Dhada 440 Bagla

Dhada 440 Bagla ধাঁধা, ফানি ভিডিও, ফানি ফটো


,,,Follow Now,,,

31/12/2023

১. সাজালে সাজে বাজালে বাজে রান্নায়ও সে কাজের। বলো কি সে?

উত্তরঃ মাটির হাঁড়ি।

২. চোখ বড়, দীর্ঘ কেশ একটা দাঁড়া, শক্ত বেশ জলের পোকা বলতো কে কদর তার বিদেশে।

উত্তরঃ গলদা চিংড়ি।

৩. তিন অক্ষরের এমন দেশ পেট কাটলে খাই যে বেশ।

উত্তরঃ আসাম।

৪. শৈশবে কেলে পানা যৌবনে লাল অবশেষে সাদা রং কার এমন হাল।

উত্তরঃ কয়লা।

৫. বারো মাসের কচি মেয়ে তেরো মাসে পড়ে ডাইনে বাঁয়ে গন্ডা গন্ডা ছেলে প্রসব করে।

উত্তরঃ কলা গাছ।

৬. একটি পরিবারে মা-বাবা ও তাদর ৭জন ছেলে আছে॥ প্রত্যেক ছেলের একটি করে বোন আছে॥ ওই পরিবারে মোট সদস্য সংখ্যা কত??

উত্তরঃ ১০ জন।

৭. গরমও নয়, ঠান্ডাও নয়, তবুও সেটা ফু দিয়ে খাই। বলুন তো এটার উত্তর কি ?

উত্তরঃ বাদাম।

৮. শেষ পাতে জবাব নেই, উৎসবে মনে পড়বেই। শুভ কাজের শুরুতে হবে, তোমার মুখের প্রশংসায় ও পাবে?

উত্তরঃ মিষ্টি।

৯. এক চাকার এমন চক্কর ভাঙলে ফুঁড়ে ছপ্পরা।

উত্তরঃ টাকা।

১০. নাকের ডগায় পৈতে আটকান চৈতনে মার টান গলায় ধরে দাও পটকান ঘুরতে থাকে ঘ্যানের ঘ্যান।

উত্তরঃ লাট্টু।

কি হবে,,,??? আমি তো বুঝতে পারছি না,🤔
30/12/2023

কি হবে,,,??? আমি তো বুঝতে পারছি না,🤔

29/12/2023

এই ফিচার। এই প্রটেকশনটি অন করার পরে আপনি সার্চ ইঞ্জিনে যা কিছুই সার্চ করুন না কেন যেই সাইট গুলো পুরোপুরি ভাবে সুরক্ষিত এই প্রটেকশন আপনাকে সেই সাইটগুলোতেই নিয়ে যাবে।

এই সাইডগুলো অসুরুক্ষিত এবং যে সাইটগুলোতে প্রচুর পরিমাণে ভাইরাস থাকে যেটি আপনার ফোন বা আপনার কম্পিউটারকে স্লো করতে পারে সেই ধরনের ওয়েবসাইটে আপনাকে এটি নিয়ে যাবে না অর্থাৎ সে ধরনের ওয়েবসাইট আপনি দেখতে পাবেন না। এতে আপনার প্রাইভেসি এবং আপনার ফোন এবং কম্পিউটার দুটোই সুরক্ষিত থাকবে।

অলওয়েজ ইউজ সিকিওর কানেকশন
এই সিকিউরিটি ফিচারটি অন করার জন্য আপনাকে গুগল ক্রোমের সেটিং এ যেতে হবে তারপর আপনাকে প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশনটিতে ক্লিক করতে হবে তারপর আপনি তৃতীয় নম্বর স্থানে দেখতে পাবেন অলওয়েজ ইউজ সিকিওর কানেকশন ( Alweys use secure connections) . আপনি এই অপশনটিতে ক্লিক করবেন সাথে সাথে এই অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে

আপনি এনাবেল করলে গুগল ক্রোম আপনাকে শুধুমাত্র সুরক্ষিত অ্যাপস সুরক্ষিত এক্সটেনশন ডাউনলোড করার পারমিশন দেবে। এবং আপনি যা কিছু সার্চ করবেন তখন শুধু সুরক্ষিত অ্যাপস, এক্সটেনশন ডাউনলোড করতে পারবেন, এবং এই ফিচারটি ইন্টারনেট জগতে থাকা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ এবং যে অ্যাপসগুলি আমাদের ফোন ও কম্পিউটার কে স্লো করে দেয় সেই ধরনের অ্যাপস গুলি থেকে আপনাকে দূরে রাখবে।

পরিশেষে

আশা করি গুগল ক্রোম এর এই তিনটি টিপস আপনাদের খুবই ভালো লেগেছে এই ধরনের নতুন নতুন টিপস আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে এবং এই তিনটি টিপসের মধ্যে আপনার কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন ।

29/12/2023

আকাশ দিকে তাকাও না আবার,,,🤔
26/12/2023

আকাশ দিকে তাকাও না আবার,,,🤔

কি ভাবছো পারবে না মনে হচ্ছে,,,??? 🌿🤔😃
25/12/2023

কি ভাবছো পারবে না মনে হচ্ছে,,,??? 🌿🤔😃

🤔 ki,,,ki,,, kichu to bhabtei,,, parchi na 🤔
25/12/2023

🤔 ki,,,ki,,, kichu to bhabtei,,, parchi na 🤔

Address

Asansol

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhada 440 Bagla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhada 440 Bagla:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Asansol

Show All

You may also like