News 24 Bangla

News 24 Bangla News 24 বাংলা

News 24, নিউজ ২৪ বাংলা - এখন থেকে নিয়মিত লেখা পাঠাতে পারবেন আমাদের ইমেইল আইডিতে আমাদের ইমেইল ঠিকানা হল - [email protected]। News 24 বাংলা এখন ফেসবুক পেজে রয়েছে Facebook - http://www.facebook.com /Ne

01/09/2024

D-LIVE: Kolkata doctors hold protest over RG Kar Medical College r**e and murder case
#নিউজ

News 24 Bangla

প্লাটিনাম জুবিলী উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির তিওড়ে বালুরঘাটঃ  প্লাটিনাম জুবিলী উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদা...
01/09/2024

প্লাটিনাম জুবিলী উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির তিওড়ে

বালুরঘাটঃ প্লাটিনাম জুবিলী উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ তিওড় কৃষ্ণাষ্টমী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। প্লাটিনাম জুবিলী উৎসব উপলক্ষে আয়োজিত আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। ভারত সেবাশ্রম সঙ্ঘ তিওড় শাখার সন্ন্যাসী সম্মাননীয় অমল মহারাজ, বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন অমূল্য রতন বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন তাপস কুমার চক্রবর্তী (চকলেট দাদু), বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিকর্ণ লাহা, হিলি গ্রামীণ হাসপাতালের ডাক্তার মাননীয় প্রদ্যুৎ সরকার, রক্তদান আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব প্রদীপ কুমার সাহা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা গ্রন্থাগারিক তাপস কুমার সাহা, প্রধান শিক্ষক শঙ্কর ভট্টাচার্য, সহকারী শিক্ষক সুব্রত দে, সমর গুপ্তা, সোনালী দে, অভিজিৎ সাহা, পূরবী লাহা, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পীযূষ কান্তি লাহা, সুরজ দাস, অপূর্ব দত্ত, দেবজ্যোতি মাইতি, অঞ্জন অধিকারী, শুভতোষ চ্যাটার্জী সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুচিস্মিতা লাহা । তবলা সঙ্গত ছিলেন প্রাক্তন ছাত্র অর্নব লাহা (ঋজু)। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উপস্থিত অতিথিবর্গদের উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুচিস্মিতা লাহা এবং মধুরিমা বসাক। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রত্যেকেই রক্তদান আন্দোলন এবং বিদ্যালয়ের অতীত ইতিহাসের উপর বক্তব্য রাখেন। আজকের এই রক্তদান শিবিরকে সাফল্যমন্ডিত করতে বালুরঘাট ব্লাড ব্যাংকের বিশেষ অবদান অনস্বীকার্য। আজকেরে রক্তদান শিবিরে মোট রক্তদাতা ১১ জন তার মধ্যে দুজন মহিলার রক্তদাতা।
যারা আজকের শিবিরে রক্ত দান করলেন তারা হলেন সুহাজীত শীল, রাজ লাহা, মিলি মহন্ত মন্ডল, কিশলয় ঘোষ, বেবি ভগত, অঞ্জন অধিকারী, শুভতোষ চ্যাটার্জী, রিপন দাস, সমর গুপ্তা, সুব্রত দে এবং শঙ্কর ভট্টাচার্য।

বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর কনজিউমার্স অ্যাসোসিয়েশনের ২০২৩ - ২৪ আর্থিক বর্ষের ২৭তম বার্ষিক সাধারণ সভা বালুরঘাটঃ  ১লা সেপ্...
01/09/2024

বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর কনজিউমার্স অ্যাসোসিয়েশনের ২০২৩ - ২৪ আর্থিক বর্ষের ২৭তম বার্ষিক সাধারণ সভা

বালুরঘাটঃ ১লা সেপ্টেম্বর রবিবার বিকেলে বালুরঘাটে জিলা পরিষদ কমপ্লেক্সে যশদা ভবনে দক্ষিণ দিনাজপুর কনজিউমার্স অ্যাসোসিয়েশনের ২০২৩ - ২৪ আর্থিক বর্ষের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সভার শুরুতে বিগত এক বৎসরে অ্যাসোসিয়েশনের যে সমস্ত সদস্যরা প্রয়াত হয়েছেন এবং সারা রাজ্য তথা দেশে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা প্রয়াত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় মোট ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। সকলের সম্মতি ক্রমে সভাপতি মহাদেব সুকুল সভায় সভাপতিত্ব করেন। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ কুমার চৌধুরী। বিগত বৎসরের আয় ও ব্যায়ের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ জয়রাম রজক। সহ সভাপতি পীযুষ কান্তি দেব অ্যাসোসিয়েশনের বিগত বৎসরগুলোর কার্য প্রণালী তুলে ধরেন। এরপর সদস্য শিশির নন্দী, অসীম তপস্বী, শঙ্কর প্রসাদ ঘোষ, মিহির সরকার, সুচন্দ্রা বিশ্বাস, কৃষ্ণা ঘোষ, দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট'স ক্লাবের সভাপতি শঙ্কর দাস, নগেন্দ্রনাথ সরকার, বরুণ মজুমদার, বিশ্বজিৎ রায়, দিলীপ দত্ত, দিলীপ রায়, সঞ্জয় কর্মকার প্রমুখ সভায় বক্তব্য রাখেন । দেবাশীষ চক্রবর্তী ও অরূপ কুমার মণ্ডল সভাটি পরিচালনা করেন।

মৌন মিছিল বালুরঘাটঃ ''শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্প্রদায়, বালুরঘাট শাখার ভক্তগণ" - দিচ্ছে ডাক আর. জি. কর কান্ডের দোষীর...
01/09/2024

মৌন মিছিল

বালুরঘাটঃ ''শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্প্রদায়, বালুরঘাট শাখার ভক্তগণ" - দিচ্ছে ডাক আর. জি. কর কান্ডের দোষীরা শাস্তি পাক" - এই বিষয়কে সামনে রেখে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্প্রদায়, বালুরঘাট শাখার ভক্তগণের পক্ষ থেকে প্রভুপাদ গৌতম গোস্বামীর উপস্থিতিতে ১লা সেপ্টেম্বর রবিবার বিকেলে সংস্কৃতির শহর বালুরঘাটে সাহেব কাছারী হাটখোলা প্রাঙ্গন থেকে একটি মৌন মিছিল সারা বালুরঘাট শহর পরিক্রমা করে পুনরায় সাহেব কাছারী হাটখোলা প্রাঙ্গনে এসে শেষ হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্প্রদায়, বালুরঘাট শাখার ভক্তগণের পাশাপাশি শহরের সাধারণ মানুষও এইদিনের এই মৌন মিছিলে যোগদান করেন। যোগদানকারী ভক্তদের মুখে একটাই স্লোগান বিচার চাই...বিচার চাই...আমরা আর. জি. কর কান্ডের দোষীদের বিচার চাই। সাহেব কাছারী হাটখোলা প্রাঙ্গনে মিছিলটি শেষ হওয়ার পর মিছিলে যোগদানকারী ভক্তগণ ও শহরের সাধারণ মানুষজন আর. জি. করের দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ দেখায়।

ভারত সরকার ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পরিচালনায় গ্রামীন স্বনিযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে দশদিনের মাছ চাষের প্রশিক্ষণ বাল...
31/08/2024

ভারত সরকার ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পরিচালনায় গ্রামীন স্বনিযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে দশদিনের মাছ চাষের প্রশিক্ষণ

বালুরঘাটঃ ভারত সরকার ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পরিচালনায় গ্রামীন স্বনিযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে দশদিনের মাছ চাষের প্রশিক্ষণটি সদ্য সমাপ্ত হলো। যেখানে দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাছ চাষিরা ১০ দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন। ৩০শে আগস্ট শুক্রবার এই প্রশিক্ষণের সমাপ্তির দিন মোট ২৮ জন প্রশিক্ষণার্থী শংসাপত্র গ্রহণ করলেন। মাছ চাষীদের প্রত্যেকটি বিষয় ঘটনাটি তুলে ধরার জন্য ও তাদের সহায়তার জন্য উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ড.বিশ্বজিৎ গোস্বামী, কুমারগঞ্জের FEO বিশ্বজিৎ দে, হিলি ব্লকের FEO অন্তরা ভট্টাচার্য ও RSETI মৎস্য প্রশিক্ষক গোপালচন্দ্র মন্ডল প্রশিক্ষনার্থীদের সহায়তার জন্য উপস্থিত ছিলেন। শংসাপত্র গ্রহণকারী প্রশিক্ষনার্থীদের RSETI তরফ থেকে আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা জানানো হয় ।

বালুরঘাট বি.এড. কলেজ মর্যাদাপূর্ণ NAAC স্বীকৃতি অর্জন করলো বালুরঘাটঃ  ৩১শে আগস্ট শনিবার বালুরঘাট বি.এড. কলেজটিকে জাতীয় ...
31/08/2024

বালুরঘাট বি.এড. কলেজ মর্যাদাপূর্ণ NAAC স্বীকৃতি অর্জন করলো

বালুরঘাটঃ ৩১শে আগস্ট শনিবার বালুরঘাট বি.এড. কলেজটিকে জাতীয় মূল্যায়ন এবং স্বীকৃতি কাউন্সিল ( NAAC ) দ্বারা বি প্লাস ( ২. ৭০ ) এর লোভনীয় সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এই স্বীকৃতি একাডেমিক শ্রেষ্ঠত্ব ও মানসম্পন্ন শিক্ষার প্রতি বালুরঘাট বি.এড. কলেজের অটল অঙ্গীকারের প্রমাণ। NAAC পিয়ার টিম ১৮ই এবং ১৯শে জুলাই ২০২৪ - এ বালুরঘাট বি.এড. কলেজ পরিদর্শন করেছিল এবং এই কলেজ স্বীকৃত সংস্থার দ্বারা নির্ধারিত কঠোর মান পূরণ করতে পেরে গর্বিত। এই স্বীকৃতি অর্জন উচ্চ মানের শিক্ষক শিক্ষা কার্যক্রম প্রদানের বালুরঘাট বি.এড. কলেজ ক্ষমতা প্রদর্শন করে, অত্যন্ত দক্ষ এবং সহানুভূতিশীল শিক্ষাবিদদের প্রস্তুত করে যারা এই সমাজের ভবিষ্যৎ গঠন করবে। বালুরঘাট বি.এড. কলেজের অধ্যক্ষা ড: ববি মহন্ত এবং আইকিউএসি সমন্বয়কারী, ভৌত বিজ্ঞানের সহকারী অধ্যাপক ড: শোভন ঘোষ জানিয়েছেন - বালুরঘাট বি.এড. কলেজে এই সু-যোগ্য স্বীকৃতি পেয়েছে বলে আমরা আনন্দিত। এটা এই কলেজের শিক্ষক, কর্মচারী এবং ছাত্রদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফলস্বরূপ। এই কলেজের এই স্বীকৃতি শিক্ষক শিক্ষার শ্রেষ্ঠত্বের কেন্দ্র হিসেবে কলেজের গৌরবকে আরও শক্তিশালী করে এবং এই কলেজকে নতুন করে জোরালোভাবে কলেজের মিশন চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। এই কলেজের প্রতি তাদের অটুট সমর্থন ও আস্থার জন্য কলেজের শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন ছাত্র, স্থানীয় সম্প্রদায় এবং দক্ষিণ দিনাজপুর জেলার সকল মিডিয়া ও সাংবাদিকদের সহ কলেজের
স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

স্থানীয় গ্রন্থাগার কৃত্যক,দক্ষিন দিনাজপুরের উদ্যোগে বালুরঘাটে জেলা গ্রন্থাগারে বসে আঁকো প্রতিযোগিতা বালুরঘাটঃ ৩১শে আগস্ট...
30/08/2024

স্থানীয় গ্রন্থাগার কৃত্যক,দক্ষিন দিনাজপুরের উদ্যোগে বালুরঘাটে জেলা গ্রন্থাগারে বসে আঁকো প্রতিযোগিতা

বালুরঘাটঃ ৩১শে আগস্ট শনিবার সাধারন গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষ্যে বালুরঘাটে জেলা গ্রন্থাগারে ৩০শে আগস্ট শুক্রবার দুপুরে বালুরঘাট জেলা গ্রন্থাগারের সভাঘরে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বসে আঁকো প্রতিযোগিতায় বিচারকের আসন অলংকৃত করেন কবি মৃণাল চক্রবর্তী, চিত্রকর নেপাল দাস, দক্ষিণ দিনাজপুর জেলা গ্রন্থাগার আধিকারিক তনুময় সরকার, গ্রন্থাগারিক অনুপ কুমার মন্ডল সহ অন্যান্য সদস্যবৃন্দ।

বালুরঘাটের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের নবম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হলো    বালুরঘাটঃ ২৪ এবং ২৫শে...
28/08/2024

বালুরঘাটের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের নবম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হলো

বালুরঘাটঃ ২৪ এবং ২৫শে আগষ্ট শনিবার ও রবিবার দুইদিনব্যাপী কাব্য ও সংস্কৃতির বালুরঘাটের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের নবম সাহিত্য সম্মেলন। প্রতিবছর তিনটি করে সম্মেলন অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন রাজ্যে ও বিদেশে। প্রথম দিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এবারের সাহিত্য সম্মেলনের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক ভক্তগোপাল ভট্টাচার্য, কোষাধ্যক্ষ রতন কুমার মন্ডল, ডঃ মানিক লাল ভৌমিক ( আসাম), নির্মল মন্ডল, লীলাবতী সিংহ, ডঃ অনুরাধা সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর সমবেত উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়। পরিষদের কেন্দ্রীয় সম্পাদকের স্বাগত ভাষণে এই পরিষদের উদ্দেশ্য ও আগামী পরিকল্পনা ও রূপরেখা সবার সামনে তুলে ধরেন। অতি সম্প্রতি ঘটে যাওয়া আর.জি.করের নৃশংস হত্যাকাণ্ডের ধিক্কার, প্রতিবাদ ও বিচারের কথাও উঠে আসে তাঁর ভাষণে। এরপর অনুষ্ঠিত হয় বিভিন্ন রাজ্যের ও এই রাজ্যের কবিদের কবিতাপাঠ। অংশগ্রহণ করেন কবি গগন ঘোষ, সঞ্জয় শীল, পার্থ বসু, আব্দুল করিম সহ বিশিষ্ট কবিরা। হাওড়া পঞ্চক দ্বারা পরিবেশিত হয় দৃশ্য - শ্রাব্য শ্রুতিনাটক ' রক্ত করবী'।এছাড়াও পরিবেশিত হয় কলকাতার ঢেউ নাট্যগোষ্ঠীর একটি কবিতা কোলাজ। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে এ রাজ্যের পাশাপাশি আসাম, ত্রিপুরার কবিরা কবিতাপাঠ করেন। পরিবেশিত হয় 'বালুরঘাট সৃজন' দ্বারা একটি প্রতিবাদী নাটক, কলকাতার 'ঢেউ ' নাট্যগোষ্ঠীর একটি মজার নাটক ও 'হাওড়া পঞ্চক'এর একটি শ্রুতি নাটক। এবারের সম্মেলনে 'স্বর্গীয় কনকরঞ্জণ স্মৃতি' পুরস্কার প্রদান করা হয় ভাষাকর্মী শর্মিষ্ঠা সাহাকে (কলকাতা) ও 'ভাষাসাহিত্য পুরস্কার' প্রদান করা হয় আসামের অক্ষরকর্মী ডঃ মানিক লাল ভৌমিককে। দুইদিনব্যাপী এই সাহিত্য সম্মেলনে প্রকাশিত হয় পরিষদের নিয়মিত পত্রিকা 'উড়ান'- এর ষষ্ঠদশ সংখ্যা। কেন্দ্রীয় সম্পাদক ভক্তগোপাল ভট্টাচার্যের সমাপ্তি ভাষণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। দু'দিন ব্যাপী এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিভাস দাস, ঈশিতা চক্রবর্তী ও সপ্তমী তরফদার।

28/08/2024

LIVE: বিজেপির ডাকা ১২ ঘন্টা বন্ধের জেরে রাস্তায় নেমেছিলেন বিজেপি নেতারা

28/08/2024

আজ ২৮শে আগস্ট বুধবার রাজ্য জুড়ে বিজেপি -র ডাকা ১২ ঘন্টার বাংলা বন্ধে দক্ষিণ দিনাজপুর জেলা শহর বালুরঘাটে বন্ধের সমর্থনে বিজেপি - র নেতৃত্বদের মিছিল

28/08/2024

নবান্ন অভিযানকে ঘিরে ছাত্রদের উপর পুলিশী নির্যাতন ও আরজিকর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আজ রাজ্য জুড়ে ১২ ঘন্টার বাংলা বন্ধ ডাকলো বিজেপি। সেই বিষয়কে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি - র সভাপতি স্বরূপ চৌধুরীর প্রেস কনফারেন্স।

বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বিশ্ব জননী মাদার তেরেসার জন্মবার্ষিকী পালন বালুরঘাটঃ  ২৬শে আগস্ট সোমবার বিকেলে বালুরঘাট পৌরসভ...
26/08/2024

বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বিশ্ব জননী মাদার তেরেসার জন্মবার্ষিকী পালন

বালুরঘাটঃ ২৬শে আগস্ট সোমবার বিকেলে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বিশ্ব জননী মাদার তেরেসার জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে বালুরঘাট শহরের মঙ্গলপুরে অবস্থিত মাদার তেরেসার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরধ্যক্ষ অশোক মিত্র, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং পৌরসভার পৌরকর্মীরা।

26/08/2024

D-LIVE: PM Narendra Modi arrives at BJP Headquarter |J&K | Haryana |Assembly Election

জন্মাষ্টমীর ইতিহাস ও তাৎপর্য বিশেষ প্রতিবেদনঃ  শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে জন্মাষ্টমী পালন করে থাকে...
26/08/2024

জন্মাষ্টমীর ইতিহাস ও তাৎপর্য


বিশেষ প্রতিবেদনঃ শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে জন্মাষ্টমী পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন। ষড়গুণ অর্থাৎ শৌর্য, বীর্য, তেজ, জ্ঞান, শ্রী ও বৈরাগ্যসম্পন্ন পূর্ণাবতাররূপে প্রকাশিত হন কৃষ্ণ।
শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই পুণ্য তিথির স্মরণে পালন হয় জন্মাষ্টমী।

সনাতন ধর্ম অনুযায়ী, যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে ধরায় নেমে আসেন।

দিনটিতে শ্রীকৃষ্ণের পূজাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা।

শ্রীকৃষ্ণের জন্মকাহিনী সম্পর্কে জানা যায়, দ্বাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী (ভারতের)। কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে তারা। ভক্তের ডাকে সাড়া দেন ভগবান।

একদিন আদরের ছোট বোন দেবকী ও তার স্বামী বসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন রাজা কংস। এমন সময় দৈববাণী হলো, ‘বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তোর মৃত্যুর কারণ।’

দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হলেন রাজা কংস, তবে বসুদেব তাকে এই বলে নিবৃত্ত করলেন, ‘আমাদের দুজনকে কারাগারে আটকে রাখুন। আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেয়া হবে। জন্মের পরই আপনি তাদের হত্যা করে নিজের প্রাণ সংশয় কাটাবেন।’

বসুদেবের যুক্তি কংসের মনঃপুত হলো। তিনি তাদের কারাবন্দি করলেন। তারপর থেকে একে একে ছয়টি সন্তান কংসের হাতে তুলে দেন দেবকি ও বসুদেব, তবে সপ্তম সন্তান হাতে নেয়ার পরই সে হাসতে হাসতে শূন্যে ভেসে যায়। যাওয়ার সময় সে কংসকে ‘তার মৃত্যু অবধারিত’ বলে হুঁশিয়ারি দিয়ে যায়।

পরে ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথির রাতে অষ্টম সন্তানের জন্ম দেন দেবকি। সে রাত ছিল ঝড়-ঝঞ্চাপূর্ণ। বৈরী আবহাওয়ার কারণে কারাগারের ফটকে কোনো রক্ষী সে সময় পাহারায় ছিল না।

এমন সময় এক দৈববাণীতে সদ্যোজাত ছেলেসন্তানকে নিরাপদে গোকুলে নন্দ-যশোদা দম্পতির কাছে রেখে আসতে বলা হয়। এ সময় কারাগারের দরজাও খুলে যায়। ফলে বসুদেব ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছেলেকে নিয়ে গোকুলে যশোদার পাশে রেখে আসেন। আর সঙ্গে নিয়ে আসেন যশোদার সদ্যোজাত মেয়েকে।

পরে গোকুলেই বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ। পরবর্তী সময়ে দ্বারকার রাজা হয়ে তিনি যুদ্ধে মথুরারাজ কংসকে পরাজিত ও হত্যা করেন।

সেই থেকে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে জন্মাষ্টমী পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন। ষড়গুণ অর্থাৎ শৌর্য, বীর্য, তেজ, জ্ঞান, শ্রী ও বৈরাগ্যসম্পন্ন পূর্ণাবতাররূপে প্রকাশিত হন কৃষ্ণ।

অনন্ত সর্বশক্তিমান সত্তায় শাশ্বত সত্যরূপে শ্রীকৃষ্ণকে বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সব সুখ লাভ হয়; মঙ্গল হয় পরিবার, দেশ ও সমাজের। তাই তো শুধু মথুরা নয়, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরাই তিথিটি ভক্তিভরে পালন করে থাকেন।

তাদের বিশ্বাস, এই দিনটিতে ব্রত পালন করলে মনের ময়লা দূর হয়; সৎগুণের জয় হয় এবং এর ফলস্বরূপ মৃত্যুর পর জীবাত্মার মুক্তি হয়।

শ্রীমদ্ভগবতগীতায় বলা হয়, ‘যে যেভাবে আমায় আরাধনা করে, আমি সেইভাবে তাকে কৃপা করি।’ এ বিশ্বাসেই মহাকাল ও মহাজগৎ ব্যাপ্ত শ্রীকৃষ্ণের আরাধনায় মত্ত বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা।

গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ‘যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুস্কৃতাম্। ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।’

অর্থাৎ, ধর্মের গ্লানি ও অধর্মের বৃদ্ধির তাৎপর্য হলো ভগবতপ্রেমী, ধর্মাত্মা, সদাচারী, নিরপরাধ মানুষের ওপর নাস্তিক, পাপী, দুরাচার, বলবান ব্যক্তিদের অত্যাচার বৃদ্ধি পাওয়া। মানুষের মধ্যে সদগুণ, সদাচার অত্যন্ত কমে গিয়ে দুর্গুণ-দুরাচার অত্যধিক বৃদ্ধি পায়। আর যখনই এমন পাপাচার শুরু হয় পৃথিবীতে, তখনই শ্রীকৃষ্ণ দুষ্কৃতকারীদের বিনাশ, সাধুর রক্ষা, ধর্ম সংস্থাপনে অবতাররূপে পৃথিবীতে আসেন।

নিজের জন্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ‘আমার জন্ম-মৃত্যু সাধারণ মানুষের মতো নয়। মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায়, কিন্তু আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়েও অন্তর্ধান করে থাকি। আবির্ভূত হওয়া এবং অন্তর্হিত হওয়া—দুটিই আমার অলৌকিক লীলা।’

গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, ‘আমি জন্মহীন, অব্যয় আত্মা, ভূতগণের ঈশ্বর হয়েও নিজ প্রতীকে আশ্রয় করে আত্মমায়ায় জন্মগ্রহণ করি।’

যিনি সর্বাপেক্ষা বৃহৎ, তিনিই ভগবান। বেদে তার পরিচয় ব্রহ্ম। আমাদের ষড় ইন্দ্রীয়, আমাদের ক্ষুদ্র মন, আমাদের সংকীর্ণ বুদ্ধি এসবের বহু ঊর্ধ্বে তিনি। তাকে পাওয়া আমাদের সাধ্যের বাইরে, তবে তাকে পাওয়ার জন্য ভক্তের নিরন্তর আকুলতা সৃষ্টিকর্তার মনেও দোলা না দিয়ে পারে না। এ সমস্যার সমাধান করলেন তিনি নিজেই নিত্য ও অনুগ্রহ শক্তির প্রেরণায়।

গীতার ৭/১০ অধ্যায়ে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেন, ‘হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন বীজ বলিয়া জানিও। আমি বুদ্ধিমানদিগের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজস্বরূপ।’

৪/১১ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, ‘যে যেভাবে আমায় আরাধনা করে, আমি সেইভাবে তাহাকে কৃপা করি।’
জন্মাষ্টমী পালন-
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিকে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি বলে মনে করা হয় ৷ তবে শুধু তিথিই নয়, শ্রী কৃষ্ণ যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন তাও গুরুত্বপূর্ণ। সেই নক্ষত্র হল রোহিণী নক্ষত্র ৷ এবার এই নক্ষত্র নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে ৷ কেউ সোমবার আবার কেউ মঙ্গলবার জন্মাষ্টমী পালনের প্রস্তুতি নিচ্ছেন। এবারের জন্মাষ্টমী ব্রত আশ্চর্যজনক এবং একটু আলাদা ৷ কারণ অষ্টমীর সঙ্গে মধ্যরাতে রোহিণী নক্ষত্রের জয়ন্তী নামে একটি যোগ তৈরি হয়েছে ৷ এই ধরনের সংমিশ্রণ খুব বিরল। ভগবান শ্রীকৃষ্ণ বৃষ রাশির চন্দ্র লগ্নের রোহিণী নক্ষত্রের মধ্যরাতে ভাদ্রপাদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন।ভগবান বিষ্ণুর দশাবতারের মধ্যে, ভগবান কৃষ্ণকে সবচেয়ে বিশিষ্ট পূর্ণাবতার হিসাবে বিবেচনা করা হয় ৷ এবছর জন্মাষ্টমী 26 এবং 27 আগস্ট উভয় তারিখে উদযাপিত হবে। তিথি অনুসারে, 26 আগস্ট জন্মাষ্টমীর উপবাস পালন করা হবে। একই সময়ে 27 আগস্ট গোকুল ও বৃন্দাবনে কৃষ্ণ জন্মোৎসব পালিত হবে। এবার যদি গৃহকর্তারা 26 আগস্ট জন্মাষ্টমী উদযাপন করেন তাতে কোনও অসুবিধা নেই ৷ তবে বৃন্দাবনের মথুরায় 27 আগস্ট গোকুলাষ্টমী (উদয়কালের অষ্টমী) পালিত হবে।
জন্মাষ্টমী তিথি-
পণ্ডিতের কথায়, "উদয়ব্যাপিনী রোহিণী বৈষ্ণবজন অনুগামীরা 27 আগস্ট শ্রীকৃষ্ণ ব্রত পালন করবেন। ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি 26 আগস্ট সকাল 08.20 মিনিটে শুরু হবে যা 27 আগস্ট সকাল 06.34 মিনিট পর্যন্ত থাকবে। রোহিণী নক্ষত্র 26 আগস্ট রাত 09.10-এ শুরু হবে যা 27 আগস্ট রাত 08.23 পর্যন্ত চলবে।" এর পাশাপাশি অন্যান্য পঞ্জিকা অনুযায়ী এবছর জন্মাষ্টমী পালিত হবে আগামী 26 আগস্ট সোমবার। অষ্টমী পড়বে রাত 3টে 40 মিনিটে এবং বেলা 2টো 20 মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে।

বালুরঘাটের কথক শিশু কিশোর নাট‍্য বিদ‍্যালয়ের  নাটককার -নির্দেশক মন্মথ রায়ের প্রয়াণ দিবসে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন বালুরঘাটঃ ...
26/08/2024

বালুরঘাটের কথক শিশু কিশোর নাট‍্য বিদ‍্যালয়ের নাটককার -নির্দেশক মন্মথ রায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বালুরঘাটঃ বাংলা একাঙ্ক নাটকের জনক হিসাবে খ‍্যাত বিশিষ্ট নাটককার -নির্দেশক মন্মথ রায়ের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন বালুরঘাটের কথক শিশু কিশোর নাট‍্য বিদ‍্যালয়ের।
উল্লেখ‍্য ১৯৮৮ সালের আজকের দিনেই অর্থাৎ ২৬ আগস্ট তিনি প্রয়াত হন। (জন্ম:১৮৯৯ সালের ১৬ জুন)। বালুরঘাট পৌরসভা উদ‍্যোগে নির্মিত মন্মথ রায়ের আবক্ষ মূর্তিতে
মাল‍্যদান করে কথক শিশু কিশোর নাট‍্য বিদ‍্যালয়ের সদস‍্যা তনুশিয়া মণ্ডল।
উপস্থিত ছিলেন নাট‍্যকর্মী ঝন্টু হালদার,কথক শিশু কিশোর নাট‍্য বিদ‍্যালয়ের নির্দেশক তুহিন শুভ্র মণ্ডল।
নতুন প্রজন্মকে মন্মথ রায় সম্পর্কে অবগত করানোর ভাবনা থেকে মন্মথ রায়ের লেখা নাটকের কথা, তাঁর সৃষ্ট নাটক মুক্তির ডাক দেখে কবি নজরুল ইসলামের উক্তি, পঞ্চমাঙ্ক নাটক বঙ্গে মসুলমানের কথা, একাঙ্ক নাটকের শুরুর প্রেক্ষিত ইত‍্যাদি স্বল্প পরিসরে উল্লেখ করা হয় বলে জানান তুহিন। শেষে প্রয়াণ দিবস উপলক্ষ্যে এক মিনিট নীরবতা পালনের মধ‍্য দিয়েও শ্রদ্ধা জানানো হয়।

বালুরঘাট শ্রীরামকৃষ্ণ আশ্রমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান                                               বালুরঘাটঃ  ২...
26/08/2024

বালুরঘাট শ্রীরামকৃষ্ণ আশ্রমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান

বালুরঘাটঃ ২৬শে আগস্ট সোমবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও বালুরঘাট শ্রীরামকৃষ্ণ আশ্রমে সারাদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন আশ্রমে সকালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ ও শ্রী সারদা দেবীর পূজা ও আরাধনার পাশাপাশি ভক্তদের উপস্থিতিতে জপযজ্ঞের আয়োজন করা হয়। সকালে স্বাগত ভাষণ দেন প্রসন্ন বর্মন। মালদা রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ত্যাগরূপানন্দজী মহারাজ ভক্তির রহস্য ও সাধন ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে সকল ভক্তদের সামনে শ্রীমৎ স্বামী সত্যধর্মানন্দজী মহারাজ গীতা পাঠ করেন। এদিন দুপুরে আশ্রমের পক্ষ থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় । এছাড়াও বিকেলে ভজন ও কীর্তনের পাশাপাশি সন্ধ্যায় আরাত্রিক এবং রাতে আশ্রমের ছাত্রগণের দ্বারা ওঙ্কার ধ্যান ও বৈদিক মন্ত্র উচ্চারণ এবং ভক্তদের দ্বারা সমবেত গুরু বন্দনা হয়। স্বাগত ভাষণ দেন স্বামী শ্রীমৎ সত্যধর্মানন্দজী মহারাজ। এরপর রামকৃষ্ণ শরণম - সমবেত ভক্তিগীতির দ্বারা অনুষ্ঠানের সমাপ্তি হয় অনুষ্ঠান সমাপ্তির পর সকল ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

বালুরঘাটে ইলা ঘোষ স্মৃতি সরস্বতী শিশু মন্দিরে জন্মাষ্টমী পালন বালুরঘাটঃ  প্রতিবছরের মতো এবছরও ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্...
26/08/2024

বালুরঘাটে ইলা ঘোষ স্মৃতি সরস্বতী শিশু মন্দিরে জন্মাষ্টমী পালন

বালুরঘাটঃ প্রতিবছরের মতো এবছরও ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে ২৬শে আগস্ট সোমবার সকালে বালুরঘাট শহরের ইলা ঘোষ স্মৃতি সরস্বতী শিশু মন্দিরের পরিচালনায় ও ব্যবস্থাপনায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা , ছাত্র-ছাত্রী ও অভিভাবক - অভিভাবিকাদের উপস্থিতিতে বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু
হয়ে ইলা ঘোষ স্মৃতি সরস্বতী শিশু মন্দিরে এসে শেষ হয় । এদিন সরস্বতী শিশু মন্দিরের ছাত্র -ছাত্রীরা কৃষ্ণ সেজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে | সরস্বতী শিশু মন্দিরের ছাত্র-ছাত্রীদের ভিডিও - র মাধ্যমে ভগবান শ্রী কৃষ্ণের জন্ম লীলা দেখানো হয় । এরপর অভিভাবিকাদের বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসা নাড়ু শ্রী গোপাল ঠাকুরকে ভোগ দিয়ে সেই প্রসাদ ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয় ।

26/08/2024

D-LIVE : Shri Krishna Janmasthan temple on occasion of Shri Krishna Janmashtami

26/08/2024

LIVE: শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী Morning aarti performed at Shri Krishna Janmasthan temple on occasion of Shri Krishna Janmashtami

News 24 Bangla

#নিউজ


https://whatsapp.com/channel/0029Va6EGXT1Hsq12rqtqY1M

বালুরঘাটে আর. জি. কর কান্ডের দোষীদের শাস্তির দাবীতে  সকল স্কুলের প্রাক্তনীগণ - এর প্রতিবাদ মিছিল বালুরঘাটঃ  ''বালুরঘাটের...
25/08/2024

বালুরঘাটে আর. জি. কর কান্ডের দোষীদের শাস্তির দাবীতে সকল স্কুলের প্রাক্তনীগণ - এর প্রতিবাদ মিছিল

বালুরঘাটঃ ''বালুরঘাটের সকল স্কুলের প্রাক্তনীগণ" - দিচ্ছে ডাক আর. জি. কর কান্ডের দোষীরা শাস্তি পাক" - এই বিষয়কে সামনে রেখে বালুরঘাটের সকল স্কুলের প্রাক্তনীগণ - এর পক্ষ থেকে ২৫শে আগস্ট রবিবার সন্ধ্যা সাতটায় সংস্কৃতির শহর বালুরঘাটে থানা মোড়ে কালেক্টরেট বিল্ডিং - এর কাছে মিউজিয়াম থেকে একটি প্রতিবাদ মিছিল সারা বালুরঘাট শহর পরিক্রমা করে এসে হিলি মোড়ে বিবেকানন্দ মূর্তির কাছে শেষ হয়। বালুরঘাটের সকল স্কুলের প্রাক্তনীগণ - এর পাশাপাশি শহরের বহু সাধারণ মানুষ এইদিনের এই প্রতিবাদ মিছিলে যোগদান করেন। যোগদানকারীদের মুখে একটাই স্লোগান বিচার চাই...বিচার চাই...আমরা আর. জি. কর কান্ডের দোষীদের বিচার চাই। হিলি মোড়ে বিবেকানন্দ মূর্তির কাছে মিছিলটি আসার পর মিছিলে যোগদানকারী সকল স্কুলের প্রাক্তনীগণ ও শহরের সাধারণ মানুষজন আর. জি. করের দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ দেখায়।

দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তদান শিবিরের আয়োজন বাল...
25/08/2024

দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তদান শিবিরের আয়োজন

বালুরঘাটঃ "থ্যালাসেমিয়া রোগী সহ মুমূর্ষ রোগীদের জন্য রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
আজ ২৪ শে আগস্ট শনিবার দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন জেলা রক্তদান আন্দোলনের কর্মী ও দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সুশান্ত কুন্ডু। এছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লাড সেন্টারের এম ও ডাক্তার দেবব্রত দে এবং ব্লাড সেন্টারের কর্মীরা। রক্তদান শিবিরে বক্তব্য রাখার প্রসঙ্গে সুশান্ত কুন্ডু জানান যে আর মাত্র কয়েক দিন পরে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, তাই দুর্গাপূজাতে সবাই ব্যস্ত থাকবেন সেই কারনে জেলার সমস্ত পূজা কমিটির কর্মকর্তাদের ও সকল প্রকার ব্যবসায়ীদের কাছে আবেদন আপনারা পুনরায় বিগত দিনের মতো আবার রক্তদান শিবিরের আয়োজন করে জেলা জুড়ে ভয়াবহ রক্তের সংকট দূর করুন।
এই রক্তদান শিবিরে মোট ২২ জন রক্তদান করেন।

আর. জি. কর হত্যাকাণ্ডের অপরাধীদের শাস্তির দাবীতে বালুরঘাটে প্রতিবাদে নামলো ছাত্রছাত্রীরা   বালুরঘাটঃ সারা রাজ্যজুড়ে "তিল...
25/08/2024

আর. জি. কর হত্যাকাণ্ডের অপরাধীদের শাস্তির দাবীতে বালুরঘাটে প্রতিবাদে নামলো ছাত্রছাত্রীরা

বালুরঘাটঃ সারা রাজ্যজুড়ে "তিলোত্তমা" - র সুবিচারের দাবীতে আন্দোলনের পারদ প্রতিদিনই উত্তরোত্তর চড়ছে। শনিবার আর. জি. কর হত্যাকাণ্ডের অপরাধীদের শাস্তির দাবীতে বালুরঘাট শহরের রাজপথে ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিলে সেটাই ফুটে উঠলো। ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রতিবাদী কন্ঠে আর. জি. কর হত্যাকাণ্ডের অপরাধীদের বিচার চাই...বিচার চাই এই স্লোগানে এইদিন বালুরঘাটের মাটি কেঁপে উঠলো।

24/08/2024

D-LIVE: PM Modi and President Zelenskyy witness exchange of agreements between India and Ukraine


News 24 Bangla
#নিউজ




Source - DD

বালুরঘাট বি এড কলেজে ইতিহাস অনুসন্ধান পরিষদ ও অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্টস - এর ব্যবস্থাপনায় "দিনাজপুরে ব...
24/08/2024

বালুরঘাট বি এড কলেজে ইতিহাস অনুসন্ধান পরিষদ ও অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্টস - এর ব্যবস্থাপনায় "দিনাজপুরে বৌদ্ধ ধর্মের ইতিহাস ও ঐতিহ্য" - বিষয়ে জাতীয় পর্যায়ের আলোচনা সভা

বালুরঘাটঃ ২৪শে আগস্ট শনিবার দুপুরে বালুরঘাট বি এড কলেজের সভাঘরে ইতিহাস অনুসন্ধান পরিষদ ও অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্টস - এর ব্যবস্থাপনায় "দিনাজপুরে বৌদ্ধ ধর্মের ইতিহাস ও ঐতিহ্য" - এই বিষয়ের উপর একদিনের একটি জাতীয় পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীরা আলোচনা সভার শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। এরপর আলোচনা সভায় উপস্থিত বিশিষ্ট অতিথিদের বরণের পাশাপাশি ও বিশিষ্ট অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলিত হয়। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় - এর উপাচার্য অধ্যাপক ড. দেবব্রত মিত্র আলোচনা সভায় সভাপতিত্ব করেন। ইতিহাস অনুসন্ধান পরিষদ - এর যুগ্ম সম্পাদক সূরজ দাশ স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা সভার সূচনা পর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বালুরঘাট বি এড কলেজ - এর অধ্যাপক ড. কল্যাণ পান্ডে। মুখ্য আলোচক হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাস গবেষক এবং ইতিহাস অনুসন্ধান পরিষদ - এর সভাপতি অধ্যাপক হিমাংশু কুমার সরকার। অধ্যাপক সরকার তাঁর আলোচনায় তুলে ধরেন দক্ষিণ দিনাজপুর জেলায় আদি ও মধ্যযুগে বৌদ্ধ ধর্মের প্রভাব। হরিরামপুর ও কুশমন্ডি ব্লকে ছড়িয়ে থাকা বৌদ্ধ প্রভাব এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্মভূমি সংক্রান্ত গবেষণামূলক দীর্ঘ উপলব্ধির কথা সেমিনারে তুলে ধরেন তিনি। কোলকাতা বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফ এক্সামিনেশন ও প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার এবং অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্টস -এর সাধারণ সম্পাদক ড. সুজিত কুমার বড়ুয়া, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় - এর উপাচার্য অধ্যাপক ড. দেবব্রত মিত্র, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় - এর উপাচার্য অধ্যাপক ড. দীপক কুমার রায়, কলকাতা ভারতীয় সংগ্রহালয় - এর পুরাতত্ত্ব বিভাগ ও কোলকাতা ভারতীয় সংগ্রহালয় - এর পূর্বতন ভারপ্রাপ্ত প্রধান পরামর্শদাতা (পুরাতত্ত্ব) সত্যকাম সেন, বাঁকুড়া জিলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ - এর ভূগোল বিভাগ - এর প্রাক্তন অধ্যাপিকা ও অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্টস-এর সদস্য মৈত্রীকা বড়ুয়া, অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্টস-এর সম্পাদক নবারুণ বড়ুয়া, ন্যাশনাল ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া-র প্রাক্তন আধিকারিক ও অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্টস-এর সদস্য শিউলি মুৎসুদ্দি, হাওড়া শিবপুর ইন্জিনিয়ারিং কলেজ - এর প্রাক্তন সুপারইনটেনডেন্ট ও অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্টস - এর সম্পাদক সত্যজিৎ বড়ুয়া প্রমুখ আলোচনা সভায় নির্ধারিত বিষয়ের উপর বিস্তারিত বক্তব্য রাখেন। এরপর প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শেষে ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখেন বালুরঘাট বি এড কলেজের কর্ণধার এবং ইতিহাস অনুসন্ধান পরিষদের সম্পাদক ড. নবকুমার দাস। আলোচনা সভাটি সঞ্চালনা করেন সঞ্জয় কর্মকার।
দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দেবব্রত মিত্র জানিয়েছেন, পাল যুগ ও তার পরবর্তী সময়ে বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং বৌদ্ধ ধর্মের সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে অবিভক্ত দিনাজপুরের অবদান এই বিষয়কে সামনে রেখে বৌদ্ধ ধর্মের ইতিহাসকে পুনর্মূল্যায়ন করে আগামী প্রজন্মের কাছে যাতে সঠিক ভাবে উপস্থাপন করার লক্ষ্যেই আজকের এই একদিনের জাতীয় আলোচনা সভার আয়োজন করা হয়। সুতরাং সেদিক দিয়ে বিচার করলে দিনাজপুরে বৌদ্ধ ধর্মের ইতিহাস ও ঐতিহ্য - বিষয়ে আজকের এই আলোচনা সভার অসামান্য গুরুত্ব আছে।

আর. জি. কর হত্যাকাণ্ডের বিচারের দাবীতে তপন পশ্চিম চক্রের শিক্ষক ও শিক্ষিকাগণের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বালুরঘাটঃ ২৩শে আ...
23/08/2024

আর. জি. কর হত্যাকাণ্ডের বিচারের দাবীতে তপন পশ্চিম চক্রের শিক্ষক ও শিক্ষিকাগণের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল

বালুরঘাটঃ ২৩শে আগস্ট শুক্রবার বিকেল থেকে ধীরে ধীরে তপন পশ্চিম চক্রের শিক্ষক ও শিক্ষিকাগণের পক্ষ থেকে আর. জি. কর হত্যাকাণ্ডের সঠিক ও দ্রুত বিচারের দাবীতে করদহ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল হলো। প্রতিবাদ মিছিলটি করদহ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড ঘুরে বাজার হয়ে কাঁটাবাড়ি দিয়ে ডুগডুগি হাটে মিছিলটি পৌঁছায়। তারপর আবার স্কুল মাঠে এসে মিছিলটি শেষ হয়।
মিছিলে তপন পশ্চিম চক্রের প্রায় ১৫০ জন শিক্ষক ও শিক্ষিকা অংশগ্রহণ করেন। এছাড়াও তপন পশ্চিম চক্রের বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষক যোগ দিয়েছিলেন অরাজনৈতিক ও শান্তিপূর্ণ এই প্রতিবাদ মিছিলে। আর. জি. কর হত্যাকাণ্ডের সঠিক ও দ্রুত বিচারের দাবী তোলা হয় এই প্রতিবাদ মিছিলে।

23/08/2024

D-LIVE : PM Modi pays homage to the Gandhi Statue at the Botanical Garden in Kyiv

News 24 Bangla

#নিউজ



Show - DD

23/08/2024

D-LIVE: PM Modi in Poland | PM Modi receives ceremonial welcome at Chancellery | India

Address

Balurghat

Alerts

Be the first to know and let us send you an email when News 24 Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News 24 Bangla:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Balurghat

Show All