পাহাড় ও পাহাড়ি জীবনের খোঁজে, পাসা ডুকপা
দশমীর সকালে বেরিয়ে পড়েছিলাম বক্সাদুর্গের দিকে। বক্সাদুর্গ থেকে পৌঁছে গেলাম লেপচাখায়। আমরা বাঙালিরা লেপচাখা বললেও আসলে ডুকপা জনজাতিরা তাদের জোংখা ভাষায় এই জায়গাটিকে বলে লাপচাগা। অর্থাৎ চড়াই পথে যেতে যেতে যখন একটু সমতল অংশ পাওয়া যায় বিশ্রামের জন্য, সেই জায়গাকে "লাপচাগা" বলে। সেখানে ডুকপা নাচের ওপর ভিডিওর কাজ সেরে পরদিন বিকেল তিনটেয় পৌঁছে যাই উচুলুম-এ। পাসা ডুকপার বাড়ি। পাসা ডুকপা একজন ডুকপা সঙ্গীতশিল্পী ও ডাং ইয়েন বাদ্যযন্ত্রশিল্পী। সন্ধে থেকে তার সঙ্গে পরদিন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আদ্যোপান্ত ভিডিও স্টোরির কাজে কেটে যায়। খুবই আন্তরিক মানুষ ও প্রতিভাশালী শিল্পী পাসা ডুকপা।
উচুলুম থেকে আমরা যাত্রা শুরু করি তাসিগাঁওয়ের উদ্দেশে। চড়াই পথে আমাদের কিছুটা দুর্গম যাত্রা ছিল গন্তব্য তাসিগাঁও। নভেম্বর আসি আসি ভাব। তবুও সেই দুর্গম রাস্তায় দুই মেধাবী জোঁক আমাদের পা জড়িয়ে ধরে। দুই মহারথীকে ভালোবাসা দেখানোর স্পর্ধা দেখাতে পারিনি। যতই উঠছিলাম পাহাড়ের উচ্চতায়, ততই মনে হচ্ছিল চড়াই পথ যেন শেষ হতে চাইছিল না। ফলে আমার কণ্ঠে আপন খেয়ালে উঠে এলো "পথের ক্লান্তি ভুলে...." গানটি। এই দুর্গম পথে কড়া রোদে চলতে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। তবে এমন দুর্গম অথচ রোমাঞ্চকর যাত্রার অভিজ্ঞতাই আলাদা। জোঁকের দর্শনের পর থেকে পথের ক্লান্তি সত্ত্বেও কোথাও কিছু সময় দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার উপায় ছিল না। তারপর তাসিগাঁওয়ে পৌঁছে যাই। তখন রোদ মাঝ আকাশে।
#viralreels #music #Bangladesh #trend #india #meghalaya #Bhutan #instrumental #WestBengal #trading #hills #boxa #westbengaltourism
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কোচবিহার মদনমোহন বাড়ী #everyone #viralpage #music #india #instrumental #songs #viralpost #coach
কাল (বাঁশি )বাদক বিমল রাভা
কাল (বাঁশি )বাদক বিমল রাভা
জীবনের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে অশীতিপর বাদ্যযন্ত্রী বিলিচন রাভা
#music #instrumental #songs #india #viralpage #viralpost #virals #rava #meghalaya
সাংস্কৃতিক জলসার মহড়া
আলিপুরদুয়ার জংশন এনএফ রেলওয়ে বিল্ডার অ্যাসোসিয়েশনের কালীপুজো উপলক্ষে গুয়াহাটি থেকে আগত প্রখ্যাত বেহালাবাদক বিদ্যুৎ মিশ্র, রয়েছেন প্রখ্যাত তবলাশিল্পী মণিশঙ্কর বিশ্বাস, ব্যাঞ্জোবাদক শুভজিৎ রায় সহ আরও অনেকে।
কাল (বাঁশি )বাদক বিমল রাভা
সংগীত, নৃত্য, বাদ্যযন্ত্র।
সংস্কৃতির তিন ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার জেলার কোল যেন ভরা সংসার, এক মহাকাব্যিক রূপ।
ডুয়ার্সের রূপ- রস-গন্ধ-স্পর্শ ভরা অপরূপ, মায়াবী প্রকৃতির মতো বাদ্যযন্ত্রের মহাসম্মেলন বসালে বিদগ্ধ পণ্ডিত, গবেষকদেরও আগ্রহের অন্ত থাকবে না
রাভা জনজাতির হেম ও কাল (বাঁশি )শিল্পী বিমল রাভা এমনই এক শিল্পী
ডুয়ার্সের ঐতিহ্যপূর্ণ শতবর্ষ প্রাচীন হ্যামিল্টনগঞ্জের সাহাবাড়ির ১১হাত লম্বা কোজাগরী লক্ষী পুজো
আজাদ হিন্দ ফৌজ সরকার এর ৮০ তম প্রতিষ্ঠা দিবস, জাতিভেদ নির্বিশেষে সকলে শ্রদ্ধা জ্ঞাপন করলেন
"বা-বকক হেম" ও "বা-দাদেং" বাদ্যযন্ত্রী নৃপেণ রাভা
#music #india #WestBengal #viralpage #viralvideo #Bangladesh #training #instrumental #songs #everyone
Rava nritya #viralreels #india #WestBengal #travel
তিনি শান্তিরাম রাভা। আঙুলের ছোঁয়ায় গড়ে তোলেন হস্তশিল্পের অসামান্য সব মূর্তি। তাঁর অলৌকিক উঠোনে ভিড় করেন কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা, মৎস্যকন্যা, থেকে প্রহরারত ভারতীয় সেনা। সংকোশ নদীর কাছে সবুজ গালিচায় ঘেরা আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা-বারোবিশা-২ নম্বর গ্রামপঞ্চায়েত তাঁর একান্নবর্তী বাড়ি।
#WestBengal #rava #army #viralpost #viralreels #travel #trend #woodworking #wood #follow #training #assam #india
সুর -সংযোজনের মাধ্যমে সংস্কৃতিক মেলবন্ধন
কতদিন কত স্মৃতি হয়ে থাকে। সমাজ সংস্কারে কত মানুষ নিরবে কাজ করে চলেছেন আমরা খবর রাখি না। আজ তাঁদের কথা বলি। শ্রী রামকুমার লামার পৃষ্ঠপোষকতায় ও পরিচালনায় রাজাভাতখাওয়ার কাছে গৌশালায় হাওড়া থেকে এসে ডঃ আশীষ কুমার দাস মহাশয় বিভিন্ন জনজাতির মানুষদের তিন দিনের রবীন্দ্র সঙ্গীতের কর্মশালার মাধ্যমে রবীন্দ্র সঙ্গীত শেখাচ্ছেন। সকলের সান্নিধ্য পেলাম, ধন্য হলাম এই সাধু উদ্যোগের সাক্ষী হয়ে। পরিচিত হলাম সঙ্গিতজ্ঞা, সুরকার,গীতিকার ও ডোমফুরে শ্রীমতী পাসাংমায়া লামা ও সংগীত শিল্পী, সুরকার, গীতিকার ও ডোমফুরে শ্রী কুল বাহাদুর তামাং যাদের জীবন কৃতি সম্মান দেওয়া হয়েছে। শ্রী রামকুমার লামা মহাশয় কে akashworld সম্মান দেওয়া হয়। অনেকেই বাংলা ভাষার সাথে পরিচিত নন, বলতেও পারেন না, তাঁদের কন্ঠে রবিঠাকুরের গান মুগ্ধ করেছে। সবাই কে ধন্যবাদ জানাই, বিশেষ করে শ্রী রামকুম
বেড়ানোর গপ্পো সপ্পো, গৌরীশঙ্কর ভট্টাচাৰ্য
ডুয়ার্সের রাজাভাতখাওয়ার গৌশালায় তিনদিনব্যাপী রবীন্দ্রসঙ্গীতের পর ১৭টি জনজাতি গোষ্ঠীর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন।
ওরে গৃহবাসী...
তামাংসঙ্গীত ও ডোমফুই আশিছুঁইছুঁই
পাসাংমায়া লামার জীবনের ধ্যানজ্ঞান
আশি ছুঁই ছুঁই। কিন্তু বয়স কখনওই পাসাংমায়া লামার তামাংসঙ্গীত ও ডোমফু বাদনে বিন্দুমাত্র অন্তরায় হয়ে ওঠেনি। বরং এই সময়ের তরুণ-তরুণীদের সঙ্গে সমানতালে গাইতে ও বাজাতে পারেন। জানেন তামাং ভাষা।
যে কোনও পরিস্থিতিতে গান বেঁধে ফেলা তাঁর বাঁ-হাতের খেল। ডুয়ার্সের রায়মাটাং চা বাগানের ময়দান লাইনে জন্ম এই শিল্পীর ধ্যানজ্ঞান বলতে তামাংসঙ্গীত ও ডোমফু বাদন। বর্তমানে থাকেন কালচিনি পিপলতলায়। স্বামী পার্থিব মায়া কাটিয়ে চলে গেছেন। তবে ছেলে নাতনি ও নাতনি জামাই নিয়ে বেশ আছেন। মা কানছি লামা তাঁর সাংস্কৃতিক জীবনের অনুপ্রেরণা। মায়ের কাছ থেকেই তামাং ভাষা, সঙ্গীত-বাদনের শিক্ষা লাভ করেছেন। স্কুলের চৌকাঠে কখনওই পা দেননি। তবে কণ্ঠে তামাংসঙ্গীত ও হাতে ডোমফু নিয়ে দু-দুবার কলকাতা দৌড়েছেন। গেছেন তিন-তি
ডুয়ার্সের প্রচারবিমুখ সঙ্গীতজ্ঞ:কুলবাহাদুর
Blind singer
#blinds #StarsEverywhere #WestBengal #school #song
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয় ২০১৩ সালের ১লা অক্টোবর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য নাবালিকা বিবাহের অবসান ঘটানো ও মেয়েদের শিক্ষার প্রসার করা।
"কন্যাশ্রী "র দশম বর্ষ উদযাপন করা হোলো আলিপুরদুয়ারেও
ডুয়ার্স মানেই জনজাতির বৈচিত্র। এলাকার নাম রাজাভাত চা বাগানের শালবাড়ি। এখানেই থাকেন শিল্পীরা। আদিবাসী সঙ্গীত ও নৃত্যশিল্পীদের উপস্থাপনা আপনাদেরও ভালো লাগবে।
বিশ্ব আদিবাসী দিবস, রাজাভাতখাওয়া
ডুয়ার্সের এই প্রান্তিক জনপদের নাম গরমবস্তি। আলিপুরদুয়ার শহর থেকে ১০কিলোমিটার দূরে। এই জনপদের উত্তরে চোখ মেললেই হৃদয়ঘেঁষা পাহাড় হাতছানি দেয়। এই গ্রামকে ঘিরে যে সহজ, সরল মানুষগুলো জেলার সাংস্কৃতিক পরিমণ্ডলে পদছাপ ফুটিয়ে তুলেছেন, তাঁরা জনজাতির অন্তর্ভুক্ত। আপনি হয়তো গারো জনজাতির মানুষ দেখেননি অথবা অন্যান্য জনজাতির সঙ্গে গুলিয়ে ফেলছেন। আমরা সেই এলাকায় পৌঁছে, আপনাদের চোখের সামনে তুলে ধরছি অবয়ব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কিছু মুহূর্ত। Akash world-এ চোখ রাখতে ভুলবেন না।আর হ্যাঁ, Like, Comment ও Share অবশ্যই দেবেন।
শনিবার রীতিমতো চাঁদের হাট বসেছিল ডুয়ার্সের রাজাভাতখাওয়ার গোসালায়। ডুয়ার্সের জনজাতির সাংস্কৃতিক আন্দোলনের প্রাণপুরুষ রামকুমার লামার উদ্যোগে গারো, রাভা, মারুনি সহ বেশ কয়েকটি নৃত্যশিল্পীর দল এদিন উপস্থিত ছিল। বিশেষত "উই শ্যাল ওভার কাম" গানটি ইংরেজি, হিন্দি, বাংলা, নেপালি ও রাভা ভাষায় গাইলেন শিল্পীরা। এছাড়াও গারো, রাভা, মারুনি নৃত্য উপস্থাপিত হয়। বেঙ্গালুরু থেকে এসেছিলেন মহাকাশ বিজ্ঞানী ড.সুবিনয় দাস ও ডিএনএ বিষয়ক বিজ্ঞানী ড.বনানী চক্রবর্তী। তাঁদের কাছ থেকে শোনার সুযোগ হল "ধিতাং ধিতাং বোলে", " আনন্দলোকে মঙ্গলালোকে" কিংবা অঞ্জন দত্তের বেলা বোস।
আলিপুরদুয়ার থেকে উপস্থিত ছিলেন হরিণ পত্রিকার সম্পাদক ও কবি মানবেন্দ্র দাস। উপস্থিত ছিলেন তৃণভূমি পত্রিকার সম্পাদক ও কবি কল্যাণ হোড়। দুই সম্পাদক ও কবি তাঁদের বক্তব্যে রামকুমার লামার মতো সাংস্কৃতিক ব্যক্তি
ওরাওঁ সঙ্গীত ও নৃত্যের ব্যঞ্জনা
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এমনই একটি গ্রাম, যে গ্রামের পরতে পরতে ওরাওঁ সঙ্গীত ও নৃত্যের চর্চা অব্যাহত। এ গ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বহু ওরাওঁ শিল্পী। নাগরা, মাদলের দ্রিমিকি দ্রিমিকি ছন্দের সঙ্গে যখন ওরাওঁ সঙ্গীত ও নৃত্যের ব্যঞ্জনা ছড়াতে থাকে, তখন কী এক অন্যরকম ভালো লাগা জন্ম নেয়, শ্রোতাদের মনে। ডুয়ার্সের এই বৈচিত্র দেখতেই আমরা পৌঁছে গেছি,আমরা তুলে এনেছি, সেইসব মুহূর্তগুলো। কখনও ভিডিও, কখনও ছবিতে তুলে ধরা হয়েছে তাঁদের শিল্পকর্মের নানা মুহূর্ত। এসবই স্মৃতির সরণি বেয়ে জীবনের হৃদয় কাব্যে মূর্ছনা তোলে।
রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে আলিপুরদুয়ার বন বিভাগের উদ্যোগে বনমহোৎসব,
মেতে উঠেছে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, জানতে পারলো বন্যাপ্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য
sunday art haat
হাট বসেছে শুক্রবারে
বক্শিগঞ্জে পদ্মাপারে।
জিনিস-পত্র জুটিয়ে এনে
গ্রামের মানুষ বেচে কেনে
আজ যে হাটের কথা বলবো সেখানে জিনিস পত্র বেচা কেনা হয় না, শুধু জ্ঞান বিতরণ করা হয়, হ্যাঁ এমনই এক হাটে গিয়েছিলাম আজ ।
আলিপুরদুয়ার জেলার কালচিনি পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ইউরোপিয়ান ক্লাব প্রাঙ্গণ। এখানে এককালে ব্রিটিশরা গল্ফ খেলতে আসতেন। সেই মাঠেই গাছতলায় প্রতি রবিবার খোলা গ্রন্থাগারের অভিনব ভাবনা নিয়ে অসংখ্য খুদে ছেলেমেয়েদের মানসিক গঠনের বিকাশে উপস্থিত হন এক তরতাজা তরুণ, যার নাম নিমেষ লামা। নিমেষ এই মাঠকে স্বপ্নের ভূমি তৈরি করেছে। ও যেন সেই স্বপ্নের ফেরিওয়ালা। যার ঝুলি থেকে অনবরত স্বপ্নের গল্প বেরিয়ে আসে। যার শুরু আছে শেষ নেই..