Akanta Apan

Akanta Apan "শীঘ্রই তোমার রব তোমাকে এতো বেশি দিবে যে তুমি খুশি হয়ে যাবে"! ~ সূরা দোহাঃ ৯৩ঃ৪

11/01/2025
নদীর তীরে পাখির গান, নদীর ধারা,জীবন জুড়ে সুরের সাড়া।জঙ্গলের বুক চিরে বহে নদী,নীরবতার মাঝে থাকে স্বপ্নের গতি।বসে আছে দু...
04/01/2025

নদীর তীরে

পাখির গান, নদীর ধারা,
জীবন জুড়ে সুরের সাড়া।
জঙ্গলের বুক চিরে বহে নদী,
নীরবতার মাঝে থাকে স্বপ্নের গতি।

বসে আছে দুটি প্রাণ,
প্রেমের রঙে রাঙা তাদের গান।
ফুলের গন্ধ, আকাশ নীল,
মনে জাগে সুখের ঢেউ মিল।

নদীতে মাঝি, বৈঠার ছন্দ,
জীবন যেন বাজায় সুরম্য বন্দ।
মাছেদের খেলা জলের তলে,
সৌন্দর্যের গান বাজে বাতাসের কোলে।

এক পলক হাসি, এক টুকরো চাওয়া,
প্রকৃতির মাঝে হৃদয় লুকানো।
জীবনের গল্প, স্বপ্নের ভেলা,
পৃথিবী জুড়ে ভালোবাসার মেলা।

সেই মুহূর্তে সময় থমকে যায়,
প্রকৃতির কোলেই প্রেমের বাসা গাঁথা হয়।
তাদের জীবনে নতুন সূর্যোদয়,
নদীর স্রোতে প্রেমের গতি বইয়ে দেয়।

গল্প: মহাকাশের শিল্পীড. আরিফ মহাকাশের প্রতি ভালোবাসা নিয়ে বেড়ে ওঠেন। শৈশব থেকে তার চোখে ছিল রাতের আকাশে ঝলমলে তারাগুলোর...
01/01/2025

গল্প: মহাকাশের শিল্পী

ড. আরিফ মহাকাশের প্রতি ভালোবাসা নিয়ে বেড়ে ওঠেন। শৈশব থেকে তার চোখে ছিল রাতের আকাশে ঝলমলে তারাগুলোর ছবি। তিনি স্বপ্ন দেখতেন, একদিন সেই তারাগুলোকে নিজের মতো করে সাজাবেন। বহু বছর পর, বিজ্ঞান ও প্রযুক্তির সীমা পেরিয়ে তার সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ আসে।

মহাকাশ সংস্থার সর্বাধুনিক প্রোজেক্ট, "কসমিক ক্রিয়েটর," আরিফকে তার স্বপ্ন পূরণের জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম দেয়। প্রোজেক্টটির উদ্দেশ্য ছিল মহাকাশে এমন একটি অঞ্চল তৈরি করা যেখানে সৌন্দর্য আর বিজ্ঞান এক হয়ে মিলিত হবে।

তিনি একটি বিশেষ স্পেস স্যুট পরে, যা শুধু তার দেহকেই রক্ষা করত না, বরং তাকে মহাজাগতিক বস্তুগুলোর উপর সরাসরি কাজ করার ক্ষমতা দিত। স্যুটের হাত থেকে লেজারের মতো আলো বেরিয়ে গ্যালাক্সি গঠন করত, নক্ষত্রদের নতুন করে সাজিয়ে তুলত।

ড. আরিফ পৃথিবীর কক্ষপথ থেকে দূরে মহাশূন্যে ভাসমান অবস্থায়, নেবুলা আর গ্রহাণুর টুকরো দিয়ে এমন একটি দৃশ্য গড়ে তুললেন, যা দূর থেকে দেখলে শিল্পীর ক্যানভাসের মতো মনে হতো। তার হাতে গড়া একটি ছোট নক্ষত্রগুচ্ছ পৃথিবী থেকে স্পষ্ট দেখা যেত, আর বিজ্ঞানীরা একে "আরিফ নক্ষত্রগুচ্ছ" বলে ডাকতে শুরু করে।

দিনের পর দিন আরিফ তার কাজ চালিয়ে যান, নিজের সৃষ্টিকে নিখুঁত করতে। কাজ শেষে তিনি মহাকাশে ভাসমান অবস্থায় তার সৃষ্টির দিকে তাকিয়ে থাকেন। মনে হতো, তিনি যেন স্রষ্টার মতো তার নিজের জগৎ সৃষ্টি করেছেন।

তাঁর এই কাজ মহাকাশ বিজ্ঞানের এক অনন্য অধ্যায় হয়ে দাঁড়ায়। আর পৃথিবীর মানুষরা তার সৃষ্টিকে দেখে, বিস্ময়ে বলে—"মহাকাশে এমন সৌন্দর্য হয়, তা কে জানত?"

ড. আরিফ হয়তো এখনো মহাকাশে কাজ করে চলেছেন, তার স্বপ্নের সেই সীমাহীন ক্যানভাসে নতুন নতুন ছবি আঁকছেন।

Address

Baduria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akanta Apan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share