News A Bangla // 'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান প্রগতি // 28.10.2024
'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র প্রথম বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল বেহালা শরৎ সদনে। ২৬ অক্টোবর শনিবার, 'প্রগতি' শীর্ষক এই অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্য, আদি যোগ ও জুম্বা প্রদর্শিত হয়। সমগ্ৰ অনুষ্ঠানটির পরিকল্পনা ও নৃত্য পরিচালনায় ছিলেন 'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র কর্ণধার নৃত্য শিল্পী প্রিয়স্মিতা দেব।
প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভরতনাট্যম ও কুচিপুড়ি বিশেষজ্ঞ সুজাতা রামলিঙ্গম, কত্থক নৃত্য শিল্পী অর্পিতা দত্ত, এশিয়ান যোগ রিসার্চ ইনস্টিটিউটের কোর্স ডিরেক্টর ডঃ উজ্জ্বল কুমার ঘোষ, 'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র প্রতিষ্ঠাতা সঙ্গীতা দেব, পার্থ দেব এবং নৃত্য শিল্পী প্রিয়স্মিতা দেব।
অনুষ্ঠান শুরু হয় 'রিদমিক ডান্স অ্
News A Bangla // Saltlake CD Block Durga Puja//12.10.2024
Saltlake CD Block এর এবারের পূজার থিম 'দৃষ্টিভঙ্গি"সমাজে এখন বেশির ভাগ মানুষ অন্যকে নিয়ে সমালোচনা করতে তৎপর । তারই একটি বিষয় নিয়ে তুলে ধরেছে।
মহিলাদের চেহারা....যদি কেউ ঠিকঠাক চেহারার না হন তাহলে সেটা নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন, নেট দুনিয়ায় ঝর তোলেন। কারো চেহারা নিয়ে কথা বলার অধিকার কারো নেই । সৌন্দর্য্য মন থেকে তৈরী হয়। অসুন্দর মানুষকেও সুন্দর দেখায় তার সুন্দর মনের জন্য, যা ধরা দেয় তার চোখে, হাসিতে। কিন্তু সমাজের একদল মানুষের এটা বোঝার মতো বোধবুদ্ধি নেই, কিম্বা তারা অন্যকে মানসিক নির্যাতন করে আনন্দ পায়, তার আত্মবিশ্বাসে আঘাত হানে । এই অসামাজিক কাজ কি কারো করা উচিৎ ? পৃথিবীতে সবাই সুন্দর..... সমাজের প্রতি দায়বদ্ধতা সবার আছে, আমরা সিডি ব্লক দুর্গাপূজা কমিটি সল্টলেক এর পক্ষ থেকে জনসাধারণের কাছে এই বার্তা সহজে পৌঁছে দিতে এবং সমাজের চোখ খুলে দিতেই
News A Bangla // বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো উদ্বোধনে সৌরভ গাঙ্গুলি // 08.10.2024
পরনে কালো পাঞ্জাবী পরে তৃতীয়ার দিন রবিবার সন্ধ্যায় বড়িশা প্লেয়ার্স কর্নারে হাজির বাংলার মহারাজ। পাড়ার পুজোর উদ্বোধন সেরে ফেললেন বাংলার মহারাজ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তৃতীয়ার সন্ধেই পুজো উদ্বোধন করেন তিনি এবং পুজো কমিটির সভাপতি দেবীদাস গঙ্গোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সৌরভ এদিন মণ্ডপে বসে সময় কাটান প্রতিবেশীদের সঙ্গে।
সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, "মা দুর্গা যখন পশ্চিম বাংলায় আসেন সবার মধ্যে পজিটিভ এনার্জি দিয়ে যান। বাংলার বাইরের মানুষদের মধ্যেও পজিটিভিটি ছড়িয়ে দেন।" পাশাপাশি এদিন ভারতের প্রমিলা বাহিনীর পাক 'বধে' তিনি শুভেচ্ছো জানিয়েছেন হরমনপ্রীতদের। সৌরভ এদিন খেলা নিয়ে কথা বললেও রাজ্যের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কি
News A Bangla // গোপাল সাহার উদ্যোগে প্রসাদ বিতরণ অনুষ্ঠান // 3.9.2024
মহালয়া পূর্ণ তিথিতে মহেশতলা ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহার উদ্যোগে গঙ্গার ঘাটে হয়ে গেল প্রসাদ বিতরণ অনুষ্ঠান। এদিন ২৬ ২৯ ৩১ ৩৩ ৩৪ ৩৫ নম্বর ওয়ার্ড মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে গঙ্গায় তর্পণ করতে আসা পূর্ণার্তিদের জন্য চা, লুচি, পোলাও, আলুর দম, পায়েস বিতরণ করা হয়। পৌর পিতা গোপাল সাহা জানান, 'অভিষেক ব্যানার্জির নির্দেশে মানুষের স্বার্থে আমাদের এই কাজ। আমরা হলাম দলের সৈনিক। মানুষ এক বছর অপেক্ষা করে এই দিনটার জন্য। এই অনুষ্ঠান থেকে মায়ের চক্ষু দান করা হলো। ভোর চারটা থেকে মহালয় নাচের অনুষ্ঠান চলছে। ৩০ হাজারের মতো মানুষকে প্রসাদ বিতরণ করা হয়েছে। এদিন গঙ্গার ঘাটে আসা মানুষের নিরাপত্তার দিকে নজর রেখেছিল প্রশাসন।
News A Bangla // ঈদে মিলাদুন রসূল উৎসব // 3.9.2024
শনিবার জ্যাকসন লেনে ঈদে মিলাদুন রসূল উপলক্ষে প্রবীণ টিএমসি নেতা মান্না দা, এমএলএ মদন মিত্র,কাউন্সিলর রাজেশ সিনহা, সমাজপতি লাড্ডু ভাইয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। শান্তি ও সম্প্রীতি আমাদের নবী মুহাম্মদ (সাঃ) সমস্ত মানবজাতিকে দিয়েছেন।
News A Bangla // কিংবদন্তি ফুটবলার পদ্মশ্রী শৈলেন মান্নার জন্ম শতবর্ষ পালন করলো কালিঘাট স্পোর্টস্ লাভার্স অ্যাসোসিয়েশন // 02.09.2024
#কলকাতা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কিংবদন্তি ফুটবলার পদ্মশ্রী শৈলেন মান্নার ১০১ তম জন্ম দিন পালন করলো কালিঘাট স্পোর্টস্ লাভার্স অ্যাসোসিয়েশন। এই উপলক্ষে ১ সেপ্টেম্বর রবিবার, ময়দানের কবাডি মাঠে এক প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেভেন এ সাইড এই ম্যাচে পদ্মশ্রী গোষ্ঠ পাল ফুটবল দল, টাই ব্রেকারে ৩-২ (৩-৩) গোলে পদ্মশ্রী শৈলেন মান্না ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ষষ্ঠী দুলে।
পদ্মশ্রী শৈলেন মান্না ফুটবল দলের অধিনায়িকা ছিলেন অর্জুন শান্তি মল্লিক। অন্যদিকে পদ্মশ্রী গোষ্ঠ পাল ফুটবল দলের অধিনায়িকা ছিলেন কুন্তলা ঘোষ দস্তিদার। এছাড়া দু' দলের হয়ে মাঠে নেমেছিলেন রহিম নবি, ষষ্ঠী দুলে, সুভাষ চক