Mazid mondal

Mazid mondal This is a creative, motivational, educational, teachable, funny page .
(2)

28/11/2023

28/11/2023
16/11/2023

উদয় পুরের সমুদ্র সৈকতে 💚

01/10/2023

১০০% সত্যি কথা
24/09/2023

১০০% সত্যি কথা

Rip নন্দিনী 😂😂😂😂
06/08/2023

Rip নন্দিনী 😂😂😂😂

অত্যন্ত দুঃখজনক ঘটনা 😞😞
05/08/2023

অত্যন্ত দুঃখজনক ঘটনা 😞😞

03/08/2023

চারজন মেয়ে রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছে বাক্যটির মধ্যে ভুল কোথায়।

Yes 😞😞
30/07/2023

Yes 😞😞

তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায় তাই-রে নাই -রে না।
22/07/2023

তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা,
খায় দায় গান গায় তাই-রে নাই -রে না।

***চলো একসাথে বাঁচি***
22/07/2023

***চলো একসাথে বাঁচি***

21/07/2023

😞বন্ধু সে নয় যে ছবিতে পাশে থাকে ,
বন্ধু সে যে বিপদে পাশে থাকে।💚❤️😘

19/07/2023

অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল কে গণনা কেন্দ্র না করার দাবিতে আন্দোলন পড়ুয়াদের।
18/07/2023

অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল কে গণনা কেন্দ্র না করার দাবিতে আন্দোলন পড়ুয়াদের।

30/06/2023

মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না।
সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না।

It's true
28/06/2023

It's true

28/06/2023

বর্ষাকালে আপনার পায়ে কিছু জড়িয়ে ধরলে সাপ ভেবে মারতে যাবেননা ,
ওটা আপনার এলাকার
প্রার্থী হতে পারে। 😂😂

আমাদের ছোটবেলার দিনগুলি এমন ভাবেই কেটেছিল। ❤️💚💚
25/06/2023

আমাদের ছোটবেলার দিনগুলি এমন ভাবেই কেটেছিল। ❤️💚💚

বডি শুধু জিম করলেই হয় না,জীবনে বেঁচে থাকার সংগ্রামেও হয়।
03/06/2023

বডি শুধু জিম করলেই হয় না,
জীবনে বেঁচে থাকার সংগ্রামেও হয়।

11/05/2023

অবশেষে ট্রিগার টেনে নিল প্রকৃতি ! 😔
দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনকে বিশ্বের প্রথম খরা শহর ঘোষণা করা হয়েছে! তার সরকার 14 এপ্রিল, 2023 এর পরে জল সরবরাহ করতে অক্ষমতার ইঙ্গিত দিয়েছেন। বিশ্বের করুণ যাত্রা শুরু হয়েছে! এমন সময় আমাদেরও আসতে পারে! জল কম ব্যবহার করুন। জলের অপচয় বন্ধ করুন। মনে রাখবেন আমরাও লাতুরে ট্রেনে করে জল পাঠিয়েছিলাম!
ভুলে যাবেন না যে পৃথিবীর জলের মাত্র 2.7% পানযোগ্য!
আপনার এলাকার মানুষদের একথা জানান!
আশেপাশের সব বাঁধে জলস্তর নেমে গেছে এবং ভূগর্ভস্থ জলের স্তরও নেমে গেছে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনি সহজেই এই আন্দোলনকে সফল করতে পারেন।
1) প্রতিদিনের গাড়ি ধোয়া এড়িয়ে চলুন;
2) উঠোন জল দিয়ে প্লাবিত করে ধোয়া সীমিত করুন ৷
3) একটানা জলের কল চালানো বন্ধ করুন ৷
4) বিভিন্ন উপায়ে জল সংরক্ষণ করুন ৷
5) বাড়ীতে জল সরবরাহের নলের লিকেজ মেরামত করুন ৷
6) এলাকায় পৌর জল সরবরাহে নলের লিকেজ বন্ধ করার ব্যবস্থা করুন ৷
7) *গাছ লাগান! পরিবেশ রক্ষা করুন*
8) গাছপালায় ঝারি ব্যবহার করে জলদান করুন ৷

আসুন আমরা একসাথে এই ভয়াবহ সংকট মোকাবেলা করি!

উপরের বার্তাটি 5টি গ্রুপে পাঠান... জল সংরক্ষণের মহান বার্তা প্রচারে আপনার কর্তব্য করুন ! আমাদের কারণেই তৃষ্ণার্তদের তৃষ্ণা নিবারণ হবে, আগামী প্রজন্ম জলহীনতা থেকে রক্ষা পাবে ৷

গাছ লাগান! 🌳
পরিবেশ বাঁচান! 🌴

আসুন পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন এখন থেকেই নতুন উদ্যমে শুরু হোক ৷
আর দেরী নয় ...

সংগৃহীত

আমাদের ছোটো নদী__রবীন্দ্রনাথ ঠাকুরআমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে   বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।   পার হয়ে যায় গোরু, পা...
30/04/2023

আমাদের ছোটো নদী
__রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

আর-পারে আমবন তালবন চলে,
গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে।
তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে
গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।

সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
আঁচল ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।
বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,
বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে।

আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।
দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,
বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।।

#ল্যাম্পপোস্ট
#রবীন্দ্রনাথঠাকুর

29/04/2023

হাজার টাকা কাউকে দান করার থেকে যদি এক টাকাও ঋণ পেয়ে থাকে সেটা পরিশোধ করা উচিত।
কারণ দান করা নফল ঋণ পরিশোধ করা ফরজ।

❤️💚❤️💚💛💙💜আমি KKR
29/04/2023

❤️💚❤️💚💛💙💜আমি KKR

100%right
27/04/2023

100%right

27/04/2023

রাতের পথ চলা 💚

Address

Ashoknagar Kalyangarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mazid mondal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mazid mondal:

Videos

Share


Other Digital creator in Ashoknagar Kalyangarh

Show All

You may also like