Rongeen Akash-ৱঙীন আকাশ

Rongeen Akash-ৱঙীন আকাশ Never Give Up...,
আমি জেম রায়। পশ্চিমবঙ্গের বাসিন্দা। ইতিহাস নিয়ে M.A। ঘুরতে খুব ভালোবাসি।

🌧️ বৃষ্টিও পারেনি আমাদের অদম্য ইচ্ছাকে থামিয়ে দিতে। 🥰
25/12/2024

🌧️ বৃষ্টিও পারেনি আমাদের অদম্য ইচ্ছাকে থামিয়ে দিতে। 🥰

🌳🌴দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে ছুটে যাই প্রকৃতির সান্নিধ্যে। অনেক অনুপ্রেরণা পাই আমি প্রকৃতির কাছে।💚❤️
25/12/2024

🌳🌴দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে ছুটে যাই প্রকৃতির সান্নিধ্যে। অনেক অনুপ্রেরণা পাই আমি প্রকৃতির কাছে।💚❤️

24/12/2024

ওড়িশা ঢেঙ্কানালে Reliance Smart Super Store - এ কেনাকাটা করতে গিয়েছিলাম।😊

📌 সময়ের সাথে সাথে চাওয়া-পাওয়া গুলো কেমন যেন পাল্টে যেতে থাকে..... আগে যে জিনিসগুলো অনেক অনেক প্রিয় ছিল ..... এখন আর ...
24/12/2024

📌 সময়ের সাথে সাথে চাওয়া-পাওয়া গুলো কেমন যেন পাল্টে যেতে থাকে..... আগে যে জিনিসগুলো অনেক অনেক প্রিয় ছিল ..... এখন আর সেগুলো তেমন ভালো লাগে না । ঠিক তেমনই যে বিষয়গুলো আগে অত পছন্দ করতাম না ..... এখন সেগুলো বেশ ভালো লাগে। সময় কত কি পরিবর্তন করে দেয়। মাঝে মাঝে নিজের কাজকর্মে নিজেরই হাসি পায়। বড়ই অদ্ভুত মানব জীবন।। 🥰

🍂 টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা দরকার। এটা অত্যন্ত জরুরি। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। নেতিবাচক মানুষের সঙ্গে থেকে...
23/12/2024

🍂 টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা দরকার। এটা অত্যন্ত জরুরি। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। নেতিবাচক মানুষের সঙ্গে থেকে নিজের মানসিক শান্তি নষ্ট করার কোনো মানে হয় না। কারণ যে সত্যিই ভালোবাসে......সে কখনোই মানসিক কষ্ট দেবে না।।

🍂 পরিবার ছাড়া খুব অল্প মানুষের সঙ্গে আমি মেলামেশা করি। আর ভালো লাগে না, নতুন করে সমস্যায় জড়াতে। তার থেকে এই বেশ আছি। চমৎকার কাটছে আমার দিনগুলো।।

📌শীতকালে কনকনে ঠাণ্ডা জল দিয়ে স্নান করা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অসম্ভব ব্যাপার। তাই অনেকেই আমরা গরম জল দিয়ে স্নান কর...
22/12/2024

📌শীতকালে কনকনে ঠাণ্ডা জল দিয়ে স্নান করা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অসম্ভব ব্যাপার। তাই অনেকেই আমরা গরম জল দিয়ে স্নান করি।এই গরম জলে স্নান করার কিছু উপকারিতা আছে। যেমন ....

🌼শরীরের র*ক্ত চলাচল বৃদ্ধি পায়।
🏵️সর্দি কাশির ঝুঁকি কমে।
🌸পেশির শক্ত ভাব দূর হয়।
🌼মাথাব্যথা কমে।
🌸হাড়ের ব্যাথা কমে।
🏵️পায়ের ব্যাথা কমে।
🌼শারীরিক ক্লান্তি, মানসিক ক্লান্তি দূর হয়।

তবে অতিরিক্ত কোন কিছুই ভালো না। বেশি গরম জল ত্বক এবং চুলের ক্ষেত্রে ক্ষতিকারক। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। চুলের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দেয়। তাই ঈষদউষ্ণ বা হালকা গরম জল ব্যবহার করা দরকার।

কনকনে শীতে কাবু।😃ঘরের মধ্যে  কম্বল গায়ে বসে আছি। কোন কাজ করতে ভালো লাগছে না। এভাবে যদি তাপমাত্রা কমতে থাকে ফুটপাত বাসীদ...
21/12/2024

কনকনে শীতে কাবু।😃
ঘরের মধ্যে কম্বল গায়ে বসে আছি। কোন কাজ করতে ভালো লাগছে না। এভাবে যদি তাপমাত্রা কমতে থাকে ফুটপাত বাসীদের কত কষ্ট হবে। রাস্তায় থাকা পশুদের অনেক কষ্ট হবে।
মাঝে মাঝে ভাবি .... আমরা এতো কিছু পেয়েও কত সামান্য জিনিস নিয়ে অভিযোগ করি। ভালো করে ভাবলে দেখা যাবে, আমরা অনেক ভালো আছি। তাই যা পেয়েছি, যতটুকু পেয়েছি .....তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই 🙏 🙏

✅একটা কথা আমি ভীষন ভাবে বিশ্বাস করি ...... জীবনে কোন ক্ষেত্রে ,কারো জন্য যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকি .......
21/12/2024

✅একটা কথা আমি ভীষন ভাবে বিশ্বাস করি ...... জীবনে কোন ক্ষেত্রে ,কারো জন্য যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকি ...... তার জন্য নিজেকে মহান ভাবার কোন কারণ নেই ...... দরকার নেই যে মানুষের পাশে দাঁড়ালাম, তার কাছ থেকে কৃতজ্ঞতা আদায়ের ...... সামান্য ক্ষমতায় যদি কারো পাশে থাকি ...... তবে অন্য মাত্রায় ভালোলাগার অনুভূতি আসে মনে ......আর সেটা আমাকে অনেক ভালো রাখে।।

💚💛তাই জীবন যতোদিন, ততদিন সত্যিকারের যাদের প্রয়োজন আছে .....সেই মানুষদের পাশে থাকতে চাই, চাই পশু-পাখি-গাছপালার যত্ন নিতে। আসল ঈশ্বর সেবা আমি এর মধ্যেই পাই।।🙏✌️

📌আজও আকাশ খুব মেঘলা। প্রতিদিনের মতো সকাল সকাল উঠে হাঁটতে গিয়েছিলাম। কিন্তু কেন জানি না এই শীতে রোদ না উঠলে মন খুব খারাপ...
20/12/2024

📌আজও আকাশ খুব মেঘলা। প্রতিদিনের মতো সকাল সকাল উঠে হাঁটতে গিয়েছিলাম। কিন্তু কেন জানি না এই শীতে রোদ না উঠলে মন খুব খারাপ করে। কারণ অনুসন্ধান করে জানলাম ..... সূর্যালোকের সংস্পর্শে থাকলে মস্তিষ্কের "সেরোটোনিন" নামক হরমোনের নিঃসরণ বাড়ে। এই হরমোন মেজাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেরোটোনিন "সুখের হরমোন" নামে পরিচিত।

✅এই রূপ পরিস্থিতিতে ঘরের আলো জালিয়ে রাখলে কিছুটা মুক্তি পাওয়া যায়।।

19/12/2024

ওড়িশার ভুবনেশ্বরের নন্দনকানন জুলজিক্যাল পার্ক। অনেক রকমের নিয়মকানুন মেনে চিড়িয়াখানা ঘুরতে হবে।

একটাই জীবন  ✨।। মন খুলে উপভোগ করো 💃।। কারণ ফিরে শুধু স্মৃতি আসে ...... সময় নয় ✌️।।
19/12/2024

একটাই জীবন ✨।। মন খুলে উপভোগ করো 💃।। কারণ ফিরে শুধু স্মৃতি আসে ...... সময় নয় ✌️।।

নন্দনকানন জুলজিক্যাল পার্ক।। ভুবনেশ্বর।। ওড়িশা।।
18/12/2024

নন্দনকানন জুলজিক্যাল পার্ক।। ভুবনেশ্বর।। ওড়িশা।।

ছোটবেলায় সময় সুযোগ পেলে আমরা অনেক আত্মীয় স্বজনদের বাড়ি বা খুব পরিচিত মানুষের বাড়িতে বেড়াতে যেতাম🌼। আবার তারাও আমাদ...
17/12/2024

ছোটবেলায় সময় সুযোগ পেলে আমরা অনেক আত্মীয় স্বজনদের বাড়ি বা খুব পরিচিত মানুষের বাড়িতে বেড়াতে যেতাম🌼। আবার তারাও আমাদের বাড়িতে বেড়াতে আসতেন🌼। ব্যপারটা বেশ ভালো লাগতো🌼। কিন্তু এখন মানুষ এতটাই ব্যস্ত, এসবের সময় নেই🌼। কর্মব্যস্ত জীবন থেকে কিছু সময় পেলে কোন পর্যটন স্থান ঘুরতে যাই🌼। এমন নয় যে আত্মীয় স্বজনদের বাড়ি যেতে পছন্দ করি না🌼। আসলে সময় মেলে না🌼। হঠাৎ করে কারো বাড়ি উপস্থিত হওয়া, কেমন যেন ঠিক মনে হয় না🌼। তার থেকে এই ভালো, নিজের সময় মতো ঘুরে বেড়াও🌼। অনেক মানসিক শান্তি হয়, কাজে উৎসাহ পাওয়া যায়, শরীর সুস্থ থাকে।🦋🦋

16/12/2024

ইতিহাসের কত ঘটনার সাক্ষী বহন করে এই শান্তি স্তূপ।

ধৌলিগিরি, ভুবনেশ্বর, ওড়িশা।। Dhauli Santi Stup, Bhubaneswar, Odisha ।।
16/12/2024

ধৌলিগিরি, ভুবনেশ্বর, ওড়িশা।। Dhauli Santi Stup, Bhubaneswar, Odisha ।।

📌ছুটির দিনে পরিবারের সাথে।🥰❤️
15/12/2024

📌ছুটির দিনে পরিবারের সাথে।🥰❤️

জীবনে কত না পাওয়া আছে..... আছে অনেক মন খারাপ করা কথা....... তবুও এই জীবনে আমাদের এমন কিছু প্রাপ্তি আছে .....যা নিয়ে আন...
15/12/2024

জীবনে কত না পাওয়া আছে..... আছে অনেক মন খারাপ করা কথা....... তবুও এই জীবনে আমাদের এমন কিছু প্রাপ্তি আছে .....যা নিয়ে আনন্দে, হাসিতে,মজায় ভালো থাকা যায়। প্রতিদিন চেষ্টা করি যাই হোক না কেন .....তার মধ্যে পজিটিভ কিছু খুঁজতে। অবাক ব্যাপার ....... সেটা পেয়েও যাই। দিনশেষে একটা কথাই বিশ্বাস করি ...... ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে নিজেকে। আসলে এটা একটা অভ্যাস ...... একটু চেষ্টা করলে আমরা সবাই এটা করতে পারবো। চলুন , সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি।✌️✌️

Address

Hooghly, Chinsurah
Bandel
712103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rongeen Akash-ৱঙীন আকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rongeen Akash-ৱঙীন আকাশ:

Videos

Share