Akash world

Akash world cultural
news
(1)

10/12/2023

পাহাড় ও পাহাড়ি জীবনের খোঁজে, পাসা ডুকপা
দশমীর সকালে বেরিয়ে পড়েছিলাম বক্সাদুর্গের দিকে। বক্সাদুর্গ থেকে পৌঁছে গেলাম লেপচাখায়। আমরা বাঙালিরা লেপচাখা বললেও আসলে ডুকপা জনজাতিরা তাদের জোংখা ভাষায় এই জায়গাটিকে বলে লাপচাগা। অর্থাৎ চড়াই পথে যেতে যেতে যখন একটু সমতল অংশ পাওয়া যায় বিশ্রামের জন্য, সেই জায়গাকে "লাপচাগা" বলে। সেখানে ডুকপা নাচের ওপর ভিডিওর কাজ সেরে পরদিন বিকেল তিনটেয় পৌঁছে যাই উচুলুম-এ। পাসা ডুকপার বাড়ি। পাসা ডুকপা একজন ডুকপা সঙ্গীতশিল্পী ও ডাং ইয়েন বাদ্যযন্ত্রশিল্পী। সন্ধে থেকে তার সঙ্গে পরদিন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আদ্যোপান্ত ভিডিও স্টোরির কাজে কেটে যায়। খুবই আন্তরিক মানুষ ও প্রতিভাশালী শিল্পী পাসা ডুকপা।

09/12/2023
07/12/2023

উচুলুম থেকে আমরা যাত্রা শুরু করি তাসিগাঁওয়ের উদ্দেশে। চড়াই পথে আমাদের কিছুটা দুর্গম যাত্রা ছিল গন্তব্য তাসিগাঁও। নভেম্বর আসি আসি ভাব। তবুও সেই দুর্গম রাস্তায় দুই মেধাবী জোঁক আমাদের পা জড়িয়ে ধরে। দুই মহারথীকে ভালোবাসা দেখানোর স্পর্ধা দেখাতে পারিনি। যতই উঠছিলাম পাহাড়ের উচ্চতায়, ততই মনে হচ্ছিল চড়াই পথ যেন শেষ হতে চাইছিল না। ফলে আমার কণ্ঠে আপন খেয়ালে উঠে এলো "পথের ক্লান্তি ভুলে...." গানটি। এই দুর্গম পথে কড়া রোদে চলতে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। তবে এমন দুর্গম অথচ রোমাঞ্চকর যাত্রার অভিজ্ঞতাই আলাদা। জোঁকের দর্শনের পর থেকে পথের ক্লান্তি সত্ত্বেও কোথাও কিছু সময় দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার উপায় ছিল না। তারপর তাসিগাঁওয়ে পৌঁছে যাই। তখন রোদ মাঝ আকাশে।

05/12/2023

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কোচবিহার মদনমোহন বাড়ী

29/11/2023
20/11/2023

জীবনের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে অশীতিপর বাদ্যযন্ত্রী বিলিচন রাভা

শুভ দীপাবলি
11/11/2023

শুভ দীপাবলি

10/11/2023

সাংস্কৃতিক জলসার মহড়া

আলিপুরদুয়ার জংশন এনএফ রেলওয়ে বিল্ডার অ্যাসোসিয়েশনের কালীপুজো উপলক্ষে গুয়াহাটি থেকে আগত প্রখ্যাত বেহালাবাদক বিদ্যুৎ মিশ্র, রয়েছেন প্রখ্যাত তবলাশিল্পী মণিশঙ্কর বিশ্বাস, ব্যাঞ্জোবাদক শুভজিৎ রায় সহ আরও অনেকে।

04/11/2023

সংগীত, নৃত্য, বাদ্যযন্ত্র।
সংস্কৃতির তিন ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার জেলার কোল যেন ভরা সংসার, এক মহাকাব্যিক রূপ।
ডুয়ার্সের রূপ- রস-গন্ধ-স্পর্শ ভরা অপরূপ, মায়াবী প্রকৃতির মতো বাদ্যযন্ত্রের মহাসম্মেলন বসালে বিদগ্ধ পণ্ডিত, গবেষকদেরও আগ্রহের অন্ত থাকবে না
রাভা জনজাতির হেম ও কাল (বাঁশি )শিল্পী বিমল রাভা এমনই এক শিল্পী

29/10/2023

ডুয়ার্সের ঐতিহ্যপূর্ণ শতবর্ষ প্রাচীন হ্যামিল্টনগঞ্জের সাহাবাড়ির ১১হাত লম্বা কোজাগরী লক্ষী পুজো

22/10/2023

আজাদ হিন্দ ফৌজ সরকার এর ৮০ তম প্রতিষ্ঠা দিবস, জাতিভেদ নির্বিশেষে সকলে শ্রদ্ধা জ্ঞাপন করলেন

ডুয়ার্স সমাচার
20/10/2023

ডুয়ার্স সমাচার

ডুয়ার্স সমাচারডুয়ার্স এর এই গুণী জন দের ভিডিও  আমাদের page এ পাবেন
20/10/2023

ডুয়ার্স সমাচার

ডুয়ার্স এর এই গুণী জন দের ভিডিও আমাদের page এ পাবেন

18/10/2023

White house durga puja

14/10/2023

"বা-বকক হেম" ও "বা-দাদেং" বাদ্যযন্ত্রী নৃপেণ রাভা

13/09/2023

তিনি শান্তিরাম রাভা। আঙুলের ছোঁয়ায় গড়ে তোলেন হস্তশিল্পের অসামান্য সব মূর্তি। তাঁর অলৌকিক উঠোনে ভিড় করেন কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা, মৎস্যকন্যা, থেকে প্রহরারত ভারতীয় সেনা। সংকোশ নদীর কাছে সবুজ গালিচায় ঘেরা আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা-বারোবিশা-২ নম্বর গ্রামপঞ্চায়েত তাঁর একান্নবর্তী বাড়ি।

08/09/2023

কতদিন কত স্মৃতি হয়ে থাকে। সমাজ সংস্কারে কত মানুষ নিরবে কাজ করে চলেছেন আমরা খবর রাখি না। আজ তাঁদের কথা বলি। শ্রী রামকুমার লামার পৃষ্ঠপোষকতায় ও পরিচালনায় রাজাভাতখাওয়ার কাছে গৌশালায় হাওড়া থেকে এসে ডঃ আশীষ কুমার দাস মহাশয় বিভিন্ন জনজাতির মানুষদের তিন দিনের রবীন্দ্র সঙ্গীতের কর্মশালার মাধ্যমে রবীন্দ্র সঙ্গীত শেখাচ্ছেন। সকলের সান্নিধ্য পেলাম, ধন্য হলাম এই সাধু উদ্যোগের সাক্ষী হয়ে। পরিচিত হলাম সঙ্গিতজ্ঞা, সুরকার,গীতিকার ও ডোমফুরে শ্রীমতী পাসাংমায়া লামা ও সংগীত শিল্পী, সুরকার, গীতিকার ও ডোমফুরে শ্রী কুল বাহাদুর তামাং যাদের জীবন কৃতি সম্মান দেওয়া হয়েছে। শ্রী রামকুমার লামা মহাশয় কে akashworld সম্মান দেওয়া হয়। অনেকেই বাংলা ভাষার সাথে পরিচিত নন, বলতেও পারেন না, তাঁদের কন্ঠে রবিঠাকুরের গান মুগ্ধ করেছে। সবাই কে ধন্যবাদ জানাই, বিশেষ করে শ্রী রামকুমার লামা, ডঃ আশীষ কুমার দাস,
How long are the memories? We don't know how many people are working silently for social reform. Let's talk about them today. Dr. Ashish Kumar Das Mahashay from Howrah at Gaushala near Rajabhatkhawa under the patronage and direction of Shri Ramkumar Lama is teaching Rabindra Sangeet to people of various castes through a three-day workshop on Rabindra Sangeet. I got close to everyone, I was blessed to witness this saintly initiative. Acquaintance with Musician, Composer, Lyricist and Dompure Srimati Pasangmaya Lama and Musician, Composer, Lyricist and Dompure Sri Kul Bahadur Tamang who have been honored with Lifetime Achievement. Sri Ramkumar Lama Mahasaya was honored with akashworld. Many people are not familiar with the Bengali language and cannot even speak, but Ravithakure's songs have impressed them. Thanks to everyone, especially Shri Ramkumar Lama, Dr. Ashish Kumar Das,
কলমে
দেবাশীষ ভট্টাচাৰ্য (বুলবুল )

06/09/2023

বেড়ানোর গপ্পো সপ্পো, গৌরীশঙ্কর ভট্টাচাৰ্য

ইনি ডুয়ার্সের কৃতি ফুটবলার বঙ্গরত্ন ভবানী মুন্ডা। নিজস্ব একটি দলও রয়েছে। এই দল বিভিন্ন জায়গায় খেলতে যায়। বল পায়ে বহু পুর...
31/08/2023

ইনি ডুয়ার্সের কৃতি ফুটবলার বঙ্গরত্ন ভবানী মুন্ডা।
নিজস্ব একটি দলও রয়েছে। এই দল বিভিন্ন জায়গায় খেলতে যায়। বল পায়ে বহু পুরস্কারও পেয়েছেন তিনি। কিন্তু এখন সেগুলিতে ধুলো জমছে। পুরস্কার, মেডেলগুলির উপর জমছে ধুলোর আস্তরণ। আলিপুরদুয়ারের কালচিনিতে এক চিলতে ঘরে থাকেন ভবানী। চরম আর্থিক অনটনের মধ্যে দিন গুজরান করছেন। এককালে বঙ্গরত্ন সম্মান পাওয়া ফুটবলার এখন যেন অনেকটাই ব্রাত্য। পরবর্তীতে কেউই আর ভবানীর তেমন কোনও খোঁজ রাখেনি। এখন একটি চায়ের দোকান চালান তিনি। কালচিনি থানার ঠিক সামনেই। সেখান থেকেই যা আসে, তা দিয়েই সংসার টানেন। আর ডুয়ার্সের আনাচে কানাচে পড়ে থাকা প্রতিভাবান মহিলা খেলোয়াড়দের খুঁজে খুঁজে বের করে আনেন।

ভবানীর কথায়, এই চায়ের দোকান তাঁর নিজের জন‍্য নয়। চা বাগান থেকে যাতে আরও প্রতিভাবান মহিলা খেলোয়াড়রা উঠে আসার সুযোগ পান, তার জন‍্য এই প্রচেষ্টা চালাচ্ছেন ডুয়ার্সের কালচিনির বঙ্গরত্ন ফুটবলার ভবানী মুণ্ডা । একটি মহিলা ফুটবল টিমও রয়েছে তাঁর। নাম রেখেছেন কালচিনি ডুয়ার্স ইলেভেন। সব মিলিয়ে প্রায় ৬ টি টিমের শতাধিক ফুটবলারের এখন ত্রাতা এই বঙ্গরত্ন। সবাই চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান। আর্থিক অনটনের ছাপ সবার বাড়িতে স্পষ্ট। তাই তাঁরা কেউ সেভাবে বাইরে খেলতে যেতে পারেন না । ভবানীর আক্ষেপ, চা বাগানে অনেক প্রতিভা আছে যারা টাকার অভাবে বাইরে খেলতে যেতে না পেরে নষ্ট হচ্ছে। ভবানীর ইচ্ছা, যদি এদের জন‍্য কিছু একটা করা যায়… ।

ফুটবল ছাড়া আর কিছুই বোঝেন না ভবানী। ফুটবল দিয়েই দিনের শুরু, ফুটবলেই দিনের শেষ। ২০১৬ সালে বঙ্গরত্ন সম্মানে ভূষিত হন ভবানী। সেই সময় এক লক্ষ টাকা আর্থিক পুরস্কার পেয়েছিলেন। সেটাও তিনি নিজের টিমের জন্যই খরচ করে দিয়েছিলেন। আর এখন, কালচিনি থানার সামনে ওই ছোট্ট চায়ের দোকানটাই তাঁর সম্বল। ওই দোকানে চা বিক্রি করেন সকাল থেকে। এরপর বিকেলে মেয়েদের নিয়ে ফুটবল শেখাতে নামেন। কিন্তু এত আর্থিক অনটনের মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ একা সামাল দিতে উঠতে খুবই সমস্যা হচ্ছে ভবানীর। তবু হাল ছাড়েননি তিনি। যতই সমস্যা হোক, টিমের প্রশিক্ষণ বন্ধ করেননি। চায়ের দোকান চালাচ্ছেন বলে কোনও আফশোস নেই তাঁর। ফুটবল-পাগল ভবানী শুধু চান, তাঁর টিমের কিছু একটা ব্যবস্থা হোক। ডুয়ার্সের চা বাগান থেকে আরও প্রতিভা উঠে আসুক।

মহিলা ফুটবল টিম ও নিজের পরিবারের জন্য তাঁর একটা কাজ খুবই দরকার। না হলে… বঙ্গরত্ন চা-ওয়ালি হয়েই চলতে হবে।

28/08/2023

ডুয়ার্সের রাজাভাতখাওয়ার গৌশালায় তিনদিনব্যাপী রবীন্দ্রসঙ্গীতের পর ১৭টি জনজাতি গোষ্ঠীর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন।
ওরে গৃহবাসী...

সম্মাননা পেলেন তিন তামাং সাংস্কৃতিক ব্যক্তিত্ব                          নেপালি জাতির অন্তর্ভুক্ত জাতিগোষ্ঠীর মধ্যে রাই, ...
27/08/2023

সম্মাননা পেলেন তিন তামাং সাংস্কৃতিক ব্যক্তিত্ব
নেপালি জাতির অন্তর্ভুক্ত জাতিগোষ্ঠীর মধ্যে রাই, ভুজেল, লিম্বু সহ অনেকগুলো সম্প্রদায় রয়েছে। তাদের মধ্যে অন্যতম তামাং জাতিগোষ্ঠী। যাদের নিজস্ব ভাষা, গান, নাচ রয়েছে। ডুয়ার্সের জনজাতিগোষ্ঠীগুলির মধ্যে তামাং সম্প্রদায়ের শিল্পীরাও একই ভাবে ডুয়ার্সের সাংস্কৃতিক সম্পদ। সেই মাটির গানকে শ্রোতাদের কাছে পৌঁছে দেবার অঙ্গীকার যারা, নি:স্বার্থভাবে করে গেছেন, তাঁদেরই অন্যতম ডুয়ার্সের দুই কিংবদন্তি তামাংসঙ্গীতশিল্পী-গীতিকার-ডোমফুরে পাসাংমায়া লামা ও কুলবাহাদুর তামাং। যাঁদের আজ akash world -এর পক্ষ থেকে জীবনকৃতি সম্মাননা প্রদান করা হল ও ডুয়ার্সের জনজাতির সাংস্কৃতিক আন্দোলনের প্রাণপুরুষ Ramkumar Lama কে এদিন Akash world সম্মাননা প্রদান করা হয়। শনিবার দুপুরে জনজাতি শিল্পীদের উপস্থিতিতে শিল্পী পাসাংমায়া লামার হাতে সম্মাননা তুলে দেন পর্যটন শিল্পের অন্যতম কর্ণধার বিশ্বজিৎ সাহা, কুলবাহাদুর তামাং-এর হাতে সম্মাননা তুলে দেন সঙ্গীতশিল্পী তথা প্রেরণা সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক দেবাশিস ভট্টাচার্য ও রামকুমার লামার হাতে সম্মাননা তুলে দেন সঙ্গীতশিল্পী ও জনজাতি সম্পর্কিত গবেষক ড. আশিসকুমার দাস। Akash World -এর পক্ষে Akash Sutradhar কর্তৃক এই সম্মাননা প্রদান করা হয়।

24/08/2023

তামাংসঙ্গীত ও ডোমফুই আশিছুঁইছুঁই
পাসাংমায়া লামার জীবনের ধ্যানজ্ঞান
আশি ছুঁই ছুঁই। কিন্তু বয়স কখনওই পাসাংমায়া লামার তামাংসঙ্গীত ও ডোমফু বাদনে বিন্দুমাত্র অন্তরায় হয়ে ওঠেনি। বরং এই সময়ের তরুণ-তরুণীদের সঙ্গে সমানতালে গাইতে ও বাজাতে পারেন। জানেন তামাং ভাষা।
যে কোনও পরিস্থিতিতে গান বেঁধে ফেলা তাঁর বাঁ-হাতের খেল। ডুয়ার্সের রায়মাটাং চা বাগানের ময়দান লাইনে জন্ম এই শিল্পীর ধ্যানজ্ঞান বলতে তামাংসঙ্গীত ও ডোমফু বাদন। বর্তমানে থাকেন কালচিনি পিপলতলায়। স্বামী পার্থিব মায়া কাটিয়ে চলে গেছেন। তবে ছেলে নাতনি ও নাতনি জামাই নিয়ে বেশ আছেন। মা কানছি লামা তাঁর সাংস্কৃতিক জীবনের অনুপ্রেরণা। মায়ের কাছ থেকেই তামাং ভাষা, সঙ্গীত-বাদনের শিক্ষা লাভ করেছেন। স্কুলের চৌকাঠে কখনওই পা দেননি। তবে কণ্ঠে তামাংসঙ্গীত ও হাতে ডোমফু নিয়ে দু-দুবার কলকাতা দৌড়েছেন। গেছেন তিন-তিনবার শিলিগুড়িতে।
কালচিনি তাসি ছোয়ি ফেলিং গুম্বায় প্রথম অনুষ্ঠান করার সুযোগ পান ৫০ বছর বয়সে। তিনি যখন ১০-১১বছরের বালিকা তখনই মা কানছি লামার কাছে তামাংসঙ্গীত ও ডোমফু বাদনের হাতেখড়ি হয়েছিল। তারপর ক্রমাগতই গেয়েছেন ও গান বেঁধেছেন মন-প্রাণ দিয়ে। জীবনে সম্মাননা বলতে যা বোঝায় এই বৃদ্ধ বয়সেও মেলেনি। সে সব নিয়ে কখনওই ভাবেন না। বরং এই বয়সেও প্রাণচঞ্চল কিশোরীর মতোই কর্মশালায় তামাংসঙ্গীত ও বাদনের তালিম দিচ্ছেন নতুন প্রজন্মের তামাং যুবক-যুবতিদের।
সময়ে, অসময়ে, সুখে-দুঃখে, অবসরে তাঁর কণ্ঠে শোনা যায় তামাং গানের কলি,
"আমমাইলে আমমাইলে
আমমাইলে যান খাইলালা
এদম মায়া ইঁয়াই লালা.....লাসসো..."

ঋণস্বীকার:
১. এই স্টোরিটি সম্পর্কেও শ্রদ্ধেয় রামকুমার লামার কাছ থেকে জেনেছি।
২. বিশিষ্ট প্রশিক্ষক উর্গেন লোপচান লামার ঐকান্তিক সহযোগিতায় আমরা এই শিল্পীর বাড়ি পর্যন্ত পৌঁছেছি। স্টোরি শেষ না-পর্যন্ত উর্গেন আমাদের সঙ্গ দিয়েছিলেন। আর প্রশিক্ষক আজাদ ভুজেলের আতিথেয়তায় জিভে জল এসে যাওয়া স্বাদ। নিজে হাতে আমাদের জন্য চাউমিন বানিয়ে আনেন। প্লেটের মধ্যে ছড়িয়ে ছিল ভালোবাসা মাখা আবেদন।

21/08/2023

ডুয়ার্সের প্রচারবিমুখ সঙ্গীতজ্ঞ:কুলবাহাদুর

14/08/2023

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয় ২০১৩ সালের ১লা অক্টোবর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য নাবালিকা বিবাহের অবসান ঘটানো ও মেয়েদের শিক্ষার প্রসার করা।
"কন্যাশ্রী "র দশম বর্ষ উদযাপন করা হোলো আলিপুরদুয়ারেও

10/08/2023

ডুয়ার্স মানেই জনজাতির বৈচিত্র। এলাকার নাম রাজাভাত চা বাগানের শালবাড়ি। এখানেই থাকেন শিল্পীরা। আদিবাসী সঙ্গীত ও নৃত্যশিল্পীদের উপস্থাপনা আপনাদেরও ভালো লাগবে।

09/08/2023

বিশ্ব আদিবাসী দিবস, রাজাভাতখাওয়া

03/08/2023

ডুয়ার্সের এই প্রান্তিক জনপদের নাম গরমবস্তি। আলিপুরদুয়ার শহর থেকে ১০কিলোমিটার দূরে। এই জনপদের উত্তরে চোখ মেললেই হৃদয়ঘেঁষা পাহাড় হাতছানি দেয়। এই গ্রামকে ঘিরে যে সহজ, সরল মানুষগুলো জেলার সাংস্কৃতিক পরিমণ্ডলে পদছাপ ফুটিয়ে তুলেছেন, তাঁরা জনজাতির অন্তর্ভুক্ত। আপনি হয়তো গারো জনজাতির মানুষ দেখেননি অথবা অন্যান্য জনজাতির সঙ্গে গুলিয়ে ফেলছেন। আমরা সেই এলাকায় পৌঁছে, আপনাদের চোখের সামনে তুলে ধরছি অবয়ব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কিছু মুহূর্ত। Akash world-এ চোখ রাখতে ভুলবেন না।আর হ্যাঁ, Like, Comment ও Share অবশ্যই দেবেন।

30/07/2023

শনিবার রীতিমতো চাঁদের হাট বসেছিল ডুয়ার্সের রাজাভাতখাওয়ার গোসালায়। ডুয়ার্সের জনজাতির সাংস্কৃতিক আন্দোলনের প্রাণপুরুষ রামকুমার লামার উদ্যোগে গারো, রাভা, মারুনি সহ বেশ কয়েকটি নৃত্যশিল্পীর দল এদিন উপস্থিত ছিল। বিশেষত "উই শ্যাল ওভার কাম" গানটি ইংরেজি, হিন্দি, বাংলা, নেপালি ও রাভা ভাষায় গাইলেন শিল্পীরা। এছাড়াও গারো, রাভা, মারুনি নৃত্য উপস্থাপিত হয়। বেঙ্গালুরু থেকে এসেছিলেন মহাকাশ বিজ্ঞানী ড.সুবিনয় দাস ও ডিএনএ বিষয়ক বিজ্ঞানী ড.বনানী চক্রবর্তী। তাঁদের কাছ থেকে শোনার সুযোগ হল "ধিতাং ধিতাং বোলে", " আনন্দলোকে মঙ্গলালোকে" কিংবা অঞ্জন দত্তের বেলা বোস।
আলিপুরদুয়ার থেকে উপস্থিত ছিলেন হরিণ পত্রিকার সম্পাদক ও কবি মানবেন্দ্র দাস। উপস্থিত ছিলেন তৃণভূমি পত্রিকার সম্পাদক ও কবি কল্যাণ হোড়। দুই সম্পাদক ও কবি তাঁদের বক্তব্যে রামকুমার লামার মতো সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠকের প্রশংসা করেন। উর্গেন লামা ও রোশনি লামার প্রশিক্ষণ ও উদ্যোগের কথা না বললে অনেকটাই বাদ থেকে যায়। সেই সঙ্গে Akash world-এর ছবি, ডিজাইন সহ প্রচারপত্রও প্রকাশিত হল।
অনুষ্ঠানটি দেখতে অবশ্যই ভুলবেন না। Like, Comment ও Share দিন।

22/07/2023
21/07/2023

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এমনই একটি গ্রাম, যে গ্রামের পরতে পরতে ওরাওঁ সঙ্গীত ও নৃত্যের চর্চা অব্যাহত। এ গ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বহু ওরাওঁ শিল্পী। নাগরা, মাদলের দ্রিমিকি দ্রিমিকি ছন্দের সঙ্গে যখন ওরাওঁ সঙ্গীত ও নৃত্যের ব্যঞ্জনা ছড়াতে থাকে, তখন কী এক অন্যরকম ভালো লাগা জন্ম নেয়, শ্রোতাদের মনে। ডুয়ার্সের এই বৈচিত্র দেখতেই আমরা পৌঁছে গেছি,আমরা তুলে এনেছি, সেইসব মুহূর্তগুলো। কখনও ভিডিও, কখনও ছবিতে তুলে ধরা হয়েছে তাঁদের শিল্পকর্মের নানা মুহূর্ত। এসবই স্মৃতির সরণি বেয়ে জীবনের হৃদয় কাব্যে মূর্ছনা তোলে।

19/07/2023

রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে আলিপুরদুয়ার বন বিভাগের উদ্যোগে বনমহোৎসব,
মেতে উঠেছে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, জানতে পারলো বন্যাপ্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য

17/07/2023

হাট বসেছে শুক্রবারে
বক্‌শিগঞ্জে পদ্মাপারে।
জিনিস-পত্র জুটিয়ে এনে
গ্রামের মানুষ বেচে কেনে

আজ যে হাটের কথা বলবো সেখানে জিনিস পত্র বেচা কেনা হয় না, শুধু জ্ঞান বিতরণ করা হয়, হ্যাঁ এমনই এক হাটে গিয়েছিলাম আজ ।
আলিপুরদুয়ার জেলার কালচিনি পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ইউরোপিয়ান ক্লাব প্রাঙ্গণ। এখানে এককালে ব্রিটিশরা গল্ফ খেলতে আসতেন। সেই মাঠেই গাছতলায় প্রতি রবিবার খোলা গ্রন্থাগারের অভিনব ভাবনা নিয়ে অসংখ্য খুদে ছেলেমেয়েদের মানসিক গঠনের বিকাশে উপস্থিত হন এক তরতাজা তরুণ, যার নাম নিমেষ লামা। নিমেষ এই মাঠকে স্বপ্নের ভূমি তৈরি করেছে। ও যেন সেই স্বপ্নের ফেরিওয়ালা। যার ঝুলি থেকে অনবরত স্বপ্নের গল্প বেরিয়ে আসে। যার শুরু আছে শেষ নেই..

ডুয়ার্স গ্রীন সামাজিক সংগঠন এর শুভ সূচনা
09/07/2023

ডুয়ার্স গ্রীন সামাজিক সংগঠন এর শুভ সূচনা

Address

Alipurduar
736121

Telephone

+919002569515

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akash world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akash world:

Videos

Share


Other Alipurduar media companies

Show All