Wbjobexam

Wbjobexam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Wbjobexam, Balurghat.

পি এম কিষান ১৫ তম কিস্তির টাকার তারিখ ঘোষণা হলো দীর্ঘ প্রতীক্ষার পরে পি এম কিষানে টাকা দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ...
13/11/2023

পি এম কিষান ১৫ তম কিস্তির টাকার তারিখ ঘোষণা হলো দীর্ঘ প্রতীক্ষার পরে পি এম কিষানে টাকা দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কত তারিখে টাকা দিবে সেটা জানিয়ে দিয়েছে মোদী | দেশের প্রায় সাড়ে আট কোটির মতো কৃষকের ব্যাংকে সরাসরি এই ১৫ তম কিস্তির টাকা ঢুকতে চলেছে তার জন্য প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠান আয়োজন করেছেন | কয়েক হাজার কৃষকের টাকা এইবার তাদের ব্যাংকে আর ঢুকবে না |...

কৃষকদের পি এম কিষান প্রকল্পের ১৫ তম কিস্তির টাকা এই তারিখে ঢুকবে, পি এম কিষান ১৫ তম কিস্তির টাকার তারিখ ঘোষণা হলো

লক্ষীর ভান্ডারের জন্য আর অপেক্ষা করে হবে না লক্ষীর ভান্ডারের আবেদন করার জন্য এবার আর দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা...
11/11/2023

লক্ষীর ভান্ডারের জন্য আর অপেক্ষা করে হবে না লক্ষীর ভান্ডারের আবেদন করার জন্য এবার আর দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হবে না, রাজ্যের মন্ত্রিসভার বড়ো সিদ্ধান্ত এইবার থেকে সারা বছর লখীর ভান্ডারের আবেদন চলবে | এই জন রাজ্য সরকার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে, রাজ্যের সব মহিলাদের জন্য দিলো দীপাবলির শুভেচ্ছা | এইবার থেকে আর লক্ষীর ভান্ডার আবেদন করতে কোনো অসুবিধা হবে না বলে খুশি প্রকাশ করেছে রাজ্যের সব মহিলারা | মমতা ব্যানার্জী ঘোষণা করেছে যে এবার থেকে আর দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হবে না, আগে লক্ষীর ভান্ডার আবেদন করার জন্য শুধুমাত্র দুয়ারে সরকার আসার জন্য অপেক্ষা করতে হতো কিন্তু এইবার থেকে সারাবছর আপনি লক্ষীর ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন |...

শুধু এবার দুয়ারে সরকারেই নয়, সারা বছর লক্ষীর ভান্ডার আবেদন করা যাবে, লক্ষীর ভান্ডারের জন্য আর অপেক্ষা করে হবে না

পুজোর পরেই খুলছে Oasis স্কলারশিপ পোর্টাল অনেকদিন হলো স্কলারশিপ নতুন ও রেনুয়াল আবেদন বন্ধ করে রেখেছে রাজ্যের স্টাইপেন্ড ব...
27/10/2023

পুজোর পরেই খুলছে Oasis স্কলারশিপ পোর্টাল অনেকদিন হলো স্কলারশিপ নতুন ও রেনুয়াল আবেদন বন্ধ করে রেখেছে রাজ্যের স্টাইপেন্ড বিভাগ, কিছুতেই পোর্টাল খুলছে না এর মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় যে এখন থেকে ভারত সরকারের নতুন নির্দেশ এসেছে, এই নির্দেশ মেনেই এখন স্কলারশিপ আবেদন করতে হবে ছাত্রছাত্রীদের | যারা আবেদন ও রেনুয়াল করেছেন তাদেরকে আবার নতুন করে আর আবেদন করতে হবে না কিন্তু যারা আবেদন করতে পারেননি এখনো তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে |...

Oasis Scholarship 2023-24 আবেদন বন্ধ আছে, কবে খুলবে এই পোর্টাল ? পুজোর পরেই খুলছে Oasis স্কলারশিপ পোর্টাল , oasis 2023

খাদ্যদপ্তর নবান্নকে ৬০০০ বাংলা সহায়তা কেন্দ্র খোলার প্রস্তাব দিলো রাজ্যের খাদ্যদপ্তর একটি প্রস্তাব পাঠিয়েছে নবান্নে, যেখ...
23/10/2023

খাদ্যদপ্তর নবান্নকে ৬০০০ বাংলা সহায়তা কেন্দ্র খোলার প্রস্তাব দিলো রাজ্যের খাদ্যদপ্তর একটি প্রস্তাব পাঠিয়েছে নবান্নে, যেখানে রাজ্যের রেশন দোকানগুলিতে বাংলা সহায়তা কেন্দ্র চালু করার জন্য | বর্তমান রাজ্যে ব্লকে ব্লকে বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে রাজ্যের সমস্ত সরকরি পরিষেবা বিনামূল্যে প্রদান করা হয়, প্রায় ৩২১ টির মতো পরিষেবা বিনামূল্যে দিয়ে থাকে রাজ্যের এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি | তাতে এইগুলির সমস্ত খরচ বহন করে রাজ্য সরকার | ইতিমধ্যে রাজ্যে প্রায় ৫০০০ এর মতো বাংলা সহায়তা কেন্দ্র খোলা আছে | আরো খোলার জন্য বলা হয়েছে যেখানে অনেক দূর থেকে মানুষজন এই কেন্দ্রগুলিতে আস্তে পারে না তার জন্য আরো ৩০০০ এর মতো বাংলা সহায়তা কেন্দ্র খুলতে বলা হয়েছে, তার জন্য বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছিল |...

রাজ্যে রেশন দোকানে আরো ৬০০০ বাংলা সহায়তা কেন্দ্র খোলার প্রস্তাব পাঠালো খাদ্যদপ্তর

রাজ্যে হতে চলেছে ৭,৫০০ নিয়োগ পুজোর আগেই ইতিমধ্যেই রাজ্যে মিটেছে পঞ্চায়েত ভোট। তারপরই পঞ্চায়েতের ত্রিস্তরে শূন্যপদ পূরণে ...
03/09/2023

রাজ্যে হতে চলেছে ৭,৫০০ নিয়োগ পুজোর আগেই ইতিমধ্যেই রাজ্যে মিটেছে পঞ্চায়েত ভোট। তারপরই পঞ্চায়েতের ত্রিস্তরে শূন্যপদ পূরণে উদ্যোগী হলো রাজ্য সরকার। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সব মিলিয়ে প্রায় ৭,৫০০ শূন্যপদ পূরণের তোড়জোড় শুরু হয়েছে। রাজ্যের এক পদস্থ করতে জানিয়েছে,গ্রামোন্নয়নের নানারকম কাজ মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে এই শূন্যপদ জরুরি। তাই রাজ্য প্রশাসন ইতিমধ্যেই নিয়োগের জন্য নীতিগত সম্মতি দিয়েছে। পরবর্তীধাপে মন্ত্রিসভা এবং অর্থদপ্তরের সম্মতি মিললেই সংশ্লিষ্ট পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ বিজ্ঞপ্তি জারি করবে। এই প্রক্রিয়া দূর্গা পূর্জার আগেই শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন শীর্ষকর্তারা। পঞ্চায়েতের তিনস্তরে এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট,গ্রাম সহায়ক,নির্মাণ সহায়ক,গ্রাম পঞ্চায়েত সচিব,একাউন্টস ক্লার্ক,ক্যাশিয়ার কাম স্টোর কিপার সহ বিভিন্ন পদে নিয়োগ হবে।...

৭৫০০ নিয়োগ পঞ্চায়েতে, নিয়োগ প্রক্রিয়া শুরু পুজোর আগেই, রাজ্যে হতে চলেছে ৭,৫০০ নিয়োগ পুজোর আগেই ,latest job update

সিভিকদের জন্য চাকরি ৩৫ বছর করলো রাজ্য সরকার ভোটের মুখেই দিদির আর একবার চমক, এবার সিভিক ভলান্টিয়ারদের মুখে হাসি ফাটালেন ম...
02/09/2023

সিভিকদের জন্য চাকরি ৩৫ বছর করলো রাজ্য সরকার ভোটের মুখেই দিদির আর একবার চমক, এবার সিভিক ভলান্টিয়ারদের মুখে হাসি ফাটালেন মমতা ব্যানার্জী। 2011 সালে মমতা ব্যানার্জী সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্ট শুরু করেন, তার পর থেকে ধীরে ধীরে অনেকটাই পরিবর্তন এনেছেন সিভিক ভলান্টিয়ারদের জন্য। এখন সামনে ভোট সেদিকে লক্ষ্য রেখে আর একটি নতুন ঘোষণা করলেন মমতা ব্যানার্জী।সিভিক ভলান্টিয়ার নিয়োগের ক্ষেত্রে প্রাথীদের বয়সের উর্দ্ধসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩৫ করার কথা চিন্তা ভাবনা চলছে।...

সিভিকদের জন্য চাকরি ৩৫ বছর করলো রাজ্য সরকার, সিভিক ভলান্টিয়ারদের জন্য বড়ো সুখবর দিলো মমতা, ৩৫ বছর পর্যন্ত চাকরি

রাজ্যে আবার বিরাট বড়ো ঘোষণা, শুধুমাত্র মাধ্যমিক পাশে খাদ্যদপ্তরে গ্রুপ সি পদে চাকরি আবেদন অনলাইন শুরু হলো। PSC FOOD SUB ...
25/08/2023

রাজ্যে আবার বিরাট বড়ো ঘোষণা, শুধুমাত্র মাধ্যমিক পাশে খাদ্যদপ্তরে গ্রুপ সি পদে চাকরি আবেদন অনলাইন শুরু হলো। PSC FOOD SUB INSPECTOR Apply Last Date - ২৩ অগাস্ট থেকে আবেদন চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।জেনারেল কাস্টদের জন্য ১১০ টাকা আর এস সি, এস টি ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে আবেদন নেওয়া হচ্ছে। বয়স - ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। এস সি, এস টি ও ওবিসি দের জন্য ৫ বছর ও ৩ বছরের ছাড় রয়েছে। পরীক্ষা হবে মাল্টিপল চয়েস টাইপের। পরীক্ষার প্রশ্ন হবে মাধ্যমিক মানের | অনলাইন আবেদন করুন এই পোর্টাল থেকে- Apply Now অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড- Download

রাজ্যে আবার বিরাট বড়ো ঘোষণা, শুধুমাত্র মাধ্যমিক পাশে খাদ্যদপ্তরে গ্রুপ সি পদে চাকরি আবেদন অনলাইন শুরু হলো।

লক্ষীর ভান্ডার বন্ধ হবে,করতে হবে আধার লিংক মমতা ব্যানার্জীর সাধের প্রকল্প লক্ষীর ভান্ডারের সূচনা করেছিলেন। ২০২১ সালে দুয়...
17/08/2023

লক্ষীর ভান্ডার বন্ধ হবে,করতে হবে আধার লিংক মমতা ব্যানার্জীর সাধের প্রকল্প লক্ষীর ভান্ডারের সূচনা করেছিলেন। ২০২১ সালে দুয়ারে সরকারে মাধ্যমে লক্ষ লক্ষ ফর্ম জমা পড়েছিল সেই ক্যাম্পে। বর্তমানে রাজ্যে ২ কোটিরও বেশি মহিলা প্রতি মাসে লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন। জেনারেল হলে ৫০০ টাকা ও তপশিলি জাতি ও তপশিলি উপজাতি হলে ১০০০ টাকা করে প্রতি মাসে। সাধারণত প্রতি মাসের ১০ তারিখের মধ্যেই এই লক্ষীর ভান্ডার টাকা ঢুকে যায় সবার ব্যাঙ্কে। সম্প্রতি এরই মধ্যে প্রায় ৩ লক্ষেরও বেশি লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে গেছে।...

লক্ষীর ভাণ্ডারে আধার লিংক শুরু হচ্ছে শীগ্রই, লক্ষীর ভান্ডার বন্ধ হবে,করতে হবে আধার লিংক, laxmi bhandar breaking news 2023

মোদী দেবে ৫০০ টাকা করে, চালু হচ্ছে 'বিশ্বকর্মা, প্রকল্প স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 'বিশ্বকর্মা' ন...
17/08/2023

মোদী দেবে ৫০০ টাকা করে, চালু হচ্ছে 'বিশ্বকর্মা, প্রকল্প স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 'বিশ্বকর্মা' নামে একটি নতুন প্রকল্প। তার পরেই 'পি এম বিশ্বকর্মা' প্রকল্পের আর্থিক সহায়তার সব কিছু জানিয়ে দিলো দেশবাসীকে। তাতে বলা হয়েছে, চিরাচরিত দক্ষতা নির্ভর পেশার সঙ্গে যুক্তরা ৩ লক্ষ টাকা পর্যন্ত ভুর্তুকিতে ঋণ পাবেন। নির্দিষ্ট করে ১৮টি পেশাকে এই প্রকল্পের সুবিধার জন্য বেছে নেওয়া হয়েছে। কুম্ভকার,কর্মকার,কাঠমিস্ত্রির মতো চিরাচরিত পেশার সঙ্গে যুক্তদের মাত্র ৩ শতাংশ সুদে এই ঋণ দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, চিরাচরিত এই পেশাগুলি মূলত পারিবারিকভিত্তিক।...

মোদী চালু করলেন 'বিশ্বকর্মা' প্রকল্প, কি সুবিধা পাবে গরিব মানুষ জেনে নিন, মোদী দেবে ৫০০ টাকা করে, চালু হচ্ছে 'বিশ্বক.....

এবার ১ মাস নয়, একদিনেই রেজিস্ট্রি বিয়ে ও সার্টিফিকেট হাতে আর বিয়ের জন্য এক মাস দুই মাস দেরি নয়, রাজ্যস অরকারের নতুন সিদ্...
10/07/2023

এবার ১ মাস নয়, একদিনেই রেজিস্ট্রি বিয়ে ও সার্টিফিকেট হাতে আর বিয়ের জন্য এক মাস দুই মাস দেরি নয়, রাজ্যস অরকারের নতুন সিদ্ধান্ত | একবার আপনি একদিনেই বিয়ে করতে পাবেন | পালিয়ে বিয়ে,প্রেম করে বিয়ে,ভালোবেসে বিয়ে যেভাবেই বিয়ে করুন না কেন এবার আর আপনাকে এক দুই মাস দেরি করার কোনো দরকার নেই | এবার আপনি সরকারি ভাবে একদিনেই বিয়ের রেজিস্ট্রেশন করতে পারবেন | একদিনেই বিয়ে আর একদিনেই বিয়ের সার্টিফিকেট হাতে পাবেন বাড়িতে বসেই | এর জন্য আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না |...

রাজ্যে একদিনেই তৎকাল বিয়ে চালু করছে রাজ্য সরকার, এবার ১ মাস নয়, একদিনেই রেজিস্ট্রি বিয়ে ও সার্টিফিকেট হাতে,

সামনে পঞ্চায়েত ভোট মাথায় রেখে লক্ষীর ভান্ডার আগেই রাজ্য সরকরের ঘোষণা অনুযায়ী রাজ্যের সব মহিলাদেরকে মমতা সরকার দিয়ে আসছে ...
01/07/2023

সামনে পঞ্চায়েত ভোট মাথায় রেখে লক্ষীর ভান্ডার আগেই রাজ্য সরকরের ঘোষণা অনুযায়ী রাজ্যের সব মহিলাদেরকে মমতা সরকার দিয়ে আসছে ৫০০ ও ১০০০ টাকা প্রতি মাসে | রাজ্যের সাদাহরণ মহিলারা পান ৫০০ টাকা করে প্রতি মাসে আর রাজ্যের তপশিলি জাতির মহিলারা পান মাসে ১০০০ টাকা করে | এর আগে দুর্র্গ পূজা উপলক্ষে রাজ্যের মহিলাদের এক মাস আগেই পুজোর জন্য লক্ষীর ভান্ডারের টাকা দিয়েছে মমতা ব্যানার্জী | এটি মধ্যেই রাজ্যের প্রায় ৪ লক্ষ মহিলার লখীর ভান্ডার বন্ধ হয়েছে |...

লক্ষীর ভান্ডার এবার পঞ্চায়েত ভোটার আগেই -সূত্র, সামনে পঞ্চায়েত ভোট মাথায় রেখে লক্ষীর ভান্ডার আগেই, laxmi bhandar july payment 2023

জুলাই মাসে প্রচুর বৃষ্টি স্বস্তির খবর রাজ্যে বৃষ্টি নেই বৃষ্টি নেই এরকম সবার মুখে একরকম কথা | সেই কথার অবসান হলো | জুলাই...
01/07/2023

জুলাই মাসে প্রচুর বৃষ্টি স্বস্তির খবর রাজ্যে বৃষ্টি নেই বৃষ্টি নেই এরকম সবার মুখে একরকম কথা | সেই কথার অবসান হলো | জুলাই মাসে রাজ্যের বেশির ভাগ অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে | এমনটাই পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর | চলতি মাসে কোথায় বৃষ্টি হবে তা ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর | তাতে বলা হয়েছে 'এল নিনো' র ভ্রূকুটি সত্ত্বেও জুলাইয়ে সার্বিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হবে | পূর্ব, মধ্য, ও সংলগ্ন দক্ষিণ ভারতের কিছু অংশে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকেও বেশি বৃষ্টি হতে পারে | এই এলাকার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গও | তবে মধ্য ও উত্তরবঙ্গের কিছু অংশে স্বভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে | দক্ষিণ ভারত ও উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম ভারতের বেশির ভাগ অংশেই স্বাভাবিকের থেকে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা |...

স্বভাবিকের তুলনায় জুলাই মাসে বেশি বৃষ্টির আশঙ্কা, জুলাই মাসে প্রচুর বৃষ্টি স্বস্তির খবর রাজ্যে, ভারী থেকে অতিভার...

তাড়াতাড়ি করে নিন পি এম কিষানের আপডেট, সরকার জারি করলো পি এম কিষাণের মোবাইল এপ্লিকেশন
22/06/2023

তাড়াতাড়ি করে নিন পি এম কিষানের আপডেট, সরকার জারি করলো পি এম কিষাণের মোবাইল এপ্লিকেশন

তাড়াতাড়ি করে নিন পি এম কিষানের আপডেট, সরকার জারি করলো পি এম কিষাণের মোবাইল এপ্লিকেশন

বর্ষা রাজ্যে ঢুকছে খুব তাড়াতাড়ি, সোম-মঙ্গলেই আসছে রাজ্যে বর্ষা অবশেষে স্বস্তির বার্তা দিলো রাজ্যের আবহাওয়া অফিস | চলতি স...
17/06/2023

বর্ষা রাজ্যে ঢুকছে খুব তাড়াতাড়ি, সোম-মঙ্গলেই আসছে রাজ্যে বর্ষা অবশেষে স্বস্তির বার্তা দিলো রাজ্যের আবহাওয়া অফিস | চলতি সপ্তাহে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস কিন্তু আগামী সপ্তাহের শুরুতেই গরম কিছুটা কমবে | আগামী বর্ষার শুরুতেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে | গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে যে চরম অস্বস্তিকর গরম চলছে তার কারণ কি ? আবহাওয়াবিদরা বলছেন, একদিক থেকে উত্তর-পশ্চিম দিক থেকে শুস্ক ও উষ্ণ হাওয়া ঢুকছে |...

বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে সোম-মঙ্গলে - জানিয়ে দিলো হাওয়া অফিস, বর্ষা রাজ্যে ঢুকছে খুব তাড়াতাড়ি, সোম০মঙ্গলেই আসছে রা...

কেওয়াইসি ও আধার সংযোগ নেই,এমন কৃষকের পিএম কিষান এবার ঢুকবে না প্রধামন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে বছরে ছয় হ...
14/06/2023

কেওয়াইসি ও আধার সংযোগ নেই,এমন কৃষকের পিএম কিষান এবার ঢুকবে না প্রধামন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে বছরে ছয় হাজার করে দুইবার টাকা পান কৃষকরা | প্রতি বছর চার মাস অন্তর বছরে তিনবার করে ২০০০ টাকা করে কিস্তির টাকা পান কৃষকদের বড়ো একটা অংশ | এই প্রকল্পের ১৪ তম কিস্তির টাকা এমাসেই ঢোকার কথা | কিন্তু তার জন্য তিনটি কাজ সব কৃষকদের শেষ করার কথা | এই তিনটি কাজ শেষ না করলে এইবার কৃষকদের ব্যাঙ্কে এই কিস্তির টাকা ঢুকবে না |...

রাজ্যের প্রায় ১৫ লক্ষ কৃষক পি এম কিষানের টাকা এবার পাবেন না, কেওয়াইসি ও আধার সংযোগ নেই,এমন কৃষকের পিএম কিষান এবার ঢ....

সবার জন্য আধার নম্বর লিংক করতে হবে -নির্দেশ কেন্দ্র সরকারের আবাস যোজনার উপভোক্তাদের আধার লিংক করতে হবে , যারা বাড়ি পেয়ে ...
13/06/2023

সবার জন্য আধার নম্বর লিংক করতে হবে -নির্দেশ কেন্দ্র সরকারের আবাস যোজনার উপভোক্তাদের আধার লিংক করতে হবে , যারা বাড়ি পেয়ে গিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ উপভোক্তা আধার লিংক করেন নি | কেন্দ্র সরকার নির্দেশ জারি করেছে যে সবাইকে আধার লিংক করতে হবে | কেন্দ্র সরকার রাজ্যের জেলাগুলিকে নির্দেশ দিয়েছে জুন মাসের মধ্যেই আধার লিংকের প্রক্রিয়া শেষ করতে হবে | আধার লিংক করা নেই এমন উপভোক্তার সংখ্যা ১৫ লক্ষ | তবে আবাস প্লাস উপভোক্তাদের আধার লিংকের প্রক্রিয়া প্রায় ৯৯ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে | জেলা আধিকারিকরা বলছেন কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছেন, সেই টাকা পেতে রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে |...

আবাস প্লাস প্রকল্পে আধার লিংক বাধ্যতামূলক করলো কেন্দ্র সরকার , সবার জন্য আধার নম্বর লিংক করতে হবে -নির্দেশ কেন্দ্....

একদফায় রাজ্যে পঞ্চায়েত ভোটের ঘোষণা করলো নির্বাচন কমিশন শেষমেশ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে জারি হলো ভোটের ঘোষণা | রা...
12/06/2023

একদফায় রাজ্যে পঞ্চায়েত ভোটের ঘোষণা করলো নির্বাচন কমিশন শেষমেশ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে জারি হলো ভোটের ঘোষণা | রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করলো রাজ্য নির্বাচন কমিশন | রাজ্যে আগামী ৮ জুলাই এক দফায় পঞ্চায়েত ভোট | গোটা রাজ্যে এক দিনেই ভোট হবে বলে জানিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশন | ভোটের ফলাফল কবে ঘোষণা হবে সেটা সঠিক না বললেও ১১ জুলাই ভোটার ফলাফল ঘোষণা হতে পারে বলে তিনি জানিয়েছেন |...

৮ জুলাই পঞ্চায়েত ভোটের ঘোষণা করলো নির্বাচন কমিশন, একদফায় রাজ্যে পঞ্চায়েত ভোটের ঘোষণা করলো নির্বাচন কমিশন, west bengal pancha...

২০২৩ সালের ১লা জুলাই থেকে স্নাতকস্তরে ভর্তি শুরু হলো রাজ্যে জুলাই মাসের এক তারিখ থেকে রাজ্যের কলেজগুলিতে শুরু হবে স্নাতক...
04/06/2023

২০২৩ সালের ১লা জুলাই থেকে স্নাতকস্তরে ভর্তি শুরু হলো রাজ্যে জুলাই মাসের এক তারিখ থেকে রাজ্যের কলেজগুলিতে শুরু হবে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া | সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলো রাজ্যের উচ্চশিক্ষা দরতর | এই বছর আবার আগের মতোই কলেজের নিজের পোর্টাল থেকেই ভর্তির প্রক্রিয়ার কাজ চালাতে হবে | ১লা জুলাই থেকে আবেদনের পোর্টাল খোলা হবে আর ১৫ জুল যা পর্যন্ত আবেদন চলবে | আবেদনের পর ২০ জুলাই এর মধ্যেই মেধা তালিকা প্রকাশ করতে হবে | ৩১ জুলাই এর মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে এক অগাস্ট থেকে ক্লাস শুরু করতে বলা হয়েছে |...

১লা জুলাই থেকে রাজ্যে স্নাতক স্তরে ভর্তি শুরু বিজ্ঞপ্তি জারি, ২০২৩ সালের ১লা জুলাই থেকে স্নাতকস্তরে ভর্তি শুরু হ.....

দশম ও দ্বাদশ শ্রেণীর স্কুল খুলছে আগামী ৫ জুন ও প্রাথমিক খুলছে ৭ জুন অনেক জল্পনার অবসান ঘটিয়ে স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি ...
31/05/2023

দশম ও দ্বাদশ শ্রেণীর স্কুল খুলছে আগামী ৫ জুন ও প্রাথমিক খুলছে ৭ জুন অনেক জল্পনার অবসান ঘটিয়ে স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি করলো স্কুল শিক্ষা দপ্তর | মঙ্গলবার স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, ৫ জুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল ও ৭ জুন প্রাথমিক স্কুল খুলবে | এমনিতেই পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী ৫ ও ৭ জুন স্কুল খোলার কথা | সেকথাই মনে করিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে নির্দিষ্ট দিনে আর স্কুল খুলতে আর কোনো বাধা নেই | বাড়তি ক্লাস নিয়ে সিলেবাস শেষ করার নির্দেশ দিয়েছে সচল শিক্ষা দপ্তর |...

গরমের ছুটির পর আগামী ৫ ও ৭ জুন স্কুল খুলছে, দশম ও দ্বাদশ শ্রেণীর স্কুল খুলছে আগামী ৫ জুন ও প্রাথমিক খুলছে ৭ জুন

প্যানকার্ড ও আধার কার্ড দিতে হচ্ছে নোট বদল করতে, বাতিল নয় নোট এখনই ২৩ মে থেকেই দেশে শুরু হয়েছে নোট বদলের পালা, কিন্তু এখ...
29/05/2023

প্যানকার্ড ও আধার কার্ড দিতে হচ্ছে নোট বদল করতে, বাতিল নয় নোট এখনই ২৩ মে থেকেই দেশে শুরু হয়েছে নোট বদলের পালা, কিন্তু এখন চাওয়া হচ্ছে প্যানকার্ড ও আধার নম্বর | প্রশ্ন তুলে চিঠি অর্থমন্ত্রকে | রিসার্ভ ব্যাঙ্ক বলেছিলো আর এক রকম কিন্তু বাস্তবে হচ্ছে র ঠিক উল্টোটা | রিসার্ভ ব্যাঙ্ক বলেছিলো ২০০০ টাকার নোট বদল করতে কোনো নথি বা প্রমাণপত্র দেখতে হবে না বা কোনো ফর্ম ফিলাপ করতে হবে না | এমনটাই জানিয়েছিল দেহসের রিসার্ভ ব্যাঙ্ক |...

এখনই ২০০০ টাকার নোট বন্ধ হচ্ছে না জানালো রিজার্ভ ব্যাঙ্ক, প্যানকার্ড ও আধার কার্ড দিতে হচ্ছে নোট বদল করতে, বাতিল ন.....

শেষমেষ রাজ্যসরকার চালু করলো ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ ১০% রাজ্য সরকার এবার শেষমেষ চালু করলো অনগ্রসরশ্রেণীদের জন্য সংরক...
28/05/2023

শেষমেষ রাজ্যসরকার চালু করলো ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ ১০% রাজ্য সরকার এবার শেষমেষ চালু করলো অনগ্রসরশ্রেণীদের জন্য সংরক্ষণ কোটা | এতদিন রাজ্য সরকার চালু করেনি এই নিয়ম কিন্তু কেন্দ্র সরকার বছর আগেই এই নিয়ম চালু করে দিয়েছিলো দেশে কিন্তু রাজ্যে এই নিয়ম এখনো পর্যন্ত কার্যকর হয়নি | সেই নিয়ম এবার থেকে রাজ্যে চালু হলো | রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে | রাজ্যে আর্থিকভাবে অনগ্রসরদের সংরক্ষণ সরকারিভাবে চালু হলো | রাজ্যের সব জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ চালু করলো উচ্চশিক্ষা দপ্তর | এই বিষয়ে গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে | এই নিয়ম চালু হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে খুশির হাওয়া |...

রাজ্য সরকার চালু করলো সাধারণদের জন্য সংরক্ষণ ১০%, শেষমেষ রাজ্যসরকার চালু করলো ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ ১০%

কত তারিখ রাজ্যে আসছে ঘূর্ণিঝড় মোচা জেনে নিন আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে শুরু হতে চলেছে শত্তিশালী ঘূর্ণিঝড় মোচা | ক্রমশ...
03/05/2023

কত তারিখ রাজ্যে আসছে ঘূর্ণিঝড় মোচা জেনে নিন আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে শুরু হতে চলেছে শত্তিশালী ঘূর্ণিঝড় মোচা | ক্রমশ শক্তি বাড়িয়ে সেটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর | আবার সেটি ওডিশা -পশ্চিমবঙ্গ-বাংলাদেশ হয়ে মায়ানমার পর্যন্ত বেড়ে বঙ্গোপসাগরের ঠিক কোথায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তা নিশ্চিত করে বলা যায়নি | আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা শ্রী গনেশ দাস জানিয়েছেন, বৃহস্পতিবার নাগাদ আরও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া যাবে | এছাড়া,আরো দু-তিন দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে | আবহাওয়া দপ্তর এদিন 'মডেল' পর্যালোচনা করে জানিয়েছে, ৯ থেকে ১১ মে'র মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে পৌঁছে সেটি বাঁক নেবে উত্তর-পূর্ব দিকে |...

পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় মোচা, জানালো আবহাওয়া দপ্তর, পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় মোচা, জানা...

মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল কবে প্রকাশ হবে এই অপেক্ষায় রয়েছেন সব ছা...
29/04/2023

মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল কবে প্রকাশ হবে এই অপেক্ষায় রয়েছেন সব ছাত্রছাত্রীরা | এর আগে জানা গিয়েছিলো মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফল ঘোষণা হতে পারে | কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত মেলেনি এর আগে | তবে এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিকের ফল ঘোষণার সম্ভাব্য তারিখটি জানিয়ে দেওয়া হলো | সূত্রের খবর, মে মাসের ২০ তারিখ নাগাদ মাধ্যমিকের ফল ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে |...

মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনক্ষণ ঘোষণা করলো পর্ষদ, মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ, wbbse

নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেবার জন্য বিশেষ পদক্ষেপ নিলো নবান্ন তীব্র দাবদাহ, বহু জায়গাতেই নেমেছে ভূগর্ভস্...
29/04/2023

নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেবার জন্য বিশেষ পদক্ষেপ নিলো নবান্ন তীব্র দাবদাহ, বহু জায়গাতেই নেমেছে ভূগর্ভস্থ জলস্তর | সেইসব জায়গাতে তড়িঘড়ি জল পাঠাচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর | যেহানে জলের ব্যবস্থা নেই সেখানে বেশি করে জলে ট্যাঙ্কার পাঠাচ্ছে রাজ্য সরকার | সেই জন্য বাড়ি বাড়ি জলের সংযোগ দেবার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর | মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্প তাড়াতাড়ি বাস্তবায়িত করতে তড়িঘড়ি কাজে নেমেছে রাজ্য সরকার | সামনেই পঞ্চায়েত ভোট তার আগেই বাকি সব জেলার কাজ সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার | এই নিয়ে রাজ্যের সব জেলা শাসকদের সাথে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী | এই বৈঠকে বাড়ি বাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে জল পৌঁছে দেবার জন্য নির্দেশ জারি করেছে |...

বাড়ি বাড়ি জল পৌঁছে দেবার জন্য নতুন নির্দেশ নবান্নের , নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেবার জন্য বিশেষ পদ...

মাধ্যমিকের নাম ও বয়স সংশোধনের জুন ১০০০ টাকা ফি বাড়ানো হলো মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশ জারি হলো | এখন থেকে আপনাকে গুন...
29/04/2023

মাধ্যমিকের নাম ও বয়স সংশোধনের জুন ১০০০ টাকা ফি বাড়ানো হলো মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশ জারি হলো | এখন থেকে আপনাকে গুনতে হবে বাড়তি টাকা | মাধ্যমিকের নাম ও বয়স সংশোধনের ক্ষেত্রে এখন ১০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করলো মধ্যশিক্ষা পর্ষদ | আগে ৫ও টাকা থেকে ১০০ ও বেশি হলে ৬০০ টাকা দিতে হতো কিন্তু এখন লাফিয়ে ১০০০ টাকা ফি করলো পর্ষদ | এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে মধ্যশিক্ষা পর্ষদে | আগে নাম ও পদবি পরিবর্তন বা সংশোধন করতে গেলে আবেদনকারীকে ৫০ টাকা ফি দিতে হতো |...

মাধ্যমিকের নাম ও বয়স সংশোধনের জুন ১০০০ টাকা ফি বাড়ানো হলো, মাধ্যমিকের সার্টিফিকেট সংশোধনের জন্য ১০০০ টাকা ফি বাড়.....

Address

Balurghat

Alerts

Be the first to know and let us send you an email when Wbjobexam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wbjobexam:

Share

Nearby media companies


Other Balurghat media companies

Show All