সনেট পাবলিকেশন - sonnet publication

সনেট পাবলিকেশন - sonnet publication The page is dedicated to the literary world.

 #সনেট-পাবলিকেশন বিশিষ্ট সাহিত্যিক  #সুব্রত সিনহা গ্রন্থ  #পারতপক্ষে শান্ত হৃদয় বইটির কিছু অংশ সাহিত্য পিপাসু প্রেমিক-প্...
18/02/2022

#সনেট-পাবলিকেশন
বিশিষ্ট সাহিত্যিক #সুব্রত সিনহা
গ্রন্থ #পারতপক্ষে শান্ত হৃদয়
বইটির কিছু অংশ সাহিত্য পিপাসু প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশ্যে।
---------------------------------------------------------------

1. পারতপক্ষে শান্ত হৃদয়

হঠাৎ আমার ইচ্ছে হলে
আগুন বাতাস।
হৃদয় জুড়ে দুঃখ এলেই
শশ্মানহুতাশ।
হঠাৎ আমি ইচ্ছেডুবে
সাগরতলে।
নিজের কাছেই অবুঝ হয়ে
চোখের জলে।
হঠাৎ করেই এগিয়ে চলি
নতুন দিকে।
দুপাশেতে হায়না শেয়াল
রক্তমুখে।
হঠাৎ করেই যুদ্ধে নামি
কারুর কথায়।
কাতরে উঠি অজানা সব
কষ্ট ব্যাথায়।
তবু আবার আগুনখেলার
ইচ্ছে জাগে।
তবু হঠাৎ তপ্ত এ মন
সূর্যরাগে।
নতুন করেই নতুন গড়ার
স্বপ্নে মাতি|
তখন আমার চোখের ভিতর
হাজার বাতি।
আমার কিন্তু নিজের সাথেই
যুদ্ধ চলে।
হৃদয় হঠাৎ শ্রান্ত হলে
কাঁদতে বলে।
আমার কিন্তু হৃদয়মাঝে
নেই কোনো ভয়।
পারতপক্ষে আমার কিন্তু
শান্ত হৃদয়।

2. অনামিকা

আমার মনখারাপের সন্ধ্যাবেলায় যখন তোমার ছবি হঠাৎ করেই রাঙিয়ে দেয় আমার খাতার পাতা, যখন বাসায় ফেরার তাগিদে পাখিদের কথায় কথায় আমার চারপাশে অন্ধকার নামে,তখন দুর থেকে ভেসে আসা বেহালার সুরগুলো কেন জানিনা, আমায় হঠাৎ অবশ করে দেয়।
আকাশ ঘন কালো মেঘে ভরা,বিদ্যুৎ ঝলকানি মুহুর্মুহু, যে কোনো সময়ে বৃষ্টি নামবে,ভিজিয়ে দেবে খাতার পাতা,মুছে যাবে সব অক্ষরগুলো,তবু আজ আমি ভিজবো,বৃষ্টি নামুক... শ্রান্ত আমি... ভিজতে চাই অঝোরধারায়।
কেন যে তুমি এসেছিলে এভাবে আমার কাছে তার কোনো উত্তর আজও আমার কাছে নেই, শুধু সেই দগ্ধতার তীব্র অনলে জ্বলতে জ্বলতে আমি চিৎকার করি এক তীব্র যন্ত্রণায়....ভালোবাসা বয়ে যায় তিরতির করে... আমার সারা শরীর আঁকড়ে ধরতে চায় তোমাকে... শুধুই তোমাকে।
জানি তুমি যন্ত্রণায় সুখ খুঁজে ফেরো,জানি তুমি খরস্রোতা নদী,জানি তুমি ভাসাও শুধুই... শুধু এক আকস্মিক তৃপ্ততার খোঁজে... তবু কি তৃপ্ত হও নাকি এক বিশাল কালো অন্ধকার গুহার ভেতর মাথা খুঁড়ে ফেরো আজীবন অতৃপ্ত সেই তৃপ্ততার খোঁজে... কি এক দুর্বিসহ জীবন-যন্ত্রণা তোমাকেও একসাগর হলাহল ঢেলে বলে,"সুখ খুঁজে মর।"
সুখ তো অধরা চিরকাল, অতৃপ্তির আতর ভরা সোনার কৌটো নিয়ে তুমি আমার কাছে এসে সেই কৌটো খুলে আমার সারাদেহে ছিটিয়ে দিলে অতৃপ্তির গন্ধ... তোমার কাছে পাওয়া ভালোবাসা মাখা সেই অতৃপ্তির আতর আমায় আজও ছুটিয়ে নিয়ে চলে তৃপ্ততার অসীমের খোঁজে।
ছুটে চলি, থামলেই থেমে যাবো,শুধু দুচোখে ঘুম নেমে এলে মনে হয় একবার, শুধু যদি একবার আবার সেই অতৃপ্তির সোনার কৌটো থেকে আতর আমায় মাখিয়ে দিতে তবে হয়তো তৃপ্ততা ছুটে এসে আঁকড়ে ধরতো তোমাকে, আমাকে...
কি জানি হয়তো ঠিক, হয়তো বা ভুল।
বৃষ্টি নামলো অঝোরধারায়, এসো হাত ধরো, একসাথে ভিজি ,
মুছে যাক অচেনা আঁধার... অনামিকা, এসো আরেকবার অঝোরধারায় ভাসি শুধু তুমি আর আমি।

3. শুধু একটা কবিতা লিখবো বলে

শুধু একটা কবিতা লিখবো বলে,
আমার আজীবনের ঔদ্ধত্যকে একটানে ছুঁড়ে ফেলে
নতজানু হয়ে তোমার প্রেমিক হতে চেয়েছিলাম।
আগুনে-বাষ্পর গোলার মধ্যে দিয়ে
বইয়ে দিতে চেয়েছিলাম ফাগুনীয়া জলস্রোত।
তবু সাড়া দাওনি তুমি,
অসীম অবজ্ঞায় আনমনে হেঁটে চলে গেছো।
আমার যৌবসাম্রাজ্যে বিপ্লবের হাহাকার,
শব্দের তীক্ষ্ণতায় একাকার আকাশ-পাতাল।
গোলাভরা ধানের মতো পরিপূর্ণ হৃদয় আমার
আগুনে আগুন,অসহ্য উন্মত্ত তপ্ততায়
শুধু একবার,তোমাকে একবার স্পর্শ করার জন্য।
কি নিদারুন অবহেলায় আমাকে পাশ কাটিয়ে
তুমি চলে যেতে একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে।
আমার চেতনায় ঝরে পড়া ব্যথাগুলো
অভিশপ্ত ব্যর্থতার আর্তনাদে,নিস্তব্ধতাকে
ছিঁড়েখুড়ে ফেলে ছুঁড়ে দিতো রাতের আকাশে।
একবুক হতাশার যন্ত্রনাকে সঙ্গে নিয়ে আজও
এই অশ্বারোহী আমি,খুঁজে ফিরি শুধুই তোমায়।
এক অনাবিল প্রেমে তোমাকে পাওয়ার আশায়,
শুধু একটা কবিতা লিখবো বলে।
-----------------------------------------------------------------
এখানেই ইতি টানলাম, সম্পূর্ণ বইটির রস আস্বাদনের জন্য, আজ থেকে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে।
শীঘ্রই প্রি বুকিং আসছে।
তাই আপনি, একজন বই পিপাসু প্রেমিক অথবা প্রেমিকা হয়ে থাকলে, আমাদের পেজে চোখ রাখুন যাতে করে পৌঁছে যায় আমাদের আপডেট আপনাদের এন্ড্রোয়েড স্ক্রিনে।
সম্পূর্ণ পোস্টটি পড়ার পর অবশ্যই আপনার মতামত রাখবেন।
ধন্যবাদান্তে,
অগ্রিম সরস্বতী পুজোর শুভেচ্ছা সহ-
“সনেট পাবলিকেশন টিম”
--------------------------------------------------------------
আপনাদের সমস্ত আপডেট পেতে, আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।
Visit our page- https://www.facebook.com/fbsonnetpublication

30/01/2022
12/01/2022

তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
জল-ছল-ছল চোখে চেয়ো না।
ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
শুধু বিদায়ের গান গেয়ো না।।
হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।
ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ
দেখি আর শুধু হেসে যাও,আজ বিদায়ের দিনে কেঁদো না।
চলার তোমার বাকী পথটুকু-
পথিক! ওগো সুদূর পথের পথিক-
হায়, অমন ক’রে ও অকর”ণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,
ওগো আঁখির সলিলে ছেয়ো না।।

দূরের পথিক! তুমি ভাব বুঝি
তব ব্যথা কেউ বোঝে না,
তোমার ব্যথার তুমিই দরদী একাকী,
পথে ফেরে যারা পথ-হারা,
কোন গৃহবাসী তারে খোঁজে না,
বুকে ক্ষত হ’য়ে জাগে আজো সেই ব্যথা-লেখা কি?
দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধূ-ধূ মাঠে পথিকে?
এ যে মিছে অভিমান পরবাসী! দেখে ঘর-বাসীদের ক্ষতিকে!
তবে জান কি তোমার বিদায়- কথায়
কত বুক-ভাঙা গোপন ব্যথায়
আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়-
পথিক! ওগো অভিমানী দূর পথিক!
কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো
মিছে ব্যথা পেয়ে যেয়ো না,
ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না।।

======

11/01/2022

আজ সৃষ্টি সুখের উল্লাসে-
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।

আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে-
বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার -ভাঙা কল্লোলে।
আসল হাসি, আসল কাঁদন
মুক্তি এলো, আসল বাঁধন,
মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে।
ঐ রিক্ত বুকের দুখ আসে-
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!

আসল উদাস, শ্বসল হুতাশ
সৃষ্টি-ছাড়া বুক-ফাটা শ্বাস,
ফুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস,
গগন ফেটে চক্র ছোটে, পিণাক-পাণির শূল আসে!
ঐ ধূমকেতু আর উল্কাতে
চায় সৃষ্টিটাকে উল্টাতে,

আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!
আজ হাসল আগুন, শ্বসল ফাগুন,
মদন মারে খুন-মাখা তূণ
পলাশ অশোক শিমুল ঘায়েল
ফাগ লাগে ঐ দিক-বাসে
গো দিগ বালিকার পীতবাসে;

আজ রঙ্গন এলো রক্তপ্রাণের অঙ্গনে মোর চারপাশে
আজ সৃষ্টি সুখের উল্লাসে!
আজ কপট কোপের তূণ ধরি,
ঐ আসল যত সুন্দরী,
কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন,
কেউ মানিনী চোখের জলে বুক ভাসে!
তাদের প্রাণের ‘বুক-ফাটে-তাও-মুখ-ফোটে-না’ বাণীর বীণা মোর পাশে
ঐ তাদের কথা শোনাই তাদের
আমার চোখে জল আসে
আজ সৃষ্টি সুখের উল্লাসে!

আজ আসল ঊষা, সন্ধ্যা, দুপুর,
আসল নিকট, আসল সুদূর
আসল বাধা-বন্ধ-হারা ছন্দ-মাতন
পাগলা-গাজন-উচ্ছ্বাসে!
ঐ আসল আশিন শিউলি শিথিল
হাসল শিশির দুবঘাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!

আজ জাগল সাগর, হাসল মরু
কাঁপল ভূধর, কানন তরু
বিশ্ব-ডুবান আসল তুফান, উছলে উজান
ভৈরবীদের গান ভাসে,
মোর ডাইনে শিশু সদ্যোজাত জরায়-মরা বামপাশে।

মন ছুটছে গো আজ বল্গাহারা অশ্ব যেন পাগলা সে।
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!!

======

11/01/2022

আমারে সকল ক্ষুদ্রতা হতে
বাঁচাও প্রভু উদার।
হে প্রভু! শেখাও -নীচতার চেয়ে
নীচ পাপ নাহি আর।

যদি শতেক জন্ম পাপে হই পাপী,
যুগ-যুগান্ত নরকেও যাপি,
জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা-
ক্ষমা নাহি নীচতার।।

ক্ষুদ্র করো না হে প্রভু আমার
হৃদয়ের পরিসর,
যেন সম ঠাঁই পায়
শত্রু-মিত্র-পর।

নিন্দা না করি ঈর্ষায় কারো
অন্যের সুখে সুখ পাই আরো,
কাঁদি তারি তরে অশেষ দুঃখী
ক্ষুদ্র আত্মা তার।।

======

Address

Ashoknagar Kalyangarh
743272

Opening Hours

Monday 10am - 4pm
Tuesday 10am - 4pm
Thursday 10am - 4pm
Friday 10am - 4pm
Saturday 10am - 4pm

Telephone

+919733380990

Alerts

Be the first to know and let us send you an email when সনেট পাবলিকেশন - sonnet publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সনেট পাবলিকেশন - sonnet publication:

Videos

Share



You may also like