News A Bangla

News A Bangla News/Media updates
(8)

News A Bangla //  কালীপুজোতে বাংলা দেশের গায়ক আকাশ কলকাতায় // 08.11.2024নিউজ ডেস্ক:- ফাটাকেস্টর কালীপুজোতে দেখা গেলো ব...
08/11/2024

News A Bangla // কালীপুজোতে বাংলা দেশের গায়ক আকাশ কলকাতায় // 08.11.2024
নিউজ ডেস্ক:- ফাটাকেস্টর কালীপুজোতে দেখা গেলো বাংলাদেশের সফল এবং ব্যস্ত গায়ক আকাশকে।
মঞ্চে উঠে দর্শকদের অনুরোধে গান ও গাইলো।
বর্তমানে বাংলাদেশে অন্যতম সফল সঙ্গীত পরিচালক,শিল্পী এবং গীতিকার হিসেবে যিনি স্বীকৃতি পেয়েছেন তার নাম আকাশ সেন। কলকাতার বাসিন্দা আকাশ। তুফান ছবির জনপ্রিয় গান ও দুষ্টু কোকিল এর সুরকার,গীতিকার এবং শিল্পী আকাশ। বাংলাদেশের প্রায় কুড়িটি ছবিতে আকাশের সুর অথবা কন্ঠ রয়েছে। ভেঙ্কটেশ ফিল্মসের বহু ছবিতে আকাশের গান জনপ্রিয়তা পেয়েছে। সেই গানটির মধ্যে অন্যতম বাংলাদেশের মেয়েরে তুই হেলিয়া দুলিয়া যাস ।

News A Bangla // বেঙ্গল হোমিওপ্যাথি কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন // 07.11.2024ডিজিটাল ডেস্ক:- ৩০ শে নভেম্বর ও ১ ...
07/11/2024

News A Bangla // বেঙ্গল হোমিওপ্যাথি কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন // 07.11.2024
ডিজিটাল ডেস্ক:- ৩০ শে নভেম্বর ও ১ লা ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গল হোমিওপ্যাথি কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ১৩ তম রাজ্যে সম্মেলন ও মেগা ট্রেডফেয়ার।এই বার সম্মেলন বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরে অনুষ্ঠিত হবে।
রাজ্য কমিটির অন্যতম সদস্য শ্রী সুকান্ত মিত্র'কে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান "এই সম্মেলনে আমাদের প্রায় সিংহ ভাগ সদস্য এইবার সম্মেলনে উপস্থিত হবেন,, তারই কর্মযোগ্য চলছে সারা বিষ্ণুপুর জুড়ে।
এর পাশাপাশি অনেক কোম্পানি তার ষ্টল নিয়ে উপস্থিত থাকবেন।আমরা এই সম্মেলন থেকে আগামী দিনে আমাদের সুনির্দিষ্ট নীতির মাধ্যমে আমাদের সংগঠনকে পরিচালনা করবো ও আগামীদিনে আমাদের হোমিও প্যাথিতে কিছু সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে,, সেটা আমাদের মেটাতে হবে,, উন্নততর পরিষেবা যাতে মানুষ পায় তারও সুযোগ তৈরী করতে হবে। সবটাই এই সম্মেলন এ আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো এই সম্মেলনে।

News A Bangla // 'হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেক্যুলার)' // 6.11.2024ডিজিটাল ডেস্ক :- 'হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেক্...
06/11/2024

News A Bangla // 'হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেক্যুলার)' // 6.11.2024
ডিজিটাল ডেস্ক :- 'হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেক্যুলার)' দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে মিলন উৎসব ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫ নভেম্বর মঙ্গলবার, কলকাতার ভারতসভা হলে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে সদস্যরা যোগ দেন।

উল্লেখ্য ২০১৫ সালে জনতা দল ইউনাইটেড থেকে বেরিয়ে হিন্দুস্তানী আওয়াম মোর্চার প্রতিষ্ঠা করেন জিতন রাম মাঝি। বর্তমানে তিনি এনডিএ সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের মন্ত্রী। এই দলটি পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে ছ'টি আসনে প্রার্থী দিয়েছিল। এমনকি ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী দিয়েছিল এই দল।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও সর্বভারতীয় মুখপাত্র শতদ্রু রায় বলেন, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সঙ্গে যুক্ত মানুষের কল্যাণে তাঁদের দল কাজ করে যাবে। আগামী দু'মাসের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির সঙ্গে দেখা করে, রাজ্যের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সঙ্গে যুক্ত মানুষদের সমস্যার কথা তাঁরা জানাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কার্যনির্বাহী সভাপতি পার্থ দে, মহিলা নেত্রী পারমিতা মজুমদার ও রাজ্য সাধারণ সম্পাদক লতিফ মন্ডল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোমনাথ ঘোষ।

News A Bangla // আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীর জন্ম জয়ন্তী পালন  // 31.10.2024'ব্রহ্মা আয়ুর্বেদ' এর গড়িয়াহাট শাখায় ম...
31/10/2024

News A Bangla // আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীর জন্ম জয়ন্তী পালন // 31.10.2024
'ব্রহ্মা আয়ুর্বেদ' এর গড়িয়াহাট শাখায় মহা ধুমধামে পালন করা হলো আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীর জন্ম জয়ন্তী। এই উপলক্ষ্যে ৩০ অক্টোবর বুধবার, বিশেষ পুজোপাঠ ও হোম যজ্ঞের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গড়িয়াহাট শাখার চিকিৎসক, রুগী ও শুভানুধ্যায়ী।

'ব্রহ্মা আয়ুর্বেদ' এর গড়িয়াহাট শাখার প্রতিষ্ঠা হয় ২০২১ সালে। এই কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, কিডনির সমস্যা, পেটের সমস্যা, অস্থি, স্নায়ু, হৃদযন্ত্র, শিশু রোগ এমনকি ক্যান্সারের চিকিৎসাও করে থাকেন।

'ব্রহ্মা আয়ুর্বেদ' এর শাখা সমন্বয়কারী নীনা ভট্টাচার্য্য বলেন, "এই সংস্থার মূল উদ্দেশ্য হলো প্রাচীন শাস্ত্রকে কেন্দ্র করে রুগীর চিকিৎসা করা। সেই জন্য বৈদিক পদ্ধতিতে নাড়ী পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা করেন এই কেন্দ্রের চিকিৎসকরা।"
যোগাযোগ : ৮৯১০৯৪১৯৯২

News A Bangla // ঠনঠনিয়া সার্বজনীন // 31.10.2024ঠনঠনিয়া সার্বজনীন কালীপুজোর উদ্বোধন অনুষ্ঠানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, স...
31/10/2024

News A Bangla // ঠনঠনিয়া সার্বজনীন // 31.10.2024
ঠনঠনিয়া সার্বজনীন কালীপুজোর উদ্বোধন অনুষ্ঠানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুর্পনা দত্ত শান্তনু দত্ত, শিবাশিষ ব্যানার্জী, সঞ্জয় রায় ও অনেক বিশিষ্ঠ ব্যাক্তিরা।

News A Bangla //  রূপকথা শারদ সম্মান ২০২৪ // 31.10.2024ভারত সেবাশ্রম সংঘ, বালিগঞ্জের শ্রীনাথ হলে অনুষ্ঠিত হয়ে গেল মানসী...
31/10/2024

News A Bangla // রূপকথা শারদ সম্মান ২০২৪ // 31.10.2024
ভারত সেবাশ্রম সংঘ, বালিগঞ্জের শ্রীনাথ হলে অনুষ্ঠিত হয়ে গেল মানসী রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত "রূপকথা শারদ সম্মান ২০২৪"। যার প্রধান উদ্যোক্তা ছিলেন সৈকত হালদার।
এই রূপকথা শারদ সম্মানে সম্মানিত করা হলো তারা হলেন স্বামী দিব্যানন্দ মহারাজ (ভারত সেবাশ্রম সংঘ),অনুপম হালদার (WBCS, জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ, গভর্নমেন্ট অফ পশ্চিমবঙ্গ),মৃত্যুঞ্জয় রায় (ফটোগ্রাফার),সৌমিত্র বসু,(অভিনেতা),তনিমা সেন (অভিনেত্রী),স্বপন বসু (লোকশিল্পী),দিগবিজয় চৌধুরী (প্রযোজক)।

News A Bangla // Kali Puja 2024 //30.10.2024কলকাতা :- 'ধনতেরস' বা 'ধন্বন্তরি জয়ন্তী'-র পবিত্র তিথিতে উত্তর কোলকাতা লোকসভ...
30/10/2024

News A Bangla // Kali Puja 2024 //30.10.2024
কলকাতা :- 'ধনতেরস' বা 'ধন্বন্তরি জয়ন্তী'-র পবিত্র তিথিতে উত্তর কোলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, 'কলকাতা পৌরনিগম'-এর ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে 'ফাটাকেষ্টর কালীপুজো' নামে পরিচিত 'নব যুবক সংঘ'-র কালীপুজোর মাতৃমণ্ডপ ও মাতৃমূর্তি-র উন্মোচন হল আজ।

আজ উদ্বোধনী মঞ্চে 'নব যুবক সংঘ'-র পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে এই বছরের মাতৃপুজোর উদ্বোধন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পরে উপস্থিত অন্যান্য অতিথি অভ্যাগতদের সাথে নিয়ে মাতৃমণ্ডপ ও মাতৃমূর্তির উন্মোচন করেন সাংসদ।
পরে মাতৃমণ্ডপ ও মাতৃমূর্তি দর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন এবং পৌর বিষয়ক বিভাগের মন্ত্রী তথা 'কোলকাতা পৌরনিগম'-এর মহানাগরিক ফিরহাদ হাকিম।

'নব যুবক সংঘ'-র অন্যতম পথপ্রদর্শক তথা পৃষ্ঠপোষক প্রবন্ধ রায় ওরফে ফান্টা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এই বছর ৬৭ বর্ষে পদার্পণ করল 'ফাটাকেষ্ট খ্যাত কালীপুজো'। ফাটাকেষ্টর মৃত্যুর পর থেকে এই পুজোর আয়োজন করছে 'নব যুবক সংঘ'।"

News A Bangla // ICCR এ "বেঙ্গল আর্ট ফ্যাক্টরীর" শিল্প প্রদর্শনী//29.10.2024নিজস্ব প্রতিবেদক,কলকাতা:- ICCR- এ (Indian Co...
29/10/2024

News A Bangla // ICCR এ "বেঙ্গল আর্ট ফ্যাক্টরীর" শিল্প প্রদর্শনী//29.10.2024
নিজস্ব প্রতিবেদক,কলকাতা:- ICCR- এ (Indian Council for Cultural Relations - MOE, Govt. Of India) এক শিল্প প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেলো।
শিল্প প্রদর্শনীতে যে সন্মানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা হলেন প্রিয়া ভট্টাচার্য (প্লেব্যাক সিঙ্গার), চন্দ্রচূধা ভট্টাচার্য (সিভিল ইঞ্জিনিয়ার),সাইবল সেন এছাড়াও অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা।
কিঙ্কর ব্যানার্জির উদ্যোগে "বেঙ্গল আর্ট ফ্যাক্টরি" এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। এটি ছিল তাদের ১৯৭তম শিল্প প্রদর্শনী।
এই প্রদর্শনীর মাধ্যমে অনেক নতুন প্রতিভা নিজেদের শিল্পকর্ম'কে দেখানোর সুযোগ পাচ্ছেন। এমন একটি প্ল্যাটফর্ম পাচ্ছেন যা তাদের শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী সম্ভাব্য ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করতে সাহায্য করবে ৷

28/10/2024

News A Bangla // 'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান প্রগতি // 28.10.2024

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র প্রথম বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল বেহালা শরৎ সদনে। ২৬ অক্টোবর শনিবার, 'প্রগতি' শীর্ষক এই অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্য, আদি যোগ ও জুম্বা প্রদর্শিত হয়। সমগ্ৰ অনুষ্ঠানটির পরিকল্পনা ও নৃত্য পরিচালনায় ছিলেন 'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র কর্ণধার নৃত্য শিল্পী প্রিয়স্মিতা দেব।

প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভরতনাট্যম ও কুচিপুড়ি বিশেষজ্ঞ সুজাতা রামলিঙ্গম, কত্থক নৃত্য শিল্পী অর্পিতা দত্ত, এশিয়ান যোগ রিসার্চ ইনস্টিটিউটের কোর্স ডিরেক্টর ডঃ উজ্জ্বল কুমার ঘোষ, 'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র প্রতিষ্ঠাতা সঙ্গীতা দেব, পার্থ দেব এবং নৃত্য শিল্পী প্রিয়স্মিতা দেব।

অনুষ্ঠান শুরু হয় 'রিদমিক ডান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র ভরতনাট্যম নৃত্যের শিক্ষার্থীদের 'পুষ্পঞ্জলি নৃত্য' দিয়ে।
'কলাসৃষ্টি কলাকার' এবং 'ভাবনা সেন্টার ফর ড্যান্স' এর শিক্ষার্থীদের পরিবেশনায় অর্ধনারীশ্বর, রঞ্জনীমালা, অধীপরশক্তি, শঙ্কর শ্রীগিরি নৃত্য দর্শকদের মুগ্ধ করে।

রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিওর যোগ প্রশিক্ষক দীপশিখা মুখার্জি এবং বিকাশ মজুমদারের পরিচালনায় আদি যোগকে কেন্দ্র করে মহাবিশ্বের পঞ্চভূত তত্ত্বের ছন্দোময় উপস্থাপনা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। চার বছর থেকে শুরু করে ষাট বছরের তিরিশ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছিল।

প্রিয়স্মিতা নিজে পরিবেশন করেন দেবী কালীকে নিয়ে সৃজনশীল নৃত্য - 'অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো'।
এছাড়াও প্রিয়স্মিতার দুই নৃত্য গুরু সুজাতা রামলিঙ্গম এবং অর্পিতা দত্তও নৃত্য পরিবেশন করেন।

বলিউডের গানে রোমান্টিক থিমের ওপর পরিবেশিত হয় জুম্বা। গণপতির বন্দনার মধ্য দিয়ে প্রগতির সমাপ্তি ঘটে।

রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস স্টুডিওর প্রতিষ্ঠা হয় ২০২০ সালে। এখানে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ দেবার পাশাপাশি, ফিটনেস প্রোগ্রামের অংশ হিসাবে যোগ এবং জুম্বা শেখানো হয়।
প্রিয়স্মিতা তাঁর গুরু সুজাতা রামলিঙ্গমের নির্দেশনায় আন্নামালাই বিশ্ববিদ্যালয় থেকে ভরতনাট্যম শাস্ত্রীয় নৃত্যে M.F.A। গুরু অর্পিতা দত্তের কাছে প্রিয়স্মিতা কত্থকও শিখেছেন। বর্তমানে রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিওর শিক্ষার্থীর সংখ্যা ১২৫।

News A Bangla // 'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র প...
28/10/2024

News A Bangla // 'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র প্রথম বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল বেহালা শরৎ সদনে। ২৬ অক্টোবর শনিবার, 'প্রগতি' শীর্ষক এই অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্য, আদি যোগ ও জুম্বা প্রদর্শিত হয়। সমগ্ৰ অনুষ্ঠানটির পরিকল্পনা ও নৃত্য পরিচালনায় ছিলেন 'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র কর্ণধার নৃত্য শিল্পী প্রিয়স্মিতা দেব।

প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভরতনাট্যম ও কুচিপুড়ি বিশেষজ্ঞ সুজাতা রামলিঙ্গম, কত্থক নৃত্য শিল্পী অর্পিতা দত্ত, এশিয়ান যোগ রিসার্চ ইনস্টিটিউটের কোর্স ডিরেক্টর ডঃ উজ্জ্বল কুমার ঘোষ, 'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র প্রতিষ্ঠাতা সঙ্গীতা দেব, পার্থ দেব এবং নৃত্য শিল্পী প্রিয়স্মিতা দেব।

অনুষ্ঠান শুরু হয় 'রিদমিক ডান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র ভরতনাট্যম নৃত্যের শিক্ষার্থীদের 'পুষ্পঞ্জলি নৃত্য' দিয়ে।
'কলাসৃষ্টি কলাকার' এবং 'ভাবনা সেন্টার ফর ড্যান্স' এর শিক্ষার্থীদের পরিবেশনায় অর্ধনারীশ্বর, রঞ্জনীমালা, অধীপরশক্তি, শঙ্কর শ্রীগিরি নৃত্য দর্শকদের মুগ্ধ করে।

রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিওর যোগ প্রশিক্ষক দীপশিখা মুখার্জি এবং বিকাশ মজুমদারের পরিচালনায় আদি যোগকে কেন্দ্র করে মহাবিশ্বের পঞ্চভূত তত্ত্বের ছন্দোময় উপস্থাপনা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। চার বছর থেকে শুরু করে ষাট বছরের তিরিশ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছিল।

প্রিয়স্মিতা নিজে পরিবেশন করেন দেবী কালীকে নিয়ে সৃজনশীল নৃত্য - 'অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো'।
এছাড়াও প্রিয়স্মিতার দুই নৃত্য গুরু সুজাতা রামলিঙ্গম এবং অর্পিতা দত্তও নৃত্য পরিবেশন করেন।

বলিউডের গানে রোমান্টিক থিমের ওপর পরিবেশিত হয় জুম্বা। গণপতির বন্দনার মধ্য দিয়ে প্রগতির সমাপ্তি ঘটে।

রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস স্টুডিওর প্রতিষ্ঠা হয় ২০২০ সালে। এখানে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ দেবার পাশাপাশি, ফিটনেস প্রোগ্রামের অংশ হিসাবে যোগ এবং জুম্বা শেখানো হয়।
প্রিয়স্মিতা তাঁর গুরু সুজাতা রামলিঙ্গমের নির্দেশনায় আন্নামালাই বিশ্ববিদ্যালয় থেকে ভরতনাট্যম শাস্ত্রীয় নৃত্যে M.F.A। গুরু অর্পিতা দত্তের কাছে প্রিয়স্মিতা কত্থকও শিখেছেন। বর্তমানে রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিওর শিক্ষার্থীর সংখ্যা ১২৫।

News A Bangla // FRIENDZZ MEDIA and ENTERTAINMENT P LTD // 18.10.2024KOLKATA - NEWS প্রতি বছরের মতন এ বছর ও দুর্গাপুজো উ...
18/10/2024

News A Bangla // FRIENDZZ MEDIA and ENTERTAINMENT P LTD // 18.10.2024
KOLKATA - NEWS
প্রতি বছরের মতন এ বছর ও দুর্গাপুজো উপলক্ষে (Durga Puja) FRIENDZZ MEDIA AND ENTERTAINMENT PLTD পথ শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র বিতরণ করলেন দূর্গা পূজার ষষ্ঠীর দিন। ক্রমাগত ৬ বছর ধরে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে আসছেন। তাদের এই প্রচেষ্টাকে সাফল্যমন্ডিত করবার জন্য, অনেকেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ফ্রেন্ডের ওনার শুভজিৎ বোস ও প্রোডাকশন হেড ওয়েনদ্রিলা, তাদের সবাইকে তাদের কৃতজ্ঞতা জানিয়েছে এবং তাদের এই সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছে। এও বলেছেন আপনাদের সকলের সাহায্য ছাড়া এই ছয় বছর আমরা আমাদের প্রচেষ্টা সফলভাবে চালিয়ে যেতে পারতাম না সকলের সাহায্য ছাড়া। FRIENDZZ MEDIA and ENTERTAINMENT মূখ্য পরিচালক শুভজিৎ বোস আমদেরকে জানিয়েছেন যে, পুজোর সময় আমরা সকলেগ নতুন জামাকাপড় কিনতে শপিং মলগুলোতে/ অনলাইন কিংবা মার্কেটে ভিড় করি। কেবল বাদ পড়ে যান দুস্থরা। সেই দুস্থদের পুজোর সময় একটু হাসি ফোটানোর জন্যই আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা পূজো তে তিনটে চারটে করে নতুন ড্রেস কিনতে পারলে, আশাকরি ওদের জন্য একটা ড্রেসের অর্থ আমরা প্রদান করতেই পারি। এই, ভাবনাকে মাথায় রেখেই আমরা, আমাদের এই কর্মকাণ্ড এবং প্রচেষ্টা শুরু করি। খুব আনন্দের সাথে বলছি যে, অনেকেই আমাদের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন এবং আমার অনেক বন্ধুরাও, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

নব যুবক সংঘ (ফাটাকেষ্ট কালী পূজা) পরিচালিত - সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য মেলা
17/10/2024

নব যুবক সংঘ (ফাটাকেষ্ট কালী পূজা) পরিচালিত - সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য মেলা

নব যুবক সংঘ কালী পুজো ছাড়াও সারা বছর বিভিন্ন সামাজিক কাজে অবতীর্ণ হয়ে থাকে কিন্তু এবছর তাদের ভাবনায় এক নতুন পর....

News A Bangla // Deoghar, Jharkhand // 14.10.2024দেওঘর সৎসঙ্গের নতুন পাবলিশীং হাউস উদ্বোধন করলেন শ্রী শ্রীআচর্য্যদেব।
14/10/2024

News A Bangla // Deoghar, Jharkhand // 14.10.2024
দেওঘর সৎসঙ্গের নতুন পাবলিশীং হাউস উদ্বোধন করলেন শ্রী শ্রীআচর্য্যদেব।

12/10/2024

News A Bangla // Saltlake CD Block Durga Puja//12.10.2024
Saltlake CD Block এর এবারের পূজার থিম 'দৃষ্টিভঙ্গি"সমাজে এখন বেশির ভাগ মানুষ অন্যকে নিয়ে সমালোচনা করতে তৎপর । তারই একটি বিষয় নিয়ে তুলে ধরেছে।
মহিলাদের চেহারা....যদি কেউ ঠিকঠাক চেহারার না হন তাহলে সেটা নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন, নেট দুনিয়ায় ঝর তোলেন। কারো চেহারা নিয়ে কথা বলার অধিকার কারো নেই । সৌন্দর্য্য মন থেকে তৈরী হয়। অসুন্দর মানুষকেও সুন্দর দেখায় তার সুন্দর মনের জন্য, যা ধরা দেয় তার চোখে, হাসিতে। কিন্তু সমাজের একদল মানুষের এটা বোঝার মতো বোধবুদ্ধি নেই, কিম্বা তারা অন্যকে মানসিক নির্যাতন করে আনন্দ পায়, তার আত্মবিশ্বাসে আঘাত হানে । এই অসামাজিক কাজ কি কারো করা উচিৎ ? পৃথিবীতে সবাই সুন্দর..... সমাজের প্রতি দায়বদ্ধতা সবার আছে, আমরা সিডি ব্লক দুর্গাপূজা কমিটি সল্টলেক এর পক্ষ থেকে জনসাধারণের কাছে এই বার্তা সহজে পৌঁছে দিতে এবং সমাজের চোখ খুলে দিতেই এই ছোট্ট প্রয়াস ।

News A Bangla // নব যুবক সঙ্ঘের খুঁটি পুজো // 12.10.2024কলকাতা:- দুর্গাপুজো আর ঠিক দুর্গাপুজোর পরেই কালীপুজো।আর কালীপুজো...
12/10/2024

News A Bangla // নব যুবক সঙ্ঘের খুঁটি পুজো // 12.10.2024
কলকাতা:- দুর্গাপুজো আর ঠিক দুর্গাপুজোর পরেই কালীপুজো।আর কালীপুজো মানেই দক্ষিণেশ্বর,কালীঘাট, তারাপীঠ,ঠনঠনিয়া ভারতবর্ষ থেকে শুরু করে বিশ্বে যেরকম সবাই জানে তার সাথে আর একটা নাম আছে সেটা হলো ফাটাকেষ্টর কালী পূজো যা ভারতবর্ষ থেকে শুরু করে বিশ্বে অনেকেই যানে।
ফাটাকেষ্ট কালীপুজো খ্যাত 'নব যুবক সঙ্ঘ'-র ৬৭ তম বর্ষের পুজোর খুঁটিপুজো হয়ে গেল।
খুঁটি পুজোর দিন এই পুজোর প্রধান উদ্যোক্তাদের পাওয়া গেলো একই ফ্রেমে তারা হলেন জয়েন্ট সেক্রেটারি সুকৃতি দত্ত,জয়েন্ট সেক্রেটারি শিবু সোম,জয়েন্ট সেক্রেটারি সঞ্জীব আচার্য এবং ফাটাকেষ্ট পুজোর মূল উদ্যোক্তা সকলের প্রিয় প্রবন্ধ রায় যিনি এলাকায় ফান্টাদা নামে বেশী পরিচিত।
নব যুবক সঙ্ঘ-র কর্ণধার প্রবন্ধ রায় ওরফে ফান্টাদা বলেছেন, "এই বছর ৬৭ তম বর্ষের মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে 'নব যুবক সঙ্ঘ'।"

News A Bangla //  10.10.2024নিজস্ব প্রতিবেদক,কলকাতাঃ কলকাতার অ্যাকাডেমী অফ ফাইন আর্টসের নর্থ ওয়েস্ট,নিউ সাউথ,এ এবং বি গ...
09/10/2024

News A Bangla // 10.10.2024
নিজস্ব প্রতিবেদক,কলকাতাঃ কলকাতার অ্যাকাডেমী অফ ফাইন আর্টসের নর্থ ওয়েস্ট,নিউ সাউথ,এ এবং বি গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল আলোক চিত্রশিল্পী অনুপম হালদারের চিত্র প্রদর্শনী।
অনুপম হালদারের দেড় শতাধিকের বেশি আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছিল "মা আসছেন"। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর বর্ষীয়ান অভিনেত্রী তথা নায়িকা মন্দাকিনী,টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী পাওলি দাম,পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী এবং আলোকচিত্রী অনুপম হালদার।
আলোকচিত্রী অনুপম হালদার-এর দুদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী 'মা আসছে'-র অন্তিম মুহূর্তে প্রদর্শনী স্থল ঘুরে গেলেন ভাষা ও সাহিত্য বিশারদ তথা শিক্ষাবিদ পবিত্র সরকার, প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন।
অনুপম হালদারের দশম একক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করতে এসে মেহতাব হোসেন বলেন অল্পবয়সী মেয়ে ও মহিলাদের সম্মান করুন, সমাজও আপনার শ্রদ্ধাশীল হবে", বলে তিনি এটাও বলেন যে এটা ওনার নিজের ব্যক্তিগত মতামত।

08/10/2024

News A Bangla // বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো উদ্বোধনে সৌরভ গাঙ্গুলি // 08.10.2024
পরনে কালো পাঞ্জাবী পরে তৃতীয়ার দিন রবিবার সন্ধ্যায় বড়িশা প্লেয়ার্স কর্নারে হাজির বাংলার মহারাজ। পাড়ার পুজোর উদ্বোধন সেরে ফেললেন বাংলার মহারাজ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তৃতীয়ার সন্ধেই পুজো উদ্বোধন করেন তিনি এবং পুজো কমিটির সভাপতি দেবীদাস গঙ্গোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সৌরভ এদিন মণ্ডপে বসে সময় কাটান প্রতিবেশীদের সঙ্গে।
সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, "মা দুর্গা যখন পশ্চিম বাংলায় আসেন সবার মধ্যে পজিটিভ এনার্জি দিয়ে যান। বাংলার বাইরের মানুষদের মধ্যেও পজিটিভিটি ছড়িয়ে দেন।" পাশাপাশি এদিন ভারতের প্রমিলা বাহিনীর পাক 'বধে' তিনি শুভেচ্ছো জানিয়েছেন হরমনপ্রীতদের। সৌরভ এদিন খেলা নিয়ে কথা বললেও রাজ্যের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কিছু বলেননি।
৫২ তম বর্ষে 'বড়িশা প্লেয়ার্স কর্নারের' থিম '৯-এ নকশাকল্প'। তাদের এবারের অঙ্গীকার 'নারী সম্মানেই হোক মাতৃ আরাধনা'। 'নকশাকল্প' বলতে এখানে আল্পনার কথা বোঝাতে চেয়েছে পুজোর সেক্রেটারি জুঁই গঙ্গোপাধ্যায়। পুজো হোক বা বিয়ে, আল্পনা ছাড়া সম্পন্ন হয় না কোনও শুভ অনুষ্ঠান। আগের আল্পনার কায়দার সঙ্গে আজকের আল্পনার অনেক পার্থক্য এসেছে। লতার জায়গায় এসেছে জ্যামিতিক নকশা-সহ আরও নানা নকশা। সেই পার্থক্যটাই এই মণ্ডপে এলে খুঁজে পাবেন দর্শনার্থীরা। মণ্ডপ সাজিয়ে তুলছেন শিল্পী সন্দীপ মুখোপাধ্যায় ও তাপসী মুখোপাধ্যায়।
সেই আল্পনাতেই এবার সেজে উঠছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়া 'বড়িশা প্লেয়ার্স কর্নার'-এর ৫২ তম বর্ষের পুজো। মণ্ডপসজ্জাতে ব্যবহৃত হয়েছে কাঁচ, পাটের দড়ি, কাপড়-সহ আরও অনেককিছু। এতকাল সাবেকি পুজোতেই অভ্যস্ত ছিল 'বড়িশা প্লেয়ার্স কর্নার'। গত ২ বছর ধরে থিমের পথে হাঁটছে এই মহারাজের পাড়ার পুজো। তবে, মাতৃ প্রতিমায় বেশি কারিকুরি নেই তাঁদের। পাড়ার প্রবীণ সদস্যদের দাবি, মাকে যেন মায়ের মতোই দেখতে লাগে। তাঁর রূপ যেন বদলে না যায়..." আর সেই দাবি মেনে চলেন উদ্যোক্তারা"।

News A Bangla // Durga Puja 2024 // 8.10.2024কলকাতা:- উদ্বোধন হয়ে গেল সমরপল্লী সার্বজনীন দুর্গোৎসব। এবছর ২৯ তম বর্ষে পদ...
07/10/2024

News A Bangla // Durga Puja 2024 // 8.10.2024
কলকাতা:- উদ্বোধন হয়ে গেল সমরপল্লী সার্বজনীন দুর্গোৎসব। এবছর ২৯ তম বর্ষে পদার্পণ করলো এই পুজো।
এই পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, বিধাননগর পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি পূর্ণিমা নস্কর ও গায়িকা অভিনেত্রী রাখি দত্ত।

মাতৃমূর্তি ও মাতৃমণ্ডপ উদ্বোধনের পর সংলগ্ন উৎসব মঞ্চ থেকে এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এলাকার ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়েছে।

সমরপল্লী সার্বজনীন দুর্গোৎসবের পক্ষে সভাপতি অধ্যাপক প্রদীপ দে সংবাদমাধ্যম জানিয়েছেন, "ব্যয়ের আতিশয্য নিয়ে নয় বরং মানবিকতাকে পাথেয় করেই এগিয়ে চলেছে আমাদের পুজো।"

Address

Alipurduar
PIN.736208

Alerts

Be the first to know and let us send you an email when News A Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Alipurduar

Show All