মউল

মউল মউল প্রকাশনী মানে ভালো বই। আমরা উন্নত পরিষেবায় বিশ্বাসী। লেখককে সাহিত্য জগৎ ও পাঠক দরবারে পরিচিতি ঘটানো আমাদের প্রধান লক্ষ্য।

সবারে করি আহ্বান ❤️❤️ (বেলা দশটা থেকে তিনটে)
27/11/2024

সবারে করি আহ্বান ❤️❤️ (বেলা দশটা থেকে তিনটে)

14/11/2024
খুশির খবর।প্রকাশিত হবে ১লা ডিসেম্বর।কবিতার তালিকা। সূচি নয়।
17/10/2024

খুশির খবর।প্রকাশিত হবে ১লা ডিসেম্বর।
কবিতার তালিকা। সূচি নয়।

22/04/2023

মউলের পক্ষ হতে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।।

10/02/2023

আজ বড়জোড়ায় মউলের স্টলে কবিতা পাঠ। আমন্ত্রণ রইল।

বিশিষ্ট গুণীজনেদের উপস্থিতিতে সাড়ম্বরে  প্রকাশিত হয়েগেল মউলের এবারের উৎসব সংখ্যা। এবারের মূল আকর্ষণ ছিলো লেখার বিষয়টি। ল...
28/12/2022

বিশিষ্ট গুণীজনেদের উপস্থিতিতে সাড়ম্বরে প্রকাশিত হয়েগেল মউলের এবারের উৎসব সংখ্যা। এবারের মূল আকর্ষণ ছিলো লেখার বিষয়টি। লোকসংস্কৃতি ছিলো এবারের বিষয়।
সৌজন্য সংখ্যা ছাড়াও পাঠকের সংগ্রহ করার উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।আপন ছন্দে এগিয়ে চলুক মউল।
মউলের হাত ধরে ও-ই দিন প্রকাশিত হয় দুটি কবিতার বইও।"পাহাড়িয়া প্রেম"- স্বাগতা ভট্টাচার্য
"বেহুলা সন্ধ্যার শোক"-উমা মাহাতো ছুঁয়ে দেখুন সকলেই

মউল সাহিত্য পত্রিকার সম্পাদক মহাশয় তথা প্রাণপুরুষ শ্রদ্ধেয় প্রদীপ বন্দোপাধ্যায়ের শুভ জন্মদিনে তাঁকে আন্তরিক  শুভেচ্ছা ও ...
02/11/2022

মউল সাহিত্য পত্রিকার সম্পাদক মহাশয় তথা প্রাণপুরুষ শ্রদ্ধেয় প্রদীপ
বন্দোপাধ্যায়ের শুভ জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই।খুব ভালো থাকুন সৃজনে থাকুন স্যার।

মউলের প্রবন্ধ সূচি
29/10/2022

মউলের প্রবন্ধ সূচি

উমা লিখেছেন, এই  পৃথিবী এখনো আমার মতোই স্বপ্নে বাঁচে।  তার শরীর থেকে মৃতের স্তূপ সরিয়ে সরিয়ে দিনশেষের শোক পেরোতে চেয়েছি।...
18/09/2022

উমা লিখেছেন, এই পৃথিবী এখনো আমার মতোই স্বপ্নে বাঁচে। তার শরীর থেকে মৃতের স্তূপ সরিয়ে সরিয়ে দিনশেষের শোক পেরোতে চেয়েছি।পেরেছি?না পারিনি।অভিশপ্ত শোক-জীবন থেকে উন্নীত হওয়ার ব্যক্তিগত কোন উচ্চাকাঙ্খাও নেই আমার।বরং কবিতার ভিতরে কিছু কথা দৃঢ় হোক।মৃত্যুর বৈভব থেকে ছিনিয়ে যদি আনতে পারি সহজ জীবন!জীবনের জয় অনিবার্য। চমৎকারের নাম কবিতা।

"বেহুলা - সন্ধ্যার শোক" কাব্যগ্রন্থে উমা তাই লিখেছে মৃত্যুতে উত্তীর্ণ হবার কথা।
'ছুঁয়ে দেখো
রোমকূপে এখনো ভোরের শিশির
মিছিলে অসুখ ছিল,মৃতদেহটিও একাকী নয় আমার'
অন্য এক কবিতায় লিখেছে
"পোশাক বেছেছো বলে,তুমি আর পশু নও।
গোপন খুঁজেছো বলে, চরিত্র-প্রবল হাওয়া বয়।

নগ্ন বাঘিনীর চোখে চোখ রেখে দেখো-
কসমিক যাদু আছে ধুসর তারায়।
জঙ্গলের ক্ষিপ্র যৌনতা সবুজ রাখে সম্পর্কহীন আবেগ।"
এমই সব আশ্চর্য পঙতি দিয়ে নির্মাণ "বেহুলা- সন্ধ্যার শোক।"
"নদীর ধারেই পরিচিত শ্মশান।
আধভেজা চিতাকাঠ অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত হবে।
বর্শার ফলার মতো পথে পথে আষাঢ় , তবু মুখাগ্নি-বিহীন আমাদের শেষ যাত্রা...
গোপনে স্বর্গ ভেজাবে শ্রাবণ।"- এ কথা কতখানি সত্য আমরা প্রত্যক্ষ করেছি অতিমারিতে।বেশি কথা বলব না, শুধু এটুকু বলতে পারি কাব্যগ্রন্থটি পড়লে পাঠক হতাশ হবেন না।
প্রি-বুকিং শুরু। দাম ১৫০ টাকা। ৫৫ পাতা। হার্ডবোর্ড। ২০%ছাড়।। ভারতবর্ষের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি। wp- 9531755880

মউল দীর্ঘ দশ বছর পথ চলছে। এবছর বাঁকুড়া জেলা বইমেলাতে মউল বেশ কিছু বই প্রকাশ করবে। এছাড়া ২০২৩ কলকাতা বইমেলার কাজ শুরু হয়ে...
17/09/2022

মউল দীর্ঘ দশ বছর পথ চলছে। এবছর বাঁকুড়া জেলা বইমেলাতে মউল বেশ কিছু বই প্রকাশ করবে। এছাড়া ২০২৩ কলকাতা বইমেলার কাজ শুরু হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর এর মধ্যে পাণ্ডুলিপি পাঠান।

মউল অ্যাপ থেকে বই বিক্রি শুরু হয়েছে। প্লে স্টোর থেকে ডাউনলোড করুন Moul

বিস্তারিত জানতে যোগাযোগ করুন -9531755880/8637558673
email- [email protected]

মউলের সর্বক্ষণের কর্মী, সহকারী প্রধান সম্পাদক অভিজিৎ মান অসুস্থতার কারণে চেন্নাই এ চিকিৎসাধীন। তাই মউল উৎসব সংখ্যার লেখক...
01/09/2022

মউলের সর্বক্ষণের কর্মী, সহকারী প্রধান সম্পাদক অভিজিৎ মান অসুস্থতার কারণে চেন্নাই এ চিকিৎসাধীন। তাই মউল উৎসব সংখ্যার লেখক সূচি প্রকাশে বিলম্ব হচ্ছে। আশাকরি সেপ্টেম্বরের মাঝামাঝি সূচি প্রকাশ করতে পারব।

পত্রিকা ক্রয়ের কথা বলতে অনেকে লেখকদের ভাবার কারণে এই অংশটি এডিট করা হোল। লেখকরা সৌজন্য সংখ্যা পাবেন। পাঠকদের জন্য ক্রয়ের কথা বলা হয়েছিল। ভুল বার্তায় কেউ আহত হলে ক্ষমা প্রার্থী।

Address

Vill+po-pakhanna, Block/barjora
Bankura
700059

Alerts

Be the first to know and let us send you an email when মউল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মউল:

Share

Category