NNTV Bangla

NNTV Bangla NNTV bangla news w.app 9330817654
(333)

05/12/2024

ডাকাতি করে পালানোর সময় পুলিশের ধাওয়া,
ত্রিবেনী কালিতলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়লো দুষ্কৃতীরা,গ্রেপ্তার দুই দুষ্কৃতী,আটক দুটি বাইক উদ্ধার আগ্নেয়াস্ত্র।

25/11/2024

গুপ্তিপাড়ায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার বাড়িরই বাথরুম থেকে।আটক দাদু ঠাকুমা জেঠিমা।

বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় ৫ বছরের শিশু স্বর্ণাভ সাহার নিখোঁজের ঘটনায় নয়া মোড়। দীর্ঘ তল্লাশির পর, ভোর পাঁচটায় তার দাদু শম্ভু সাহার শৌচালয় থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ ড্রোন ক্যামেরা নিয়ে ডোবা-পুকুর জঙ্গলে তল্লাশি চালায়।রাতে নিয়ে আসা হয় স্নিফার ডগ।
অবশেষে বাড়ির শৌচালয় থেকেই উদ্ধার হয়।

পুলিশ শিশুটির দাদু ঠাকুমা ও জেঠিমাকে আটক করা হয়েছে।

হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, বলাগড়ের গুপ্তিপাড়ায় শিশু নিখোঁজ এর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অপহরণের মামলা রুজু হয়েছে। ঘটনায় শিশুর
দাদু, ঠাকুমা, জ্যেঠিমাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

22/11/2024

হুগলি সিভিল কন্টাকটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্রভবনে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ প্রতিনিধি অংশগ্রহণ করেন, অনুষ্ঠানে এসে সংগঠনের সভ্য সমর্থকরা শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন

16/11/2024

কার্তিক পূজা উপলক্ষে প্রতিবছরই নতুন কিছু করে বাঁশবেড়িয়ার রামকৃষ্ণ সংঘ, মন মাতানো মন্ডপ সাজ্জার পাশাপাশি থাকে চোখ ধাধানো আলো, যা দেখতে প্রতিবছরই মানুষের ঢল নামে, নামে কার্তিক পূজা হলেও এখানে পুজিত হন নারায়ণ, হুজুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বিখ্যাত চিত্র ও কৌতুক শিল্পী খরাজ মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা, পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে, অনুষ্ঠানে এসে খুশি উদ্বোধক সহ বিশিষ্ট অতিথিরা

16/11/2024

বাঁশবেরিয়ার 4 নং ওয়ার্ডে মিলন পল্লী নটরাজ পূজা কমিটি আয়োজিত পূজার উদ্বোধন করেন সাংসদ অভিনেত্রী সায়নী

12/11/2024

কোন্নগরে শুট আউট, গুলিবিদ্ধ ব্যবসায়ী

03/11/2024

দশম শ্রেণীর ছাত্রীকে কে যৌন নির্যাতনের অভিযোগে মগড়ার আড্ডা মোড় সংলগ্ন এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করল মগরা থানার পুলিশ,রবিবার দুপুরে তাকে চুঁচুড়া বিশেষ আদালতে পেশ করা হয়, ধৃত যুবকের নাম সুরজিৎ রুইদাস, বয়স ২৪ বছর, শনিবার বিকেলে নাবালিকাকে ধর্ষনের অভিযোগ দায়ের হয় মগরা থানায়। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে মগরা থানা পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে। অভিযুক্ত যুবক ঘটনার পর এলাকা থেকে পালিয়ে গেলেও গোপন সূত্রে খবর পেয়ে রাত ১১ টা নাগাদ তালান্ডু স্টেশনের কাছ থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এরপর রবিবার তাকে আদালতে পেশ করা হয়

03/11/2024
02/11/2024

আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার আমনদীপ সিং, সঙ্গে ছিলেন ডিএসপি ক্রাইম, মগরা থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা, প্রতিবছরই মহা ধুমধাম করে কালীপূজা অনুষ্ঠিত হয় হুগলি গ্রামীন জেলা পুলিশের মগরা থানায়। এখানকার প্রতিষ্ঠিত মন্দিরে চলে পূজোর আয়োজন, হাজার হাজার মানুষকে ভোগ বিতরণ করা হয়, পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, পূজো উপলক্ষে আলোর মেলায় সাজিয়ে তোলা হয়েছে মগরা থানা ও থানা সংলগ্ন মন্দির চত্বর, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুজোর দুটো দিন পুলিশ কর্মী ও তাদের পরিবারের লোকজন আনন্দে মেতে ওঠেন

25/10/2024

চোরাই বারো চাকার লরি বিক্রির চেষ্টা ব্যর্থ করল মগরা থানার পুলিশ, বৃহস্পতিবার রাতে আদি সপ্তগ্রামের ছোট খেজুরিয়া ব্যাংক সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় ১২ চাকার লরিটি, যদিও বিপদ বুঝে গাড়ি চালক পালিয়ে যায়, গত ২২ তারিখ রাতে পশ্চিম মেদিনীপুরের গরবেতা থানায় গাড়ি চুরির অভিযোগ জানানো হয়, গাড়িটি হুগলির দিকে ঢোকার সাথে সাথেই মগরা থানায় খবর আসে , এরপর আইসির নির্দেশে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়। এস আই সানোয়ার উদ্দিন মোল্লা নেতৃত্বে একটি পুলিশ দল গাড়িটিকে চিহ্নিত করে, ছোট খেজুরিয়া ব্যাংক সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় গাড়িটি, এরপর গড়বেতা থানার পুলিশের মাধ্যমে গাড়িটি আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়, পুলিশের এই উদ্যোগে খুশি গাড়ির মালিকসহ সাধারণ মানুষ

22/10/2024

পাড়ায় পাড়ায় শুরু হলো সমীক্ষা

21/10/2024

উপস্থিত পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা

09/10/2024

ভোজন রসিকদের রসনা তৃপ্তির পাশাপাশি বাংলার সংস্কৃতি কালচারের আস্বাদ দিতে যাত্রা শুরু করলো পঞ্চ ব্যঞ্জন পাইস, মঙ্গলবার মহা পঞ্চমীর দিনে মিঠাপুকুরের অসম লিংক রোডের ধারে ইলেকট্রিক অফিসের কাছে এই অভিনব রেস্তোরার শুভ উদ্বোধন হয়ে গেল, যেখানে মাত্র 40 টাকায় থাকছে নিরামিষ থালি, সম্পূর্ণ বাঙালি খাবারের সম্ভার ছাড়াও থাকছে বিরিয়ানি মোগলাই, সংস্থার দাবি খুব শীঘ্রই এই রেস্তোর সাধারণ মানুষদের মন জয় করবে, উদ্বোধনের দিকে এখানে ভিড় উপচে পড়েছিল

06/10/2024

বালি ভর্তি 21 টি ড্যাম্পার আটক করলো হুগলী গ্রামীন জেলা পুলিশ*

05/10/2024

30দিনে 30 টি মোবাইল ফোন উদ্ধার করলে ধনিয়া খালি থানার পুলিশ,

17/09/2024

নবী দিবস পালন বাঁশবেড়িয়ার কল বাজারে

Address

Debnath Para
Bandel
712148

Website

Alerts

Be the first to know and let us send you an email when NNTV Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NNTV Bangla:

Videos

Share

Nearby media companies