01/12/2024
বাংলাদেশ মানেই বিনোদন, দেশ তৈরি হয়েছে 47 এ, স্বাধীন হয়েছে 71 এ। দেশের বয়স প্রায় 53 বছর, নদীমাতৃক ও কৃষিপ্রধান দেশ। দেশের নাম বাংলাদেশ।
এবার আসুন বাস্তবে। কৃষিপ্রধান দেশ, কিন্তু আলু পেয়াজ লঙ্কা টমেটোর মত নিত্যপ্রয়োজনীয় আমদানি করতে হয় ভারত থেকে। ভারতের সাথে সমস্যা তাই এবার নিতে হবে পাকিস্থান চীন থেকে, কিন্তু নিজের দেশে ফলানোর ক্ষমতা নেই।
চিকিৎসা+ শিক্ষা, এতটাই অনুন্নত যে যেতে হয় ভারতে। মনগড়া কথা নয়, ভিসা সেন্টার থেকে পাওয়া তথ্য।
বিশ্বের অন্যতম বড় টেক্সটাইল বাজার নাকি এখানেই, কিন্তু কাঁচামালের জন্য হাত পাততে সেই ভারত।
ঈদ বিয়ের শপিং, চলো ভারত। ভারত না গেলেও যে মাল দেশে বিক্রি হয়, তার বড়ো অংশ ভারতের।
নদীমাতৃক ভাটির দেশ। অথচ এমনি অবস্থা এক বৃষ্টি আর বাঁধের জলে 5 দিন জলের নিচে। নিকাশি পরিকল্পনা শূন্য।
ভারতে খুঁজলে কাঁচা বাড়ি খুব কম পাওয়া যাবে, বেশিরভাগ বাড়ি নয় নিজে, বা কেউ কেউ সরকারি সাহায্য নিয়ে পাকা করে ফেলেন, আমাদের 85%এ পাকা বাড়ি , সরকারের লক্ষ্য এটিকে 100% করা আর মুখে গোপ্তানি মারা বাংলাদেসে।শুধু নেতার বাড়ি ছাড়া বেশির ভাগ দেখি কাঁচা বাড়ি, সামান্য বৃষ্টির জলেই কঠিন পরিস্থিতি, তাও তারা আসে আমাদের কৃপণ বলতে, আমাদের বেদে বর্ণিত আছে অতিথি দেব ভব: ,অতিথির যত্ন আমরা আমাদের দেবতার মত করি, নিজের সর্বস্ব দিয়ে একজন গরিব ও তার অতিথির যত্ন করেন।
যারা মাছের দাম কম পেলে 5 / 6 কিলো।কিনে , ফ্রিজে পচিয়ে এক সপ্তাহ ধরে খায় তাদের আমরা সভ্য মানুষ ভাবিনা, আমরা দিনের দিন কিনি , সেই দিন খাই, সবজি, মাছ , সব কিছু , তাতে আমাদের অন্য দেশে চিকিৎসার জন্য ছুটিতে হয়না।
দেশের মুদ্রাস্ফীতি তো অন্য লেভেলের। লঙ্কা নাকি 400 র উপরে কখনও শুনি 800 / 1000 টাকা, আমরা 150গ্রাম 10 টাকা, 500 30 টাকা কিনি । 150 গ্রাম কিনলে আবার গরীব হলেও দুঃখ লাগে না। পেট্রোল কিনে পয়সা না দেওয়ার অবস্থা। তরমুজের জন্য ফেসবুক বিদ্রোহ করতে হয়। দিন চালাতে দেশের বড়ো অংশের অবস্থা হাসফাঁস।
ছাত্র করে বিদ্রোহ আর পরীক্ষা দেওয়ার নাম শুনলে গায়ে জ্বর আসে। পাসপোর্টের শক্তি তলানিতে। বিশ্বকাপ আয়োজন শেষ মুহূর্তে হাতছাড়া, কারণ অপদার্থ ম্যানেজমেন্ট। আর এরা বলছে আমি গোটা মাছ দিয়ে ভাত খাই আর ভারত মাছ কেটে বিক্রি করে। ভাই ভারতেও গরিবের সংখ্যা কম নয়, কিন্তু তারা মাছ ভাতের জোগাড় করতে পারে কারণ যতটুকু প্রয়োজন ততটুকু কেনা যায়। গোটা কিনতে হবে কিন্তু পয়সা নেই তাই খেতে পারছিনা এমন বাংলাদেশী হাল এখানে নয়। এরা গর্ব করে ইলিশ এর, ভাই ভারতের বাজারে মোটামুটি ভালো ইলিশ মাছ 1000 টাকা কেজি থেকে শুরু। 500 গ্রাম ইলিশ 500 টাকা কিলো, তবে বাংলাদেশী ইলিশ নয়, ভারতীয় কোলাঘাট, রাইদিঘি, কাকদ্বীপ, diamond harbour, দীঘার প্রোডাক্ট।
সেভেন সিস্টার দখল করতে যাওয়া জাতি নাকি এক বাঁধের জলে কাত। 🤣🤣🤣