![যেদিন তার সাথে ফেসবুকে আলাপ হয়েছিলো , সেদিন বোধয় তার জীবনে এই তৃতীয় ব্যক্তি মানুষটা ছিলো না ,, হয়তো বা আমিই ছিলাম তা...](https://img3.medioq.com/662/358/122119184156623582.jpg)
12/01/2025
যেদিন তার সাথে ফেসবুকে আলাপ হয়েছিলো , সেদিন বোধয় তার জীবনে এই তৃতীয় ব্যক্তি মানুষটা ছিলো না ,, হয়তো বা আমিই ছিলাম তাদের জীবনের তৃতীয় ব্যক্তি কে যানে? তারপর যেদিন তার সাথে তারই শহরে দেখা করলাম হয়তো সেদিনও সে তার নীরবতায় আমায় হাসি মুখে ভালোবেসে বিদায় দিয়েছিলো । সে বলেছিলো আমি তার বেস্ট ফ্রেন্ড, খুব ভালো বন্ধু । সে এটা বুঝতে পারে নি যে একজন ভালো বন্ধুই পারে সারাজীবনের দায়িত্ব খেয়াল রাখতে । কিন্তু সে তার নিজের সিদ্ধান্ত তুলে দিলো তার পরিবারের হাতে । তার পরিবার বেছে নিলো সেই তৃতীয় ব্যক্তিকে যে সারাজীবন তাকে আগলে রাখবে সুখে রাখবে ভালোবাসবে। হয়তো আমিই ভুল ছিলাম বা আমার ভাগ্য । আজ সেই ভাগ্যের কাছে হেরে যেতে হলো । যেই ভগবান একদিন এই শিব পার্বতীর জুটিকে মিলিয়ে দিয়েছিলো আজ সেই ভগবানই সব সত্যিটা জানিয়ে দিলো নয়তো এবারের টাও তাকে অভিশাপের খাতায় তুলে রাখতাম , সারাজীবন বেঈমান হয়ে আমার কলমের ছন্দে ঠাঁই পেতো। ভালোই হলো তার মুখে না হোক হঠাৎই নিজে থেকেই যেনে গেলাম তার নতুন ভালোবাসার গল্প । সাথে তাদের দুজনকে একসাথে দেখেও বেস আনন্দ লাগলো । কতটা হাসিখুশি দুজন যতটা ভয় আর দুশ্চিন্তা আমাদের মধ্যে ছিলো ততটা সাহস ও খুশি তাদের দুজনের মধ্যে দেখতে পেলাম । সেই তৃতীয় ব্যক্তি যখন তার কাঁধে হাত রেখে ফটো টা তুললো তখন খুশিতে আমার চোখ থেকে জল চলে এল । ভাবলাম একদিন আমরাও এরম ভাবে ফটো তুলেছিলাম , কিন্তু তফাৎ টা ছিলো আমাদের দুজনের দূরত্ব টা । আমি সেদিনও তার কেউ না হয়েও তার থেকে দূরত্বে দাড়িয়ে ফটো তুলেছিলাম আর আজও তার কেউ না হয়ে দূরত্বে হারিয়ে গেলাম । সেই সময় সেই যানবাহন আর সেই মুহুর্ত টা ছিল একদম আলাদা । আমি যানি সে এখন খুব খুশি তার জীবন থেকে ভয় নামক বস্তুটা আজ নেই । তার জীবনে আলো নিয়ে এসেছে এক নতুন আকাশ যেটা মেঘলা থেকেও অতীব সুন্দর নীল আকাশ । স্বচ্ছ।
লেখাটির সাথে বাস্তবে কোনো মিল নেই সম্পূর্ণ কাল্পনিক ভাবনা দিয়ে লেখা ।
লেখক - Sree Uttam