12/02/2024
অনেক ভাবনা চিন্তা করে আমি এখন টাকা জমাচ্ছি। যেদিন অনেক টাকা হবে ' সময় কেনার মত টাকা , সেদিন কিছু সময় কিনে রাখবো । যারা প্রতি দিন, প্রতি মাস ,প্রতি বছরে বলে যায় ------ খুব ব্যস্ত ' একদম সময় পাইনা কাজের চাপে মনে থাকে না ---- তাদের সে কেনা সময় ধার দেব । সময় কেনা হয়ে গেলে ' আমি আবার টাকা জমাবো । এরপর কিনবো ' অজুহাত । পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করবো । সময়ের অভাবে 'অজুহাতের কারণে ' কেউ যেন আর প্রিয় মানুষদের ভুলে না যায় ------ তাই অফুরন্ত সময় আর শূন্য অজুহাতের এক পৃথিবী বানাবো ''' যেখানে থাকবে শুধু ভালোবাসা ,,,