Md Rubel Mms

Md Rubel Mms সব কিছুর জন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া 💯💝

03/05/2024

ঠিকমতো গরমটাকে উপভোগ করতে পারছি না। "মাঝে মাঝে কারেন্ট এসে বিরক্ত করছে।😾

Today's the best photos❤️🕋📖❤️
02/05/2024

Today's the best photos❤️🕋📖❤️

02/05/2024

আসসালামুয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ♥️

• Today's the best Photo 🌿🥰Please follow me🙏🤲🙏•🔴 Beautiful                                                              ...
02/05/2024

• Today's the best Photo 🌿🥰
Please follow me🙏🤲🙏
•🔴 Beautiful














































মামা কি বলে
14/02/2024

মামা কি বলে

09/02/2024

অনেক কষ্টের মাঝে সুখ নাই

লিজেন্ডরা বুঝবে বাকি সব খুঁজবে 🥰Md Rubel Mms
07/12/2023

লিজেন্ডরা বুঝবে বাকি সব খুঁজবে 🥰
Md Rubel Mms

05/12/2023

বিভিন্ন ধরনের কাঁচা সবজি বাজার 🥰
Md Rubel Mms ♥️

মনডা চাই দেশের বাইরে চলে যায় 🥰
04/12/2023

মনডা চাই দেশের বাইরে চলে যায় 🥰

04/12/2023

সন্ধ্যার আগ মুহুর্তে 🥰
Md Rubel Mms ♥️

03/12/2023

যারা শহরে বসবাস করে তারা এই গ্রামের প্রকৃতিক সৌন্দর্য টাকে মিস করে। 🥰

03/12/2023

চাচা অনেক কষ্ট করে খাবার খুঁজে ♥️🥰

লিজেন্ডরা কই 🥰
02/12/2023

লিজেন্ডরা কই 🥰

02/12/2023

এই কুয়াশা মাখা সকাল বেলা একটা পুরুষ সরসারের জন্য কত কষ্ট করে 🥰
Md Rubel Mms ♥️

Beautiful house ❤️❤️❤️Md Rubel Mms
01/12/2023

Beautiful house ❤️❤️❤️
Md Rubel Mms

কেন্দার/মান্দার গাছ। একসময় গ্রামের অনেক প্রচলিত গাছ। বর্তমানে এটি বিলুপ্তির পথে।ছবিঃআমার বিদ্যালয়ের আংগিনা থেকে তোলা।Md ...
01/12/2023

কেন্দার/মান্দার গাছ। একসময় গ্রামের অনেক প্রচলিত গাছ। বর্তমানে এটি বিলুপ্তির পথে।
ছবিঃআমার বিদ্যালয়ের আংগিনা থেকে তোলা।
Md Rubel Mms ♥️

আমার আলুর গাছের সমস্যা 🥰
29/11/2023

আমার আলুর গাছের সমস্যা 🥰

28/11/2023
28/11/2023

মনডা চাই দেশের বাইরে চলে যায়
🥰
কি বলেন আপনারা সবাই

৭ লাখ টাকা মাসিক কামাই করে সে আমেরিকার NewYork city তে রিক্সা চালিয়ে! 😍😱ঘন্টাপ্রতি 17 dollars টাকা যা বাংলাদেশি টাকাই ২১...
27/11/2023

৭ লাখ টাকা মাসিক কামাই করে সে আমেরিকার NewYork city তে রিক্সা চালিয়ে! 😍😱

ঘন্টাপ্রতি 17 dollars টাকা যা বাংলাদেশি টাকাই ২১০০ টাকা হয়। প্রতি দিন ১১ ঘন্টা রিক্সা চালাই সে! মাসিক কামাই ৭ লাখ টাকার উপর! 😍😮

কোন কাজ ই ছোট নয়, পরিশ্রমি মানুষের সম্মান সবার উপরে! ❤️

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই - কাজী নজরুল ইসলামযারে হাত দিয়ে মালা দিতে পারো নাইকেন মনে রাখ তা'রে।ভুলে যাও মোরে, ভু...
26/11/2023

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
- কাজী নজরুল ইসলাম

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখ তা'রে।
ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে।।
আমি গান গাহি আপনার দুখে
তুমি কেন আসি' দাঁড়াও সুমুখে
আলেয়ার মত ডাকিও না আর
নিশিথ-অন্ধকারে ।।
দয়া করো, মোরে দয়া করো
আর আমারে লইয়া খেলোনা নিঠুর খেলা;
শত কাঁদিলেও ফিরিবেনা
সেই শুভ লগনের বেলা।।
আমি ফিরি পথে, তাহে কার ক্ষতি
তব চোখে কেন সজল মিনতী?
আমি কি কোনদিন এসে দাঁড়ায়েছি তব দ্বারে?
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে।

ছবি- : শেখ আফজাল (প্রথম আলো পত্রিকা হতে)

লিজেন্ডরা বুঝবে বাকি সব খুঁজবে 🥰
26/11/2023

লিজেন্ডরা বুঝবে বাকি সব খুঁজবে 🥰

একজন্ম-তারাপদ রায়অনেকদিন দেখা হবে নাতারপর একদিন দেখা হবে।দু’জনেই দু’জনকে বলবো,‘অনেকদিন দেখা হয়নি’।এইভাবে যাবে দিনের পর দ...
23/11/2023

একজন্ম
-তারাপদ রায়

অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দু’জনেই দু’জনকে বলবো,
‘অনেকদিন দেখা হয়নি’।

এইভাবে যাবে দিনের পর দিন
বৎসরের পর বৎসর।

তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,

যে তোমার সঙ্গে আমার
অথবা আমার সঙ্গে তোমার
আর কোনদিন দেখা হবে না।

এই চুলা কিসের জন্য রেডি হচ্ছে বলেন তো দেখি। নতুন চুলাই কি জালানো হবে যারা বলতে পারবে বুজবো তারা আমার কাস্টমার।Md Rubel M...
23/11/2023

এই চুলা কিসের জন্য রেডি হচ্ছে বলেন তো দেখি। নতুন চুলাই কি জালানো হবে যারা বলতে পারবে বুজবো তারা আমার কাস্টমার।
Md Rubel Mms

চাঁদের বুড়ি (কাব্যগ্রন্থ- শিশু ভোলানাথ)___রবীন্দ্রনাথ ঠাকুরএক যে ছিল চাঁদের কোণায়          চরকা - কাটা বুড়ি  পুরাণে তার ...
23/11/2023

চাঁদের বুড়ি (কাব্যগ্রন্থ- শিশু ভোলানাথ)
___রবীন্দ্রনাথ ঠাকুর

এক যে ছিল চাঁদের কোণায়
চরকা - কাটা বুড়ি
পুরাণে তার বয়স লেখে
সাতশো হাজার কুড়ি ।
সাদা সুতোয় জাল বোনে সে
হয় না বুনন সারা
পণ ছিল তার ধরবে জালে
লক্ষ কোটি তারা ।

হেনকালে কখন আঁখি
পড়ল ঘুমে ঢুলে ,
স্বপনে তার বয়সখানা
বেবাক গেল ভুলে ।
ঘুমের পথে পথ হারিয়ে ,
মায়ের কোলে এসে
পূর্ণ চাঁদের হাসিখানি
ছড়িয়ে দিল হেসে ।

সন্ধেবেলায় আকাশ চেয়ে
কী পড়ে তার মনে ।
চাঁদকে করে ডাকাডাকি ,
চাঁদ হাসে আর শোনে ।
যে - পথ দিয়ে এসেছিল
স্বপন - সাগর - তীরে
দু - হাত তুলে সে - পথ দিয়ে
চায় সে যেতে ফিরে ।

হেনকালে মায়ের মুখে
যেমনি আঁখি তোলে
চাঁদে ফেরার পথখানি যে
তক্‌খনি সে ভোলে ।
কেউ জানে না কোথায় বাসা ,
এল কী পথ বেয়ে ,
কেউ জানে না , এই মেয়ে সেই
আদ্যিকালের মেয়ে ।

বয়সখানার খ্যাতি তবু
রইল জগৎ জুড়ি —
পাড়ার লোকে যে দেখে সেই
ডাকে , ' বুড়ি বুড়ি ' ।
সব - চেয়ে যে পুরানো সে ,
কোন্‌ মন্ত্রের বলে
সব - চেয়ে আজ নতুন হয়ে
নামল ধরাতলে ।

Kapoon again for lunch! 🥰
22/11/2023

Kapoon again for lunch! 🥰

বার বার কেন ইঞ্জিনিয়াররা ফাউন্ডেশন মজবুত করতে হবে এটা বলে। মনে রাখবেন আপনার ভবনের সকল ওজন/লোড ফাউন্ডেশন মাটিতে ছেড়ে দেয়।...
22/11/2023

বার বার কেন ইঞ্জিনিয়াররা ফাউন্ডেশন মজবুত করতে হবে এটা বলে। মনে রাখবেন আপনার ভবনের সকল ওজন/লোড ফাউন্ডেশন মাটিতে ছেড়ে দেয়। ফাউন্ডেশন মতবুত না করে উপরে যতই ডিজাইন করেন না কেন পরিনতি এমন ই হবে। সুতরাং সাবধান ডিজাইন কমপ্লিট ছাড়া বাড়ি করবেন না। 🥰

Address

Bangalore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rubel Mms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Bangalore

Show All