
13/04/2025
চুমু নয়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের খোলা পিঠে কবিতা লিখে শরীরী সম্মোহন বোঝালেন শিবপ্রসাদ
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের খোলা পিঠে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জয় গোস্বামীর কবিতা লিখছেন! সাদা পিঠে কালো কালির রেখা। গান জুড়ে শিবপ্রসাদ-শ্রাবন্তীর প্রেম পর্ব! প্রেম বোঝাতে পর্দায় চুম্বনের দৃশ্য এখন বড় একঘেয়ে বলে মনে করেন পরিচালক শিবপ্রসাদ। “প্রেম বোঝাতে চুমুই খেতে হবে?” প্রশ্ন তাঁর। তাই ঠোঁটের বদলে শ্রাবন্তীর খোলা পিঠের সম্মোহনকে মেলে ধরলেন অভিনেতা শিবপ্রসাদ। তৈরি হল ‘আমার বস্’ ছবির গান।
Courtesy: Srovonti
Zinia Sen Dipayan SahaBhagyasree Roychowdhury