সবর - SABR

সবর - SABR আপনি যদি নিশ্চিত সফলতা চান,

আল্লাহকে খুশি করার জন্য

সর্বাত্মক চেষ্টা করুন।

17/05/2024

দাওয়াহ | Shaikh Tamim Al Adnani

16/03/2024

নবী (সাঃ) এর বাণীঃ আখিরাতের জীবনই প্রকৃত জীবন! Bangla Islamic Reminder

10/12/2023
09/12/2023

আমার সম্পদ আমার কোন কাজেই আসল না!’😭

📌 আল্লাহর জন্য সুসজ্জিত হোন :-আল্লাহ্ বলেন, یٰبَنِیۡۤ  اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ(হে বনী-আদম! তোম...
03/04/2023

📌 আল্লাহর জন্য সুসজ্জিত হোন :-

আল্লাহ্ বলেন, یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ

(হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও।) [সূরা আরাফঃ ৩১]

আল্লাহ যেন বলছেন, ‘নামাজের পূর্বে যেকোনো স্থানে তুমি তোমার পোশাকের প্রতি যত্নবান হও, তোমার সৌন্দর্যের প্রতি মনোনিবেশ করো। আমার সামনে দাঁড়াবার পূর্বে নিজেকে প্রশংসনীয় রূপে উপস্থাপন করো। নামাজের পূর্বে সুন্দর পোশাক পরিধান করো। বিছানার পরিহিত পোশাক পড়ে ফজর নামাজ আদায় করতে এসো না। সুন্দর পোশাকের ব্যাপারে যত্নশীল হও।*

আচ্ছা মনে করুন, আপনার অফিসের প্রধানের (সিইও) সাথে, অথবা আপনার ভার্সিটির ডীনের সাথে অথবা ইমিগ্রেশন অফিসারের সাথে দেখা করতে গেলে কি আপনি ময়লা পোশাক পড়ে যাবেন? বরং আপনার সবচেয়ে সুন্দর পোশাক পড়েই তাদের সাথে দেখা করতে যাবেন। তাহলে আল্লাহ্র সামনে আপনি এভাবে কেন দাঁড়াচ্ছেন? আল্লাহর সামনে সুন্দর ভাবে দাঁড়ানোর ব্যাপারে যত্নশীল হেন। বলুন তো কেন এটা এতো গুরুত্বপূর্ণ?

আপনি যখন সালাতের জন্য আপনার কাপড় ইস্ত্রি করবেন তখন মনে আসবে আপনি সালাতের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করছেন। যখন আপনি আপনার পছন্দের পোশাক নির্বাচন করছেন তখন মনে আসবে আপনি সালাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মানুষ সাধারণত পার্টিতে গেলে সুন্দর পোশাক পরিধান করে, তাই না? কিন্তু কেন? কারণ তার আশপাশের লোকগুলো তার দিকে বারবার তাকাবে, হয়তো দুই একটা ছবিও তুলে ফেলতে পারে। কিন্তু যদি তাকানোর মতো কেউ না থাকে আপনি কি সেজে-গুজে থাকবেন? পাটিতে কেউ নিজেকে জরূপে উপস্থাপন করে না অথবা করতে চায় না। এটাই বাস্ত কথা।

আমার একটা ছাত্র ছিল যে কাপড় ইস্ত্রি না করেই ক্লাসে চলে আসতো। তার বাবা একদিন বাঁধা দিয়ে বললেন, হয় নিজের কাপড় ইস্ত্রি করে পরিধান করো, নয়তো ক্লাসে যাওয়া বন্ধ করো। আমরা যখন সুন্দর পোশাক পড়ি আমরা আশপাশের মানুষের রুচির কথা খেয়াল রেখেই পোশাক পড়ি। তাহলে আপনি যদি সালাতের জন্য উত্তম পোশাক পরিধান করেন আপনার সচেতন মন স্বাভাবিকভাবেই আল্লাহর দিকে ফিরে আসবে। কারণ আপনি জানেন আল্লাহ্ আপনার দিকে তাকিয়ে আছেন। এই সামান্য কাজটা আপনার সালাতে মনোযোগ বাড়াতে সাহায্য করবে। আল্লাহ্ তার বান্দাদের সালাতে মনোযোগ ও খুশু বৃদ্ধির উপায় বাতলে দিচ্ছেন।

মানুষ প্রায় বলে আমি কিভাবে সালাতে মনোযোগী হবো? সালাতে কিভাবে ধৈর্যশীল থাকা যায় বলতে পারেন? আমি কিভাবে তার পরিপূর্ণ উপস্থিতি বুঝতে পারবো? আল্লাহ্ তাদেরকে লক্ষ্য করে বলেন, সুন্দর পোশাক পড়ে সালাতের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসো।

তাহলে আমাদের প্রথম প্রথম কাজ হলো নিজেকে উত্তম পোশাক দ্বারা আবৃত করা। আপনি যদি মনে করেন আল্লাহর সামনে সবচেয়ে উত্তম পোশাক পড়ে হাজির হয়েছেন তাহলে বুঝে নিন অন্য যেকোনো জায়গায় আপনার জন্য এই পোশাকটি সবচেয়ে উত্তম পোশাক। যে সকল বোন হিজাবের সঠিক দিক নির্দেশনা জেনেও হিজাব পালন করে না তারাও যখন মসজিদে সালাত আদায় করতে যায় সঠিকভাবে হিজাব পালন করেই যায়। তারা জানে তারা ঐ মুহূর্তে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায়। ছেলেদের ক্ষেত্রেও একি কথা প্রযোজ্য।

আচ্ছা প্রতিদিন আমরা কয়বার সালাত আদায় করি? পাঁচবার। তাই যখন আপনি সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারবেন আপনাকে সত্যিই আল্লাহ্র কাছে সুন্দর ও প্রিয় লাগছে তখন বুঝে নিবেন আপনার এই পোশাকটি অন্য লোকদের কাছেও গ্রহণীয় হবে। এমন যেন না হয় সালাতের জন্য জবুথবু পোশাক পড়লেন আর অন্য জায়গায় সুন্দর পোশাক পড়ে গেলেন। তাহলে মনে রাখবেন আপনি সালাতের সঠিক ড্রেস কোড অনুসরণ করলেন না। ঠিক যে মুহূর্তে আপনি পোশাকের ব্যাপারে সাবধান হবেন, নিজেকে সুন্দর করে আল্লাহ্র কাছে প্রকাশ করবেন, ঠিক সেই মুহূর্তে আপনি পোশাকের হালাল হারামের বিতর্ক থেকে বেঁচে গেলেন, কারণ এ বিতর্ক আপনার জন্য অর্থহীন। আর পোশাকের ব্যাপারে আপনি যদি যত্নশীল থাকেন তাহলে আপনি সত্যিকার অর্থেই নিজের সালাতকে সৌন্দর্যমন্ডিত করলেন।

30/03/2023

কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না !❗

📚 সূরা ফাতির - আয়াত / ১৫-১৮

কারী - yasser al dosari

25/03/2023

وَ مَا ہٰذِہِ الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا لَہۡوٌ وَّ لَعِبٌ
আর এ দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় !

15/03/2023

আল-হাক্কাহ

আয়াত:- ৩৮-৪২

15/03/2023

⚫ আল-আনকাবূত।

আয়াত :- ৩৬-৩৭

10/03/2023

নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান।
৬৭/১২

যারা পর্দা করে না, তাদের কাছে ইসলামের পর্দার বিধান যদি নাও বলি। অন্তত, তারা নিশ্চই নিজের অর্ধনগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে যাক ...
06/03/2023

যারা পর্দা করে না, তাদের কাছে ইসলামের পর্দার বিধান যদি নাও বলি। অন্তত, তারা নিশ্চই নিজের অর্ধনগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে যাক তা চাইবে না। তাদের এজন্য এই বিষয়ে সতর্ক করা উচিত।

আপনি হয়তো শখ করেই ছবি আপলোড দিচ্ছেন, কিন্ত আপনার শত্রু আপনার ছবি সেই সফটওয়ার দিয়ে এডিট করে অর্ধনগ্ন বানিয়ে আপনার পরিচিত গ্রুপে ছেড়ে দিল। বর্তমানে উন্নত টেকনোলজি দিয়ে এত নিখুঁত ভাবে এডিট করা যায় যে, আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন এটা ফেক ছবি। তাই নিজের সম্মান রক্ষার্থে হলেও অনলাইনে নিজের ছবি আপলোড করবেন না।

আর ইসলামের বিধান জেনে নিলে অনেক ভাল হয়।

বর্তমান যুগের কবর পূজারীদের শিরকও ঠিক এই ধরণের যে, তারা কবরস্থ ব্যক্তিদেরকে উলূহিয়্যাতের গুণাবলীর অধিকারী মনে করে তাদেরক...
05/02/2023

বর্তমান যুগের কবর পূজারীদের শিরকও ঠিক এই ধরণের যে, তারা কবরস্থ ব্যক্তিদেরকে উলূহিয়্যাতের গুণাবলীর অধিকারী মনে করে তাদেরকে সাহায্যের জন্য আহবানও করে এবং ইবাদতের বেশ কিছু অনুষ্ঠানও তাদের উদ্দেশ্যে পালন করে। আল্লাহ আমাদেরকে এত্থেকে বাঁচান। আমীন।

21/01/2023

লুকমান হাকিমের উপদেশ। ‘প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরক করো না

Address

Arambagh
712401

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবর - SABR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সবর - SABR:

Videos

Share

Category



You may also like