Headlines Tripura National

Headlines Tripura National Headlines Tripura National, one of the most popular media network in Tripura.

02/01/2025

# HINDI NEWS

02/01/2025

বৃহস্পতিবার সালেমা কৃষি তত্বাবধায়কের ব্যবস্থাপনায় খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যান দপ্তরের সহযোগিতায় পাঁচ দিন ব্যাপী সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়েছে। ধান ক্রয় চলবে আগামী ৬ জানুয়ারী পর্যন্ত। সহায়ক মূল্যে ধান ক্রয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক স্বপ্না দাস পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা দাস, সমিতির ভাইস চেয়ারম্যান ননী গোপাল কর প্রমুখ। সালেমা কৃষি তত্বাবধায়কের অধীন বিভিন্ন অঞ্চলের কৃষকরা ধান এনে বিক্রি করার উদ্দেশ্যে জমা করেছেন সালেমা মটর ষ্ট্যান্ড প্রাঙ্গনে।

02/01/2025

02/01/2025

সম্প্রতি কুমারঘাট ফটিকছড়া এলাকা এক নাবালিকা কন্যা নিজ ঘরে রান্না করতে গিয়ে অগ্নিগ্ধ হয়ে পড়ে। তখন বাড়িতে মা বাবা কেউ ছিলনা। বাবা একজন রাজমিস্ত্রি। অন্যের বাড়িতে কাজ করে। বাড়িতে তখন কেউ না থাকা মেয়েটি রান্নাঘরে গিয়ে রান্না করতে গিয়ে নিজে অগ্নিদগ্ধ হয়ে পড়ে। পরবর্তী সময়ে এলাকার লোকজন দেখতে পেয়ে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে নাবালিকা মেয়েটির সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়াতে দেখে উদয়পুরে বিভাগীয় ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নিয়েছে এই নাবালক মেয়েটিকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে। বৃহস্পতিবার মেয়েটির মাকে ডেকে নিয়ে আসা হয় উদয়পুর বিভাগীয় ব্যবসায়ী সংঘের কার্যালয়ে।

02/01/2025

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী পালিত হয় কদমতলা টাউন হলে। বিজেপি উত্তর জেলা কমিটির উদ্যোগে এই শত তম জন্মবার্ষিকী পালিত হয়। মূলতঃ তাঁর এই জন্মদিনটিকে সুশাসন দিবস হিসেবে পালন করে থাকে রাজ্য বিজেপি। গত ২৫ ডিসেম্বর তাঁর শত তম জন্মবার্ষিকী পালন করার কথা থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর কারণে সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় এই অনুষ্ঠান পিছিয়ে দুসরা জানুয়ারি পালন করা হয়। বৃহস্পতিবার কদমতলা চন্দ্রকলা টাউন হলে অনুষ্ঠান শুরু হয়।

02/01/2025

Headlines Tripura

02/01/2025

১৯৫১ সালের ২রা জানুয়ারি স্বর্গীয় রমেশ চন্দ্র দত্তের ঐকান্তিক প্রচেষ্টা উদয়পুর রমেশ স্কুল নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। আর ওনার ছেলে ধীরেন্দ্র চন্দ্র দত্তের ঐকান্তিক চেষ্টার ফলে রমেশ স্কুল কলেবরে সারা রাজ্যের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। আজ এই বিদ্যালয়টি ৭৫ বছরে পদার্পণ করেছে। আর এই অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সঙ্গে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী সিংহ রায়, বিধায়ক অভিষেক দেব রায়, জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা জেলাশাসক পুলিশ সুপার সহ বিদ্যালয়ের অবশ্য প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা সহ বর্তমানে শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীরা।

02/01/2025

LIVE

02/01/2025

ছাত্র-জনতার আন্দোলন, শেখ হাসিনার পতন, সরকার বদল।

02/01/2025

আজও জামিন পেলেন না ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু।

02/01/2025

Headlines Tripura

02/01/2025

ফের বাংলাদেশ ক্রিকেটে উথাল পাথাল।

02/01/2025

বিশালগড় যুব ব্লক কংগ্রেসের উদ্যোগে বিশালগড় বাজারে দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মরণ সভার আয়োজন করা হয়।

02/01/2025

নতুন বছরের শুরুতেই চমক তেলেঙ্গানায়।

02/01/2025

বিলোনিয়াতে বড়সড় সেক্স এবং নেশার রেকেটের হদিস পেল পুলিশ এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি।

02/01/2025

বিশালগড় যুব ব্লক কংগ্রেসের উদ্যোগে বিশালগড় বাজারে দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মরণ সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে বিশালগড় বাজারে বিশালগড় ব্লক যুব কংগ্রেসের উদ্যোগ্যে দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংহের উদ্যেশ্যে এই স্মরণ সভা করা হয়।এতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী, ব্লক কংগ্রেস চেয়ারম্যান শান্ত ভট্টাচার্য, সহ বিশালগড় ব্লক যুব কংগ্রেসের কর্মীরা।

02/01/2025

গত বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির এইমস-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা, ডাঃ মনমোহন সিং। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯২ বছর। আজ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে তার প্রতি স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা।

02/01/2025

Headlines Tripura

Address

Agartala

Alerts

Be the first to know and let us send you an email when Headlines Tripura National posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Headlines Tripura National:

Videos

Share