Bangla Babu

Bangla Babu just for fun..

11/12/2024
কলকাতা দখল করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে,সবাই সাবধান।
09/12/2024

কলকাতা দখল করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে,সবাই সাবধান।

উপযুক্ত সিদ্ধান্ত । মেশিন যখন ঘরেই আছে, ইচ্ছামতো ছাপিয়ে নিলেই হলো।
08/12/2024

উপযুক্ত সিদ্ধান্ত । মেশিন যখন ঘরেই আছে, ইচ্ছামতো ছাপিয়ে নিলেই হলো।

08/12/2024

হাতি চলে, কুত্তা ভোকে😅

BPL-ভিখারী প্রিমিয়ার লিগ😅
06/12/2024

BPL-ভিখারী প্রিমিয়ার লিগ😅

ভগবত গীতা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন একজন মুসলিম মেয়ে ❤️
05/12/2024

ভগবত গীতা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন একজন মুসলিম মেয়ে ❤️

04/12/2024

💦(হিসু) করলেই যে দেশ ভেসে যাবে ,তাদের সাথে যুদ্ধ করতে যাওয়া বিলাসিতা মাত্র
🥱

বাংলাদেশ মানেই বিনোদন, দেশ তৈরি হয়েছে 47 এ, স্বাধীন হয়েছে 71 এ। দেশের বয়স প্রায় 53 বছর, নদীমাতৃক ও কৃষিপ্রধান দেশ। দ...
01/12/2024

বাংলাদেশ মানেই বিনোদন, দেশ তৈরি হয়েছে 47 এ, স্বাধীন হয়েছে 71 এ। দেশের বয়স প্রায় 53 বছর, নদীমাতৃক ও কৃষিপ্রধান দেশ। দেশের নাম বাংলাদেশ।

এবার আসুন বাস্তবে। কৃষিপ্রধান দেশ, কিন্তু আলু পেয়াজ লঙ্কা টমেটোর মত নিত্যপ্রয়োজনীয় আমদানি করতে হয় ভারত থেকে। ভারতের সাথে সমস্যা তাই এবার নিতে হবে পাকিস্থান চীন থেকে, কিন্তু নিজের দেশে ফলানোর ক্ষমতা নেই।

চিকিৎসা+ শিক্ষা, এতটাই অনুন্নত যে যেতে হয় ভারতে। মনগড়া কথা নয়, ভিসা সেন্টার থেকে পাওয়া তথ্য।

বিশ্বের অন্যতম বড় টেক্সটাইল বাজার নাকি এখানেই, কিন্তু কাঁচামালের জন্য হাত পাততে সেই ভারত।

ঈদ বিয়ের শপিং, চলো ভারত। ভারত না গেলেও যে মাল দেশে বিক্রি হয়, তার বড়ো অংশ ভারতের।

নদীমাতৃক ভাটির দেশ। অথচ এমনি অবস্থা এক বৃষ্টি আর বাঁধের জলে 5 দিন জলের নিচে। নিকাশি পরিকল্পনা শূন্য।

ভারতে খুঁজলে কাঁচা বাড়ি খুব কম পাওয়া যাবে, বেশিরভাগ বাড়ি নয় নিজে, বা কেউ কেউ সরকারি সাহায্য নিয়ে পাকা করে ফেলেন, আমাদের 85%এ পাকা বাড়ি , সরকারের লক্ষ্য এটিকে 100% করা আর মুখে গোপ্তানি মারা বাংলাদেসে।শুধু নেতার বাড়ি ছাড়া বেশির ভাগ দেখি কাঁচা বাড়ি, সামান্য বৃষ্টির জলেই কঠিন পরিস্থিতি, তাও তারা আসে আমাদের কৃপণ বলতে, আমাদের বেদে বর্ণিত আছে অতিথি দেব ভব: ,অতিথির যত্ন আমরা আমাদের দেবতার মত করি, নিজের সর্বস্ব দিয়ে একজন গরিব ও তার অতিথির যত্ন করেন।

যারা মাছের দাম কম পেলে 5 / 6 কিলো।কিনে , ফ্রিজে পচিয়ে এক সপ্তাহ ধরে খায় তাদের আমরা সভ্য মানুষ ভাবিনা, আমরা দিনের দিন কিনি , সেই দিন খাই, সবজি, মাছ , সব কিছু , তাতে আমাদের অন্য দেশে চিকিৎসার জন্য ছুটিতে হয়না।

দেশের মুদ্রাস্ফীতি তো অন্য লেভেলের। লঙ্কা নাকি 400 র উপরে কখনও শুনি 800 / 1000 টাকা, আমরা 150গ্রাম 10 টাকা, 500 30 টাকা কিনি । 150 গ্রাম কিনলে আবার গরীব হলেও দুঃখ লাগে না। পেট্রোল কিনে পয়সা না দেওয়ার অবস্থা। তরমুজের জন্য ফেসবুক বিদ্রোহ করতে হয়। দিন চালাতে দেশের বড়ো অংশের অবস্থা হাসফাঁস।

ছাত্র করে বিদ্রোহ আর পরীক্ষা দেওয়ার নাম শুনলে গায়ে জ্বর আসে। পাসপোর্টের শক্তি তলানিতে। বিশ্বকাপ আয়োজন শেষ মুহূর্তে হাতছাড়া, কারণ অপদার্থ ম্যানেজমেন্ট। আর এরা বলছে আমি গোটা মাছ দিয়ে ভাত খাই আর ভারত মাছ কেটে বিক্রি করে। ভাই ভারতেও গরিবের সংখ্যা কম নয়, কিন্তু তারা মাছ ভাতের জোগাড় করতে পারে কারণ যতটুকু প্রয়োজন ততটুকু কেনা যায়। গোটা কিনতে হবে কিন্তু পয়সা নেই তাই খেতে পারছিনা এমন বাংলাদেশী হাল এখানে নয়। এরা গর্ব করে ইলিশ এর, ভাই ভারতের বাজারে মোটামুটি ভালো ইলিশ মাছ 1000 টাকা কেজি থেকে শুরু। 500 গ্রাম ইলিশ 500 টাকা কিলো, তবে বাংলাদেশী ইলিশ নয়, ভারতীয় কোলাঘাট, রাইদিঘি, কাকদ্বীপ, diamond harbour, দীঘার প্রোডাক্ট।

সেভেন সিস্টার দখল করতে যাওয়া জাতি নাকি এক বাঁধের জলে কাত। 🤣🤣🤣

কোনো ব্যাপার না সমস্ত টাকা কাংলাদেশের সরকার দেবে।😅
01/12/2024

কোনো ব্যাপার না সমস্ত টাকা কাংলাদেশের সরকার দেবে।😅

কাংলাদেশ আর কয়েকদিন পরেই আমেরিকা হতে চলেছে গাইজ😂
01/12/2024

কাংলাদেশ আর কয়েকদিন পরেই আমেরিকা হতে চলেছে গাইজ😂

30/11/2024

শোন বাংলাদেশীরা ,চাইলে তোদেরও পতাকা মাড়িয়ে যেতে পারি,
কিন্তু যখন দেশ টাই মাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে তখন পতাকা কেনো মাড়াবো 🙂

সামনের শীতে যাদের বিয়ে তাদের এই ছবি দেখিয়ে আরও একবার ভেবে দেখার সুযোগ করে দিন।
16/11/2024

সামনের শীতে যাদের বিয়ে তাদের এই ছবি দেখিয়ে আরও একবার ভেবে দেখার সুযোগ করে দিন।

14/11/2024

৩,৪ টা রানিং গার্লফ্রেন্ড সহ কেউ FB আইডি বিক্রি করলে জানাবেন!
টাকা পয়সা কোনো ব্যাপার না।🙂

Congratulations to the brilliant minds at ISRO for their historic achievement! Chandrayaan 3 has touched down on the lun...
23/08/2023

Congratulations to the brilliant minds at ISRO for their historic achievement! Chandrayaan 3 has touched down on the lunar surface, marking a giant leap for India's space exploration.

As Indians, we feel proud of our scientists and their astounding achievements.




Address

Andal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Babu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Babu:

Videos

Share


Other Digital creator in Andal

Show All