উঠেছে এক অভিনব ধারায় । প্রতিমার মধ্যে থাকা জলের ফোঁটায় শিশুর প্রতিকৃত এক অন্য বার্তা বহন করেছে। সেই সঙ্গে প্যান্ডেল গড়ে উঠেছে হোয়াইট হাঊশ এর আদলে । প্যান্ডেল তৈরির উপকরণ হল পাট । অসাধারণ ভাবে সেজে উঠেছে মোহম্মদ আলি পার্ক । ....................................

Youtbe Link - https://youtu.be/U_8slI6-CFs

fans

08/10/2024

একডালিয়ায়ে,এবার পুরীর জগন্নাথ মন্দির | Kolkata Durga Puja 2024............................
পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা যেরকম প্রতিদিন পরিবর্তন করা হয়। একডালিয়াতেও প্রতিদিন সকালে ধ্বজা পরিবর্তন করা হয়। অর্থাৎ পুরীর মন্দিরের ছাপ বজায় রাখা হয়েছে এই প্যান্ডেলে।

Youtube Link - https://youtu.be/18-zGC2o4Fo

fans

08/10/2024

যোধপুরে এবার নিঃশ্বর নিস্তারিনি. Kolkata Durga Puja 2024.................
সমাজের তথাকথিত পিছিয়ে পরা মানুষরা বস্তিতে থাকে বলেই সবাই জানে। তাদের জীবন যাত্রা, তাদের কথপোকথন, তাদের মান উন্নয়নের চেষ্টা। সেই নিয়েই তৈরি যোধপুর পার্কের পুজো। সেখান থেকেই কেউ কেউ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে চলে আসে শহরে। বস্তির কথা তাদের জীবনের কথা নিয়েই নতুন ভাবে সেজে উঠেছে যোধপুর পার্ক।................
Youtube Link - https://youtu.be/vgRdOM4QVbA

fans

07/10/2024

সুরুচি সংঘে ,পুরনো সেই দিনের কথা | Kolkata Durga Pujo 2024 | Surochi Sangha .................
এবার সুরুচি সংঘে গেলে আপনি আপনার অতীতকে ফিরে পাবেন। প্রতিদিনের জীবনের দৌড়ে, আমরা ছুটতে ছুটতে অনেক দূর চলে এসেছি। আর পিছনে ফেলে এসেছি অতীতের প্রিয় স্মৃতিগুলো। তাই চলুন আজ সেখানেই যাওয়া যাক..................
Youtube Video - https://youtu.be/hEawb-qk2tI

fans ゚

07/10/2024

চেতলা অগ্রণী
থিম- গঙ্গা দূষণ
পুজো পরিক্রমা ২০২৪..........
ঠিক যেন কাশী বারাণসী! জলের মধ্যে ভাসমান মন্ডপ। গঙ্গা নদী বয়ে চলেছে আপন বেগে। তবে যেই নদীকে আমরা মায়ের চোখে দেখি, তার রূপ আজ বিষাক্ত পদার্থ দ্বারা কদাকৃত। মানবজাতির বিভিন্ন ক্রিয়াকলাপের কারণে আজ পবিত্র গঙ্গার জল দূষিত।
তাই মাকে দূষণমুক্ত করার সংকল্প মানুষের মনে জাগিয়ে তোলার উদ্দেশ্যে অভিনব ভাবনা দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী ক্লাবের। তাদের এবছরের দূর্গা পুজোর থিম- গঙ্গা দূষণ।

•শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় সেজেছে এই মণ্ডপ।............
Youtube Link - https://youtu.be/3931qy8dhVU............
fans


Chetla Agrani Club

06/10/2024

দেশের সেরা বাছাই খবর. October/ 2024.........
দিব্যাংশী ভৌমিক ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় WTT যুব প্রতিযোগী ভারাজদিন ২০২৪ এ অনূর্ধ্ব 19 গার্লস একক ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। মাত্র ১৩ বছর বয়সেই এই জয়।
সিদ্ধার্থ আগারওয়াল , বেঙ্গালুরুর ৪৯ বছর বয়সী এক ব্যক্তি , ২৯ আগস্ট ২০২৪ তারিখে ইংলিশ চ্যানেল একা সাঁতার কেটে পার হওয়া সবচেয়ে বয়স্ক ভারতীয় হয়ে ওঠেন। তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে ৪২ কিলোমিটার সাঁতার 15 ঘন্টা 6 মিনিট সময় সম্পন্ন করেন।
প্রীতি পাল একজন ভারতীয় প্যারা অ্যাথলেট। তিনি 2014 প্যারিস প্যারালিম্পিকে মহিলাদের ১০০ মিটার এবং ২০০ মিটার T35 রেস ইভেন্টে দুটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং প্যারালিম্পিক গেমসে ট্র্যাক এবং ফিল্ড এ
ইভেন্টে দুটি পদক জিতে প্রথম ভারতীয় মহিলা হয়ে ইতিহাস তৈরি করলেন।
Youtube link -

05/10/2024

DURGAPUR INTERNATIONAL FILM FESTIVAL | 2024 | Short Flims Awards 2024 | KOLKATA ....................
দুর্গাপুর আন্তজাতিক চলচিত্র উৎসব। চলচিত্র জিনিসটি আজকাল ফোন এবং বড়জোর মাল্টিপ্লেক্সে আবদ্ধ। তারা ভুলেগেছে অস্কার মঞ্চ থেকে সত্যজিতের সেই বানী । হিরক রাজার দেশে, অযান্ত্রিক, একেই কি বলে সভ্যতা, সহ অপুর সংসার, পথের পাঁচালি - এইসব সিনেমার উপর থেকে এক ঝটকায় রৌপ্যময় পর্দাটা সরিয়ে নিলে যে স্বর্ণময় মুখগুলো চকচক করে উঠে তারা হলেন ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, সত্যজিৎ রায় । আজকালকার মতো বাজেটের রেসারেসি নেই , নেই স্টার গ্লামউর এর ঝলকানি । তবুও তারা এক এবং অদ্বিতীয় । তারা ভালবাসতেন ক্যামেরা, অ্যাকশান এবং নতুন মানুষকে সুযোগ দিতে । খেয়াল করলে দেখবেন মানিক বাবু অনেক নতুন মুখ কে সুযোগ করে দিয়েছেন । আগে যারা সেভাবে প্রচারের আলয় আসেনি তাদের মাথার উপরে লাইম লাইট টা ধরেছেন স্বয়ং সত্যজিৎ রায় । তাদেরই উত্তরসূরি যারা আজ তাদের কথা শোনাবো।.......................

Youtube Link - https://youtu.be/6M4O-WdNUeI

fans

02/10/2024

তুলির টানে উমা!!! Story of Kumartuli | KOLKATA
-------------------
দেবী দুর্গার আগমন উদযাপনের জন্য কলকাতা শহর উজ্জ্বল আলোয় সজ্জিত হওয়ার সাথে সাথে, সমস্ত বাঙালির হৃদয়ে সর্বোচ্চ রাজত্বকারী বৃহত্তম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মধ্যে একটি,
আসুন কুমারটুলি - প্রতিমার জন্মস্থানের দিকে তাকাই।
-------------------
Youtube Link - https://youtu.be/GoAANSU8V3k

fans

29/09/2024

হাত পা ছাড়াই সফল এই ব্যক্তি!
---------------------
সদ্য জন্মানো বাচ্চাটাকে একটা তোয়ালে মুড়িয়ে মায়ের কাছে নিয়ে এসেছিল নার্স। কোলে নেওয়া তো দূরস্থান, ছেলেকে একঝলক দেখেই মুখ ঘুরিয়ে নিয়েছিলেন সদ্য প্রসূতি মা। হাত নেই, পা নেই- এমন জড়ভরত শিশুকে দুএক মুহূর্ত দেখেই ছুটে হাসপাতালের বাইরে বেরিয়ে গেছিলেন বাবাও, বমি করবেন বলে। নিজের আত্মজীবনীতে ঠিক এই কথাগুলোই লিখেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের বাসিন্দা নিক ভুজিসিক।
----------------------
Youtube Link - https://www.youtube.com/channel/UCWnecTM4QnNhSgMFBkPOK1A

fans

29/09/2024

সপ্তাহের সেরা বাছাই করা খবর... Weekly Good News Update...
--------
1) গুজরাটে প্রথম বন্দে মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী.
2) উত্তরপ্রদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র অযোধ্যা,
3) পুলিশ ফোর্সে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করলো রাজস্থান,
4) তামিলনাড়ুতে ক্যারোটাস পাইপেরাস নামক নতুন প্রজাতির মাকড়সা আবিষ্কার হয়েছে,
----------------
Youtube Link - https://youtu.be/0qJYQy8fTUc

fans

28/09/2024

প্রেমের নাম "কাল্যানি" .......................
বিধান চন্দ্র রায় নাকি ভালবাসতেন ডাক্তার নীলরতন সরকারের মেয়ে কল্যানি কে । নীল রতন সরকার তাদের এই সম্পর্ক না মেনে নেওয়ায় বার্থ প্রেমিকের মত ভগ্ন হৃদয়ে ফিরে আসেন তিনি । পরবর্তী কালে বিধান চন্দ্র যখন মুখ্যমন্ত্রী হন নিজের প্রেমিকার নামে একটি মাল্টি সিটি বানানোর পরিকল্পনা করেন সেই পরিকল্পনা থেকেই কল্যানি শহরের উৎপত্তি । কতটা সত্যি এই ঘটনা ? কীভাবে মার্কিন সেনা ছাউনি রুজভেল্ট নগর হয়ে উঠল কাল্যনি ? আসলে নীল রতন সরকারের ৫ মেয়ে ও ১ ছেলে ছিল । কল্যানি নামের কোন মেয়েই ছিলনা। অনেকের মতে তাঁর কল্যানি নামের এক মেয়ে ছিল কিন্তু ডাক্তার বিধান চন্দ্র রায় কে না পাওার জন্য তিনি নাকি আত্মঘাতি হন ।........................
Youtube Link - https://www.youtube.com/

fans

26/09/2024

বউয়ের উপর অভিমান করে টাওয়ারে উঠলো স্বামী!...................
ছেড়ে চলে গিয়েছে বউ, অভিমানে টাওয়ার বেঁয়ে উপরে উঠে পড়ল স্বামী, দেখুন ভিডিয়ো। পরবর্তীকালে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, তারপর পুলিশ তাকে উদ্ধার করে। জানা গিয়েছে সেই ব্যক্তির কোন মানসিক সমস্যা নেই।....................
Youtube Link - https://youtube.com/shorts/BWfYLSuPnfI

fans

24/09/2024

” RG KAR” নাম না বদনাম ?

22/09/2024

১২০০ কোটি টাকার সম্পত্তি! এই নাপিতের? A Billionaire Barber Who Is The Owner Of Over 400 Cars!!!..........................
রমেশ বাবুর সাথে দেখা করুন, বিলিয়নেয়ার নাপিত যিনি একটি রোলস রয়েস এবং 400টি অন্যান্য বিলাসবহুল গাড়ির মালিক।
রমেশ বাবু ভারতের 'বিলিওনিয়ার নাপিত'। রমেশ বাবু 400 টিরও বেশি গাড়ির মালিক, যার বেশিরভাগই বিএমডব্লিউ, জাগুয়ার এবং এমনকি রোলস রয়েসের মতো বিলাসবহুল ব্র্যান্ডের। ভারতের 'বিলিওনিয়ার নাপিত' রমেশ বাবু সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে:

Youtube Link - https://youtu.be/E4itEB8Qo88

#/লে/lecontent

22/09/2024

এক নজরে সপ্তাহের সেরা খবর| Weekly Good News | 2024 .......
পশ্চিমবঙ্গ বিধানসভা যে ধর্ষণবিরোধী বিল পাস করেছে তার নাম 'অপরাজিতা মহিলা ও শিশু বিল ২০২৪' । এই বিল ধর্ষণ ও যৌন অপরাধের সাথে সম্পর্কিত কঠোর বিধান প্রবর্তনের মাধ্যমে নারী ও শিশুদের সুরক্ষা আরো জোরদার করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এই ধর্ষণের গুরুতর মামলায় মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড সহ বিদ্যমান আইনের উল্লেখযোগ্য সংশোধন প্রস্তাব করে। পশ্চিমবঙ্গ বিধানসভার এই বিল সর্বসম্মতিক্রমে পাশ করেছে এবং বিরোধীদলের পূর্ণ সমর্থন পেয়েছে। এই আইন ধর্ষণ ও নারীদের বিরুদ্ধে অন্যান্য অপরাধের জন্য দ্রুত শাস্তি প্রদানের উপর জোর দেয়। ধর্ষণের এই নতুন বিলের ফলে দ্রুত বিচার সম্ভব হবে এবং বিশেষ আদালত প্রতিষ্ঠা করা হবে।..........
দিব্যাংশী ভৌমিক ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় WTT যুব প্রতিযোগী ভারাজদিন ২০২৪ এ অনূর্ধ্ব 19 গার্লস একক ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। মাত্র ১৩ বছর বয়সেই এই জয়।..........
সিদ্ধার্থ আগারওয়াল , বেঙ্গালুরুর ৪৯ বছর বয়সী এক ব্যক্তি , ২৯ আগস্ট ২০২৪ তারিখে ইংলিশ চ্যানেল একা সাঁতার কেটে পার হওয়া সবচেয়ে বয়স্ক ভারতীয় হয়ে ওঠেন। তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে ৪২ কিলোমিটার সাঁতার 15 ঘন্টা 6 মিনিট সময় সম্পন্ন করেন।........
প্রীতি পাল একজন ভারতীয় প্যারা অ্যাথলেট। তিনি 2014 প্যারিস প্যারালিম্পিকে মহিলাদের ১০০ মিটার এবং ২০০ মিটার T35 রেস ইভেন্টে দুটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং প্যারালিম্পিক গেমসে ট্র্যাক এবং ফিল্ড এ
ইভেন্টে দুটি পদক জিতে প্রথম ভারতীয় মহিলা হয়ে ইতিহাস তৈরি করলেন।......
Our Facebook Link - https://www.facebook.com/mrtvstory

About Us -
join us for more interesting content.. We create and share interesting content that may help you from some aspects.. Thank You.. .........
Youtube Page Link - https://youtu.be/0XEkuDNMc0k

21/09/2024

সেদিনও সবাই উপহাস করেছিল Dr. RG KAR কে!
কিন্তু কেনো?
------------------
এই রাধা হলেন আমদের বহুল পরিচিত রাধা গোবিন্দ কর ওরফে RG KAR . অভিনয় ছিল রাধা গোবিন্দের প্রাণ। তবুও রাগী বাবার আদেশে ভর্তি হন কোলকাতা মেডিকেল; কলেজে ।
ইংরেজ ডাক্তাররা গরীবদের চিকিৎসা করতে ঘেণ্ণা করে । তারা কেবল ইংরেজ অফিসার ও সৈনিকদের চিকিৎসায় ব্যস্ত। দিনের পর দিন দেশীয় মানুষরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ।
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা SCHOOL OF মেডিসিন. পরে এর নাম হয় CALCUTTA MEDICAL SCHOOL, ১৮৯৯ সালে এই সংস্থার নাম হয় বেলগাছীয়া মেডিক্যাল SCHOOL . উদ্বোধন করেন জন উডবার্ন ।ইনি হলেন সেই উডবার্ন যিনি প্লেগ নিয়ন্ত্রণ করেছিলেন ভগিনী নিবেদিতা আর RG KOR এর সহায়তায় । SSKM HOSPITAL এ তার নামে একটি ওয়ার্ডও আছে ।
--------------------
Youtube Page Link - https://www.youtube.com/

fans

17/09/2024

বেল বাজতেই চমকে উঠলো ডেলিভারি বয়!.................................
বেল বাজাতেই চমকে গেলেন ডেলিভারি বয়, জন্মদিনে গ্রাহকরা দিলেন বড় সারপ্রাইজ। জ়োম্যাটো ডেলিভারি বয়ের জন্মদিন পালন করলেন আহমেদাবাদের এক বাসিন্দা। বৃষ্টি মাথায় করে খাবার পৌঁছে দিতে এসে বড় সারপ্রাইজ পেলেন ডেলিভারি বয়। আর সেই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হল ইন্টারনেটে
-------------------
Youtbe Link - https://youtu.be/1lXGuAzhDNk

16/09/2024

সংখ্যাতত্ত্বের, রেমেডি এবার আপনিও জেনেনিন | Understanding the Numerology | 2024
----------------
বন্ধুরা আমি প্রীতি। আপনাদের স্বাগত জানাই নতুন সিরিজ "Podcast with Priti " তে ...
আমাদের সাথে রয়েছেন প্যারাসাইকোলজিস্ট ইন্দ্রায়ুধ সেন। তার কর্মক্ষেত্রে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা আজ আমাদের সাথে আড্ডার মাধ্যমে তুলে ধরবেন।

YouTube Link - https://youtu.be/85vETYpAYqk

fans

16/09/2024

রোগী দেখতে ১ টাকাও নেবেননা, এই ডাক্তার!
------------------
পদে পদে রোগীর স্বার্থ দেখছেন একজন চিকিৎসক ৷ বার বার না, ডাক্তারের কাছে একবার আসলেই যাতে রোগ সারে, তেমন চিকিৎসা ৷ বিনা পয়সায় ৷ দুস্থদের ওষুধও দেন বিনামূল্যে ৷ "ভগবানে"র কাছে পৌঁছাতে প্রতিদিন লম্বা লাইন পড়ে বর্ধমানে ৷
Dr. Netai Pramanik "ভগবানে"র দিকে এগোচ্ছে লাইন ৷ রোগীদের কথায়, এমন "ভগবান" প্রতি পাড়ায় একটা করে থাকলে দুনিয়ার অসুখ সেরে যাবে ৷

লাইন লম্বা ৷ যেন কোনও মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরের উপচে পড়া ভিড় ৷ তবু, সেই লাইনে ঘণ্টার পর ঘণ্টা ধৈর্য্য ধরে দাঁড়িয়ে মানুষ ৷ শিশু কোলে মা, যুবক থেকে বৃদ্ধ ৷ লাইন ফুরোলেই দেখা মিলবে "ভগবানে"র। অর্থাৎ ডাঃ নিতাই প্রামাণিকের। নিজের বাড়ির গাছতলায় ছোটো চেয়ারে বসে রোগী দেখেন । প্রশ্ন উঠবে, এই বাজারে, যখন ডাক্তারদের বিরুদ্ধে হাজারো অভিযোগ, ডাক্তারের উপর হামলা চেনা ঘটনা, তখন পূর্ব বর্ধমান জেলার এক ডাক্তার কীভাবে ভগবান হয়ে উঠলেন?

ফি দিয়ে যায় চেনা ! যে ডাক্তারের ফি বেশি, সে বড় ডাক্তার ! কিন্তু, এই ফি-এর বাজারেও বিনা পয়সায় রোগী দেখেন ডাঃ নিতাই প্রামাণিক । আজকের ঘটনা না, বহু বছরের প্র্যাক্টিস ৷ শুধু ফি না নেওয়াই নয়, অনেক ক্ষেত্রে দুস্থ রোগীদের বিনামূল্যে ওষুধও দেন ডাক্তারবাবু ।
--------------------
Youtube Link - https://www.youtube.com/

fans

13/09/2024

অরুণ আইসক্রিম বিখ্যাত কেন?
---------------------
অঙ্কে ফেল। গরীব বাবার গরীব ছেলে। সত্তরের দশকে সেই ব্যক্তি শুরু করেছিল আইসক্রিমের ব্যবসা। আজ সেই আইসক্রিম ব্র্যান্ডের দাম ২০ হাজার কোটি টাকা! তিনি হলেন দক্ষিণ ভারতের আইসক্রিম ম্যান আর জি চন্দ্রমোগান। তিনি সেই ১৯৭০ সালে সম্পত্তি বিক্রি করে সামান্য কিছু পুঁজি দিয়ে শুরু করেছিলেন তাঁর ব্যবসা। বাকিটা ইতিহাস।

আর জি চন্দ্রমোগানের জন্ম তামিলনাড়ুর বিরুধনগর জেলার থিরুথাঙ্গালে। তাঁর বাবার ছিল মুদির দোকান। বলা বাহুল্য, এই দোকানের সাহায্যে সংসার ভালমত চলত না। অর্থাভাবে চন্দ্রমোগান পড়াশোনাও করতে পারেন নি। তাঁর প্রিয় বিষয় অঙ্ক হলেও, সেই অঙ্কতেই তিনি ফেল করেন। কিছু একটা করার বাসনা তাঁকে তাড়িয়ে বেড়াত। ১৫ বছর বয়সে, তিনি কয়লা ডিপোতে কাজ শুরু করেন। মাসে ৬৫ টাকা বেতন পেতেন। ২১ বছর বয়সে চন্দ্রমোগান অভাবের তাড়নায় তাঁর পৈতৃক সম্পত্তি বিক্রি করে চেন্নাইয়ের রায়পুরমে আইসক্রিমের ব্যবসা শুরু করেন। তিনি নিজে ওই ছোট কারখানায় তিনজন শ্রমিক নিয়ে কাজ করতেন এবং রাতে সেখানেই ঘুমোতেন।

বর্তমানে চন্দ্রমোগান ভারতের সবথেকে বড় বেসরকারি ডেয়ারি কোম্পানির মালিক। কলকাতা সহ বাংলায় ‘অরুণ আইসক্রিম’ নামে যে ব্র্যান্ড জনপ্রিয়তা পেয়েছে, তা আসলে শুরু হয়েছে এই চন্দ্রমোগানের হাত ধরেই। রায়পুরমের সেই ঘর থেকেই তাঁর এই বিশাল যাত্রা। তাঁর সংস্থার নাম ‘চন্দ্রমোগান হাটসন অ্যাগ্রো প্রোডাক্টস’। দেশের অন্যতম বড় বেসরকারি দুগ্ধ কোম্পানি এটি। কোম্পানিটি ১০ হাজার গ্রামের ৪০ হাজার কৃষকের কাছ থেকে দুধ সংগ্রহ করে। ৪২ টিরও বেশি সংস্থার সঙ্গে যুক্ত এই হাটসন অ্যাগ্রো।
-------------------------------
Youtube Link - https://youtu.be/obcg7En1Ukw

12/09/2024

” RG KAR” নাম না বদনাম ?
---------------
সালটা ১৮৯৮ সালের এপ্রিল মাস , এক বাঙালি সাহেব চলেছেন কলকাতার রাস্তা দিয়ে , গোটা কলকাতা যেন মৃত্যুপুরি। প্রানের অস্তিত্ব পাওয়া যেন দুষ্কর । অশরীরী আত্মারা ছায়ার মতো যেন ঘুরে বেড়াচ্ছে গোটা শহর জুড়ে । হটাত হাটতে তিনি দেখতে পেলেন এক সন্ন্যাসিনী পরম স্নেহে গরম দুধ খইয়ে দিচ্ছেন এক মৃত্যু পথযাত্রী শিশুকে । কাছে গেলেন বাঙালি সাহেব পরিচয় জানতে চাইলেন সন্ন্যাসিনীর , দুজনের চোখাচখি হতেই চমকে উঠলেন দুজনেই । বাঙালি সাহবে আমাদের পূর্ব পরিচিত , রাধা গোবিন্দ কর ওরফে RG KOR আর সন্ন্যাসিনীও আমাদের বহুল পরিচিত মার্গারেট এলিজাবেথ নোবেল ওরফে ভগিনী নিবেদিতা ..শহর জুড়ে তখন প্লেগের প্রাদুর্ভাব । চারিদিকে পচা দুর্গন্ধ , মানুষ মরে পচে দুর্গন্ধ ছরাচ্ছে চারিদিকে । মৃতদেহ সৎকার করারও লোক নেই । এভাবেই উজার হতে চলেছে গোটা শহর। দুজনেই বুঝতে পারলেন হাতে গোনা দু একজনের দ্বারা এই পরিস্থিতি সামলানো সম্ভব নয়। এর জন্য চায় প্রশাসনের হস্তক্ষেপ। তারা গেলেন গভর্নর হউসে । ভীতরে ঢুকতেই দেখলেন এক সাহেব মুখ দুশ্চিন্তা নিয়ে মুখ কালো করে বসে আছেন । নিবেদিতা ও রাধাগোবিন্দকে আসতে দেখে কিছুটা ভরসা পেলেন সাহেব । এই সাহেবই হলেন বাংলার লেফটেন্যান্ট গভর্নর চার্লস উডবার্ন। পরবর্তী কালে এই তিনজন মহারথি একত্রে নিয়ন্ত্রণে আনেন বাংলার প্লেগ পরিস্থিতি ।
----------------
Youtube Link - https://youtu.be/7Cq9UJTSFqs

09/09/2024

নতুন প্রকল্প সুখ শিক্ষা যোজনা
------------------------
মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা 2024 হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু দ্বারা অনুমোদিত আদেশের সাথে দরিদ্র শ্রেণীর ছাত্রদের জন্য নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে 25 আগস্ট 2024-এ হিমাচল মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা 2024 আবেদনপত্র সমস্ত বিধবা, তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য উপলব্ধ ছিল এবং প্রতিবন্ধী বাবা-মায়ের সন্তান। অন্যদিকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগ্য ব্যক্তিরা যারা এই প্রোগ্রাম থেকে উপকৃত হতে চান তারা অনলাইনে আবেদন করতে পারেন।
-------------------------
Youtube Link - https://youtu.be/ae96wRqiKsk

-------------------------

07/09/2024

কোনও ঝুট ঝামেলা ছাড়াই এবার লোণ নিন
-------------------
ঋণ গ্রহন ও ঋণ পরিশোধের ক্ষেত্রে প্রয়ই ঝামেলায় জরাতে দেখাযায় দুই পক্ষকে । কখনও নথির গড়মিল তো কখনও অর্থের অস্বচ্ছতা । সুধ নিয়েও স্পষ্ট বঝাপারা থাকে না দুজনের মধ্যে । কিন্তু আর নয় , এবার ঝগড়া বিবাদের দিন শেষ । নতুন নিয়ম আনছে RBI আপনারা নিশ্চয়ই ফোন পে, গুগল পে এসব ব্যবহার করেছেন, এগুলোকে যে বিষয়টি CONDUCT করে তারই OFFICIAL নাম UPI অর্থাৎUnified Payments Interface সাধারণত টাকা লেনদেনের এর ক্ষেত্রে বিপুল বিপ্লব এনেছে । পাড়ার ফুচকা দোকান হোক বা অটোর ভাড়া দেওয়া , সব জায়গায় দেদার ইউপিআই চলছে আজকাল । কিন্তু ঋণ গ্রহণ বা পরিশোধের বিষয়ে কোনও ভূমিকাই রাখেনা UPI । এই অসুবিধার কথা মাথায় রেখে এবার নতুন নিয়ম আনছে RBI গভর্নর শক্তিকান্ত দাস ।নতুন এই সিস্টেমের নাম ULI বা ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস। এর সাহায্যে খুব সহজেই ঋণ গ্রহণ ও পরিশোধের বিষয়টি নজরে থাকবে খোদ RBI এর ।পর্যাপ্ত নথী, সুদের হার, পরিশোধের সময় হওয়া যাবতীয় চুক্তি, সব উল্লেখ থাকবে ইউনিফাইড লেন্ডিং ইন্টার ফেসের । তাহলে আর বাক বিতণ্ডার জায়গা থাকবে না কোনও পক্ষের । হাঁসি মুখেই হবে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ ।
---------------------
Youtube Link - https://youtu.be/CEpVU9UYwiA

Address

Barasat, Taki Road , Near Champadali
Barasat
700124

Alerts

Be the first to know and let us send you an email when MR TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MR TV:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Barasat

Show All