B a n g a D a r p a n- বঙ্গ দর্পণ

B a n g a  D a r p a n- বঙ্গ দর্পণ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from B a n g a D a r p a n- বঙ্গ দর্পণ, News & Media Website, Alipurduar.

27/10/2024

একে অপরের হাত ধরে এই ভাবে এগিয়ে চলুন। পার্শ্ব শিক্ষকদের সরকারি সংগঠনসহ সমস্ত সংগঠন আজ এক জায়গায় বসে আলোচনা করছেন পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে। এটি একটি সদর্থক প্রয়াস।

 #পার্শ্বশিক্ষকদের জীবনসংগ্রামপার্শ্বশিক্ষকদের জীবনসংগ্রাম আজ পশ্চিমবঙ্গের এক করুণ চিত্র হয়ে উঠেছে। দীর্ঘ ২০ বছর ধরে এন...
27/10/2024

#পার্শ্বশিক্ষকদের জীবনসংগ্রাম

পার্শ্বশিক্ষকদের জীবনসংগ্রাম আজ পশ্চিমবঙ্গের এক করুণ চিত্র হয়ে উঠেছে। দীর্ঘ ২০ বছর ধরে এনারা গ্রাম থেকে শহরের স্কুলগুলোতে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন, অথচ তাদের অবস্থান আজও সমাজে অবহেলিত। প্রাথমিক স্তরে মাত্র ১০ হাজার এবং উচ্চ প্রাথমিক স্তরে ১৪ হাজার টাকায় তাদের সংসার চালাতে হয়। এভাবে একটি পরিবারের জীবনযাত্রা চালানো যে কতটা দুর্বিষহ, তা অনেকেই হয়তো উপলব্ধি করতে পারেন না। অথচ, এনারাই সেই মানুষ যারা প্রতিদিন শিক্ষার্থীদের জীবনে নতুন আশা জাগিয়ে তুলছেন।

২০০৯ সালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে পার্শ্বশিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন মনে হয়েছিল তাদের জীবনে পরিবর্তনের নতুন সূচনা হবে। তিনি বলেছিলেন, ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের স্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্ত করবেন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করবেন। কিন্তু আজ বারো বছর পেরিয়ে গেছে, সেই প্রতিশ্রুতি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। বারবার দাবি করা সত্ত্বেও, এই প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হয়নি। এই দীর্ঘ প্রতীক্ষার মধ্যে বহু শিক্ষক বঞ্চনার কষ্টে জীবন বিসর্জন দিয়েছেন, আর অনেকেই বাধ্য হয়েছেন বিভিন্ন ছোটখাটো কাজ নিয়ে সংসার চালাতে।

*পার্শ্বশিক্ষকদের অনেকেই আজ ডিমের দোকান, পানের দোকান চালাচ্ছেন, কেউবা টোটো চালিয়ে দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর চেষ্টা করছেন।* এই মানুষগুলোর জন্য তাদের পরিবার ও সন্তানদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার অধিকার থাকার কথা, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই ধরনের অবস্থা শুধু তাদের জন্য নয়, বরং সমাজের শিক্ষাব্যবস্থার জন্যও এক গভীর আঘাত। শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নত না হলে, কিভাবে আমরা শিক্ষার মানোন্নয়ন আশা করতে পারি?

পার্শ্বশিক্ষকদের নেতারাও এই বঞ্চনার জন্য কম দায়ী নন। অনেক সময় দেখা যায়, তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতিতে মত্ত, কিন্তু পার্শ্বশিক্ষকদের অধিকার ও মর্যাদা পুনরুদ্ধারের জন্য যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না। পার্শ্বশিক্ষকদের দাবি ও বঞ্চনা নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ার ফলে তাদের অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে।

শিক্ষাব্যবস্থার অন্যতম ভিত্তি এই শিক্ষকসমাজ। যদি এদের জীবনের কোনো সুরক্ষা না থাকে, যদি তাদের পরিবারের মৌলিক চাহিদা পূরণ না হয়, তাহলে শিক্ষাব্যবস্থার উন্নতি কিভাবে সম্ভব? সমাজের প্রতি শিক্ষকদের অবদান অত্যন্ত মূল্যবান, আর এটাই আমাদের উপলব্ধি করা উচিত যে তাদের সঠিক মর্যাদা এবং আর্থিক সুরক্ষা অত্যন্ত জরুরি। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষক সেই মেরুদণ্ডের ভিত্তি।

আমি "সরকার" এবং রাজ্যের কাছে আবেদন জানাচ্ছি, পার্শ্বশিক্ষকদের এই অবহেলা ও বঞ্চনার অবসান ঘটান। তাদের ন্যায্য মর্যাদা, ন্যায্য আর্থিক সুরক্ষা ও সামাজিক স্বীকৃতি দিন। তাদের প্রতি এই অন্যায় ও অবহেলা যদি না থামে, তাহলে ভবিষ্যতে আমাদের শিক্ষাব্যবস্থাও দুর্বল হয়ে পড়বে। সমাজের শিক্ষিত ও সচেতন মানুষ হিসেবে আমাদেরও কর্তব্য তাদের পক্ষে দাঁড়ানো। সমাজের প্রতি এবং শিক্ষাব্যবস্থার প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে তাদের জীবনকে সম্মান ও মর্যাদা প্রদান করা।

পার্শ্বশিক্ষকদের জন্য ন্যায়বিচার ও সুরক্ষা চাই, এবং চাই তাদের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার অধিকার। একমাত্র তখনই তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে পারবেন, আর শিক্ষার আলো ছড়িয়ে পড়বে সমাজের প্রতিটি স্তরে।

কলমে-সিরাজ খান
আলিপুরদুয়ার





26/10/2024

সকল নেতৃত্বদের প্রতি আমার এই ছোট্ট আবেদন। সকল নেতৃত্বদের কাছে পৌঁছে দিন।


B a n g a D a r p a n- বঙ্গ দর্পণ

07/10/2024

জানিনা আর কত বঞ্চিত হলে! পদে পদে অসম্মানিত হলে !পার্শ্ব শিক্ষকরা এক মালায় আবদ্ধ হবে!
😥😥😥
পার্শ্ব শিক্ষকদের ধৈর্য্য শক্তি মানতে হবে।

06/10/2024

পার্শ্ব শিক্ষকরা আবার এক ইন্ডোর- এর অপেক্ষায়
😥😥

14/08/2024

মহিলাদের রাত দখল, প্রতিবাদ মিছিল হ্যামিলটনগঞ্জ আলিপুরদুয়ারে।

যেকোনো আন্দোলন অরাজনৈতিকভাবে যখন গণআন্দোলনে পরিণত হয় তখন যেকোনো স্বৈরাচারী শাসক ওই গণআন্দোলনের সামনে নতমস্তক হতে বাধ্য হন। এই ধরনের আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে আপনাদের সকলকেই।

01/06/2024

দয়া করে কোন ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার চিন্তা করবেন। রহস্য উন্মোচন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন।

"বঞ্চিত পার্শ্ব শিক্ষক "( দ্বিতীয় কিস্তি )✍️✍️ Subrata Banerjee " এই কী লভিলি লাভ অনাহারে অনিদ্রায় "চোখেমুখে স্বপ্ন ।  স...
24/03/2024

"বঞ্চিত পার্শ্ব শিক্ষক "
( দ্বিতীয় কিস্তি )✍️✍️ Subrata Banerjee

" এই কী লভিলি লাভ অনাহারে অনিদ্রায় "

চোখেমুখে স্বপ্ন । সফল উজ্জ্বল শ্রেণীকক্ষ । ছাত্র ছাত্রীদের মধ্যে ভালোবাসার জোয়ারে ভেসে যাওয়া । অবসরের সব পাওনা কর্মজীবনে দুহাত ভরে পাওয়া ।

ফুলের মতো নিষ্পাপ মনটা আঘাতে আঘাতে তখন রক্তাক্ত হয়নি । শিক্ষা জগতের বিরাট কর্ম যজ্ঞে আমরা নিয়োজিত কিন্তু অগ্রদানী ।

নিয়মিত শিক্ষক নও , স্মরণ করাতে একদিনের চাকরি ছেদ্ ।
চুক্তি স্বাক্ষর । বসন্তের মূল্য দিতে ঝরে যেতে হয় নিজের সাথী বন্ধু দের । কেউ খোঁজ রাখে না । পরিবার গুলো যেন শুকনো পাতা হয়ে কোথায় ভেসে যায় ।

আন্দোলনের কালবৈশাখি আসে । ঝড় থামে হারিয়ে যায় সম্বলটুকু । নতুন সূর্যোদয় আসে না । আবার নতুন করে শুরু হয় ।

কালের বিবর্তনে নেতৃত্ব বৃন্দের অদম্য লড়াই আন্দোলনে কালা কানুনের যবনিকা , শেষে ষাট বছরের চুক্তি তে পাকাপাকি তকমা লাভ । এক দুই করে ভাতা বৃদ্ধি পায় স্বপ্ন টা বড় হয়ে দিনের বাস্তব আলোতে হারিয়ে যায় ।
পাশের ঘর থেকে বৃদ্ধ বাবা মা ওষুধ টা পরে আনলেও চলবে বলে, ছেলের মুখের দিকে তাকিয়ে । ভালো শাড়ি টা টাঙানোই থাকে , দোকানদারও বুঝে গেছে মাস্টার কৃপন শুধু পকেট টা দেখেনি তাই । ছেলে মেয়ে টা মেলায় কিছু কিনতে চাইলে বলতে হয়," ওসব কিনে লাভ নেই এখনি ভেঙে যাবে" রাতে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অপরাধী মনে হয় । ছেলে মেয়ে টা বড় হলে দুঃখ কষ্ট থাকবে না এই ভেবে ওদের পাশে ঘুমিয়ে পড়ি । অভাগীর মতো স্বর্গ দেখা হয়ত হলো না আর ,,,,,,

দিন কাটে বছর কাটে ভালো কিছু হবে আশায় আশায় ,বয়স বাড়ে দায়িত্ব বাড়ে ভাতা আর বৃদ্ধি হয় না ।
পাথরের দেবমূর্তি কে শুধু অসহায় মনে হয় , মাথার ওপর কেউ নেই বলেই মনে হয় ।
শিক্ষা বর্ষ আসে যায় ।আমরা সেই তিমিরেই থেকে যাই। সরকার বলে ,তিষ্ঠ ক্ষণকাল ।
গঙ্গার জল বয়ে যায় । রাক্ষসী পলাশীর মতো ঘৃণ্য রাজনীতি পার্শ্ব শিক্ষকদের পরাজিত করে ।
সিরাজ হেরে যায়, তিতুমীর হেরে যায়,,,,,,,,, (চলবে)
#পার্শ্বশিক্ষক

" বঞ্চিত পার্শ্ব শিক্ষক " (প্রথম কিস্তি) 🖊️✍️ Subrata Banerjee দুপুরের খাঁ খাঁ রোদ ,  জানালার বাইরে চোখ যেতেই দেখলাম , ম...
23/03/2024

" বঞ্চিত পার্শ্ব শিক্ষক "

(প্রথম কিস্তি) 🖊️✍️ Subrata Banerjee

দুপুরের খাঁ খাঁ রোদ , জানালার বাইরে চোখ যেতেই দেখলাম , মাঠ তখন ধূলো নিয়ে লুটোপুটি খেলছে । " বিমলার অভিমান " পড়ানো শেষে ভাবলাম আমাদেরও তো বুকভরা অভিমান । বিমলা তো তবু মাকে বলতে পারল আমরা তো জারজ । বেশ কয়েক দিন হলো এই অভিমান যেন বুঁদ বুদেঁর মতো ফেনিয়ে উঠছে ।
দুঃখ চাপা পানার মধ্যে কেউ যেন ঢিল ছুঁড়ে দিয়ে পালিয়েছে । বের হয়ে পড়ছে একরাশ লুকোনো চোখের জল ।
বয়স তখন কম , তরতাজা যুবক । সদ্য স্নাতক । চোখে মুখে সত্য কে কঠিন মূল্য দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা । প্রাক্তন ছাত্র , তার নিজের স্কুলে পার্শ্ব শিক্ষক শিরোনামে যোগদান ।এ যেন সভ্যতার নিয়মে বিশাল ইমারতের পাশে দৈনন্দিনের চাহিদা মেটাতে কিছু ঘর শ্রমিক কে আটচালায় রেখে দেওয়ার ব্যবস্থা । নূন্যতম বেঁচে থাকার মতো মজুরি তে রাখো , হঠাৎ কিছু হলে হৈ চৈ না করে বলো প্রাপ্য এইটুকুই ছিল ।
সকলের কর্ম যা তোমারও তাই , প্রাপ্য টুকু আলাদা যা সমাজ ভুলেও জানবে না, সরকার হলফনামায়, সার্কুলারে নিখুঁত ভাবে বঞ্চিত করার ধুর্ততা রাখবে।
দশটা চল্লিশে আসতে হবে, সাড়ে চারটে পর্যন্ত নিয়মিত রুটিনে ক্লাস করতে হবে । পাশের চেয়ার খালি থাকবে সি সি এল এর জন্য কারণ তাঁর সন্তানের লেখাপড়া ভবিষ্যতের মূল্য আছে , আমাদের শিশু গুলোর মাতৃস্নেহ না হলেও চলে কারণ আমরা যে আইনের চোখে পূর্ণ শিক্ষক নই ।
ছুটি তে যাওয়া শিক্ষক শিক্ষিকাদের রুটিন অনুযায়ী ক্লাস গুলো না হলে করবে কে ?
স্কুল গুলো তে আপনার আসা যাওয়া কাজের সব হিসাব পুণক্ষাণুপুক্ষ রাখা হবে কিন্তু আলমারির কোনো কোনায় আপনার কর্ম জীবনের বিবরণ লেখা সার্ভিসবুক থাকবে না , অর্থাৎ মা স্বীকার করবে না , আপনাকে কর্ণ হয়েই মহাভারতের মহাকাব্যে থাকতে হবে,,,,,,,,,,,(চলবে)

19/03/2024

ইলেকশন ডিউটি
পার্শ্ব শিক্ষক

12/03/2024
12/03/2024

12th March er সমাবেশের ফলাফল, Last updated

11/03/2024

আমাদের আগামী কালের ( ১২/০৩/২৪ ) বেলা ১২টা বিধাননগর PNB মোড় থেকে শুরু হয়ে বিকাশ ভবন পর্যন্ত গৃহীত কর্মসূচী সঠিক সময়েই হবে। অনেক আলোচনার পর বিধাননগর প্রশাসন আমাদের মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ এই মাত্র করার অনুমতি দিলেন। সবাই নির্দ্বিধায় আসুন

# সমাবেশ ও মিছিল এ সবাইকে শিক্ষক সুলভ মর্যাদা বজায় রাখার আবেদন রইলো
🙏❤️🙏
আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষক
১১/০৩/২৪

09/03/2024

প্রত্যেকের নিজের স্বার্থে দলে দলে আগামী ১২ই মার্চ কলকাতা চলুন।

04/03/2024

পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের বঞ্চিত করবেন না দিদি!। পার্শ্ব শিক্ষকদেরও সসম্মানে বেঁচে থাকার অধিকার আছে। তাদেরকেও বাঁচতে দিন। তাদের পরিবার কেউ বাঁচতে দিন। এইভাবে বঞ্চনার শিকার হলে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়বে এবং বিদ্যালয়ে তারা হীনমন্যতায় ভুগবে যা শিক্ষা ক্ষেত্রে প্রভাব ফেলবে। আশা করি আপনি পার্শ্ব শিক্ষকদের দিকে অবশ্যই তাকাবেন।
#পার্শ্বশিক্ষক

Address

Alipurduar

Alerts

Be the first to know and let us send you an email when B a n g a D a r p a n- বঙ্গ দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share