18/02/2022
#সনেট-পাবলিকেশন
বিশিষ্ট সাহিত্যিক #সুব্রত সিনহা
গ্রন্থ #পারতপক্ষে শান্ত হৃদয়
বইটির কিছু অংশ সাহিত্য পিপাসু প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশ্যে।
---------------------------------------------------------------
1. পারতপক্ষে শান্ত হৃদয়
হঠাৎ আমার ইচ্ছে হলে
আগুন বাতাস।
হৃদয় জুড়ে দুঃখ এলেই
শশ্মানহুতাশ।
হঠাৎ আমি ইচ্ছেডুবে
সাগরতলে।
নিজের কাছেই অবুঝ হয়ে
চোখের জলে।
হঠাৎ করেই এগিয়ে চলি
নতুন দিকে।
দুপাশেতে হায়না শেয়াল
রক্তমুখে।
হঠাৎ করেই যুদ্ধে নামি
কারুর কথায়।
কাতরে উঠি অজানা সব
কষ্ট ব্যাথায়।
তবু আবার আগুনখেলার
ইচ্ছে জাগে।
তবু হঠাৎ তপ্ত এ মন
সূর্যরাগে।
নতুন করেই নতুন গড়ার
স্বপ্নে মাতি|
তখন আমার চোখের ভিতর
হাজার বাতি।
আমার কিন্তু নিজের সাথেই
যুদ্ধ চলে।
হৃদয় হঠাৎ শ্রান্ত হলে
কাঁদতে বলে।
আমার কিন্তু হৃদয়মাঝে
নেই কোনো ভয়।
পারতপক্ষে আমার কিন্তু
শান্ত হৃদয়।
2. অনামিকা
আমার মনখারাপের সন্ধ্যাবেলায় যখন তোমার ছবি হঠাৎ করেই রাঙিয়ে দেয় আমার খাতার পাতা, যখন বাসায় ফেরার তাগিদে পাখিদের কথায় কথায় আমার চারপাশে অন্ধকার নামে,তখন দুর থেকে ভেসে আসা বেহালার সুরগুলো কেন জানিনা, আমায় হঠাৎ অবশ করে দেয়।
আকাশ ঘন কালো মেঘে ভরা,বিদ্যুৎ ঝলকানি মুহুর্মুহু, যে কোনো সময়ে বৃষ্টি নামবে,ভিজিয়ে দেবে খাতার পাতা,মুছে যাবে সব অক্ষরগুলো,তবু আজ আমি ভিজবো,বৃষ্টি নামুক... শ্রান্ত আমি... ভিজতে চাই অঝোরধারায়।
কেন যে তুমি এসেছিলে এভাবে আমার কাছে তার কোনো উত্তর আজও আমার কাছে নেই, শুধু সেই দগ্ধতার তীব্র অনলে জ্বলতে জ্বলতে আমি চিৎকার করি এক তীব্র যন্ত্রণায়....ভালোবাসা বয়ে যায় তিরতির করে... আমার সারা শরীর আঁকড়ে ধরতে চায় তোমাকে... শুধুই তোমাকে।
জানি তুমি যন্ত্রণায় সুখ খুঁজে ফেরো,জানি তুমি খরস্রোতা নদী,জানি তুমি ভাসাও শুধুই... শুধু এক আকস্মিক তৃপ্ততার খোঁজে... তবু কি তৃপ্ত হও নাকি এক বিশাল কালো অন্ধকার গুহার ভেতর মাথা খুঁড়ে ফেরো আজীবন অতৃপ্ত সেই তৃপ্ততার খোঁজে... কি এক দুর্বিসহ জীবন-যন্ত্রণা তোমাকেও একসাগর হলাহল ঢেলে বলে,"সুখ খুঁজে মর।"
সুখ তো অধরা চিরকাল, অতৃপ্তির আতর ভরা সোনার কৌটো নিয়ে তুমি আমার কাছে এসে সেই কৌটো খুলে আমার সারাদেহে ছিটিয়ে দিলে অতৃপ্তির গন্ধ... তোমার কাছে পাওয়া ভালোবাসা মাখা সেই অতৃপ্তির আতর আমায় আজও ছুটিয়ে নিয়ে চলে তৃপ্ততার অসীমের খোঁজে।
ছুটে চলি, থামলেই থেমে যাবো,শুধু দুচোখে ঘুম নেমে এলে মনে হয় একবার, শুধু যদি একবার আবার সেই অতৃপ্তির সোনার কৌটো থেকে আতর আমায় মাখিয়ে দিতে তবে হয়তো তৃপ্ততা ছুটে এসে আঁকড়ে ধরতো তোমাকে, আমাকে...
কি জানি হয়তো ঠিক, হয়তো বা ভুল।
বৃষ্টি নামলো অঝোরধারায়, এসো হাত ধরো, একসাথে ভিজি ,
মুছে যাক অচেনা আঁধার... অনামিকা, এসো আরেকবার অঝোরধারায় ভাসি শুধু তুমি আর আমি।
3. শুধু একটা কবিতা লিখবো বলে
শুধু একটা কবিতা লিখবো বলে,
আমার আজীবনের ঔদ্ধত্যকে একটানে ছুঁড়ে ফেলে
নতজানু হয়ে তোমার প্রেমিক হতে চেয়েছিলাম।
আগুনে-বাষ্পর গোলার মধ্যে দিয়ে
বইয়ে দিতে চেয়েছিলাম ফাগুনীয়া জলস্রোত।
তবু সাড়া দাওনি তুমি,
অসীম অবজ্ঞায় আনমনে হেঁটে চলে গেছো।
আমার যৌবসাম্রাজ্যে বিপ্লবের হাহাকার,
শব্দের তীক্ষ্ণতায় একাকার আকাশ-পাতাল।
গোলাভরা ধানের মতো পরিপূর্ণ হৃদয় আমার
আগুনে আগুন,অসহ্য উন্মত্ত তপ্ততায়
শুধু একবার,তোমাকে একবার স্পর্শ করার জন্য।
কি নিদারুন অবহেলায় আমাকে পাশ কাটিয়ে
তুমি চলে যেতে একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে।
আমার চেতনায় ঝরে পড়া ব্যথাগুলো
অভিশপ্ত ব্যর্থতার আর্তনাদে,নিস্তব্ধতাকে
ছিঁড়েখুড়ে ফেলে ছুঁড়ে দিতো রাতের আকাশে।
একবুক হতাশার যন্ত্রনাকে সঙ্গে নিয়ে আজও
এই অশ্বারোহী আমি,খুঁজে ফিরি শুধুই তোমায়।
এক অনাবিল প্রেমে তোমাকে পাওয়ার আশায়,
শুধু একটা কবিতা লিখবো বলে।
-----------------------------------------------------------------
এখানেই ইতি টানলাম, সম্পূর্ণ বইটির রস আস্বাদনের জন্য, আজ থেকে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে।
শীঘ্রই প্রি বুকিং আসছে।
তাই আপনি, একজন বই পিপাসু প্রেমিক অথবা প্রেমিকা হয়ে থাকলে, আমাদের পেজে চোখ রাখুন যাতে করে পৌঁছে যায় আমাদের আপডেট আপনাদের এন্ড্রোয়েড স্ক্রিনে।
সম্পূর্ণ পোস্টটি পড়ার পর অবশ্যই আপনার মতামত রাখবেন।
ধন্যবাদান্তে,
অগ্রিম সরস্বতী পুজোর শুভেচ্ছা সহ-
“সনেট পাবলিকেশন টিম”
--------------------------------------------------------------
আপনাদের সমস্ত আপডেট পেতে, আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।
Visit our page- https://www.facebook.com/fbsonnetpublication