Hare Krishna

Hare Krishna এই পেইজে সবাইকে জানাই হরেকৃষ্ণ💝❤️ রাধেরাধে💝❤️
এই চ্যানেল শুধুমাত্র কৃষ্ণ ভক্তদের জন্য........

💚Ekadashi Darshan💚
26/12/2024

💚Ekadashi Darshan💚

কৃষ্ণময় শুভ সন্ধ্যা ❤️🙏
05/12/2024

কৃষ্ণময় শুভ সন্ধ্যা ❤️🙏

🙏🌹🌿 ওঁ শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণায় নম: 🌿🌹🙏            মানুষের ভাগ্য নির্ধারিত হয় কিসের দ্বারা ?      🌹 কৃতকর্মের জন্য মানুষ...
04/12/2024

🙏🌹🌿 ওঁ শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণায় নম: 🌿🌹🙏

মানুষের ভাগ্য নির্ধারিত হয় কিসের দ্বারা ?

🌹 কৃতকর্মের জন্য মানুষ তার ভাগ্যকে দোষারোপ করে অথচ তারা এই সত্য কখনোই জানে না যে, কর্ম অনুযায়ী ভগবান ভবিষ্যত পরিকল্পনা করে থাকেন। 🌹

🌹 জীবনকে স্বার্থক, সুন্দর ও পুণ্যবান করে গড়ে তুলতে হলে কৃষ্ণভাবনাময় হয়ে সংশ্লিষ্ট সকল নৈতিক ও সুকর্ম সম্পাদন করতে হবে এবং হরিনাম জপ করতে হবে।

🙏🌹🌿 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে 🌿🌹🙏

জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে 🌸🏵️🙏
16/11/2024

জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে 🌸🏵️🙏

সকলকে জানাই শুভ রাসপূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন ♥️🦋🌻🙏হরে কৃষ্ণ 🌼🌿🦚🙏
15/11/2024

সকলকে জানাই শুভ রাসপূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন ♥️🦋🌻🙏
হরে কৃষ্ণ 🌼🌿🦚🙏

শুভ দ্বিতীয়া❤️
04/10/2024

শুভ দ্বিতীয়া❤️

"একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।ওঁ সর্ব্ববিঘ্ন বিনাশয় সর্ব্বকল্যান হেতবে ।"শুভ গন...
07/09/2024

"একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।
বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।
ওঁ সর্ব্ববিঘ্ন বিনাশয় সর্ব্বকল্যান হেতবে ।"
শুভ গনেশ চতুর্থী।।
এই শুভদিনে আপামর মানুষের কল্যাণ হোক, এই কামনা করি সর্ব বিঘ্ননাশক পার্বতী নন্দন ভগবান গণেশের কাছে।

শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 💙🤍
25/08/2024

শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 💙🤍

22/08/2024

জন্মাষ্টমীর জন্য কী কী শপিং করলে বন্ধুরা?

❤️🙏
17/08/2024

❤️🙏

Let's go.....🚶🚶
06/08/2024

Let's go.....🚶🚶

04/08/2024

সকল কষ্টের সমাধান "কৃষ্ণ" নামেই..🥰🥀
সুখের আশা করো তো "কৃষ্ণ" নাম করো..😌❤️
- হরে কৃষ্ণ" 🦚🌷🥺🙏

১লা- শ্রাবণ, ১৪৩১...শ্রাবণ মাস উপলক্ষ্যে সোমেশ্বর বাবার শৃঙ্গার.. াবা_সোমেশ্বর  াদেব 🙏🙏🙏
17/07/2024

১লা- শ্রাবণ, ১৪৩১...
শ্রাবণ মাস উপলক্ষ্যে সোমেশ্বর বাবার শৃঙ্গার..

াবা_সোমেশ্বর
াদেব

🙏🙏🙏

'তিন ভাই-বোন চড়বে রথ 🛕মাসির বাড়ির ধরবে পথ।পাপড়, তেলেভাজা মুখরোচক চপ 😋জমবে যাত্রা শুভ হোক সব।।'  শুভ রথযাত্রার শুভেচ্ছ...
08/07/2024

'তিন ভাই-বোন চড়বে রথ 🛕
মাসির বাড়ির ধরবে পথ।
পাপড়, তেলেভাজা মুখরোচক চপ 😋
জমবে যাত্রা শুভ হোক সব।।'
শুভ রথযাত্রার শুভেচ্ছা সকলকে 😇🙏

"আমার চোখ ফেরৎ চাই " - ভগবান নৃসিংহদেবের অদ্ভুত কৃপা।◾ মায়াপুর মন্দিরে মঙ্গলাৱতির সময় যখন সূৰ্যোদয়ের পূর্বে অন্ধকার থা...
22/05/2024

"আমার চোখ ফেরৎ চাই " - ভগবান নৃসিংহদেবের অদ্ভুত কৃপা।
◾ মায়াপুর মন্দিরে মঙ্গলাৱতির সময় যখন সূৰ্যোদয়ের পূর্বে অন্ধকার থাকে , তখন যারা মায়াপুরের শ্ৰীনসিংহদেবের শ্ৰীবিগ্ৰহ দৰ্শন করেছেন তারা নিশ্চয় লক্ষ্য করেছেন , তার মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে কেমন ভয়ঙ্কররুপ প্ৰকাশিত হয় । তাতে ২০০টি তৈল প্ৰদীপের আলোয় তিনি উদ্ভাসিত হন । তখন তার রক্তিম চোখ এবং দাঁতগুলি উজ্জ্বল হয়ে ওঠে এবং সিংহের মতো উন্মুক্ত মুখগহ্বর দৰ্শন করা যায়।

মূল গৰ্ভমন্দিরে পূজারী বিশাল একটি কর্পূর এবং একটি ঘি-এর জুলন্ত প্ৰদীপ দিয়ে আরতি করেন । বাইরে অনেক ভক্ত তা দৰ্শনের জন্য ভীড় করে থাকেন , যেহেতু তারা জানেন , এই মঙ্গল আরতি খুব অল্পস্থায়ী মাত্ৰ তিন চার মিনিটের মধ্যেই সমাপ্ত হয়ে যায়। তাই ভক্তগন অধীর আগ্রহে নৃসিংহদেব ভগবানের বেদীতে অপেক্ষা করেন।

প্রথম দিকে নৃসিংহদেব ভগবানের পুজা-সেবার ভার শ্রীপাদ জননিবাস প্রভুর যমজ ভাই শ্রীপাদ পঙ্কজাঙঘ্রী দাস ব্রহ্মচারী প্রভুকে প্রধান পুজারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার সহযোগী পুজারী হিসাবে অল্পবয়সী এক নবীন ব্রহ্মচারী ভবিসিদ্বি প্রভুকে বেছে নেন। কিন্তু ভবসিদ্বি প্রভু ভগবান নৃসিংহদেবকে ভীষন ভয় পেতেন। নৃসিংহদেবের প্রথম থেকেই লাল চক্ষু খোদাই ছিল যা ভাস্বর প্রান প্রতিষ্ঠা করার সময় লাগিয়েছিল। খুব উজ্জ্বল ভীতিকর চক্ষুদ্বয়।
তাই জননিবাস প্রভু এই ভীতির কারনে ভগবান নৃসিংহদেবের চক্ষু বদলিয়ে দুটো সাদা চক্ষু স্থাপন করেন।
কিন্তু এই চক্ষু বদল ভগবান নৃসিংহদেব মেনে নেননি।

✔️গ্ৰীসের আত্মরতি দাসী ইসকনে ১৯৮০ সালে যোগদান করেন । তিনি সেই সময়ে শ্ৰীধাম মায়াপুরে বসবাস করছেন । তার স্বামীর নাম গোকুলানন্দ দাস এবং কন্যার নাম গৌরলীলা দাসী । আত্মরতি দাসীর কোন কারণে এক সময় চোখের দৃষ্টি অনেকটা ক্ষীণ হয়ে পড়ে । একদিন ভগবান নৃসিংহদেবের পরমভক্ত প্ৰহ্লাদ মহারাজ সমীপে কৃপা প্ৰাৰ্থনার সময় তিনি দেখতে পান শ্ৰীনৃসিংহদেব বলছেন, ''তার চোখ ফিরিয়ে দিলে আত্মরতির চোখ ভাল হয়ে যাবে''।
সংশ্লিষ্ট পূজারী ভবসিদ্বিকে এই ঘটনা জানালে ভগবান নৃসিংহদেবের চোখ পরিবর্তন করার কথা তিনি শ্রীপাদ জননিবাস প্রভুকে জানান।
জননিবাস প্রভু তার ভুল বুঝতে পেরে তারপরদিনই ফের সেই লাল চক্ষু লাগিয়ে দেন।
সেইদিন ভোরের মঙ্গল আরতিতে এসে আত্মরতি মাতাজী দেখেন তার চোখে কোন সমস্যা নেই বরং তিনি আগের চেয়ে অনেক ভাল দেখতে পারছেন।

✔️তার একদিন পর ভবসিদ্বি তার বাঙ্কে ঘুমিয়ে ছিল, হঠাৎ তার বাঙ্কটি কেঁপে উঠল। সে ভাবল — সময় হয়ে গেছে , মঙ্গল আরতিতে যেতে হবে , তাই নীচে পূজারী শুয়ে থাকা বোধ হয় তাকে ডাকছে ।
চোখ মেলে দেখে — শ্ৰীনসিংহদেব তার তার বিছানায় বসে । সেই ভাগ্যবান আতঙ্কিত পূজারী ওঠার চেষ্টা করতেই ভগবান তার দুইকাঁধ চেপে ধরেন । তার করদ্ধয় যেন ব্ৰহ্মাণ্ডের ভার বহন করছে ।
ভগবান তাকে সাত্মনা দিয়ে বললেন — “ শান্ত হও ! শান্ত হও ! আমি তোমায় শুধু বলতে এসেছি যে , যখন তুমি মন্দিরে আমার সেবা কর , আমাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই । এই ভয় ত্যাগ কর ”।
তারপরেই তিনি অন্তর্হিত হলেন ।
কিন্তু ভবসিদ্ধি চক্ৰভবনের বারান্দায় এক প্ৰান্ত থেকে অপর পান্ত পৰ্যন্ত ছুটোছুটি করতে থাকে । ভক্তরা তাকে জিজ্ঞাসা করে — “ কি হয়েছে ? ” — তারা কিছু অসংলগ্ন উত্তর পায় । শেষে ভবসিদ্ধি ছুটে যায় নৃসিংহদেবের মন্দিরে এবং আকুতিভরে ভগবানকে সাষ্টাঙ্গ প্ৰণতি নিবেদন করে প্রার্থনা জানাতে থাকে । কিছুক্ষণ পরে সে একটু শান্ত হয় এবং ঘরে ফিরে আসে । সে ভাবতে থাকে , কেন সবাই তার দিকে অজ্ঞতভাবে তাকিয়ে আছে । তারপর সে উপলব্ধি করে — তাইতো , সে রাতের পোশাক পরেই মন্দিরে গিয়েছিল।.

তারপর গত গৌর-পূৰ্ণিমায় ভবসিদ্ধির সাথে শ্রীপাদ পঙ্কজাঙঘ্রীর দেখা হয়েছিল — ও এখন আমেরিকায় থাকে । এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করেছিলেন । ও বলেছিল — “ হ্যা ! আমার কাধে এখনও ভগবান নৃসিংহদেবের দুই হাতের চিহ্ন বৰ্তমান । যদিও অনেকটা মুছে গেছে , তবুও বোঝা যায়”।
ভবসিদ্ধি প্রভু কেবল নৃসিংহদেবের দৰ্শন পেয়েছে তা নয় । এমন আরও অনেক ভক্ত ভগবান নৃসিংহদেবের দর্শন লাভ করেছেন।
।। হরেকৃষ্ণ।।
।। ''জয় নৃসিংহ ভগবান কি জয়''।।
।। জয় সনাতন ধর্ম।।

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠান 📸
08/05/2024

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠান 📸

Address

Bankura Rabindra Sarani Road
Bankura
722101

Telephone

+918710062453

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hare Krishna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hare Krishna:

Videos

Share

Category