RN TV News

RN TV News News channel

Welcome to the RN TV News. RN TV News is an Indian online Bengali news media.

সাফানগরে অনুষ্টিত হল রক্তদান শিবির নাজমুল সর্দার, কুমারগঞ্জ :- বতর্মানে দক্ষিণ দিনাজপুর জেলার ব্ল‍্যাড ব‍্যাঙ্কগুলিতে রক...
09/11/2022

সাফানগরে অনুষ্টিত হল রক্তদান শিবির

নাজমুল সর্দার, কুমারগঞ্জ :- বতর্মানে দক্ষিণ দিনাজপুর জেলার ব্ল‍্যাড ব‍্যাঙ্কগুলিতে রক্তের আকাল চলছে। আর সেই রক্ত সংকট মেটাতে বুধবার রক্তদান শিবিরের আয়োজন করল কুমারগঞ্জ থানার সাফানগর অঞ্চলের নিউ তরুণ সংঘ এন্ড পাঠাগার ক্লাবের সদস‍্যরা। এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলায়ে প্রায় ৫০ জন রক্তযোদ্ধা রক্তদান করেন। জানা গেছে,আগামী দিনে জেলার রক্ত সংকট মেটাতে আরও বেশি বেশি করে এমন স্বেচ্ছামূলক কাজ করবেন স্বানীয় সাধারণ মানুষ সহ ক্লাবের সদস‍্যরা।

07/11/2022
কুমারগঞ্জ আত্রাই নদীতে জলে ডুবে মৃত্যু এক যুবকেরনিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর :- নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এ...
06/11/2022

কুমারগঞ্জ আত্রাই নদীতে জলে ডুবে মৃত্যু এক যুবকের

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর :- নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। ওই যুবকের নাম অসীম মণ্ডল (২৫)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার অন্তর্গত গোপালগঞ্জ আর এন হাইস্কুলের পার্শ্ববর্তী নবারুণ ক্লাবের সামনে।

জানা গিয়েছে, বাড়ি থেকে দেড় থেকে প্রায় দু কিলোমিটার দূরে আত্রেয়ী নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে যান অসীম। সেসময় আচমকাই তিনি জলে তলিয়ে যান। যদিও ঘটনাটি শণিবারের, তবে শণিবার সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও তাঁর খোঁজ মেলেনি। তাই সোমবার সকাল থেকে ডুবুরিরা তাঁর খোঁজে জোর তল্লাশি চালিয়ে অবশেষে আজকে সকাল ১০ টায় তার লাশটি মাঝ নদী থেকে উদ্ধার হয়েছে। এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তিলনা, কেশুরাইল, সহ গোটা কুমারগঞ্জ থানা এলাকায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

গতকাল মালবাজারের মর্মান্তিক ঘটনায় দূর্গা ঠাকুর বিসর্জনের সময় হরপা বান এ যখন ভেসে যাচ্ছিল মানুষ,তা দেখে যখন অনেকেই ভিডি...
07/10/2022

গতকাল মালবাজারের মর্মান্তিক ঘটনায়
দূর্গা ঠাকুর বিসর্জনের সময় হরপা বান এ যখন ভেসে যাচ্ছিল মানুষ,তা দেখে যখন অনেকেই ভিডিও করছিলো তখন মুহূর্তের মধ্যে জলে ঝাঁপিয়ে পরেন তেশিমালা বাসিন্দা মহাম্মদ মানিক ।
এবং ১০ জনকে বাঁচাতে সক্ষম হয়েছেন।

প্রাক পূজা সম্মিলনীতে বালুরঘাটে মিঠুন চক্রবর্তী নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর :- রবিবার প্রাক পৃজা সম্মিলনীতে যোগ দিতে ...
26/09/2022

প্রাক পূজা সম্মিলনীতে বালুরঘাটে মিঠুন চক্রবর্তী

নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর :- রবিবার প্রাক পৃজা সম্মিলনীতে যোগ দিতে বালুরঘাটে আসেন মিঠুন চক্রবর্তী। এদিন তিনি বালুরঘাট শহরের বাটারফ্লাই লজে ওঠেন। একদিনের বালুরঘাট সফরে তিনি এসেছেন। বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে নিউটাউন ক্লাবের পুজো উদ্বোধন করলেন তিনি। সারাদিন একাধিক রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পণ্ডিত দীনদয়াল উপাধ‍্যায়ের জন্মদিবস পালন, দলীয় বৈঠক এবং দিনভর জনসংযোগের মাঝে ব‍্যস্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। উল্লেখ্য, রবিবার সকালেই পদাতিক এক্সপ্রেসে মালদায় পৌঁছান বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার ও সুপারস্টার মিঠুন চক্রবর্তী। সেখান থেকেই তাঁরা রওনা দেন বালুরঘাটে। সূত্রের খবর আজ রাতেই কলকাতা ফেরার কথা রয়েছে মিঠুন চক্রবর্তীর।

গঙ্গারামপুর কলেজে অনুষ্টিত হল রক্তদান শিবির নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর  :- বতর্মানে দক্ষিণ দিনাজপুর জেলার ব্ল‍্যাড ব...
25/09/2022

গঙ্গারামপুর কলেজে অনুষ্টিত হল রক্তদান শিবির

নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর :- বতর্মানে দক্ষিণ দিনাজপুর জেলার ব্ল‍্যাড ব‍্যাঙ্কগুলিতে রক্তের আকাল চলছে। আর সেই রক্ত সংকট মেটাতে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করল গঙ্গারামপুর কলেজের এন সি সি ইউনিটের ছাত্রছাত্রীরা। এই রক্তদান শিবিরে বিশিষ্ট ব‍্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ‍্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা গঙ্গারামপুর কলেজ পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস, গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ দেবব্রত দাস, বিশিষ্ট সমাজসেবী কৌশিক সাহা সহ কলেজের অধ‍্যাপক-অধ‍্যাপিকা ও অন‍্যান‍্য ব‍্যক্তিগণ। এই রক্তদান শিবিরে প্রায় ৬৫ জন রক্তযোদ্ধা রক্তদান করেন।জানা গেছে,আগামী দিনে জেলার রক্ত সংকট মেটাতে আরও বেশি করে এমন স্বেচ্ছামূলক কাজ করবেন গঙ্গারামপুর কলেজের ছাত্রছাত্রীরা।

কুমারগঞ্জে সিমেন্টের রাস্তার দাবিতে পথ অবরোধ  নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর :-আশ্বাসের পরেও মেলেনি সিমেন্টের রাস্তা। অব...
15/09/2022

কুমারগঞ্জে সিমেন্টের রাস্তার দাবিতে পথ অবরোধ

নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর :-আশ্বাসের পরেও মেলেনি সিমেন্টের রাস্তা। অবশেষে বৃহস্পতিবার সিমেন্টের রাস্তার দাবিতে পথ অবরোধ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার চার নম্বর রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সুলোন্টাপাড়া গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারগঞ্জ ব্লকের সাহাপুকুর থেকে সুলোন্টাপাড়া প্রায় ২ কিলোমিটার বেহাল এই রাস্তার জেরে হামেশায় ঘটে চলেছে দুর্ঘটনা। সাইকেল, অটো, টোটো, বাইক, ট্রাক্টর সহ যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। অগত‍্যা প্রাণের ঝুঁকি নিয়েই কয়েক হাজার ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াত করছেন। ফলে দীর্ঘদিন ধরে এই জরাজীর্ণ রাস্তা সিমেন্ট দিয়ে ঢালাই না হওয়াই এলাকার বাসিন্দারা ব‍্যাপক ক্ষুব্ধ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অতুল বাস্কে, অনিতা, লায়লা মণ্ডল সহ অনেকেই জানান, "এই জরাজীর্ণ রাস্তা অনেকদিন আগেই উদবোধন হয়েছিল, কিন্তু আজও অবধি রাস্তার কাজ চালুই হয়নি। অথচ জনপ্রতিনিধিরা বারবার শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এদিকে রাস্তার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়েছে। তাই আজকে আমাদের এই পথ অবরোধ।"

কুমারগঞ্জ ব্লকের বিডিও ছেওয়া তামাং বলেন, "এটা কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের রাস্তার কাজ, মূলত ফাণ্ডের জন‍্যই এই সমস‍্যা। তবে রাস্তাটি করার জন‍্য দ্রুতই ব‍্যবস্থা নেওয়া হবে।"

দক্ষিণ দিনাজপুর থেকে পায়ে হেঁটে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের দপ্তরে তৃণমূল কর্মীনাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর :-মালদা জেল...
10/09/2022

দক্ষিণ দিনাজপুর থেকে পায়ে হেঁটে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের দপ্তরে তৃণমূল কর্মী

নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর :-মালদা জেলার ৮ বছর বয়সি সায়ন্তিকা দাসের পর এবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ৪ জন তৃণমূল কর্মী মোল্লাদিঘি থেকে পাড়ি দিল কলকাতায়। ৪৭০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের দপ্তরে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে শণিবার প্রথম দিন পদযাত্রা শুরু তাদের। সকাল ১১টায় কুমারগঞ্জ ব্লকের মোল্লিদিঘি থেকে রওনা দেন তাঁরা। তাঁদেরকে উৎসাহ দিতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন নেতারা তাঁদের সঙ্গে পা মেলান। উল্লেখ্য, রোদ - ঝড় - বৃষ্টিকে উপেক্ষা করেই হেঁটে যাচ্ছেন তাঁরা। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ফাঁকে কখনও রাস্তার ধারে বিশ্রাম নিচ্ছেন, আবার কখনও রওনা দিচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে।

17/08/2022

সেতুর দাবিতে সরব গ্রামবাসীরা

*নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর :-* গ্রামে প্রবেশ করতে গেলে প্রথমেই খাঁড়ির সম্মুখীন হতে হয়। অথচ আশ্চর্যের বিষয় হল, খাঁড়ির উপরে নেই কোন কালভার্ট বা সেতু। শুধু তাই নয়, এখানে গ্রাম আছে, গ্রামের মানুষ আছে, অঙ্গনুয়াড়ি সেন্টার ও প্রাইমারি স্কুলও আছে কিন্তু গ্রামে এখনও পাকা রাস্তায় তৈরি হয়নি। দেশ স্বাধীনতা লাভের পর কেটে গেছে প্রায় দীর্ঘ কয়েক দশক। কিন্তু এত বছর পরেও সেতু ও পাকা রাস্তার মুখ দেখেনি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত মোহনা সাত নং অঞ্চলের চক বেহাতর গ্রামবাসীরা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন নেতা-মন্ত্রীদের ফাঁকা প্রতিশ্রুতি পেয়ে এসেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বিশেষকরে বর্ষাকালে এই খাঁড়ির জলস্তর আরো বেড়ে যায় এবং মাটির রাস্তাটিও নোংরা জলকাদায় ভরে যায়। ফলে গ্রামে যানবাহন ঢোকা তো দূরের কথা, হেঁটে যাতায়াত করাটাও অসুবিধা হয়ে দাঁড়ায়।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা সীমা বেসরা দুঃখের সুরে জানান, "আমরা অনেকবার বিডিওর কাছে দরখাস্ত জমা দিয়েছিলাম, বলছে কালভার্ট বা সেতু হবে কিন্তু হচ্ছেটা কই? আমাদের বাচ্চাদের স্কুলে যাওয়া, বালুরঘাট শহরে প্রয়োজনীয় কাজে নিত্যনৈমিত্তিক যাতায়াত সহ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই খাঁড়ি ও রাস্তা পেরোতে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়।"

চক বেহাতর গ্রামেরই অন‍্য আর এক বাসিন্দা অমল হেমরম ক্ষোভের সঙ্গে জানান, "আমাদের এখানে সেতু না হয়ে অনেক অসুবিধা হচ্ছে। জরুরিভিত্তিক কেউ অসুস্থ হলে সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারিনা, তখন রাস্তাতেই রোগী মারা যায়। তাই আমরা চাই, দ্রুত সেতু ও পাকা রাস্তা তৈরি

01/07/2022

আজ ধুপগুড়ি নতুন দিশা সোসাইটির পক্ষ থেকে রথযাত্রা উপলক্ষে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ধুপগুড়ি মায়ের স্থান এর সামনে থেকে দর্শনার্থীদের ও পথ চলতি মানুষদের হাতে পানীয়, শরবত মানুষের হাতে তুলে দেওয়া হয় । ২০০০টি মানুষের হাতে এই পানীয় জলের গ্লাস তুলে দেওয়া হয়েছে। তাদের আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুপগুড়ি নতুন দিশা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক বিপ্লব রায় বিশিষ্ট সমাজসেবী সুভাষ রায় ও নতুন দিশা ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্য ও সদস্যা ।

ধুপগুড়ি থেকে তিতিক্ষা দত্তের রিপোর্ট

21/06/2022

রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে প্রার্থীপদেই সিলমোহর বিরোধীদের, ২৭ জুন মনোনয়ন পেশ করবেন তিনি।

আজকে কুমারগঞ্জ ব্লকে সিপিএমের রাজ্য তথা গোটা দেশে সর্বত্র শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে মহামিছিল
21/06/2022

আজকে কুমারগঞ্জ ব্লকে সিপিএমের রাজ্য তথা গোটা দেশে সর্বত্র শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে মহামিছিল

আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুমারগঞ্জ ব্লকের গোপাললগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হলো মেধা-ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠ...
15/06/2022

আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুমারগঞ্জ ব্লকের গোপাললগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হলো মেধা-ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

10/06/2022

এখনো জোটেনি বয়স্ক ভাতা, অসহায়ভাবে দিন কাটাচ্ছেন স্বামী-স্ত্রী

03/06/2022

মাধ্যমিকে ৬৯৩ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন বাঁকুড়ার অর্নব ঘোরাই এবং বর্ধমানের রৌনাক মন্ডল।

অভিনব সাইকেল আবিষ্কার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের এক যুবকের
09/05/2022

অভিনব সাইকেল আবিষ্কার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের এক যুবকের

06/05/2022

বাংলা উন্নয়নের পথে কমাসূচি শুরু হল বালুঘাট হাইস্কুল ময়দানে

06/05/2022

বালুরঘাট হাইস্কুল ময়দানে শুরু হল 'বাংলা উন্নয়নের পথে কমাসূচি

আদিবাসীদের স্বনির্ভর করতে উন্নত প্রজাতির ছাগল ও হাঁসের বাচ্চা বিতরণ। http://rntvnews.in/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%bf%e0%a...
29/04/2022

আদিবাসীদের স্বনির্ভর করতে উন্নত প্রজাতির ছাগল ও হাঁসের বাচ্চা বিতরণ। http://rntvnews.in/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4/
আদিবাসীদের স্বনির্ভর করতে উন্নত প্রজাতির ছাগল ও হাঁসের বাচ্চা বিতরণ।

27/04/2022

কুশমন্ডি ব্লকে বাল্যবিবাহ ও শিশু পাচার বন্ধ করতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়

25/04/2022

ময়নাগুড়ি নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে ধিক্কার মিছিল

15/04/2022

বাঙালিরা মেতে উঠেছে নববর্ষের আনন্দে

12/04/2022

কল্যাণী জহর নবোদয় বিদ্যালয়ের উদ্যোগে সোশ্যাল সায়েন্স পার্ক

12/04/2022

সোমবার সন্ধ্যার দিকে ধূপগুড়ি শহরের মসজিদ মোড় এলাকায় ইলেকট্রিক ট্রান্সফরমারে হঠাৎ আগুন

03/04/2022

আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা

28/03/2022

দীর্ঘ ৩৮ বছর পায়ে হেঁটেই হকারের কাজ নিতাই বসাকের, অবাক কুমারগঞ্জবাসী

28/03/2022

নদীয়ার নবদ্বীপের স্বরূপ গঞ্জ ফেরি ঘাট ও নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণ নগরের যাবার রাস্তায় পথ অবরোধ বন্ধ সমর্থকদের।

27/03/2022

ফের পথে নামল ধুপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ

Address

KUMARGANJ, DAKSHIN DINAJPUR
Balurghat
733141

Alerts

Be the first to know and let us send you an email when RN TV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RN TV News:

Videos

Share

Category


Other TV Channels in Balurghat

Show All