Lakshmikanta Garai

Lakshmikanta Garai সবাই কে এগিয়ে রাখে ASA LIVE

08/02/2024

আমার প্রিয় স্বেচ্ছাসেবী ভাই-বোন-দাদা-দিদি, সমাজ ও দেশ শুভাকাঙ্ক্ষী মানুষ।
🙏💞
আপনাদের শ্রদ্ধা করিও ভালোবাসি
⚘️HAPPY PROPOSE DAY

05/02/2024

কিছু অসহায় বাচ্চাদের জন্যে বই,খাতা, কলম লাগবে,কেউ যদি সাহায্য করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করুন
086174 74897

কারুর জীবন রক্ষা করতে আপনাকে ডাক্তার হতে হবে না: কেবল রক্তদান করলেই হবে!”আগামী ১২ ই ফেব্রুয়ারী সোমবার, পাশে আছি আমরা সবা...
05/02/2024

কারুর জীবন রক্ষা করতে আপনাকে ডাক্তার হতে হবে না: কেবল রক্তদান করলেই হবে!”

আগামী ১২ ই ফেব্রুয়ারী সোমবার, পাশে আছি আমরা সবাই এর উদ্যোগে একটা রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছে তাই সকলকে আমন্ত্রণ রইল সকলে রক্ত দান করুন সমাজ কে সুস্থ রাখুন,
আমি আসছি আপনারা ও আসুন 🙏🙏🙏🙏🙏
প্রাণের শহর বাঁকুড়া Archana Sahoyodha Association

07/12/2023

হলদিয়া মেডিক্যাল কলেজের মেয়েদের পোশাক পরিবর্তন এর গোপন ক্যামেরা।

With Lakshmikanta Garai – I just got recognized as one of their top fans! 🎉
09/09/2023

With Lakshmikanta Garai – I just got recognized as one of their top fans! 🎉

21/08/2023

অর্চনা সহযোদ্ধা অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ছাতনা দুবরাজপুর গ্রামবাসীদের সহযোগিতায় দুবরাজপুর কালী মন্দিরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ।
আমাদের সাথে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
https://chat.whatsapp.com/KRIQ2XAFm19E8TwGdyZgL3

15/08/2023

স্বাধীনতার সেরা উপহার শুভঙ্কর কিস্কু,
ভাইরাল গান
্বাধীনতার সেরা উপহার শুভঙ্কর কিস্কু,
ভাইরাল গান

27/07/2023

আগামীকাল যে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে হাসপাতালে যে দুর্ঘটনা টা ঘটেছে সেই বিষয়ে ভারতীয় জনতা পার্টি সাস্থ্য পরিষেবা সেল এর পক্ষ থেকে বাঁকুড়া হসপিটালে এর সুপার কে কিছু দাবি এর ডেপুটেশন জমা দিয়েছে।জমা দেওয়ার পরও কিছু কাজ না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি সাস্থ্য পরিষেবা সেল এর পক্ষ থেকে আন্দোলনের কথা জানিয়েছে।

16/06/2023

ভোটের টিকিট না পাওয়ায় যারা মানুষের সেবা করার সুযোগ হারিয়েছেন..

তারা আমাদের #🩸অর্থাৎ (অর্চনা সহযোদ্ধা অ্যাসোসিয়েশন) সাথে যোগাযোগ করতে পারেন 😍🙏
Con number - 9635379942/6295206623/8389021601

05/06/2023

# # # # #এই রকম ভিডিও পেতে আমাদের পেজ টি লাইক করুন # # #
এটা দেখে স্তম্ভিত হয়ে গেলাম? কোন সমাজে বাস করছি আমরা? এরা ডাক্তার না ডাকাত? সমীর হালদার নামে এক ব্যক্তি, ডাক্তারবাবু কে কোমর ব্যথার জন্য দেখান ও কিছু দিন পর MRI রিপোর্ট দেখাতে যান ও ভাবেন ভিসিট লাগবে না, কিন্তু তার থেকে ভিসিট হিসেবে ৩০০ টাকা ওই ডাকাত বাবু চান, কিন্তু ঐ টাকা না থাকায় ঐ ভদ্রলোক অনুরোধ করেন ভিজিটের টাকা কাল দিয়ে যাবেন। কিন্তু ঐ ডাক্তার রুপী ডাকাত বাবু যা করেন তা অকল্পনীয়। প্রেস্কিপসেনে লিখা ওষুধ কেটে দেন। ভাবা যায়? এই ডাক্তাররা নাকি ভগবানের অপর রূপ? কিন্তু আমার মনে হয় এরা আসলে শয়তানের অপর রূপ। এই ডাক্তার নাকি গোল্ড মেদেলিস্ট তবে আমার মনে হয় ইনি গোল্ড মেডেল হয়ত পেয়েছেন ঠিকই তবে সেটা গরীব মানুষের রক্ত চোষার জন্য, শয়তানির জন্য। ধিক্কার ডাকাত বাবু। ধিক্কার। এই ডাকাত কে সামাজিক বয়কট করা উচিত।

05/06/2023

উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১০ বছর বয়সী সুমন পালের নিথর দেহ নিজের বাড়ী পুরুলিয়ার হুড়ায় এসে পৌঁছালো

31/05/2023

আত্মহত্যা করলেই যদি সব সমস্যার সমাধান হত আমি নিজেই ৫০-৬০ বার ঝুলে পড়তাম। এত লড়াই করতে কার ভালো লাগে? নিজের স্বপ্ন সফল করতে লড়াই, ডিপ্রেশান কাটাতে লড়াই, ভালো থাকার লড়াই , আত্মসম্মান বাঁচানোর লড়াই, নিজেকে গোছানোর লড়াই। এত লড়াই কারো ভালো লাগে বল? কিন্তু আত্ম হত্যা করে সমস্যার সমাধান হয় না, তাই লড়ে যাচ্ছি। লড়াই কর না কি সমস্যা আছে। লড়তে লড়তেই তো শিখবে কিভাবে জিততে হয়। দু একবার বিশ্বাস না ভাঙলে, প্রতারিত না হলে, মোলেস্ট না হলে, হেরে না গেলে শিক্ষাটা পাবে কি করে? মানুষ চিনবে কিভাবে? কাঁদবে তবেই না চোখ, মাথা পরিষ্কার হবে। মন কয়েকবার না ভাঙলে, সেটাকে জোড়ার জন্যে লড়বে কিভাবে? লড়াইয়ের একটা আলাদা শান্তি আছে। যে হেরে যায় সময় তাকে ভুলে যায়। যে জিতে যায় তাকেই সবাই মনে রাখে। হবে একটা বয়সে বেশ কয়েকবার মন ভাঙবে। কিন্তু সেটা ভাঙা খুব জরুরি। যদি একটু মন ভাঙাতেই ঝু লে যাও, তাহলে জীবনের সিঁড়িটা বাইবে কি করে? ওটা তো অনেক উঁচু। শীর্ষে উঠতে হবে তো নাকি? ওখান দাঁড়িয়ে যখন নিচে দেখবে, এসব ব্যর্থতা, স্বপ্ন ভাঙা, মন ভাঙা, বিশ্বাস ভাঙা এসব খুব ছোট্ট মনে হবে। তাই লড়ো না ভাই। লড়াই করে টিকে যেতে পারলেই তুমি সেরা। জীবনটা অনেক বড়। একটা ছেলে বা মেয়ে বা একটা স্বপ্নের জন্যে তার কিস্যু যায় আসে না। ওরকম হাজারটা স্বপ্ন সে বানিয়ে নিতে পারে। ট্রেন্ড বানাতে হলে লড়াইয়ের পর সাফল্যটাকে ট্রেন্ড বানাও। সুইসাইড ও কোনো ট্রেন্ড হল? ধুস্। মিডিয়ায় নাম তুলতে হলে সেলিব্রিটি হয়ে তোলো। মরে নাম তোলাও কোনো ট্রেন্ড থোড়ি হল। ও তো পানিহাটি শ্মশানে গিয়ে চুল্লিতে ঢুকলেই পঁয়তাল্লিশ মিনিটে ছাঁই। লড়াই করে এতটা সফল হও যে তুমি চলে গেলেও লোকে তোমায় মনে রাখে। তোমার ব্যর্থতাগুলোকে না। ব্যাস ।।

27/05/2023

এবার পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তারা 30 ইউনিটের একটা করে ব্লাড ক্যাম্প দিয়ে প্রমাণ করুন আপনি গ্রামের সেবা করতে চান।

24/05/2023
19/05/2023

ছাতনা জেলা তৃণমুল ছাত্র পরিষদ ♥️

সুস্বাগতম দাদা 🙏🙏🙏

04/05/2023

এই লোকটির নাম সুজয় মহাপাত্র বাড়ি সারেঙ্গা এই লোকটি আমাকে একদিন ফোন করে বলে তোমার কাজটা আমি করে দেবো 10000 টাকা দিতে হবে এবং আমি 10000 টাকা phonepy করার পর আমার ফোন ধরছেনা ফোনটার নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দিয়েছেযদি একে কেউ চিনে থাকেন তাহলে আমার সাথে কন্টাক্ট করুন
Con number 8617474897

28/04/2023

রেল পুলিশের কাছে আটক স্যান্ডি সাহা !
মোটা অঙ্কের জরিমানা নেওয়া হল ! আবার কি করলো স্যান্ডি ?

28/04/2023

#সর্তকতামূলক_পোষ্টঃ
৫০কেজি ওজনের মানুষের জন্য!
আপনি কি জানেন আপনার শরীরে রয়েছে প্রয়োজনের তুলনায় ১৩০০ মিলি অতিরিক্ত রক্ত ???
আর এই অবশিষ্ট ১৩০০ মিলি রক্ত থেকে মাত্র ৩৫০ মিলি রক্ত বাঁচাতে পারে একটি মানুষের জীবন এবং একটি পরিবারের মুখে হাসি ফোঁটাতে
১৩০০-৩৫০ = ৯৫০মিলি রক্ত অবশিষ্ট রয়ে যায় আপনার শরীরে, সুতরাং রক্তদান করলে শরীরের রক্ত কমে যাবে বা দুর্বল হয়ে যাবেন
-এসব ভ্রান্ত ধারণাগুলো পরিবর্তন করুন...

রক্তদানে আপনার কোন ক্ষতি হচ্ছে না, বরং
জেনে নিন নিয়মিত রক্তদানের ১০টি উপকারিতা—

১. রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কেননা রক্তদান করার সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে অবস্থিত ‘বোন ম্যারো’ নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকা জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। আর বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়।

২. নিয়মিত রক্তদানকারীর হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কম অনেকটাই

৩. নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা। যেমন : হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।

৪. সম্প্রতি ইংল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকারী জটিল বা দুরারোগ্য রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকেন অনেকাংশে। যেমন, নিয়মিত রক্তদান ক্যান্সার প্রতিরোধে সহায়ক।

৫. রক্তে কোলেসটোরলের উপস্থিতি কমাতে সাহায্য করে নিয়মিত রক্তদান।

৬. মুমূর্ষু মানুষকে রক্তদান করে আপনি পাচ্ছেন মানসিক তৃপ্তি। কারণ, এত বড় দান যা আর কোনোভাবেই সম্ভব নয়।

৭. রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ। একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ। আমাদের সকলের ধর্মই আমাদের এই শিক্ষা দিয়ে থাকে।

৮. রক্তদানে আপনার নিজের অর্থ সাশ্রয়-ও হয়। রক্তদান কেন্দ্রের মাধ্যমে রক্ত দিলে পাঁচটি পরীক্ষা সম্পূর্ণ বিনা খরচে করে দেয়া হয় যা বাইরে করলে খরচ লাগবে প্রায় তিন হাজার টাকার মতো। সেগুলো হলো-এইচআইভি/এইডস, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, ম্যালেরিয়া ও সিফিলিস। তাছাড়া রক্তের গ্রুপও নির্ণয় করা হয়।

৯. নিয়মিত রক্তদান Hemochromatosis প্রতিরোধ করে। শরীরে অতিরিক্ত আয়রনের উপস্থিতিকে Hemochromatosis বলে।

১০. স্থূল দেহী মানুষদের ক্ষেত্রেও রক্তদান অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে ওজন কমাতে।

আসুন সেচ্ছায় রক্তদান করি
অন্যদের উৎসাহিত করি।

রক্ত হলো স্রষ্টার দান
স্বেচ্ছায় করবো রক্তদান...🥰
🩸WEST BENGAL BLOOD SOURCE

28/04/2023

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যখম এক রেলযাত্রী

27/04/2023

এই মানুষ টিকে যে যতো টা পারো হেল্প করো সবাই 🙏🙏
হেল্প না করতে পারলে একটা শেয়ার করো🙏🙏

BANKURA LOCAL NEWSদুঃস্থ রোগীদের বিনে পয়সায় হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ছাতনার টোটোচালক আলমগীর ভাই।অচেনা অজানা বাঁকুড়া স্...
26/04/2023

BANKURA LOCAL NEWS

দুঃস্থ রোগীদের বিনে পয়সায় হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ছাতনার টোটোচালক আলমগীর ভাই।
অচেনা অজানা বাঁকুড়া
স্বপ্ন ছিল মানুষের জন্য কিছু করার। বাবাও বলতেন কোনদিন কোন কিছু করলে মানুষের কথা অন্তত ভাবিস। তাই বাবার দেখানো পথেই টোটো কিনে দুস্থ রোগীদের বিনামূল্যে মাসের পর মাস ধরে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ছাতনার টোটো চালক মহ: আলমগীর শেখ। ছাতনার ১ নং অঞ্চলের কুমারগাড়া এলাকার বাসিন্দা। সকাল হলেই বেরিয়ে পড়েন টোটো নিয়ে দু মুঠো রোজগারের আশায়। সাথে চলে সমাজসেবাও। আলমগীর বাবুর কথায় মানুষ মানুষের সাথে থাকুক এটাই চাই। সকাল থেকে টোটো নিয়ে বেরিয়ে কোনোদিন ২০০ কোনদিন ৩০০ কখনো বা ৫০০ টাকা রোজগার হয়। আর কখনো বা দুঃস্থ রোগীদের হসপিটালে পৌঁছে নিয়ে যেতেই বেলা কাটে। যতদিন শরীরে দম থাকবে এভাবেই মানুষের কাজ করে যাব। মাত্র পাঁচ মাসেই প্রচুর মানুষের নজর কেড়েছেন ছাতনার আলমগীর ভাই। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই বাণীই যেন মহ: আলমগীর শেখ এর আদর্শ।

চিত্র ও প্রতিবেদন : লক্ষ্মীকান্ত গরাই

23/04/2023

সিনেমা আজ বাস্তব 😲 মৃত মানুষকে জীবিত করে টাকা লুটের চেষ্টা মালদার নামকরা এক নার্সিংহোমের।
মরা প্রেসেন্ট কে ICU রুমে ভর্তি। দেখুন ভিডিওটি 🙄
তথ্য ও ভিডিও -

Address

Bankura

Telephone

+918617474897

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmikanta Garai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lakshmikanta Garai:

Videos

Share