Rongeen Akash-ৱঙীন আকাশ

Rongeen Akash-ৱঙীন আকাশ Never Give Up...,
আমি জেম রায়। পশ্চিমবঙ্গের বাসিন্দা। ইতিহাস নিয়ে M.A। ঘুরতে খুব ভালোবাসি।

মাঝে মাঝে সবকিছুর থেকে দূরে থাকতে ভালো লাগে।💜🌻 নিজের সাথে একলা সময় কাটাতে ভালো লাগে ।❤️🌷বরাবরই আমি অনেক মানুষের সাথে মি...
13/12/2023

মাঝে মাঝে সবকিছুর থেকে দূরে থাকতে ভালো লাগে।💜🌻 নিজের সাথে একলা সময় কাটাতে ভালো লাগে ।❤️🌷বরাবরই আমি অনেক মানুষের সাথে মিশতে একটু কম ভালোবাসি।🧡🌹 অভিজ্ঞতা বলে, অনেক কষ্ট তাতে। 💖🪻এর থেকে...... পরিবারের সাথে থাকা, নিজের কাজে ব্যস্ত থাকা, সময় পেলে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, অনেক অনেক সুখ-শান্তি দেয়।💚🍀

 #মোবাইল ব্যবহার করতাম না ২০১৭ পর্যন্ত(এত ব্যস্ত থাকতাম নিজের কাজে যে প্রয়োজন পড়ত না)। আর এখন এই ফোন হয়েছে জীবনের সব...
12/12/2023

#মোবাইল ব্যবহার করতাম না ২০১৭ পর্যন্ত(এত ব্যস্ত থাকতাম নিজের কাজে যে প্রয়োজন পড়ত না)। আর এখন এই ফোন হয়েছে জীবনের সবকিছু।😃😍

সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাগুলো কেমন বদলে যেতে থাকে।🤔🌼

I've just reached 5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗...
11/12/2023

I've just reached 5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

💚🌻আপনার Husband যতক্ষণ বোকা টাইপের হবে,  ততক্ষণ সবার খুব ভালো লাগবে। যে যা বলে তাই করে। যাকে বলে খুব ভালো মানুষ।💜🌻কিন্তু...
09/12/2023

💚🌻আপনার Husband যতক্ষণ বোকা টাইপের হবে, ততক্ষণ সবার খুব ভালো লাগবে। যে যা বলে তাই করে। যাকে বলে খুব ভালো মানুষ।

💜🌻কিন্তু যখন এই ধরনের মানুষের বিয়ে হয়, ঘরে স্ত্রী আসে, তখন কিন্তু গল্পটা পাল্টাতে থাকে। কারণ স্ত্রীকে তো ওই মানুষটির সাথে সারাজীবন কাটাতে হবে। তাই সে টাকা-পয়সা থেকে শুরু করে অনেক কিছুর ওপর রেস্ট্রিকশন লাগিয়ে দেয়। সবাই ভাবতে শুরু করে স্ত্রী খুব চালাক। ছেলেটি খুব ভালো মানুষ ছিল।

👍❤️আসলে সবাই কিন্তু বুঝতে পারে Wife ঠিকই করছে।

💛🌻 আমার অবস্থাও অনেকটা ঠিক সেই রকম। আমার ভালো মানুষ Husband এর জন্য, জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমাকে কত সমস্যার সম্মুখীন যে হতে হচ্ছে কি বলবো।

🧡🌻অবশ্য আমিও অত সহজে হাল ছাড়ার পাত্রী নই। জীবনের শেষ সময় পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব। বিবাহিত জীবনের শুরু থেকে যেটা শুরু করেছিলাম আজও অব্যাহত। 😍😍
#ব্যক্তিগতঅভিজ্ঞতা

09/12/2023

আপনি যদি একটি সুখী জীবনযাপন করতে চান, তবে নিজেকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন; মানুষ বা জিনিসের সাথে নয়।🌻

বৃষ্টি মাথায় করে দুজনে বাজার করতে গিয়েছিলাম আজ সকালে।🌧️🌻💙সকল বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা।❤️😊🌹খুব খুব আনন্দ করে কাটি...
08/12/2023

বৃষ্টি মাথায় করে দুজনে বাজার করতে গিয়েছিলাম আজ সকালে।🌧️🌻💙

সকল বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা।❤️😊🌹
খুব খুব আনন্দ করে কাটিও আজকের দিনটি।💃🕺

সুপ্রভাত বন্ধুরা।❤️💖অন্ধের মত কাউকে বিশ্বাস করা উচিত নয়।💜😊চারিদিকে মিষ্টি কথায়ভালোবাসার বিষ!নিজের নিজের জায়গাতে সবভীষ...
06/12/2023

সুপ্রভাত বন্ধুরা।❤️💖
অন্ধের মত কাউকে বিশ্বাস করা উচিত নয়।💜😊

চারিদিকে মিষ্টি কথায়
ভালোবাসার বিষ!
নিজের নিজের জায়গাতে সব
ভীষণ সেলফিস!

মুখের উপর রঙীন মুখোশ
স্বার্থে প্রিয়জন,
কথায় আছে -- অতি ভক্তি
চোরেরও লক্ষন!

কলমে সুদীপ তন্তুবায় নীল।

05/12/2023

ট্রেন ধরার জন্য হাওড়া থেকে গেলাম শালিমার স্টেশন।🌼
Shalimar Station ।🌼 শালিমার স্টেশন।🌼

কত কথা বলবে লোকেসব কি ধরলে চলেনিজেকে তুমি বুঝিয়ে দিওসফলতার বলে।।🥀✨সুপ্রভাত বন্ধুরা 😊🌹নিজেকে ভালো রাখার দায়িত্ব তোমার ন...
05/12/2023

কত কথা বলবে লোকে
সব কি ধরলে চলে
নিজেকে তুমি বুঝিয়ে দিও
সফলতার বলে।।🥀✨

সুপ্রভাত বন্ধুরা 😊🌹
নিজেকে ভালো রাখার দায়িত্ব তোমার নিজের।💚💜

এমন একটা বয়েসে আছি, যেখানে নিজেকে আর ছুঁড়ি  ভাবা যায় না। কিন্তু হাজার চেষ্টা করেও মনের মধ্যে থাকা কিশোরীটাকে অবদমন কর...
03/12/2023

এমন একটা বয়েসে আছি, যেখানে নিজেকে আর ছুঁড়ি ভাবা যায় না। কিন্তু হাজার চেষ্টা করেও মনের মধ্যে থাকা কিশোরীটাকে অবদমন করা সম্ভব হয় না।💙🌹

সংসার, সন্তানের দায়িত্ব ....এসব করতে গিয়ে জীবনটা এতটাই ব্যস্ত হয়ে পরে যে আস্তে আস্তে পুরনো অনেক সম্পর্ক আর রক্ষা করা যায় না। তাই একটা বয়সে পৌঁছে মেয়েরা প্রায় ক্ষেত্রে হয়ে পড়ে বড্ড একা। কঠিন একটা রোগে ভোগে তখন তারা। নস্টালজিয়া। কারণে অকারণে বহু পুরনো কথা মনে পড়ে যায়।🥰🌻

মধ্যবয়সে পৌঁছে একটাই কথা মনে হয়, কেউ থাকুক যে শুনবে মনের সমস্ত কথা। কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। সবকিছু নতুন করে শুরু করতে ইচ্ছে করে।💚💖

কিন্তু পারিপার্শ্বিকতার চাপে পড়ে এই বয়সী মেয়েদের মন সবুজ থেকে আস্তে আস্তে নীল হতে শুরু করে। বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায়। মেনে নিয়ে বেঁচে থাকতে শিখে যায়। তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টেরই পায় না।💜🥀

আসলে মাঝ বয়সে পৌঁছে মেয়েরা একটু যত্ম চায়।তারা চায় কেউ তার মনের যত্ম করুক।।❤️🌸

সকালের শুভেচ্ছা জানাই বন্ধুরা 😊
নিজেকে ভালো রাখার পাশাপাশি পার্টনারকেও ভালো রাখুন।👍🏵️

কে ছেড়ে গেল....কে বদনাম করল....কে কথা বলল না.....এসব Avoid ‌করতে হবেমানসিক দিক থেকে নিজেকে শক্তিশালী করতে হবে।অনেক অনেক...
01/12/2023

কে ছেড়ে গেল....
কে বদনাম করল....
কে কথা বলল না.....
এসব Avoid ‌করতে হবে
মানসিক দিক থেকে নিজেকে শক্তিশালী করতে হবে।
অনেক অনেক ভালোবাসতে হবে নিজেকে।💜🥰🥀

দেখবেন বন্ধুরা, জীবনের অর্ধেক দু্ঃখ
এতেই কমে গেছে।👍✌️

শুভ সকাল 😊
খুব ভালো হোক আজকের দিনটি।❤️

ঋতুর ফেরে চুপিসারেবয়স শুধুই বাড়ুক .....মনের খামে সতেজ একটাছেলেমানুষ থাকুক।।💜🥀✨শুভ সকাল।😊🌹খুব ভালো কাটুক আজকের দিনটি।💚💛...
30/11/2023

ঋতুর ফেরে চুপিসারে
বয়স শুধুই বাড়ুক .....
মনের খামে সতেজ একটা
ছেলেমানুষ থাকুক।।💜🥀✨

শুভ সকাল।😊🌹
খুব ভালো কাটুক আজকের দিনটি।💚💛

চালাক আর বুদ্ধিমান.....এক জিনিস নয়।🌼 অতি চালাক মানুষের সাথে সম্পর্কে যেতে নেই, ভালবাসতে নেই। 🏵️বুদ্ধিমান/বুদ্ধিমতী মানু...
29/11/2023

চালাক আর বুদ্ধিমান.....এক জিনিস নয়।🌼
অতি চালাক মানুষের সাথে সম্পর্কে যেতে নেই, ভালবাসতে নেই। 🏵️
বুদ্ধিমান/বুদ্ধিমতী মানুষ সহজে হেরে যায় না। 👍 কিন্তু চালাক মানুষ চালাকি করতে করতে জীবনের একটা পর্যায়ে এসে এমনভাবে হেরে যায়, তখন আর কিছুই করার থাকে না। সারাজীবন হেরে যাওয়াকে মেনে নিয়েই, কাটিয়ে দিতে হয়।😢

সুপ্রভাত বন্ধুরা।😊🌹
শুভ হোক আজকের দিনটি।💖🥀

28/11/2023

অপছন্দের মানুষ কোন ভাবে প্রিয় হলে, অল্পস্বল্প প্রিয় হয়।
কিন্তু প্রিয় মানুষ অপ্রিয় হয়ে গেলে, ভয়ংকর রকম অপ্রিয় হয়ে যায়।💔

27/11/2023

আমার ছেলে। ❤️🥰
Construction ফিল্ডে কাজ। স্ট্রেসফুল লাইফ। জীবনকে সচল রাখতে একটু আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা।🥀✨

"সবার জীবনেই সমস্যা আছে। ভালো-খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি, জীবন মানেই তো ...... কখনো রোদ, কখনো বৃষ্টি।"🥰🌼শুভ সকাল বন্ধুরা ...
27/11/2023

"সবার জীবনেই সমস্যা আছে। ভালো-খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি, জীবন মানেই তো ...... কখনো রোদ, কখনো বৃষ্টি।"🥰🌼

শুভ সকাল বন্ধুরা 😊🌹
আনন্দময় হোক আজকের দিনটি।💜💙

সবাই অপরের সাফল্যটা দেখে .......কিন্তু এর জন্য তাকে কতটা পরিশ্রম করতে হয়েছে,কতজন তার খবর রাখে।💜🌼শুভ সকাল বন্ধুরা 😊আজকের...
24/11/2023

সবাই অপরের সাফল্যটা দেখে .......
কিন্তু এর জন্য তাকে কতটা পরিশ্রম করতে হয়েছে,
কতজন তার খবর রাখে।💜🌼

শুভ সকাল বন্ধুরা 😊
আজকের দিনটি খুব ভালো কাটুক সকলের।🥀

আমাদের ছোট এই জীবনে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। ওগুলোকে পাশে সরিয়ে রেখে প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে নেওয়া উচিত।💖🌼সুপ্...
23/11/2023

আমাদের ছোট এই জীবনে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। ওগুলোকে পাশে সরিয়ে রেখে প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে নেওয়া উচিত।💖🌼

সুপ্রভাত বন্ধুরা।😊🌹
সুন্দর দিনের শুভেচ্ছা জানাই।🌻✨

22/11/2023

আলোর শহর চন্দননগর।🥰🥰 এখানকার জগদ্ধাত্রী পূজো বিখ্যাত। 🌹🌷আমি ভিডিওতে দিনের বেলায় চন্দননগর পূজোর সময় কেমন থাকে সেটা দেখিয়েছি। 🌼🌼

 #চন্দননগর ।💖🥀
21/11/2023

#চন্দননগর ।💖🥀

21/11/2023

বাজার করতে যাওয়ার সময় আমার এলাকার কিছু জগদ্ধাত্রী পুজো দেখলাম। 🙏🙏

20/11/2023

অবশেষে উড়িষ্যার তালচের থেকে নিজের বাড়িতে এলাম বেশ কিছু কাজ নিয়ে।🌼🌼 সাথে রাতে ট্রেন যাত্রার অভিজ্ঞতা। 💛💛

সুপ্রভাত বন্ধুরা।😊🌹খরগপুর পার হলাম। অনেক দিন পর ট্রেনে রাতের সফর।🌸🏵️
20/11/2023

সুপ্রভাত বন্ধুরা।😊🌹
খরগপুর পার হলাম। অনেক দিন পর ট্রেনে রাতের সফর।🌸🏵️

তালচের স্টেশন। বিশেষ কাজে বাড়ি ফিরছি ট্রেনে করে। 😊🏵️🌸
19/11/2023

তালচের স্টেশন। বিশেষ কাজে বাড়ি ফিরছি ট্রেনে করে। 😊🏵️🌸

18/11/2023

এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে আমি ভীষণ খুশি। 🥰💃❤️ দুর্দান্ত কাটালাম আজকের দিনটি। 💚💚

বিশেষ দিনে বিশেষ কিছু মুহূর্ত।💜💙💚💛
17/11/2023

বিশেষ দিনে বিশেষ কিছু মুহূর্ত।💜💙💚💛

17/11/2023

#কার্তিকপূজা 🌼🌸
প্রতিবছর কার্তিক মাসের শেষ দিনে অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিনে ধুমধাম করে পালন করা হয় কার্তিক পূজো।২০২৩ অর্থাৎ এই বছর নভেম্বর মাসের ১৭ তারিখ শুক্রবার পালিত হচ্ছে কার্তিক পূজা। 🙏🙏

মহাদেব ও দেবী দুর্গার সন্তান হলেন কার্তিক। তিনি হলেন দেব সেনাপতি অর্থাৎ যুদ্ধের দেবতা।🌹🌷

পশ্চিমবঙ্গে এই দেবতার পূজো করার পাশাপাশি উড়িষ্যা, দক্ষিণ ভারতেও কার্তিক পূজার বিশেষ চল রয়েছে। পশ্চিমবঙ্গের হুগলী জেলার চুঁচুড়া-বাঁশবেড়িয়া-কাটোয়া অঞ্চলের কার্তিক পূজা বিশেষ প্রসিদ্ধ।🌺🌺

নিঃসন্তান দম্পতি বা নবদম্পতিদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার রীতি যুগ যুগ ধরে চলে আসছে। বিশ্বাস করা হয় তাদের বাড়িতে যদি কার্তিক পূজো করা হয়, তাহলে নাকি কোল আলো করে ফুটফুটে সন্তান জন্ম নেয়। শুধুমাত্র সন্তান লাভ নয়, কার্তিক পূজো করলে সংসারের শ্রীবৃদ্ধি হয় এবং আর্থিক দিকেও লাভ হয়। 🌻🌻

 #শুভজন্মদিন 🥰🎂🥀আজ ১৬ই নভেম্বর। আজকের দিনটি আমার জন্য অনেক স্পেশাল।এই দিনে সৃষ্টিকর্তা আমার বাবা-মা'র  কাছে উপহার স্বরূপ...
16/11/2023

#শুভজন্মদিন 🥰🎂🥀
আজ ১৬ই নভেম্বর। আজকের দিনটি আমার জন্য অনেক স্পেশাল।এই দিনে সৃষ্টিকর্তা আমার বাবা-মা'র কাছে উপহার স্বরূপ আমাকে পাঠিয়েছিলেন । অনেক আদর, ভালোবাসা,শাসনে,যত্নে বড় হয়েছি আমি। আরো মজার ব্যাপার হলো, এই বছর আমার জন্মদিন বৃহস্পতিবারই পড়েছে।🌸🌸

ঈশ্বরের পাশাপাশি বাবা মায়ের কাছে কৃতজ্ঞ, সুন্দর পৃথিবীতে আসার সুযোগ দেবার জন্য।নিজেই নিজেকে জানাই শুভ জন্মদিন।❤️❤️

15/11/2023

#ভাইফোঁটা❤️❤️
"ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা।"🌸🌸
ভাইফোঁটা ভাই বোনের পবিত্র ভালবাসার উৎসব। শাস্ত্রমতে, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা উৎসব পালন করা হয়।এই দিন ভাইকে ফোঁটা দেওয়া হয়। দিদিরা, বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে এই ফোঁটা দিয়ে থাকেন।🪔❤️
অনেক জায়গায় এই উৎসব ভ্রাতৃদ্বিতীয়া নামে পরিচিত। উত্তর ভারতে এই তিথিতে পালিত হয় ভাই দুজ।💙💙

আমার সমস্ত ভাইদের দীর্ঘায়ু কামনা করি। আগামী দিনগুলো যেন তাদের কোন বাঁধা-বিপত্তি ছুঁতে না পারে। ঈশ্বর মঙ্গল করুন সকল ভাইদের। 🙏🙏

15/11/2023

হুগলি জেলার আদিসপ্তগ্রাম-এর বিবেকানন্দ আশ্রম। শিশু দিবস পালন হল। কথাগুলো খুবই সুন্দর। শেয়ার করলাম আপনাদের সাথে। ✨💜🌸

14/11/2023

তালচের টাউন-এ এসেছিলাম দরকারি কাজ করতে।এসে তালচের রাজবাড়ি, ব্রাহ্মণী নদী, শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির দেখলাম।🥰🌼🌸

14/11/2023

#দীপাবলিররাত 🪔🪔

13/11/2023

ভিন রাজ্যে থেকেও দীপাবলিতে আমরা খুব আনন্দ করেছি।

শুভ দীপাবলিতে সপরিবারে পূজো দিতে গিয়েছিলাম।🙏🌺🪔
13/11/2023

শুভ দীপাবলিতে সপরিবারে পূজো দিতে গিয়েছিলাম।🙏🌺🪔

অন্ধকার দূর হোক, আলোয় ভরে উঠুক সকলের জীবন।🪔🪔শুভ দীপাবলি।🙏🌺
12/11/2023

অন্ধকার দূর হোক, আলোয় ভরে উঠুক সকলের জীবন।🪔🪔
শুভ দীপাবলি।🙏🌺

 #তালচের ।💖💖
11/11/2023

#তালচের ।💖💖

11/11/2023

#ভূতচতুর্দশী
আগামী রবিবার ১২ই নভেম্বর পালিত হবে কালীপূজো। তার আগের দিন অর্থাৎ আজ ১১ই নভেম্বর শনিবার হল ভূত চতুর্দশী। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ কালীপুজোর আগের দিনটি ভূত চতুর্দশী নামে পরিচিত।🍁🌻🪔

ভূত চতুর্দশীতে বাঙালি সমাজে একটি বিশেষ রীতি প্রচলিত রয়েছে। এদিন ১৪ প্রদীপ জ্বালানো হয় এবং ১৪ শাক খাওয়া হয়।🍁🌻🪔

প্রচলিত ধারণা অনুসারে ভূত চতুর্দশী তিথিতে মর্তে আসেন পূর্বপুরুষরা এবং সেদিনই ফিরেও যান তারা। অমাবস্যার আগের রাতে অন্ধকারে তাদের পথ দেখাতে ১৪ প্রদীপ জ্বালানো হয়। প্রয়াত পূর্বপুরুষদের বাড়ির সদস্যরা যে ভুলে যায়নি, সেটাই প্রমাণ করা হয়।🍁🌻🪔

ভূত চতুর্দশীর দিনে ১৪ ধরনের শাক খাওয়া রীতি প্রচলিত আছে। কারণ ঋতু পরিবর্তনের সময় এই ১৪ শাক খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। এই সময় সর্দি-কাশি সহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেই সব রোগ মোকাবিলার জন্যই ১৪ শাক খাওয়ার নির্দেশ দিয়েছিলেন শাস্ত্র কাররা বলে মনে করা হয়।🍁🌻🪔

10/11/2023

#ধনতেরাস , যা ধনত্রয়দশী নামেও পরিচিত।🙏🙏 ভারতের বেশিরভাগ রাজ্যে এটি দীপাবলী উৎসবের প্রথম দিন।🪔🪔

এই উৎসব হিন্দু ক্যালেন্ডার মাসের আশ্বিন বা কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত হয়। 🪔🪔ধন্বন্তরী, যাকে আয়ুর্বেদের দেবতা হিসেবে বিবেচনা করা হয়, যিনি মানবজাতির উন্নতির জন্য এবং রোগের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আয়ুর্বেদের জ্ঞান প্রদান করেছিলেন.... আজ ধনতেরাস উপলক্ষে তাকে পুজো করা হয়।🪔🙏
ধনতেরাস হল ধন্বন্তরীর পূজা। 🙏🙏সমুদ্র মন্থনের সময় যিনি একহাতে অমৃত অন্য হাতে আয়ুর্বেদ সম্পর্কিত পবিত্র পাঠ ধারণ করেন।🌸🌸
উৎসবটি লক্ষ্মী পূজা হিসাবে পালিত হয়, যা সন্ধ্যায় সঞ্চালিত হয়।✨🪔

শুভ ধনতেরাস।❤️❤️

Address

Hooghly, Chinsurah
Bandel
712103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rongeen Akash-ৱঙীন আকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rongeen Akash-ৱঙীন আকাশ:

Videos

Share

Category