Boier Bigyapon

Boier Bigyapon সম্পূর্ণ বিনামূল্যে পরিবেশিত বাংলা বইয়ের প্রচারশাখা
(1)

04/02/2024

লেখক : তাপস রায় প্রকাশক : ভিরাসত আর্ট পাবলিকেশন প্রচ্ছদ : পার্থপ্রতিম রায় দৈর্ঘ্য : ২২ সিএম প্রস্থ : ১৪ সিএম স্পাইন : ....

01/02/2024

লেখক : গৌতমকুমার ভগত প্রকাশক : ভিরাসত আর্ট পাবলিকেশন দৈর্ঘ্য : ২৪০ মিমি প্রস্থ : ১৮৭ মিমি স্পাইন : ২৮ মিমি পৃষ্ঠা : ৩১৪ ...

01/02/2024

লেখক : মৃণাল ঘোষ প্রকাশক : ভিরাসত পাবলিকেশন দৈর্ঘ্য : ২৪০ মিমি প্রস্থ : ১৮৮ মিমি স্পাইন : ২১ মিমি পৃষ্ঠা : ২৬০ প্রকাশকে....

01/02/2024

লেখক - বাপ্পাদিত্য দাস প্রচ্ছদ - তপতী ব্যানার্জি এ বইয়ের আটটি গল্পে ধরা হয়েছে জীবনের সাতরঙ আর অনাদি আদিম অতল অন্.....

নালক পাবলিকেশনের তরফে আগামী বইমেলায় আসতে চলেছে একটি অনন্য লৌকিক সংকলন। আমাদের গ্রামবাংলা তথা ভারত দেশের নানা রাজ্যেই বৈদ...
17/10/2022

নালক পাবলিকেশনের তরফে আগামী বইমেলায় আসতে চলেছে একটি অনন্য লৌকিক সংকলন। আমাদের গ্রামবাংলা তথা ভারত দেশের নানা রাজ্যেই বৈদিক দেবদেবীর পাশাপাশি প্রচুর লৌকিক দেবদেবীর পুজোর প্রচলন লক্ষ করা যায়। জনমানসে এই দেবদেবীদের অনেকেই লৌকিক ভীতির কারণে পূজিত। তাদের নিয়ে পাওয়া যায় লোকমুখে প্রচলিত প্রচুর অলৌকিক আখ্যান। সেগুলি যেমন ভীতিপ্রদ তেমনই আবার কালের ক্ষয়ে হারিয়ে যেতেও বসেছে আমাদের প্রচলিত সাহিত্যজগৎ থেকে। তাই নালক পাবলিকেশনের তরফে কৌশিক কারক ও সম্বুদ্ধ সান্যালের তত্ত্বাবধানে আয়োজন করতে চলেছে একটি অপদেবতা সংকলনের। লেখক-লেখিকাদের কাছে অনুরোধ এই লৌকিক দেবদেবীদের নিয়ে আপনারা গড়ে ফেলুন আপনাদের কল্পনাপ্রসূত একএকটি আখ্যান। তবে খেয়াল রাখবেন এর জন্য মেনে চলতে হবে কয়েকটি নিয়ম। সেগুলি নিচে পর্যায়ক্রমে দেওয়া হল –

১. সারা ভারতের যেকোনও রাজ্যের যেকোনও প্রান্ত থেকেই লৌকিক অপদেবতাকে মূল বিষয় ধরে ৩৫০০-৪৫০০ শব্দের মধ্যে গল্পগুলি লিখতে হবে।
২. খেয়াল রাখতে হবে অপদেবতারা যেন লেখকদের কল্পনাপ্রসূত না হয়। অর্থাৎ উল্লেখ্য অপদেবতার যেন বাস্তব ভিত্তি বর্তমান থাকে এবং প্রামাণ্যে গল্পের শেষে সেই সম্পর্কিত তথ্যসূত্র দেওয়া বাঞ্ছনীয়।
৩. গল্পগুলি অবশ্যই লেখকদের মস্তিষ্কপ্রসূত অর্থাৎ কাল্পনিক হওয়া চাই। অবশ্য কোনও সত্য ঘটনাকেও গল্পকার তার নিজের মত গড়ে নিতে পারেন, তবে কোনও প্রচলিত আখ্যানের হুবহু অনুলিপি গর্হিত অপরাধ বলে গণ্য হবে।
৪. সম্পাদকদ্বয়ের তরফে নির্বাচিত কিছু গল্পকে পুস্তকাকারে আগামী বইমেলায় প্রকাশ করা হবে। এছাড়াও ‘অন্ধকার অডিও চ্যানেলে’ থেকে কিছু গল্পকে অডিও স্টোরির জন্যবেছে নেওয়া হবে।
৫. রহস্য, রোমাঞ্চ, অলৌকিক, ভৌতিক প্রভৃতি যেকোনও ধরণেরই গল্প লেখা যেতে পারে। লেখকদের চিন্তনে আমাদের কোনও হস্তক্ষেপ নেই। সে স্বাধীনতা লেখকদের প্রাপ্য।
৬. আগামী ১০ই ডিসেম্বর অবধি সময়সীমা দেওয়া হল যাতে লেখকরা তাদের তথ্যসংগ্রহের জন্য উপযুক্ত সময় পায়।
৭. বইটি হবে হার্ডবাইন্ড এবং তা বইমেলা ও তারপরে কলেজস্ট্রিটের প্রথিতযশা বইয়ের দোকানেও উপলব্ধ থাকবে। এছাড়াও অনলাইনে সেটি কেনা যাবে।
৮. প্রত্যেক লেখককে সৌজন্য সংখ্যা হিসেবে একটি করে বই প্রদান করা হবে নালক পাবলিকেশনের তরফে।
৯. সেরা তিনজনের জন্য বইটির অফিসিয়াল মিডিয়া পার্টনার অন্ধকার অডিও চ্যানেলের পক্ষ থেকে থাকবে পুরস্কার।
১০. লেখা পাঠান [email protected] এই মেল আইডিতে। মেল বডি টাইপ এবং ওয়ার্ড ফাইলে।
যে কোন জিজ্ঞাসার জন্য - 9800268770 ( শুধুমাত্র হোয়্যাটসয়াপ)

তাহলে আর দেরী কেন? শিগগিরই বেরিয়ে পড়া যাক ভারতের নানা প্রান্তে অপদেতাদের খোঁজে…

18/09/2022

Address

Suravisthan
Badkulla
741121

Alerts

Be the first to know and let us send you an email when Boier Bigyapon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boier Bigyapon:

Share

Category


Other Magazines in Badkulla

Show All

You may also like