shwpno uran

shwpno uran I am Pallabi. I share our daily lifestyle vlog. Please like, comment, share.......

ঠিক বললাম কি না বলো🤗😜
24/04/2024

ঠিক বললাম কি না বলো🤗😜

🥺মা🥺আমার মেয়ের নন্দু🥺 মাম্মাম হওয়ার পর আমি হয়তো কিছুই করতে পারতাম না এই মানুষটিকে ছাড়া 😢
24/04/2024

🥺মা🥺আমার মেয়ের নন্দু🥺 মাম্মাম হওয়ার পর আমি হয়তো কিছুই করতে পারতাম না এই মানুষটিকে ছাড়া 😢

আমাদেরকে  কেমন লাগছে কমেন্ট করো 😊
24/04/2024

আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করো 😊

23/04/2024

ভ্যাপসা গরম সাথে বৃষ্টি, সকাল ৬ থেকে সারাদিন এইভাবেই সংসারের কাজ গুলো সারলাম॥



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=ycyX8Z5_6zSsNz5i

21/04/2024

তিব্রগরমে শিশুদের জন্য ৬ টি স্বাস্থ্যসম্মত শরবত॥কিভাবে শরবত তৈরি করি?গরমে জলের ঘাটতি কিভাবে মেটায়?



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=1WjUqqLP1jjBjDBX

20/04/2024

অবশেষে অপেক্ষা শেষ স্বস্তি দিতে সে নিজেই হাজির 🤗॥এক্সাসাইস করতে গিয়ে কি হালটাই না হল😢॥



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=ON3IoQXjhtNnjnAr

19/04/2024

সকাল ৭টা থেকে রাত ৯ পর্যন্ত ছোট মেয়েকে সাথে নিয়ে যেভাবে সংসারের ✅ সব কাজ গুলো করে থাকি ॥



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=9FnG7DFks1z9gomy

17/04/2024

2 বছর বাচ্চার ডেইলি রুটিন॥গরমের দিনে সকাল থেকে রাত বাচ্চার যত্ন॥ কি কি খায়! দাঁতের যত্ন ॥



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=zxlKtF2ptGDUYeo0

আমার একটা নিজের সংসারের খুব শখ, সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে।যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুরী খেত...
17/04/2024

আমার একটা নিজের সংসারের খুব শখ, সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে।

যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুরী খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে,
কিংবা কোন সন্ধ্যাবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি, কোন কৈফিয়ত দেয়া ছাড়া।

যেখানে কখনো হিসেব দিতে হবে না যে, চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল,তেল কেন বেশী খরচ করি।

যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে, যদি ভাল না হয়, অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে।

সকালের ঘুম দেরিতে ভাংলে কিংবা দুপুরের ঘুম সময়মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না।

যেখান সাধারন অসুস্থতার সময় কিংবা পিরিয়ড এর যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে, কেউ মুখ কালো করে কথা শোনাবে না।

প্রতিটি মেয়ের মনের ভেতর আজীবন লালিত হয়, নিজস্ব একটা সংসারের, Universal Truth এর মতো সত্যি এটা। অধিকাংশ মেয়েই সেটা পায় না, আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন,যেখানে আলাদা সংসার করাটা বাঁকা চোখে দেখা হয়।
দাম্পত্য জীবনে প্রাইভেসি টা অনেক বড় জিনিস, যেটা অধিকাংশ মেয়েই পায় না।

স্বামীদের দায়িত্ব এখানে বিশাল, সদ্য পরিবার ছেড়ে আসা মেয়েটা তার সবটুকু ছেড়ে আপনার কাছেই কিন্তু আসে, আর আপনি, পরিবারের সবার সাথে বসে তাকে জাজ করেন ( অবশ্য সবাই এমন না)

প্রতিটি মেয়ের যেন নিজের একটা সংসার হয়, খুব করে চাই আমি, এই বৃষ্টি মুখর বিকেলের প্রার্থনায়।
যেন তার বৃষ্টিভেজা ছাদে গিয়ে চা খাওয়া কিংবা সময় কাটানো নিয়ে কারো প্রশ্নের সম্মুখীন হতে না হয়।
লেখা: সংগ্রহ

এই দেশে যখন একটা মেয়ের বিয়ে হয়, মেয়ের পরিবার আত্মীয়স্বজন সকলে তাকে বুঝায় "নতুন সংসারে যাচ্ছো, ভালো ভাবে থেকো। যে যা বলে ...
17/04/2024

এই দেশে যখন একটা মেয়ের বিয়ে হয়, মেয়ের পরিবার আত্মীয়স্বজন সকলে তাকে বুঝায় "নতুন সংসারে যাচ্ছো, ভালো ভাবে থেকো। যে যা বলে শুনবা। শাশুড়িকে মায়ের মতো সেবা করবা। তার সব কথা মেনে চলবা! ওইটাই এখন তোমার পরিবার!"

এবং আরও কত রকমের আদেশ উপদেশ!

অথচ মেয়েটা নিজের ঘর, নিজের পরিবার ছেড়ে নতুন জায়গায় যাচ্ছে! তারই বরং স্পেশাল ফিল হবার পরিবেশ পাওয়া উচিত!

আমি আমার জীবনে কখনো কাউকে কোনো বিয়েতে ছেলের মা কে বুঝাতে দেখিনি যে "আপনার ছেলের বিয়ে হচ্ছে, এখন থেকে তার জীবনের অনেক সিদ্ধান্ত তার স্ত্রী নিবে। সেখানে আপনি হস্তক্ষেপ করবেন না। একটা মেয়ে নিজের সবকিছু ছেড়ে আপনার বাসায় আসছে, সে যেভাবে চাইবে সেভাবেই সবকিছু করবেন, যেন তার মনে না হয় সে পরিবার থেকে দূরে আছে! তাকে অনেক ভালবাসা দিবেন। নিজের মেয়ের মতোন করে রাখবেন।"

অবশ্য কিছু শাশুড়ি বিয়ের দিনে মেয়ের মা বাবাকে বলে "আপনার মেয়ে আমাদের বাসাতেও মেয়ে হয়েই থাকবে। বউ নিয়ে যাচ্ছি না, মেয়ে করে নিয়ে যাচ্ছি!"

আসলেই কি তাই হয়!?

না কি নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা পদে পদে বোঝানো হয় "তুমি বাইরের মেয়ে। তুমি কিছুদিন হলো আমার ছেলের জীবনে এসেছো, ছেলের পছন্দ অপছন্দ সব আমি জানি! বউ হয়ে এসেছো, চুপচাপ থাকো, যা সিদ্ধান্ত নেয়ার আমি নিবো!"

"আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে বড় করেছি" এই হাতিয়ার তো আছেই! কিছু ঘটলেই এই হাতিয়ার চালালেই ব্যস, সবাই শাশুড়ির পক্ষে!

তা ছেলের বউটা কি কারো সন্তান না!? তাকে কি তার মা জন্ম দেয়নি, সে কি নদীর পানিতে ভেসে এসেছে!? না কি তার মা তাকে কষ্ট করে বড় করেনি, বড় হয়েই তার জন্ম হইসে!? কি মনে করে Dear শাশুড়ি রা!?

অভিনেত্রী কারিনা কাপুর খানের উপস্থাপনা করা একটা অনুষ্ঠানে গেস্ট হয়ে আসেন তার শাশুড়ি শর্মিলা ঠাকুর।
সেখানে শর্মিলা ঠাকুরকে কারিনা জিজ্ঞেস করে "একটা মেয়ে আর পুত্রবধূর মধ্যে মূল তফাৎ কি বলে আপনার মনে হয়?"

শর্মিলা ঠাকুর উত্তর দেয় "মেয়ে এমন কেউ যার সাথে মায়ের শুরু থেকে বসবাস। তাই মা জানে মেয়ের স্বভাব কেমন, কি করলে তার রাগ হয়, মন খারাপ হলে কিভাবে সামলানো যায়, কিভাবে তার সাথে ডিল করা যায়"

"অন্যদিকে, ছেলের বউয়ের সাথে যখন দেখা হয় তখন ছেলের বউ অলরেডি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তাই তার স্বভাব সম্পর্কে খুব বেশি জানা থাকেনা। এইজন্য সময় লাগে তার সাথে সহজ সম্পর্ক তৈরি হতে। একটা মেয়ে যখন তোমার বাসায় ছেলের বউ হয়ে আসে, তোমার উচিত তাকে কম্ফোর্টেবল ফিল করানো। সে যে ধরনের খাবার খেতে অভ্যস্ত সেসবের ব্যবস্থা করা। আমার (শর্মিলা ঠাকুর বলেন) কথা বলি আমি বাঙালি পরিবার থেকে এসেছিলাম, ভাত খেতাম, অন্যদিকে আমার শ্বশুরবাড়ির সবাই খেতো রুটি। এসব ছোট ছোট বিষয় মনে হলেও দীর্ঘ সময়ের জন্য এইসব অনেক গুরুত্বপূর্ণ। আর এটা ছেলেপক্ষের ই দায়িত্ব মেয়েটাকে কম্ফোর্ট দেয়া। এবং খুব বেশি ইন্টারফেয়ার না করা, যেমন আমার ছেলে এটা পছন্দ করতো ওটা করতো, এসব বলে সম্পর্ক টেকওভার করা উচিত না...বুঝতে হবে ছেলে এবং ছেলের বউ একটা নতুন সম্পর্কে জড়িয়েছে, তাদের সম্পর্ক টা কে সময় দেয়া উচিত যেন তারা সেটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারে। তাদেরকে তাদের স্পেস দেয়া উচিত।"

কথাগুলো আমার এতোই ভালো লেগেছিলো!
এদিকে আমাদের দেশে কোনো ছেলে যদি বউয়ের সাপোর্টে একটা কথাও বলে তাহলে দেখা যায় ছেলের মা কান্নাকাটি শুরু করে দেয় "ওই ডা ই নি আমার ছেলেকে যাদু করেছে" বলে!

Dear শাশুড়িগণ বুঝতে চান না যে তাদের সেবা করার বা তাদের কথা শুনে চলার কোনো দায়িত্ব ছেলের বউয়ের নাই! ছেলের বউ যদি সেবাযত্ন করে, সেটা আপনার কপাল। কিন্তু সে বাধ্য না।

আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, বড় করেছেন তাই তার কাছে সেবাযত্নের আশা করতে পারেন।

ছেলের বউয়ের কাছে তখনি আশা করতে পারেন যখন তার জন্যেও আপনি কিছু করবেন।

আপনি যদি তাকে মেয়ের মতো ভালবাসেন, সেও আপনাকে মায়ের মতো ভালবাসবে।

কিন্তু আপনারা তো ছেলের বউকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে, মনে করেন ছেলেকে কেড়ে নিচ্ছে!

আপনার ছেলেকে সে কেড়ে নেয়ার তো কেউ না, সে আপনার ছেলের জীবনসঙ্গী, জীবনের অবিচ্ছেদ্য অংশ! তাকে ছাড়া আপনার ছেলে পরবর্তী জেনারেশন আনতে পারবেনা দুনিয়ায়, তো তার প্রতি কেয়ারিং হবে না!?

আর ছেলেরা, আপনাদের মা আপনাকে জন্ম দিয়েছেন নিজে মা হবার জন্য। এবং জন্ম দেয়ার কারণে আপনার লালন পালন থেকে শুরু করে আপনাকে একটা ভালো জীবন দেয়া তার দায়িত্ব।
উনি উনার দায়িত্ব পালন করেছেন, আপনিও আপনার দায়িত্ব পালন করুন।
তার জন্য যেসব করা প্রয়োজন করুন, নিজে করুন।

আপনার স্ত্রীর কাছে আশা রাখবেন না। আপনার স্ত্রীর জন্য আপনার মা কি করেছে যে উনার জন্য আপনার স্ত্রীকে কিছু করতে হবে!?

আপনি যদি আপনার শাশুড়ির জন্য করতে পারেন, করেন, তখন দেখবেন আপনার স্ত্রীও আপনার মায়ের জন্য করবে।

প্রথম ধাপ টা আপনাকেই নিতে হবে।

এই যে ডায়লগ দেন "বউ গেলে বউ পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না!"

এমন চিন্তাভাবনা থাকলে বউ আনার ই দরকার নাই! মা কে নিয়েই থাকুন।

একটা মেয়ে আপনার জন্য নিজের সবকিছু ছেড়ে চলে আসবে, আপনার সাথে থাকবে, আপনার সাথে সন্তান জন্ম দিবে...আর আপনি ভাবেন সে চলে গেলে আরেকটা বউ নিয়ে আসবেন!? এমন চিন্তাভাবনা করলে বলতেই হয় আপনি কোনো মেয়ের স্বামী হবার যোগ্য না!

শ্বশুরবাড়িতে একটা মেয়ের অবস্থা কেমন হবে এইটা অনেকাংশে নির্ভর করে মেয়েটার স্বামীর ওপর।

স্বামী যদি নিজের পরিবারকে বুঝাতে পারে তার স্ত্রী হয়ে যে আসবে তার যেন কোনো অসম্মান না হয়, তার সাথে যেন সবাই ভালো ব্যবহার করে, তাকে যেন আরামে থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে সেই বাসায় মেয়েটা ভালো থাকে।

আফসোসের বিষয় হচ্ছে এই দেশের ছেলেরা নিজের পরিবারের সামনে স্ত্রীর সম্মানের জন্য কথা বলতে পারে না!

আবার যদি কোনো ছেলে বলেও ফেলে তাহলে তাকে কাপুরুষের ট্যাগ দেয়া হয়! বউয়ের আঁচলের নিচে থাকতে বলা হয়!

এসব কথার চাপে দেখা যায় ছেলেটা পরিবার কে কিছু বলেনা, পরিবারও ছেলের বউয়ের সাথে যাচ্ছেতাই ব্যবহার করে...

আর, অশান্তি দেখতে দেখতে ছেলের বউ এর মনও বিষাক্ত হয়ে যায়।
আর, সেই বিষ ছাড়ে নিজে যখন শাশুড়ি হয় তখন...!
কথায় কথায় বলে "আমি শ্বশুরবাড়িতে এত অত্যাচার সহ্য করেছি! আমার ননদ এই করেছিলো, শাশুড়ি ওই করেছিলো!"

অর্থাৎ ঘুরেফিরে ওই একই সার্কেলে ঘুরতে থাকে সমাজ!

অথচ, কোনো শাশুড়ি যদি ভাবে "আমাকে যেসব অত্যাচার সহ্য করতে হয়েছে আমি আমার ছেলের বউকে সেসব সহ্য করতে দিবোনা! তাকে অনেক ভালবাসবো। তাকে যদি ভালবাসি, সেও আমাকে ভালবাসবে!"

এটুকু ভাবলেই কত কিছু সহজ হয়ে যেতো! কত সম্পর্ক সুন্দর হতো! কত মান অভিমান অভিযোগ শেষ হয়ে যেতো...

কিন্তু না, তেনারা এইসব ভাববেন না! শাশুড়ি হয়ে নিজেকে এতোই ক্ষমতাধর মনে করেন যে উনি যা ভাববেন তাই ই সঠিক! উনি যা বলবেন তাই ই করতে বাধ্য!

আর অবাধ্য হলেই ব্যস, অশান্তি...!

Dear শাশুড়িগণ, "শাশুড়ি" কোনো ক্ষমতার নাম না!
আপনি শাশুড়ি হবার ক্ষমতা দেখাতে চাইলে, ছেলের বউও নিজের ক্ষমতা দেখাতে শুরু করবে! সেটা আবার আপনি সহ্য করতে পারবেন না।

তাই, ছেলের বউকে মেয়ের মতো ভালবাসতে না পারলেও তাকে অসম্মান করবেন না বা তুচ্ছ ভাববেন না। সে তার মা বাবার রাজকন্যা, আপনার ছেলের রাজরানী।
তাকে সম্মান করুন, আপনিও সম্মান পাবেন।

শুরুটা আপনাকেই করতে হবে। আপনি না করতে পারলে তারও করার ঠ্যাকা নাই...

সংগৃহীত।

16/04/2024

নববর্ষের দিন বর এরকম সারপ্রাইজ দেবে ভাবতেই পারিনি 🤗অনেকদিনের ইচ্ছা পূরণ হল আজ ☺️😇 খুব খুশি ☺️



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=bHbGgcJDge-kf1JV

15/04/2024

কখনো কখনো ছোট ছোট খুশিতে মনটা ভরে যায়॥ Show Off করতে ভালোবাসি না তাই আমি এমন 😟



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=LUA7cqEpozEfQy-l

13/04/2024

এত গরম সহ্য হচ্ছে না তাই দরকারি জিনিস কিনতে গেলাম🤗॥কোয়ার্টারের ডেইলি রুটিন॥নববর্ষে কি কি কিনলাম॥

#নববর্ষ

YouTube link 👇👇👇

https://youtube.com/?si=_clgHmyZi9pD-TQ8

একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলো বিয়ের আগের আর পরের মধ্যে পার্থক্য কি?বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন হয়েছি শ্বশুর বা...
13/04/2024

একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলো বিয়ের আগের আর পরের মধ্যে পার্থক্য কি?
বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন হয়েছি শ্বশুর বাড়ির বউমা।🙂
আগে আমার মুখে সবাই খাবার তুলে দিতো,,আর এখন আমাকেই সবার মুখে খাবার তুলে দিতে হয়।
আগে একটু ব্যাথা পেলে চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম,,আর এখন অনেক ব্যাথা পেলেও একটা শব্দ ও করিনা,,🙂
আগে হাসার জন্য মা বকতো। আর এখন কাঁদতে গেলেও ভয় হয়।
আগে একটু মন খারাপ হলেই মা বুঝে ফেলতো,,কিন্তুু এখন ভিতর টা চুরমার হয়ে গেলেও কেউ বুঝে নাহ।💔
আগে নিজের পছন্দকে অনেক বেশি পায়োরিটি দিতাম,, এখন অন্যের পছন্দের উপর ডিপেন্ড করতে হয়,,🥀
আগে ঘুরতে অনেক ভালো লাগতো,এখন একটু সময় বিশ্রাম নিতে পারলেই খুশি।
আগে গান গাইতাম,, কিন্তুু এখন কথা বলতে গেলেও হিসেব করে বলি।🙂
আগে ভাবতাম বাহিরের জগৎ টা তে অনেক শান্তি।
কিন্তুু এখন বুঝি মায়ের আচলের নিচেই শান্তিতে ছিলাম।😌
আগে ইচ্ছে করলেই মাকে হুটহাট জড়িয়ে ধরা যেতো,,আর এখন জড়িয়ে ধরতে ইচ্ছে হলেও অনেক দিন অপেক্ষা করতে হয়।🙂
💙

11/04/2024

আজকে থেকে কোয়ার্টারের কাজ শুরু হল! একদিকে এত নোংরা তার উপর জলের ক্রাইসিস 😩কিভাবে সব কাজ করবো😢॥



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=ldVDpQFxLv2lGdRl

10/04/2024

কোনো মেয়েই শশুরবাড়ি খারাপ বউমা হয়ে যায় না!খারাপ করে বাড়ির পরিবেশ আর বাড়ির কিছু লোক॥



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=8Eif_OhrCZHrItgE

05/04/2024

বিয়ের পর প্রতিটি মেয়ের নিজের একটা সংসার হয় আর সেই সাথে অনেক কিছু হারাতেও হয়॥



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=N0TiiBT0ykEgMpMW

02/04/2024

চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে মন অজানা কারণেই খারাপ হয়ে যায়॥😢😢



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=-OHaZPWWeLitlmo2

01/04/2024

এত বেলায় উঠেও কিভাবে সময়ের মধ্যে সব কমপ্লিট করলাম॥রবিবার এলেই আমরা যেন South Indian হয়ে যায়॥

'svlog

YouTube link 👇👇👇

https://youtube.com/?si=RdkPvtX-MIoSgTWV

31/03/2024

শেষ পর্যন্ত তালা ভেঙে ঘড়ে ঢুকলাম 😢॥বরের অফিসের স্পেশাল ইভেন্টে গিয়ে এরম অবস্থা হল 😟॥



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=_B1xas-XPYgblGQV

29/03/2024

সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেশিনের মতো সংসারের সব কাজ গুলো করি॥(My Morning To Night Routine) ॥



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=l2r_unrcspxUCbri

28/03/2024

জীবনে প্রত্যাশা যত কম জীবন ততই সুন্দর! তাই ছোট ছোট খুশি দিয়ে জীবনকে উপভোগ করি 🥰॥



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=2RPmib8c0b0qLbRm

20/03/2024

শশুরবাড়ি খারাপ হলেও একজন ভালো স্বামী পেলে একটা মেয়ে সর্বসুখী হতে পারে॥অনেকদিন পর ভালো সময় কাটালাম॥



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=bOByWxD3NGUD87yA

19/03/2024

রবিবার হলেই সবার ছুটি কিন্তু বাড়ির বউদের কোনো ছুটি হয় না॥ঘুম থেকে লেট উঠেও মেশিনের মতো কাজ সারলাম॥



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=cUR_Qk8OY8d4w5p4

18/03/2024

এত আশা করে গিয়েও আশাটা পূর্ণ হল না! মনটা খারাপ হয়ে গেল 😢😩॥আজ সারাদিনটা ব্যস্ততার মধ্যে কাটলো ॥



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=HB84O0eraOvrSxhq

16/03/2024

মা হওয়াটা মুখের কথা নয়! আজ তোমাদেরকে আমার মাতৃত্বের গল্প শেয়ার করলাম 🤰🤱॥



YouTube link 👇👇👇

https://youtube.com/?si=oO3KmHeWjAvUnM-Z

Address

Bangaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when shwpno uran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to shwpno uran:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Bangaon

Show All

You may also like