10/06/2024
একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা...
১। চাল ২০ কেজি = ₹1,000/-
২। তেল ৪ লিটার = ₹600/-
৩। সবজি = ₹1,500/-
৪। মাছ, মাংস, ডিম, দুধ = ₹3,000/-
৫। গ্যাস সিলিন্ডার = ₹1,200/-
৬। শ্যাম্পু, তেল, সাবান, ইত্যাদি = ₹400/-
৭। মুদি বাজার = ₹2,500/-
৮। বিদ্যুৎ বিল = ₹700/-
৯। মোবাইল খরচ = ₹700/-
১০। পরিবারের খরচ = ₹4,000/-
-------------------------------------------------
সর্বমোট = ₹15,600/-
সাথে বাচ্চাদের পড়াশুনা, চিকিৎসা খরচ, যাতায়াত, লোক-লৌকিকতা বাবদ খরচ, নিজের জন্য নির্দিষ্ট একটা খরচ সহ আরও অন্যান্য খরচ তো রয়েছেই।
অর্থাৎ, সুস্থ ভাবে জীবন কাটাতে সবমিলে মাসে অন্তত ₹25,000 - ₹28,000 টাকার দরকার!!!!!
কিন্তু,
যাদের বেতন ₹8,000/-
যাদের বেতন ₹10,000/-
যাদের বেতন ₹15,000/-
যাদের বেতন ₹20,000/-
কি করবে তারা...?
হঠাৎ করে আসা বিপদ অপদের খরচ বাদ দিলাম।।
দাবি আমাদের একটাই,
""নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান""
আগে দেশ বাচাঁন, দেশের মানুষ বাচাঁন....!!""
এ দেশের মানুষ মেট্রোরেল, টানেল, ফ্লাইওভার চায়, কিন্তু তার আগে তারা দুই বেলা পেট ভরে দুটো ভাত খেয়ে সুস্থ ভাবে বাঁচে থাকতে চায়।
তবে না ঐ উন্নয়নের ফল ভোগ করবে!!!!!!!!!
মধ্যবিত্ত এবং নিম্নআয়ের মানুষের জন্য সকল পণ্যের দাম কমানো উচিত। এটাই বর্তমান সময়ে মধ্যবিত্ত পরিবারের আশা।
একমত হলে শেয়ার করুন ।