প্রয়াস

প্রয়াস 🌻🌴সামাজিক সংগঠন ❤️🌻
পরিবেশ প্রেমী 🌱
মানুষের সাথে ও পাশে ❤️
সারমেয় প্রেমী 🐶

হাওড়া জেলা পরিবেশ মঞ্চের পরিচালনায় ও আমাদের সংগঠন প্রয়াস এর পক্ষ থেকে গাজীপুর  #নিউ_পঞ্চানন সংঘে সন্তষীপূজা উপলক্ষে প...
07/01/2025

হাওড়া জেলা পরিবেশ মঞ্চের পরিচালনায় ও আমাদের সংগঠন প্রয়াস এর পক্ষ থেকে গাজীপুর #নিউ_পঞ্চানন সংঘে সন্তষীপূজা উপলক্ষে পরিবরেশ , বন্যপ্রাণ সংরক্ষণ এবং সমাজ সচেতন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিশিষ্ট বন্যপ্রাণ সংরক্ষণকারী প্রিয় দাদা চিত্রক প্রামানিক।এছাড়াও উপস্থিত ছিলেন সুমন্ত দাস, ইমন ধাড়া , সুরজিৎ দোয়ারি ও সৌমদীপ বেরা। এই সচেতনতা শিবির দেখার জন্য এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ধন্যবাদ জানায় নিউ পঞ্চানন সংঘের প্রতিটি সদস্যকে আমাদের কে এ রকম সুন্দর পরিবেশে একটা অনুষ্ঠান আয়োজন করার সুযোগ দেওয়ার জন্য।

#হাওড়া_জেলা_পরিবেশ_মঞ্চের
#প্রয়াস

25/12/2024

সংগঠন প্রয়াসের পক্ষ থেকে একটি জনসচেতন ও সামাজিক সচেতনতামূলক বার্তা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো। চলতি বছরের শেষ ও নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা সকলেই চড়ুইভাতী বা পিকনিকের মতন আসর বসে থাকে। যদিও নদী সং লগ্ন এলাকায় এটা নিত্য দৃশ্য চলে প্রকাশ্য মদ্যপান প্রয়াসের পক্ষ থেকে একান্ত অনুরোধ মদ্যপান করার পর বোতল গুলিকে ভেঙে গুঁড়িয়ে জমিতে বা নদীতে ফেলে দেবেন না প্লাস্টিক আবর্জনা গুলি নদী বা খালে ফেলবেন না। অনেক গৃহপালিত #পশু , #বন্যপ্রাণ,বহু স্থানীয় ও #বিদেশি #পাখি ঐ এলাকায় ঘুরে বেড়ায় তারা আহত হবে। আপনারা মদ পান করে একটি নির্দিষ্ট জায়গায় রাখুন ( গোটা বোতল) আমার টিম #প্রয়াস সেগুলো কুড়িয়ে এলাকা পরিষ্কার করে দেবো। পুরো আমতা এলাকা সহ ,সেয়াগড়ি দামোদর নদীর পার্শ্ব বর্তি এলাকা জুড়ে চলবে এই কর্মসুচি। আশা করি এই টুকু কথা আপনারা রাখবেন। ধন্যবাদ। 🙏🙏🙏🙏

📌গতকাল রাতে  #আমতার আশেপাশে যে সমস্ত  #ভবঘুরে থাকে। শীতের সময় তাদের কথা ভেবে আমরা আমাদের সাধ্য মতন কিছু উপহার নিয়ে তাদ...
26/11/2024

📌গতকাল রাতে #আমতার আশেপাশে যে সমস্ত #ভবঘুরে থাকে। শীতের সময় তাদের কথা ভেবে আমরা আমাদের সাধ্য মতন কিছু উপহার নিয়ে তাদের কাছে পৌঁছে গিয়েছিলাম। হয়তো আমরা অনেক কিছু করতে পারলাম না কিন্তু আমরা আমাদের সাধ্য মতন ওদের পাশে থাকার চেষ্টা করলাম।
আপনারা সকলে এগিয়ে আসুন আমরা সকলের সহযোগিতায় আগামী দিন গুলো তে এভাবেই এগিয়ে যাবো
্রয়াস ❤️🙏

সম্মানীয় রাজকুমার মাঝি ও সায়নী দিদির পঞ্চম তম বিবাহ বার্ষিকী উপলক্ষে টিম প্রয়াসের  #২৪ তম   এর সহযোগিতা করলেন। আগামী ...
20/11/2024

সম্মানীয় রাজকুমার মাঝি ও সায়নী দিদির পঞ্চম তম বিবাহ বার্ষিকী উপলক্ষে টিম প্রয়াসের #২৪ তম এর সহযোগিতা করলেন। আগামী দিন ওনাদের আরও ভালো কাটুক। অবলা প্রাণী গুলোর মুখে খাবার তুলে দেওয়ার চিন্তাকে কুর্নিশ জানাই টিম প্রয়াস। প্রতিটি সহ নাগরিকের কাছে অনুরোধ আপনারও এগিয়ে আসতে পারেন এই অবলা প্রাণী গুলোর মুখে খাবার তুলে দেয়ার জন্য।

#প্রয়াস ❤️

 #জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বাগনান যুবকবৃন্দে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা অনুষ্ঠানে...
19/11/2024

#জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বাগনান যুবকবৃন্দে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানে আমাদের সংগঠন প্রয়াসকেও আমন্ত্রণ জানানো হয়েছিল সংগঠন প্রয়াসকে সম্বর্ধিত করা হয়েছিল।
ধন্যবাদ জানাই সংঘের প্রতিটি সদস্যকে ও সকলের ভালোবাসার মানুষ পরিবেশ কর্মী Chitrak Pramanik 💚 দাদা কেও ।

#প্রয়াস 🌻💚

বিগত কয়েক বছরের মতো এই বৎসরও গাজীপুর  #কালীমাতা সংঘের শ্রী শ্রী শ্যামা কালী পূজা উপলক্ষে যে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আ...
04/11/2024

বিগত কয়েক বছরের মতো এই বৎসরও গাজীপুর #কালীমাতা সংঘের শ্রী শ্রী শ্যামা কালী পূজা উপলক্ষে যে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে আমাদের সংগঠনকেও সম্বর্ধিত করা হয় । প্রয়াস এর পক্ষ থেকে ওনাদের হাতে কিছু হ্যান্ড স্টিক তুলে দেয়া হয়। ধন্যবাদ জানাই কালীমাতা সঙ্গে প্রত্যেকটি সদস্যকে এবং আগামী দিনে ওনাদের এই অনুষ্ঠান আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি।

30/10/2024

#দীপাবলি হোক শব্দ বাজি মুক্ত পৃথিবীটা ওদেরও উৎসব গড়ে তুলুন শব্দবাজি মুক্ত।
আমাদের নিজেদের আনন্দ না যেন অবলা নিরীহ প্রাণীদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় আসুন আমরা সকলে সহমত পোষণ করি #অবলা প্রানিদের লক্ষ্য করে বাজি দেব না । এই আবেদন রাখে সংগঠন প্রয়াস ।

#সচেতন_মূলক_প্রচার 🙏
#প্রয়াস 🌻

 #দীপাবলি হোক শব্দ বাজি মুক্ত পৃথিবীটা ওদেরও উৎসব গড়ে তুলুন শব্দবাজি মুক্ত। আমাদের নিজেদের আনন্দ না যেন অবলা নিরীহ প্রা...
29/10/2024

#দীপাবলি হোক শব্দ বাজি মুক্ত পৃথিবীটা ওদেরও উৎসব গড়ে তুলুন শব্দবাজি মুক্ত।
আমাদের নিজেদের আনন্দ না যেন অবলা নিরীহ প্রাণীদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় আসুন আমরা সকলে সহমত পোষণ করি #অবলা প্রানিদের লক্ষ্য করে বাজি দেব না । এই আবেদন রাখে সংগঠন প্রয়াস ।

#সচেতন_মূলক_প্রচার 🙏
#প্রয়াস 🌻

*ঘূর্ণিঝড় 'ডানা' (উচ্চারণ 'দানা') এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বির...
23/10/2024

*ঘূর্ণিঝড় 'ডানা' (উচ্চারণ 'দানা') এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে। দমকা হাওয়া ও একটানা বৃষ্টি হবে উল্লিখিত ওই দুদিন।*
হেল্প লাইন নাম্বার
1. জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (NDRF): 011-23438298.
2. রাজ্য বিপর্যয় মোকাবিলা দল: 1070 (toll-free).
3. স্থানীয় পুলিশ প্রশাসন নম্বর
ভয় কিংবা আতঙ্ক নয় সচেতন থাকুন সাবধান থাকুন নিরাপদে থাকুন। সরকারি অফিসিয়াল আবহাওয়া আপডেটে নজর রাখুন। ভারতীয় আবহাওয়া দপ্তর ও আলিপুর আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মেনে চলুন।

#প্রয়াস 🙏

22/10/2024

প্রিয় নাগরিকগণ আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অনভিজ্ঞ অভিজ্ঞতা সঙ্গে করে ।এখানে দেখতে পাচ্ছেন একটি #ময়ূরী_কাছিমকে যে জিনিসটি দেখার যা এই কিছু মানুষ ভেবে নেয় এর মাংস খাব এরকম একটা চিন্তা সেই জায়গায় দাঁড়িয়ে গাজীপুর গ্রাম এর শ্মশান কালী তলার বাসিন্দা তাপস খাঁ মহাশয় এটিকে আমাদের হাতে তুলে দেয়। এবং তারপর আমরা পরিবেশকর্মী Chitrak Pramanik দার সঙ্গে কথা বলে এটিকে তার নিজস্ব বাসস্থান অর্থাৎ জলাশয়ে ছেড়ে দিই । এই ময়ূরী কাছিম দিন দিন আমাদের এলাকা থেকে কমে আসছে সেই জায়গা থেকে এরকম এক মহান উদ্দেশ্য কে সফল করতে নাগরিকরা আরও এগিয়ে আসবেন এই আশা সংগঠন প্রয়াসের পক্ষ থেকে আমরা রাখি।

🐢
#প্রয়াস 💚
🌻

কিছু দিন আগে এই সারমেয় টির রোড এক্সিডেন্টে একটা পা প্রচন্ড পরিমাণে চোট হয় অবশেষেটিম প্রয়াস সদস্যরা ওর   #ট্রিটমেন্ট শ...
18/10/2024

কিছু দিন আগে এই সারমেয় টির রোড এক্সিডেন্টে একটা পা প্রচন্ড পরিমাণে চোট হয় অবশেষে
টিম প্রয়াস সদস্যরা ওর #ট্রিটমেন্ট শুরু করে এখন সারমেয় টি একটু সুস্থ আছে ।

#টিম_প্রয়াস 🙏

🔹আমরা সকলে যখন কোনো রেল স্টেশনে এর পাস দিয়ে যাই আমরা তখন দেখি একদল মা কাকিমার ও ভাই বোনের বয়সী  ছেলে মেয়ে যাদের স্বাভ...
11/10/2024

🔹আমরা সকলে যখন কোনো রেল স্টেশনে এর পাস দিয়ে যাই আমরা তখন দেখি একদল মা কাকিমার ও ভাই বোনের বয়সী ছেলে মেয়ে যাদের স্বাভাবিক জীবনে বাড়িতে থাকার কথা ছিল। কিন্তূ তারা দুবেলা অন্ন যোগানের টানে ভিক্ষা বৃতি করে ।আমাদের প্রয়াস ছিল তাদের মাঝে পুজোর উপহার নিয়ে পৌঁছে যাওয়া ও পুজোর আনন্দ সমান ভাগে ভাগ করে নেওয়া ।
📌যে সকল প্রিয় মানুষজন #টিম_প্রয়াস কে ক্রমাগত সাহায্য করে চলেছ তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো । অনেক ধন্যবাদ জানাই সকল কে 🙏 । আগামী দিন গুলো সকলের সহযোগিতা আমরা এগিয়ে যাবো ♥️
#টিম_প্রয়াস 🙏 🧡
🔹 #সহযোগিতা 🙏

🔹আমরা সকলেই পৌঁছে যায় দুর দূরান্তের প্রান্তিক মানুষের কাছে। কিন্ত আমরা এই বছরে পরিকল্পনা রেখেছিলাম আমাদের এলাকার প্রান্...
08/10/2024

🔹আমরা সকলেই পৌঁছে যায় দুর দূরান্তের প্রান্তিক মানুষের কাছে। কিন্ত আমরা এই বছরে পরিকল্পনা রেখেছিলাম আমাদের এলাকার প্রান্তিক মানুষদের কাছে কিছু উপহার নিয়ে পৌঁছে দেওয়া এবং সকলের সাথে পুজোর আনন্দ সমান ভাবে ভাগ করে নিতে ।
📌যে সকল প্রিয় মানুষজন #টিম_প্রয়াস কে ক্রমাগত সাহায্য করে চলেছ তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো । অনেক ধন্যবাদ জানাই সকল কে 🙏 । আগামী দিন গুলো সকলের সহযোগিতা আমরা এগিয়ে যাবো ♥️

🔹কথা মতন আমরা চলে গিয়েছিলাম  আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কারন নামটা মুখে নিতে ‌চাইনা  আমরা বলতে চাই ছোট ছোট ভাইয়ে দের স...
07/10/2024

🔹কথা মতন আমরা চলে গিয়েছিলাম আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কারন নামটা মুখে নিতে ‌চাইনা আমরা বলতে চাই ছোট ছোট ভাইয়ে দের সাথে পুজোর আনন্দ ভাগ করে নিতে
আমাদের সাধ্য মতো কিছু উপহার নিয়ে।
আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওদের আগামী দিন খুব ভালো কাটুক।
📌যে সকল প্রিয় মানুষজন #টিম_প্রয়াস কে ক্রমাগত সাহায্য করে চলেছ তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো । অনেক ধন্যবাদ জানাই সকল কে 🙏 । আগামী দিন গুলো সকলের সহযোগিতা আমরা এগিয়ে যাবো ♥️

মা দূর্গার আগমনের আগে আমার এক নতুন কিছু পরিকল্পনা সাথে নিমজ্জিত হয়েছিলাম ।স্কুল  's- The pre school expart এর তত্ত্বাবধ...
03/10/2024

মা দূর্গার আগমনের আগে আমার এক নতুন কিছু পরিকল্পনা সাথে নিমজ্জিত হয়েছিলাম ।
স্কুল 's- The pre school expart এর তত্ত্বাবধানে ও আমাদের সহযোগিতায় কিছু ছোট ছোট ছেলে মেয়ে দের কিছু শিক্ষা মূলক সরঞ্জাম ও কিছু ড্রাই ফুড খাবার নিয়ে।
ধন্যবাদ জানাই িডস কে এই কর্মযোগ্য আমাদের কে সুযোগ দেওয়ার জন্য ।
#প্রয়াস 🌻
EuroKids International
Banamali Patra

ওদেরকে অবহেলা করবেন না। যেখানে মানুষকে উদ্ধার করবেন সেখানে যদি প্রাণী থাকে প্লিজ সবাইকে নৌকায় তুলে আনবেন। অবহেলায় তাড়াহ...
22/09/2024

ওদেরকে অবহেলা করবেন না। যেখানে মানুষকে উদ্ধার করবেন সেখানে যদি প্রাণী থাকে প্লিজ সবাইকে নৌকায় তুলে আনবেন। অবহেলায় তাড়াহুড়ো এবং ক্লান্তিতে ওদের ফেলে চলে আসবেন না। 🙏🏻
ওদের দীর্ঘশ্বাসে সব ধ্বংস হয়ে যায়। বাঁচার ইচ্ছা সবার থাকে। ওদের চোখের জলে বারবার প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে....😥
আর আশ্রিত বিড়াল, কুকুর, গরু যেকোন প্রাণী যে যেখানেই উঁচু জায়গাটায় আশ্রয় নিক তাড়িয়ে দেবেন না। ওরা খুব ভীত অবস্থায় আছে ,ওদেরকে কেউ পিটিয়ে মারবেন না। বিনীত অনুরোধ আশ্রিত প্রাণীদের কেউ মারবেন না। ওদেরকে বাঁচতে সাহায্য করুন। 🙏🏻
আপনি একটা পশুকেও বাঁচাতে পারলে প্রতিদান পাবেন। ওদেরকেও বাঁচতে দিন......🙏🏻🌿

Address

Amta

Telephone

+919800416061

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রয়াস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রয়াস:

Videos

Share