Sambad Saradin

Sambad Saradin বাংলা নিউজ ওয়েব পোর্টাল

পতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা বসন্ত উৎসবে মাতলেনসংবাদ সারাদিন, পতিরাম: বসন্তের আগমনে বৃহস্পতিবার সকাল থ...
14/03/2025

পতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা বসন্ত উৎসবে মাতলেন

সংবাদ সারাদিন, পতিরাম: বসন্তের আগমনে বৃহস্পতিবার সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গন সাজ সাজ ভাবে মুখরিত ছিল। বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা রংবেরঙের শাড়ি পরে বসন্তকে আহ্বানের জন্য প্রস্তুত হয়ে এসেছে।

বিদ্যালয়ে গিয়ে আমরা জানলাম সরকারি নির্দেশানুসারে আগামীকাল শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকছে। বিদ্যালয়ের শিক্ষক দিব্যেন্দু বসাক জানিয়েছেন এ তো শিশুদের উৎসব। তাদেরকে বাদ কোনো কিছু বিদ্যালয়ে ভাবাই যায় না। তাই আমরা সম্মিলিতভাবে বিদ্যালয়ে আগাম দোল উৎসব পালন করছি। শিশুদের আজকের দিনটা বড়ই আনন্দের। তিনি বলেন, বিদ্যালয়ে পঠন পাঠকের সাথে এইরকম সাংস্কৃতিক কার্যকলাপের সাথে সকল শিক্ষার্থীদের উৎসাহিত করাই আমাদের কাজ। এজন্য মাঝেমধ্যেই আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আজ সবাই সবাইকে আবীর দিয়ে রঙিন করে তুলেছে। প্রত্যেক শিক্ষার্থীকে আবীরের ছোঁয়ায় রাঙিয়ে তোলা হয়েছে।

বিদ্যালয়ের দিদিমণি লতা রায় জানিয়েছেন দোল উৎসব শিশুদের কাছে খুব আনন্দের বিষয় । কেননা আজকে তারা খুব আনন্দ করে মাস্টারমশাই দিদিমণি দের ভালোবেসে রং দিতে পারে এজন্য সপ্তাহ ধরে তাদের প্রস্তুতি চলে। আজকেও তার অন্যথা হয়নি। আজকে নাচ, গান, আবৃত্তির মাধ্যমে ঋতুরাজ বসন্তকে সুস্বাগতম জানানো হয়েছে। শুধু তাই নয় সকল শিশুদের জন্য ডিমের ঝোল ভাত ও নলেন গুড়ের রসগোল্লার ব্যবস্থা রয়েছে।

মাম্পি মহন্ত নামে এক অভিভাবক জানিয়েছেন, আমাদের ছেলেমেয়েরা এই স্কুলে ছোট ওয়ান থেকে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি এই স্কুলে এত সুন্দর অনুষ্ঠান হয় যা অন্য স্কুলে দেখা যায় না। আমার মেয়ে কোনোদিন নাচ শেখেনি। দিদিমণিরাই যত্ন করে হাতে ধরে অনুষ্ঠানের জন্য নাচ শিখিয়ে পড়িয়ে দেন। এগুলো আমাদের অতিরিক্ত পাওনা। এজন্য আমার মেয়ে একদিনও স্কুল বাদ দেয়না। আমরাও অভিভূত ও আল্পুত বিদ্যালয়ের রুচিশীল অনুষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে অংশগ্রহণ করাতে পেরে।

আমরা বিদ্যালয়ে গিয়ে দেখেছি বিশেষ করে বালিকারা সুন্দরী পরী সেজে নাচ গানের অনুষ্ঠান করল। আবীর ছিটিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে যেন বসন্ত উৎসবের আগাম উদ্দীপনা দেখতে পেলাম। সবশেষে উৎসবের ভুরিভোজ হল বেশ সুন্দর।

পতিরামে স্বাস্থ্য বাংলার উদ্যোগে বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলসংবাদ সারাদিন, ২২ ফেব্রুয়ারি: দক্ষিণ দিনাজপুর...
22/02/2025

পতিরামে স্বাস্থ্য বাংলার উদ্যোগে বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল

সংবাদ সারাদিন, ২২ ফেব্রুয়ারি: দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে স্বাস্থ্য বাংলা প্রকল্পের উদ্যোগে প্রধান সুরক্ষা সাথী ও সমাজ সুরক্ষা সাথীদের বিশেষ পুরস্কৃত করা হল। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম মন্দিরা গোস্বামীর নেতৃত্বে এই প্রকল্পটি বিগত ৫-৬ মাস ধরে বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে করে চলেছেন। এই প্রকল্পের বিভিন্ন কর্মসূচির উদ্দেশ্য হল যে গ্রামে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। যাতে তারা বাজারে যে খোলা মসলা পাওয়া যায় তার মধ্যে ভেজাল আছে কিনা সেটা কিভাবে সনাক্ত করবে বিভিন্ন ঘরোয়া টেস্ট এর মাধ্যমে পরীক্ষা করে সাথে সাথে রেজাল্ট বুঝতে পারবেন কি করে। এবং ভেজাল মসলা থেকে বাঁচার জন্য শুধুমাত্র বাজারের এফএসএসএআই যাতে মানুষ কেনে এবং কেনার সময় মসলার ডেট কোট নাম্বার ব্যাচ নম্বর ম্যানুফ্যাকচারিং ডেট এবং লোগো দেখে ইত্যাদি কখনোই যাতে খোলা মসলা না কেনে সেটাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য মানুষকে বোঝানো। বিগত পাঁচ ছয় মাস ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মহিলারা এই বার্তাটি এক বিশাল সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের ট্রেনিং বাড়িতে গিয়ে তার আলোচনার মাধ্যমে বোঝানো হয়। হেল্প ক্যাম্পের মাধ্যমে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়। হাটের মাধ্যমে ইত্যাদি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ একটি শুভ দিন প্রধান সুরক্ষা সখীদের অবদানের জন্য যে মহিলাদের সময় এবং পরিশ্রমের জন্য আজকে এই প্রকল্পটি একটি সফল প্রকল্প হিসেবে চিহ্নিত হয়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসটিক এক্সিকিউটিভ অফিসার ডক্টর প্রশান্ত ভগত, জেলার ভেটেনারি অফিসার সুজলা চাকমা এবং শিক্ষক পারিজাত গোস্বামী।

ভাষা দিবসের সিন পতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করা হলসংবাদ সারাদিন, ২২ ফেব্রুয়ারি: আজ আন্...
22/02/2025

ভাষা দিবসের সিন পতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করা হল

সংবাদ সারাদিন, ২২ ফেব্রুয়ারি: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১শে ফেব্রুয়ারির সকাল থেকেই পতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের চেহারা ছিল। প্রতিটি অনুষ্ঠান বিদ্যালয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পালিত হয় আমরা বিদ্যালয়ে গিয়ে জানলাম। আজ‌ও তার অন্যথা হয়নি। প্রার্থনার সময় শিশুরা জাতীয় সঙ্গীত ও রাজ্য সঙ্গীত দিয়ে আজকের বিদ্যালয়ের কাজ শুরু হয়। সাথে শিশুরা বেশ সুন্দর স্বাস্থ্য বিধান গান গেয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী মৃণ্ময় সরকার, চক্রের শিক্ষা আধিকারিক শ্রী অপু বিশ্বাস ও বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিক শ্রী পার্থ প্রতিম চট্টোপাধ্যায় মহাশয়।

এদিন প্রার্থনার পর সন্মানীয় অতিথি বর্গকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর অতিথিবর্গ পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন। উদ্বোধক শ্রী মৃণ্ময় সরকার মহাশয় মূর্তিতে মাল্যদান করেন। এরপর প্রধান অতিথি শ্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয় ও শ্রী অপু বিশ্বাস মহাশয় এবং উপস্থিত অভিভাবকগণ ও ছাত্রছাত্রীবৃন্দ বিদ্যাসাগরের চরণে পুষ্পার্ঘ্য দেন।

এদিন বিদ্যালয়ে উৎসবের চেহারা ছিল চোখে পড়ার মত। অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় সংক্ষিপ্ত ভাষণে বিদ্যালয়ে অনেক প্রতিভাবান শিশুদের কথা তুলে ধরেন। আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা বিস্তৃত ভাবে আলোকপাত করেন। মৃণ্ময়বাবু আরও বলেন এই বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত সুন্দর ও পড়াশোনা খুব উন্নত মানের। প্রতি মাসেই পরিদর্শন করতে আসি।

প্রধান অতিথি শ্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয় বলেন আমার অসম্পূর্ণ কাজ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা বৃন্দ একত্রিত করতে পেরেছেন এজন্য আমি অত্যন্ত আনন্দিত। এভাবেই বিদ্যালয় শিশুদের প্রাণপ্রিয় জায়গা হয়ে উঠবে এই আশা রাখি।

এদিন বিদ্যালয়ে পূর্বতন কৃতী দুই ছাত্রী অন্বেষা ঘোষ ও আশাদিয়া মন্ডলের হাতে বৃত্তি পরীক্ষায় অসামান্য ফলাফলের জন্য স্মারক সন্মান প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষক দিব্যেন্দু বসাক জানান এই দুইজন ছাত্রী বৃত্তি পরীক্ষায় জেলার মধ্যে ভালো ফলাফল করেছিল। তার মধ্যে অন্বেষা ঘোষ দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে আমাদের বিদ্যালয়ের মান গৌরবান্বিত করেছে। প্রায় একবছর পর এদেরকেও আমরা পুরষ্কৃত করলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা বর্মন জানিয়েছেন একমাস পূর্বে আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্বভার পেয়েছি। আজকে অভিভাবক ও শিক্ষক- শিক্ষিকাদের আর্থিক সহযোগিতায় এই মূর্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এর পাশাপাশি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের‌ও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে সকলকে সুস্বাদু চকোলেট ও ডিম ভাত খাওয়ানো হয়েছে।

পূর্ণিমা সরকার ও শিখা বর্মন নামে দুই অভিভাবক জানিয়েছেন এই স্কুলে বহু প্রতীক্ষিত বিদ্যাসাগরের মূর্তি আজ প্রতিষ্ঠিত হল। স্যার ম্যাডামদের আহ্বানে আমরা সাড়া দিয়ে সবরকমের সহযোগিতা করে বিদ্যালয়কে আরও সুন্দর করতে চাই। পড়াশোনার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই জেলার মানচিত্রে অবশ্যই একটা জায়গা পেয়েছে।

30/01/2025

বালুরঘাটে বজরংবলীর পুজো ও মেলা

24/12/2024

বালুরঘাটে রবি নন্দনের সঙ্গীতানুষ্ঠান, শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত

Big shout out to my newest top fans! 💎 Big shout out to my newest top fans! 💎 Totn BiswasDrop a comment to welcome them ...
08/12/2024

Big shout out to my newest top fans! 💎 Big shout out to my newest top fans! 💎 Totn Biswas

Drop a comment to welcome them to our community,

04/11/2024

বালুরঘাটে শ্যামাপূজার শোভাযাত্রা

30/10/2024

দ্রোহের প্রদীপ প্রজ্বলন

সংবাদ সারাদিন, পতিরাম: সোমবার সকাল থেকেই সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে পতিরাম প্রণবানন্দ বিদ্যাপীঠে বৃত্তি পরীক...
22/10/2024

সংবাদ সারাদিন, পতিরাম: সোমবার সকাল থেকেই সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে পতিরাম প্রণবানন্দ বিদ্যাপীঠে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। জানা গেছে এই পরীক্ষা পাঁচদিন ধরে চলবে। এই জেলায় ১৬ টি সেন্টারে মোট ১৩৪১ জন চতুর্থ শ্রেণীর শিশুরা বৃত্তি পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল। আজকে বিদ্যালয়ে গিয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। সেন্টারে গিয়ে আমরা জেনেছি প্রাকৃতিক দুর্যোগের জন্য পরীক্ষাটি ২৯শে সেপ্টেম্বরের পরিবর্তে ২১ শেষ অক্টোবর থেকে শুরু হল।

সেন্টার ইন চার্জ দিব্যেন্দু বসাক জানিয়েছেন, পুজোর আমেজের মধ্যেও এই খুদে শিক্ষার্থীদের পরীক্ষা দেবার মানসিকতা অত্যন্ত ভালো এবং অভিভাবকরা তাদের সন্তানদের এই মূল্যবান পরীক্ষায় অবতীর্ণ করিয়েছেন এজন্য‌ও খুব প্রশংসনীয় ব্যাপার। তিনি বলেছেন সরকারি ও বেসরকারি স্কুল মিলিয়ে মোট ২৮টি স্কুল থেকে মোট ২৮৪ জন শিক্ষার্থী এই সেন্টারে পরীক্ষা দেবার জন্য ফর্ম ফিলাপ করেছিল। আজ এদের মধ্যে ১৫ জন শিশু কোনো কারণ বশত অনুপস্থিত রয়েছে। যদিও বৃত্তি দেবার সময় সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদা ভাবে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়। তিনি আরও বলেন সকল সাড়ে সাতটায় পরীক্ষা শুরু হয়েছে এবং সকাল দশটা পর্যন্ত এই পরীক্ষা চলবে। মোট ৪০০ নম্বরের উপর এই মূল্যায়ন হয়ে থাকে। এই সেন্টারে বালুরঘাট পূর্ব চক্রের ২১টি ও কুমারগঞ্জ চক্রের ৭টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। তিনি আরও বলেন সরকারি নিয়মে পাশ ফেল প্রথা নেই। তাই প্রাথমিক স্তরে শিশুদের সঠিকভাবে মূল্যায়নের নিরিখে এই পরীক্ষায় আয়োজন করা হয়েছে এবং এটার সূত্রপাত ঘটে ১৯৯১ সালে।

এই সংস্থার দক্ষিণ দিনাজপুর জেলার কার্যকরী সম্পাদক প্রভাব মন্ডল জানিয়েছেন, ১৯৯১ সাল থেকে শিক্ষা আন্দোলনের ধারা অব্যাহত রাখতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের শেষ পরীক্ষার (বৃত্তি পরীক্ষা) আয়োজন করা হয় প্রতি বছরই। করোনা কালে দুইবছর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে অভিভাবকদের সচেতনতার ফলে প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা এই পরীক্ষায় বসবার সুযোগ পাচ্ছে। প্রতি বছরই নতুন জায়গায় দুটো একটা করে সেন্টার বেড়েই চলেছে। সমস্ত অভিভাবক ও স্বেচ্ছাশ্রমে আগ্রহী জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় এই পরীক্ষা বছরের পর বছর এগিয়ে চলেছে।

15/10/2024

বালুরঘাটে প্রতীকী অনশন নাগরিক সমাজের

14/10/2024

বালুরঘাটে দুর্গাপূজার কার্নিভাল.

Address

Balurghat

Alerts

Be the first to know and let us send you an email when Sambad Saradin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sambad Saradin:

Share