মাতার বাড়ি মেলার ভিআইপি গাড়ি পিষে মারলো যুবককে, প্রতিবাদে এবং আইনি পদক্ষেপের দাবিতে মাঠে নামল ডিওয়াইএফআই।
ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে চলছে কংগ্রেসের সংহতি যাত্রা।
উৎসাহ উদ্দীপনায় উদ্বোধন হলো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে শুভ দীপাবলির উৎসব। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সহ অন্যান্য অতিথিবর্গ।
বৃহস্পতিবার সন্ধ্যায় অমরপুর মাতা মঙ্গলচন্ডী মন্দিরে শুভ দীপাবলি উৎসব উদ্বোধন হলো। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, বিধায়ক রঞ্জিত দাস, নগর চেয়ারপার্সন বিকাশ সাহা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে এক সুসজ্জিত রেলি এবং ট্যাবলু প্রদর্শনী অমরপুর অমরপুরে রাজপথ পরিক্রমা করে।
আলোর সাজে সেজে উঠেছে অমরপুর মাতা মঙ্গলচন্ডী মন্দির, দীপাবলি উপলক্ষে বিশেষ পুজো চার দিন ব্যাপী মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ।
৪১ ফুট উচ্চতায় শ্যামা মায়ের মূর্তি,আলোর উৎসব দীপাবলিতে সেজে উঠেছে অমরপুরের উপনগরী নতুন বাজার। উৎসবের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অমর বার্তার বিশেষ প্রতিবেদন।
আলোর উৎসব দীপাবলিতে সেজে উঠেছে অমরপুরের উপনগরী নতুন বাজার। উৎসবের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অমর বার্তার বিশেষ প্রতিবেদন।
এক দেশ এক ভোট, করার পেছনে আসল উদ্দেশ্য হল দেশে একটি স্বৈরাচারী শাসনব্যবস্থা কায়েম করা। পথসভায় বক্তব্য রাখলেন সিপিএম নেতৃত্ব প্রহ্লাদ পাল।
ব্রিজ সংস্কারের নামে সরকারি কাগজপত্রে খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা, গন্ডাছড়া পূর্ত দফতরের এই আর্থিক কেলেঙ্কারি ঢাকা চাপা দিতে চলছে জোর প্রয়াস।
আত্মসমর্পণ নাটকের পেছনে কোন রাজনৈতিক খেলা অনুষ্ঠিত হচ্ছে ?
আত্মসমর্পণ এর নাটক মঞ্চস্থ করে পাওয়া গেল আড়াইশো কোটি টাকার প্যাকেজ,আর বন্যায় ১৫ হাজার কোটি টাকা সম্পদ নষ্ট হলেও,পাওয়া গেল ৬৫ কোটি টাকা। আত্মসমর্পণ নাটকের পেছনে কোন রাজনৈতিক খেলা অনুষ্ঠিত হচ্ছে ?#news #media #breaking news #amarbarta #amarpur#udaipur#gomati district #South district #sipahijola district #agartala #tripura #politician #politics #bjp #congress #cpim #Tripra motha
দুর্গাপুজো বয়কট করলো গন্ডাছড়ার হিন্দু বাঙালি জনগণ,
আতঙ্কে এই বৎসর দুর্গাপুজো বয়কট করলো গন্ডাছড়ার হিন্দু বাঙালি জনগণ, গত ২৫ বৎসরের বাম আমলও আমরা দেখেছি, চরম উগ্রপন্থী সমস্যার মধ্যেও রাজ্যের প্রত্যন্ত অঞ্চল গুলিতে পুজো কম হলেও, পুজো বন্ধ হয়নি। স্বঘোষিত হিন্দু ধর্মের কান্ডারীরা এখন কি বলবেন ?#news #media #breaking news #amarbarta #amarpur#udaipur#gomati district #South district #sipahijola district #agartala #tripura #politician #politics #bjp #congress #cpim #Tripra motha
নাবালিকা ছাত্রী উদ্ধার উদয়পুরে, গ্রেপ্তার অপহরণকারী।