BAGDAH - বাগদা

BAGDAH - বাগদা Dm Or inbox me for brand promotion

বাগদা (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। আসনটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত।
সীমানা কমিশনের আদেশ অনুসারে, নং 94 বাগদা (বিধানসভা কেন্দ্র) (এসসি) নিম্নলিখিতগুলি নিয়ে গঠিত: বাগদা সম্প্রদায় উন্নয়ন ব্লক, এবং বনগাঁ সম্প্রদায় উন্নয়ন ব্লকের Ganarapota, সুন্দরপুর এবং টেংরা গ্রাম পঞ্চায়েত।
বাগদা (বিধানসভা কেন্দ্র) (SC) নং 14 বনগাঁ (লোকসভা কেন্দ্র) (SC) এর অংশ। এটি আগে বারাসাতের (লোকসভা কেন্দ্র) অংশ ছিল।

কুমুদিনী গার্লস স্কুলের (প্রাথমিক বিভাগ)প্রাক্ প্রাথমিক শ্রেণির ছাত্রীটি ট্রাক দুর্ঘটনায় খুব অসুস্থ, চিকিৎসার খরচ বহন ক...
04/12/2024

কুমুদিনী গার্লস স্কুলের (প্রাথমিক বিভাগ)
প্রাক্ প্রাথমিক শ্রেণির ছাত্রীটি ট্রাক দুর্ঘটনায় খুব অসুস্থ, চিকিৎসার খরচ বহন করতে পারছে না পরিবারটি। মানবিক ভাবে পরিবার টির পাশে থাকার জন্য অনুরোধ করছি।
এই মুহূর্তে বাচ্চাটি অ্যাপোলো হসপিটালে রয়েছে। প্রচুর পরিমাণে ওর অপারেশন হয়েছে এবং আরো হবে। শরীরের অনেকগুলো অঙ্গ কেটে বাদ দিতে হয়েছে। আবার কিছু অঙ্গ অপারেশন করে নতুন করে তৈরি করতে হয়েছে। পিঠের মাংস নেই বললেই চলে। শিড়দাঁড়া ওপেন দেখা যাচ্ছে। কদিন আগে বাচ্চাটি ভেন্টিলেশনে চলে গিয়েছিল। আজকে সকালে বার করা হয়েছে। এই মুহূর্তে অ্যাপোলোতে ওর চিকিৎসার বিল হয়েছে ৫৩ লক্ষ টাকা! ওর বাবা একজন অটো চালক যা ওর বাবার পক্ষে দেওয়া সম্ভব নয়।

প্রসঙ্গত জানাই যে অক্টোবর মাসে বারোর পল্লীর সামনে একটি দুর্ঘটনা ঘটেছিল। একটি বাচ্চা মেয়ে তার জেঠিমার সাথে স্কুটিতে যাচ্ছিল। একটা লরি এসে সেই স্কুটিতে মেরে দেয়। জেঠিমার কিছু হয়নি। কিন্তু বাচ্চাটির মারাত্মক ক্ষতি হয়। এই বাচ্চাটি সেই বাচ্চাটি।

আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যদি সবাই মিলে একটু বাচ্চাটির পরিবারের পাশে দাঁড়াই, তাহলে বাচ্চাটিকে হয়তো আমরা সবাই মিলে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে পারব।
বাচ্চাটির বাবার নাম #সুভাষ_মিত্র।

একটি ফোন পে নম্বর এখানে যোগ করে দিচ্ছি সুভাষ বাবুর ছেলের। মানে সৃজার দাদার। আপনারা যে যা পাঠাবেন ওই নম্বরেই পাঠাবেন এবং স্ক্রীনশট তুলে এই পোস্টের নীচে দয়াকরে পোস্ট করবেন।

7477728546 এটাই ফোন পে নম্বর। সুভাষবাবুর ছেলের নম্বর। এবং ওর‌ই ফোন পের স্ক্যানার টাও দিয়ে রাখলুম।

সবাই কে শেয়ার করার জন্য অনুরোধ করছি।



Sonu Sud Foundation please help 🙏 Instagram Sonu Sood

19/11/2024

28/10/2024

👋

উপপ্রধানের গাড়ি যদি XUV 700 হয় তাহলে প্রধানের অবশ্যই BMW😀
25/10/2024

উপপ্রধানের গাড়ি যদি XUV 700 হয় তাহলে প্রধানের অবশ্যই BMW😀

বেলুগা আবার আসছে। খুশির খবর। আবার কলকাতায় ফিরছে বেলুগা এক্সএল এয়ারবাস। ৬ স্বজনের ব্যবধানে আবার কলকাতায় আসছে বেলুগা। চ...
14/10/2024

বেলুগা আবার আসছে। খুশির খবর। আবার কলকাতায় ফিরছে বেলুগা এক্সএল এয়ারবাস। ৬ স্বজনের ব্যবধানে আবার কলকাতায় আসছে বেলুগা। চীন থেকে কলকাতা ফিরে নিজের গন্তব্যস্থানে যাবে। সোমবার সকাল ছয়টা নাগাদ কলকাতার মাটি স্পর্শ করবে বেলুগা। তারপর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ এটি উড়ে যাবে বাহরিনে। ৮ তারিখ রাত এগারোটা ৪৩ মিনিট নাগাদ এয়ারবাসটি কলকাতায় নামে জ্বালানি ভরতে ও ক্রু সদস্যের বিশ্রাম নেওয়ার জন্য। এয়ারবাসটি মঙ্গলবার বাহরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করে একটানা ৫ ঘন্টা ১৮ মিনিট উড়ে কলকাতায় আসে। গন্তব্য চিনের তিয়ানজি বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানটিতে তিন জন পাইলট ও একজন ইঞ্জিনিয়ার ছিলেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত সেটি কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের জে ১ পার্কিং বে তে দাঁড়িয়ে ছিল। তারপর সেটি চিনের উদ্দেশ্যে উড়ে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছন ‘টেকনিক্যাল স্টপ’ হিসাবেই কলকাতায় অবতরণ করেছিল ওই বিমানটি। পূর্ব ভারতে কলকাতা ছাড়া আর অন্য কোন বিমানবন্দরে এতবড় বিমান নামা সম্ভব নয়। এই বৃহদাকার এয়ারবাসটি ফ্রান্সের টৌলোয়ুস এয়ারবাস কারখানায় তৈরি হয়েছে। দৈত্যকার এই বিমানটি একসাথে ৫১ টন মালপত্র বহন করতে পারে।বিমানটির দৈর্ঘ্য প্রায় ৬৩ মিটার। এবং দুটি ডানার মোট দৈর্ঘ্য ৬০ মিটারের বেশি। বিমানটির ভিতরে এতটাই ফাঁকা জায়গা আছে যেখানে অনায়াসেই এ৩৫০ সিরিজ বিমানের দুটি ডানা অনায়াসেই বহন করা যায়।বেলুগা এক্সএল (এয়ারবাস এ৩৩০-৭৪৩এল) এর ডিজাইন এমন ভাবে করা হয়েছে যাতে বড় আকারের কার্গো বিশেষ করে বিমানের মূল কাঠামো, ডানা ইত্যাদি এক দেশ থেকে অন্য দেশে অনায়াসে বহন করা যায়। এয়ারবাসটি দেখার জন্য বিমানবন্দরের কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল।তবে এই প্রথম নয় এর আগে ২০২২ সালে নভেম্বর মাসে বেলুগা এয়ারবাসের এসটি সিরিজের একটি কার্গো ফ্লাইট কলকাতার মাটি ছুয়েছিল। এক্স এল সিরিজের কোন বিমান এই প্রথম পূর্ব ভারতের মাটি দুবার স্পর্শ করতে চলেছে।

13/10/2024

আপনাদের বিচারে শ্রেষ্ঠ প্রতিমার ছবি পাঠান।

পুরুলিয়ার কোনো এক গ্রাম থেকে গরুর গাড়িতে চেপে মা আবার কৈলাসে রওনা দিলেন।
13/10/2024

পুরুলিয়ার কোনো এক গ্রাম থেকে গরুর গাড়িতে চেপে মা আবার কৈলাসে রওনা দিলেন।

09/10/2024

প্রয়াত শিল্পপতি রতন টাটা

সবাই please পোস্ট টা share করো যাতে ওনাকে তাড়াতাড়ি খুঁজে পাই।নাম _ সাধন বিশ্বাস গ্রাম _ কুরুলিয়াথানা _ বাগদা জেলা _ উ...
25/09/2024

সবাই please পোস্ট টা share করো যাতে ওনাকে তাড়াতাড়ি খুঁজে পাই।

নাম _ সাধন বিশ্বাস
গ্রাম _ কুরুলিয়া
থানা _ বাগদা
জেলা _ উত্তর ২৪ পরগনা (বনগাঁ)
রবিবার (২২/০৯/২০২৪)রাত থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পরনে ছিল হলুদ রঙের একটা গেঞ্জি আর ট্র্যাক সুট।
কেউ যদি ওনাকে কোথাও দেখে থাকেন তাহলে 9836413857 এই নম্বরে ফোন করে জানাবেন অবশ্যই।
BAGDAH - বাগদা Kurulia - কুড়ুলিয়া

14/09/2024

এবার আরজি কর চিকিৎসক হত্যা মামলায় CBI-এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডল

সীমানা জুড়ে পাঁচিল তুলেছো উঠোন করেছো আঁটো । বাইরে রেখেছো ইয়া বড়ো গেট মনের দরজা খাটো । যতদিন ছিলো হাঁড়িগুলো বড়ো পিসি কাকা...
08/09/2024

সীমানা জুড়ে পাঁচিল তুলেছো
উঠোন করেছো আঁটো ।
বাইরে রেখেছো ইয়া বড়ো গেট
মনের দরজা খাটো ।

যতদিন ছিলো হাঁড়িগুলো বড়ো
পিসি কাকা কাকিমাতে ,
হাসিতে গল্পে দিন কেটে যেতো
ঝোলে ঝালে আলু ভাতে ।

পাশাপাশি বাড়ি বোঝাই যেতো না
কার সীমা কত দূর ।
এ বাড়ির গান উঠোন পেরিয়ে
ও বাড়ি তুলতো সুর ।

এ বাড়ির গাছে ফুল ফল হলে
ও বাড়িতে যেতো আধা ।
হেঁসেলের ঘরে চিনি কম হলে
চেয়ে আনা ছিলো বাঁধা ।

এ বাড়ির খুড়ো ও-বাড়ি চা খেতো
ও বাড়ির খুড়ো ভাত ।
এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে
ও বাড়ি বাড়াতো হাত ।

আজকে সবার বড়ো বড়ো বাড়ি
পাঁচিলে লাগানো কাঁচ ।
এ বাড়ির কারো হৃদয় ভাঙলে
ও বাড়ি পায়না আঁচ ।

বড়ো বাড়ি আর ছোটো পরিবার
চেয়েছিলো বুঝি তারা ।
এ বাড়িতে কেউ মারা গেলে তাই
ও বাড়ি দেয়না সাড়া ।

-"ইচ্ছে কথা"
রমা চক্রবর্তী দেবনাথ।

বাগদা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে , আর.জি.কল মেডিকেল কলেজে মহিলা ডাক্তারের ধর্ষণকারীদের বিচারের দাবিতে বাগদা বাসীদের মিছিল...
26/08/2024

বাগদা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে , আর.জি.কল মেডিকেল কলেজে মহিলা ডাক্তারের ধর্ষণকারীদের বিচারের দাবিতে বাগদা বাসীদের মিছিল।

Address

Bonga Bagdah Road. North 24 Pgs
Bagdaha
743232

Telephone

+918660251209

Website

Alerts

Be the first to know and let us send you an email when BAGDAH - বাগদা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BAGDAH - বাগদা:

Videos

Share