A Diary Of Mind

A Diary Of Mind " গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও, আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না ! " 🥀

🌿 মাসে অন্তত একবার শ্মশানে যেও। সঙ্গে মোবাইল নয়, সঙ্গী নয়, কর্মের উচাটন নয়, পরিবারের তাড়না নয়। সঙ্গী হবে শুধু একাকীত্ব। ...
06/09/2024

🌿 মাসে অন্তত একবার শ্মশানে যেও। সঙ্গে মোবাইল নয়, সঙ্গী নয়, কর্মের উচাটন নয়, পরিবারের তাড়না নয়। সঙ্গী হবে শুধু একাকীত্ব।

দেখো, অবিশ্রান্ত ঢেউয়ের মতো ভেসে আসে এক একটি মৃতদেহ ঘিরে পরিজনের ভীড়। নাম ছিল হয়তো তাঁর, কিন্তু এখন সে দেহমাত্র। সারা জীবন দায়িত্ব আর কর্তব্যে নিষ্ঠ কাঁধ আজ অবহেলায় দায়িত্বমুক্ত। নেই কোনো পিছুটান। ভালোবাসার মানুষকে চিরদিন ভালো রাখার অনর্থক প্রতিজ্ঞার চিরঅবসান। সোহাগী আলিঙ্গন আর রোমকূপে উত্তেজনা ছড়াবে না, প্রিয় করস্পর্শে অব্যক্ত পুলকে গেয়ে উঠবে না বসন্ত বাতাস, রোদ-বৃষ্টি-ঝর্ণা। সাতরংয়ে উজ্জ্বল চোখের ক্যানভাসে আজ শুধু একটাই রং – কালো।


#সংগৃীত

03/09/2024

🥀
🍂

30/08/2024

Kisi Ko Khona Padhta Hai, Kisi Ka Hona Padhta Hai ❤️‍🩹
🌿
🎶



29/08/2024

যে জিনিসটি আমাদের আঘাত দেয় , সেটা কোনোদিন আমাদের মলম হয়ে আরাম দিতে পারে না।
🥀
🍂
🦋


#সংগৃীত
A Diary Of Mind

27/08/2024

🦋 তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন,
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি।
🍂
🥀

A Diary Of Mind

আসলে কোন কিছুই ঠিক হয়না।   শুধু অভিনয় !!! ☺️🌿🥀🎶
20/07/2024

আসলে কোন কিছুই ঠিক হয়না।
শুধু অভিনয় !!! ☺️
🌿
🥀
🎶




10/07/2024

🌨️ আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে .......!!!!!🥀
🥀
🌧️
🌿



ধরো এই পথ যদি না শেষ হতো !তুমি কি বুঝতে গন্তব্য কতটা সুন্দর ।ধরো তোমার সঙ্গে আমার দেখা না হতো !তুমি কি সত্যি বুঝতে , আমা...
05/07/2024

ধরো এই পথ যদি না শেষ হতো !
তুমি কি বুঝতে গন্তব্য কতটা সুন্দর ।
ধরো তোমার সঙ্গে আমার দেখা না হতো !
তুমি কি সত্যি বুঝতে , আমার ভালোবাসা কতটা গভীর !
হয়তো না !!!
আবার হয়তো সবটাই !!!!
🥀
🌿




একদিন তুমিও কাঁদবে, যেভাবে আমিকাঁদছি । এ আমার অভিশাপ নয়, এ আমারবঞ্চিত ভালবাসার, নিরব আবেদন.....!!😌
04/07/2024

একদিন তুমিও কাঁদবে, যেভাবে আমি
কাঁদছি । এ আমার অভিশাপ নয়, এ আমার
বঞ্চিত ভালবাসার, নিরব আবেদন.....!!
😌

28/06/2024

🎶 অভিযোগ না করে মেনে নিতে পারলেই জীবন সুন্দর🖤

A Diary Of Mind
🥀






🖤
💕
🥀
❤️
💌 A debt of gratitude for following my videos, commenting, for abundant likes. Thank you to all subscribers.💐
★ Please connect our social media:
◆Facebook : https://www.facebook.com/adiaryofmind
◆Instagram : https://www.instagram.com/adiaryofmind
◆YouTube : https://www.youtube.com/channel/UCXiJgob9bnEIKb5DYIPK2wQ

🌿 বিয়ে করে কি পেয়েছি?-বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি!-পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একট...
18/06/2024

🌿 বিয়ে করে কি পেয়েছি?

-বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি!
-পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা কল করে ' তুমি এখন কোথায়? বলার মানুষ পেয়েছি! তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ 'পাবলিক' মনে হয়।
- একজন কুকার/সেফ/পাঁচক/রাঁধুনি পেয়েছি। একটা ওয়াসিং মেশিন পেয়েছি। পাঞ্জাবীটা ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে!

-একটা অটো টেপরেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে 'কি-বোর্ড' টেপা ছাড়াই বাজতে থাকে! কখনো জোড়ে 'স্টপ' বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে 'বৃষ্টি' চালু হয়! কখনো 'হাইফাইভ' দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার!

-সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার-সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন 'কেয়ারটেকার' পেয়েছি!
-আমার ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেয়ার 'দারোয়ান' পেয়েছি!

-ছোট একটা 'এলার্মক্লক' পেয়েছি!

-বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুড়-শ্বাশুড়ি, শালা-শালী, সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি।
- একটা সন্তান পেয়েছি। সে যখন Baba বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভুতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়!

-এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও! প্রথমত, কুমারত্ব হারিয়েছি ! (যদিও কোন মেডিকেল রিপোর্ট নাই)

-অতপর, মানিব্যাগ আর রিমোর্টের একছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়!
♥️
সর্বশেষ সুখে- দুখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি!💙

#সংগৃীত




15/06/2024

বাড়ি ফিরে প্রিয় এস সন্ধ্যা নামার আগে !!!
🌿
🥀
🎶



জীবন বড়ই অদ্ভুত . . !!!!!   #1জীবন
13/06/2024

জীবন বড়ই অদ্ভুত . . !!!!!

#1জীবন

10/06/2024

মানুষ কতভাবে যে বদলে যায়!
যে পানকৌড়ি একদিন এসে বসতো
স্বচ্ছ দীঘির জলে
সে-ও কেমন আনমনে ওই সুদূর আকাশে
উড়ে যায়!
এক সময় যে মানুষটার জন্য মনে হতো জীবন দিয়ে দিই,
সেই মানুষও কেমন অচেনা হয়ে যায়!
হয়তো আমিও এমন বদলে যাওয়ার দলে।
হয়তো বদলে যাওয়াটাই ঠিক।
তবু খুব ইচ্ছে করে একজন কেউ আজন্মকাল একরকম থাকুক।
অপেক্ষায় থাকুক,
অভিমান নিয়ে প্রশ্ন করুক -
তুমি এত বদলে গেছ কেন?
একজন কেউ অন্তত 'অন্য রকম' থাকুক।।

A Diary Of Mind
🥀

🖤
💕
🥀
❤️
💌 A debt of gratitude for following my videos, commenting, for abundant likes. Thank you to all subscribers.💐
★ Please connect our social media:
◆Facebook : https://www.facebook.com/adiaryofmind
◆Instagram : https://www.instagram.com/adiaryofmind
◆YouTube : https://www.youtube.com/channel/UCXiJgob9bnEIKb5DYIPK2wQ

31/05/2024

“Samay se pehle koi nahi jayega. Koi nahi matlb koi nahi.”
😔😓
The pain in his voice…



#সংগীত

সবই মায়া ।।।।।☺️☺️
27/05/2024

সবই মায়া ।।।।।
☺️☺️

অবহেলিত তো হতেই হবে,    যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো.!  💔🌿 🍂 🥀
25/05/2024

অবহেলিত তো হতেই হবে,
যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো.! 💔
🌿 🍂 🥀

20/05/2024

🥀 🍂 মেঘলা আকাশ, কাজের ছুটি, বৃষ্টি বাদল দিনে!!!!! তোমার সাথে ভিজতে চাওয়ার অসুখ আনি কিনে।

 #সম্পর্ক শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।সংসার একটা অভ্যেস, যা একসাথে ...
13/05/2024

#সম্পর্ক
শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি....
#সংগৃহীত

একদিন sorry বলে হারিয়ে যাব !!!!🥀💕
12/05/2024

একদিন sorry বলে হারিয়ে যাব !!!!
🥀
💕

11/05/2024

☺️ ধুলো ছিলো আমার চেহারায়
অথচ আমি সারাক্ষণ-
আয়না পরিস্কার করে গেলাম !! 🥴🫤

11/05/2024

প্রেম মানুষ কে শান্তি দেয়। কিন্তু স্বস্তি দেয় না।
🌿
🥀

A Diary Of Mind
🥀


🖤
💕
🥀
❤️
💌 A debt of gratitude for following my videos, commenting, for abundant likes. Thank you to all subscribers.💐
★ Please connect our social media:
◆Facebook : https://www.facebook.com/adiaryofmind
◆Instagram : https://www.instagram.com/adiaryofmind
◆YouTube : https://www.youtube.com/channel/UCXiJgob9bnEIKb5DYIPK2wQ

হেরে যাওয়াটাও জরুরি _____!!!
08/05/2024

হেরে যাওয়াটাও জরুরি _____!!!

02/05/2024

🍂
🥀


Address

Panitras
Bagnan
711303

Telephone

+918345819816

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Diary Of Mind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A Diary Of Mind:

Videos

Share