
14/03/2025
পতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা বসন্ত উৎসবে মাতলেন
সংবাদ সারাদিন, পতিরাম: বসন্তের আগমনে বৃহস্পতিবার সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গন সাজ সাজ ভাবে মুখরিত ছিল। বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা রংবেরঙের শাড়ি পরে বসন্তকে আহ্বানের জন্য প্রস্তুত হয়ে এসেছে।
বিদ্যালয়ে গিয়ে আমরা জানলাম সরকারি নির্দেশানুসারে আগামীকাল শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকছে। বিদ্যালয়ের শিক্ষক দিব্যেন্দু বসাক জানিয়েছেন এ তো শিশুদের উৎসব। তাদেরকে বাদ কোনো কিছু বিদ্যালয়ে ভাবাই যায় না। তাই আমরা সম্মিলিতভাবে বিদ্যালয়ে আগাম দোল উৎসব পালন করছি। শিশুদের আজকের দিনটা বড়ই আনন্দের। তিনি বলেন, বিদ্যালয়ে পঠন পাঠকের সাথে এইরকম সাংস্কৃতিক কার্যকলাপের সাথে সকল শিক্ষার্থীদের উৎসাহিত করাই আমাদের কাজ। এজন্য মাঝেমধ্যেই আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আজ সবাই সবাইকে আবীর দিয়ে রঙিন করে তুলেছে। প্রত্যেক শিক্ষার্থীকে আবীরের ছোঁয়ায় রাঙিয়ে তোলা হয়েছে।
বিদ্যালয়ের দিদিমণি লতা রায় জানিয়েছেন দোল উৎসব শিশুদের কাছে খুব আনন্দের বিষয় । কেননা আজকে তারা খুব আনন্দ করে মাস্টারমশাই দিদিমণি দের ভালোবেসে রং দিতে পারে এজন্য সপ্তাহ ধরে তাদের প্রস্তুতি চলে। আজকেও তার অন্যথা হয়নি। আজকে নাচ, গান, আবৃত্তির মাধ্যমে ঋতুরাজ বসন্তকে সুস্বাগতম জানানো হয়েছে। শুধু তাই নয় সকল শিশুদের জন্য ডিমের ঝোল ভাত ও নলেন গুড়ের রসগোল্লার ব্যবস্থা রয়েছে।
মাম্পি মহন্ত নামে এক অভিভাবক জানিয়েছেন, আমাদের ছেলেমেয়েরা এই স্কুলে ছোট ওয়ান থেকে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি এই স্কুলে এত সুন্দর অনুষ্ঠান হয় যা অন্য স্কুলে দেখা যায় না। আমার মেয়ে কোনোদিন নাচ শেখেনি। দিদিমণিরাই যত্ন করে হাতে ধরে অনুষ্ঠানের জন্য নাচ শিখিয়ে পড়িয়ে দেন। এগুলো আমাদের অতিরিক্ত পাওনা। এজন্য আমার মেয়ে একদিনও স্কুল বাদ দেয়না। আমরাও অভিভূত ও আল্পুত বিদ্যালয়ের রুচিশীল অনুষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে অংশগ্রহণ করাতে পেরে।
আমরা বিদ্যালয়ে গিয়ে দেখেছি বিশেষ করে বালিকারা সুন্দরী পরী সেজে নাচ গানের অনুষ্ঠান করল। আবীর ছিটিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে যেন বসন্ত উৎসবের আগাম উদ্দীপনা দেখতে পেলাম। সবশেষে উৎসবের ভুরিভোজ হল বেশ সুন্দর।