Tripura beauty and queens

Tripura beauty and queens # # If you want to spread how fashionable our Tripura People are & If you want to see your photo or your friends photo here in our page you may send us

# # If you want to spread how fashionable our Tripura People are & If you want to see your photo or your friends photo here in our page you may send us You may share/tag the photos uploaded on our page without any modification.

# # Before sending, please note that it is a Tripura girl And Boy Picture & you are the sole owner or have the authority over the photo & that you are giving us the rights

over the photo to be used by "Tripura beauty and queens " in any purpose (legally) which you submit By posting or sending us ." Tripura beauty and queens " would not be held responsible for any copyright problem that may arise when we upload the photo.

15/04/2022

বছরের প্রথম দিন টা জয় 👉👉শ্রীকৃষ্ণ🙏🌺🌺🌿🌿 দিয়ে শুরু হোক হরেকৃষ্ণ 🙏🙏🌿🌿🌿🌿🌿 ভালো কাটুক সবার জীবন শুভ নববর্ষ ১৪২৯

 #হরে_কৃষ্ণ 🙏♥️মহামন্ত্র 🙌
14/04/2022

#হরে_কৃষ্ণ 🙏♥️

মহামন্ত্র 🙌

14/04/2022

এসো হে বৈশাখ
রাজ্যবাসীর জন্য সুখ, শান্তি, নিয়ে এটা প্রার্থনা করি মা ত্রিপুরেশ্বরীর মায়ের কাছে।🌺♥️🙏🙌

💕💕🙏🙏 ৮৪ লক্ষ্ বার জন্ম গ্রহণর পর    এই  শেষ্ঠ মানব জন্ম 💕💕🙏🙏
14/04/2022

💕💕🙏🙏 ৮৪ লক্ষ্ বার জন্ম গ্রহণর পর

এই শেষ্ঠ মানব জন্ম 💕💕🙏🙏

14/04/2022

বিশ্বাস করুন... ইশ্বরের কৃপায় আপনি এই বছরটি আগের চেয়ে সুখী, সমৃদ্ধ এবং স্বাস্থ্যকরভাবে শেষ করতে যাচ্ছেন। আপনার প্রার্থনা এটা কাজ করবে
🙌🙏☺️♥️

জাগ্রত এই শিব মন্দিরদয়াকরে কেউ এড়িয়ে যাবেন নাহে বাবা ভোলানাথ সকলের মঙ্গল করোওঁম নমো শিবায়।🔱🕉️🙏
14/04/2022

জাগ্রত এই শিব মন্দির
দয়াকরে কেউ এড়িয়ে যাবেন না
হে বাবা ভোলানাথ সকলের মঙ্গল করো
ওঁম নমো শিবায়।🔱🕉️🙏

13/04/2022

আপনার ভাগ্যের সাহায্যকারী যারা যাই হোক না কেন আপনাকে সাহায্য করা বন্ধ করে দিয়েছে এই মাসে ফিরে আসছে ♥️🙌

13/04/2022

✍🏻 লেখাটা যে এখন
পড়ছে..
👏পরম পিতা নারায়ন যেনো তার পরিবারের সকলকে
নিরাপদে রাখেন। 🙏

🙏নিশ্বাসের কোন বিশ্বাস আছে কি❓হঠাৎ কারো মৃত্যু হলো, বিশ্বাস করতে না পারার কোন কারন নেই‼️🌼জন্মের নোটিফিকেশন থাকলেও মৃত্যু...
13/04/2022

🙏নিশ্বাসের কোন বিশ্বাস আছে কি❓
হঠাৎ কারো মৃত্যু হলো, বিশ্বাস করতে না পারার কোন কারন নেই‼️

🌼জন্মের নোটিফিকেশন থাকলেও মৃত্যুর কোন নোটিফিকেশন নেই‼️

🌿পরের সেকেন্ডের ভরসা নেই তবুও আমরা পরের বছরের ট্রিপ প্ল্যান করি❗

💅 নির্দ্বিধায় বলে ফেলি কাল তোর বাসায় তো দেখা হচ্ছেই, খুব মজা করবো।‼️

🎆 অন্যের চাইতে সামান্য কিছু বেশী থাকলেই অহংকার করি🎋

🍀অন্যের মনে কষ্ট দিয়ে কথা বলি। ক্ষমা চাওয়ার কথা মনেও করি না❗

🔰 দুনিয়াবি পড়াশোনার সার্টিফিকেট নিয়ে বড়াই করি, অথচ ভগবানের নাম গান অক্ষর আর শিক্ষা জানি না।

💢নিজে কষ্টে একটু ভালো অবস্থানে পৌছালে অতীত ভুলে যাই, অপেক্ষাকৃত দুর্বল মানুষকে ক্ষুদ্র মনে করি‼️

🎡ভগবান আমাদের প্রত্যেকের কাজ নির্দিষ্ট করে দুনিয়ায় পাঠিয়েছেন। যতক্ষন আমাদের কাজেরএকটা দানাও ভাগ্যে থাকবে, ততদিন কেউ দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেতে পারবে না। যেই দিন কাজেরশেষ দানাটা পেটে চলে যাবে, দুনিয়ার কোন ডাক্তার হাসপাতাল ঠেকিয়ে রাখতে পারবে না❗🌻

দুনিয়াটা কখনোই আমাদের আসল গন্তব্য না। কিন্তু আমরা সব ভুলে দুনিয়াতে এমনভাবে বেঁচে আছি, যেন আমাদের কখনো মরতে হবে না। এইজন্য কারো হঠাৎ মৃত্যু হলে আমরা মূর্ষে পড়ি। আমাদের মনে পড়ে যায়, আমরাও একদিন হঠাৎ করেই চলে যাবো‼️

তাই সবাই মিলে একটু করে ভগবানের কথা বলি
ও তার দেয়া নিজের জীবন পথে কে সুন্দর করি‼️

‼️হরে কৃষ্ণ❗ হরে কৃষ্ণ❗ কৃষ্ণ কৃষ্ণ ❗হরে হরে ‼️
‼️হরে রাম ❗হরে রাম ❗রাম রাম ❗হরে হরে ‼️

🥀 🙏‼️ #হরে_কৃষ্ণ‼️🙏🥀

13/04/2022

কখনও কখনও আপনাকে আপনার সমস্যাগুলি লোকেদের বলা বন্ধ করতে হবে এবং নতজানু হয়ে ইশ্বরের কাছে প্রার্থনা করতে হবে
🙌🙌

13/04/2022

ভক্তি তেই শক্তি
🙏🙏♥️♥️

 #হরে_কৃষ্ণ
13/04/2022

#হরে_কৃষ্ণ

হিন্দু ক্যালেন্ডারের প্রথম মাস অর্থাৎ চৈত্র মাস খুবই গুরুত্বপূর্ণ। এই মাসেই হিন্দু নববর্ষ শুরু হয়। চৈত্র নবরাত্রি এই মা...
13/04/2022

হিন্দু ক্যালেন্ডারের প্রথম মাস অর্থাৎ চৈত্র মাস খুবই গুরুত্বপূর্ণ। এই মাসেই হিন্দু নববর্ষ শুরু হয়। চৈত্র নবরাত্রি এই মাসে পড়ে, ভগবান রামের জন্মবার্ষিকীও এই মাসেই পালিত হয়। ভগবান রামের ভক্ত হনুমানজির জন্মদিনও পালিত হয় এই মাসেই। সংকটমোচন হনুমানজি চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন। এই বছর হনুমান জয়ন্তী ২০২২ সালের ১৬ই এপ্রিল শনিবার পড়েছে।

এপ্রিল মাসে শনি, রাহু-কেতু রাশি পরিবর্তন করছে

জ্যোতিষশাস্ত্রের দিক থেকে এপ্রিল মাস অনেক পরিবর্তন এনেছে। এই মাসে শনি, রাহু-কেতুর মতো গ্রহ রাশি পরিবর্তন করছে, যাদের অশুভ দৃষ্টি জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ছায়া গ্রহ রাহু-কেতু ১২ই এপ্রিল ২০২২-এ রাশিচক্র পরিবর্তন করছে, এই মাসেই শনি প্রভাব বাড়াবে ২৯ এপ্রিল ২০২২ থেকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই নিষ্ঠুর গ্রহগুলির অবস্থানের পরিবর্তন অনেক রাশির জন্মের জন্য ভারী প্রমাণিত হবে। এই ক্ষেত্রে, এই গ্রহগুলিতে পাওয়া অশুভ ফলগুলি নিরাময়ের ব্যবস্থা নেওয়াই বুদ্ধিমানের কাজ।

হনুমান সকল সংকট দূর করবেন

– পবনপুত্র হনুমান প্রতিটি সংকট দূর করেন তাই তাকে সংকট মোচন বলা হয়। ১৬ এপ্রিল হনুমান জয়ন্তীর দিন কিছু প্রতিকার করা হলে শনি, রাহু-কেতুর অশুভ ফল অনেকটাই উপশম হয়।

- হনুমান জয়ন্তীর দিন ১১ বার হনুমান চালিসা পাঠ করতে হবে। হনুমান মন্দিরে গিয়ে সংকটমোচনের মূর্তির সামনে বসে পাঠ করুন। এমনটা করলে শনির ধেয়া বা সারে সাতিতে ভোগা মানুষদেরও অনেক স্বস্তি মিলবে।

- হনুমানজী বেসনের আটার লাড্ডু খুব পছন্দ করেন। হনুমান জয়ন্তীর দিন তাদের এই আটার লাড্ডু নিবেদন করা উচিত। এমনটা করলে আপনার জীবনে সুখ ফিরবে। কষ্ট উপশমের জন্য লবণও দিতে হবে। এতে ফুলকপি, সোফা এবং গোলাপের পাপড়ি ব্যবহার করুন তবে ভুল করে চুন, সুগন্ধি, কৃত্রিম গন্ধ যোগ করবেন না।

- হনুমানজিকে সিঁদুর নিবেদন করলে অনেক সমস্যার সমাধান হয়। হনুমান জয়ন্তীর দিন বজরঙ্গবলীকে সিঁদুর অর্পণ করতে হবে। এছাড়াও জুঁই ফুলের মালা এবং লাল কাপড় উৎসর্গ করুন। হনুমান জয়ন্তী থেকে শুরু করে আগামী ১১ পূর্ণিমা পর্যন্ত এই প্রতিকার করলে বড় সংকট থেকে মুক্তি পেতে পারেন।

- হনুমান মন্দিরে ত্রিভুজ লাল পতাকা উত্তোলন করতে হবে। এটি করলে প্রতিটি প্রচেষ্টায় সাফল্য আসবে।

শৈশবে সূর্যকে ফল ভেবে খেয়ে ফেলা মহাবলী হনুমানের অবতার, শুক্ল পক্ষের পূর্ণিমায় অর্থাৎ রাম নবমীর ঠিক ৬ দিন পর জন্ম নিয়েছিলেন। বড় বড় পর্বত তুলতে পারেন, সমুদ্র পেরিয়ে যেতে পারেন, স্বয়ং ইশ্বরের কাজ করে দেওয়া সঙ্কটমোচনের অবতরণের দিবস কাছে চলে এসেছে। এই পর্ব হনুমান ভক্ত দ্বারা ধুমধাম সহকারে পালন করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে হনুমান জয়ন্তীর দিন বজরঙ্গবলীর পুজো করলে সমস্ত বাধা–বিপত্তি দূর হয় এবং কাঙ্খিত ফল পাওয়া যায়। হনুমানজির পথে চলা ব্যক্তির কোনও সমস্যা হয় না। হনুমান জয়ন্তীতে ভগবান হনুমানের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। আট সিদ্ধি ও নয়টি তহবিল দাতার জন্মদিনে পুজোর আচার-অনুষ্ঠান কী এবং কী কী গুরুত্ব রয়েছে, আসুন জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীর শুভ সময় ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

হনুমান জয়ন্তী ২০২২–এর তিথি এবং মুহূর্ত
পঞ্চাঙ্গ মতে, এ বছর চৈত্রের পূর্ণিমা শুরু হচ্ছে ১৬ এপ্রিল দুপুর ২টো ২৫ মিনিটে। ১৬ এবং ১৭ এপ্রিল মধ্যরাতে ১২টা ২৪ মিনিটে শেষ হবে। যেহেতু ১৬ এপ্রিলের সূর্যোদয়, শনিবার পূর্ণিমা তিথি পাচ্ছে, তাই ১৬ এপ্রিল উদয়তিথি হওয়ায় হনুমান জয়ন্তী পালিত হবে। এই দিনেই উপবাস পালন করা হবে এবং হনুমানজির জন্মবার্ষিকী পালিত হবে। এ বছর হনুমান জয়ন্তী রবি যোগ, হস্ত এবং চিত্র নক্ষত্রে পড়েছে। এদিন রবি যোগ শুরু হবে সকাল ৫টা ৫৫ মিনিটে এবং তা শেষ হবে ৮টা ৪০ মিনিটে।

হনুমান জয়ন্তীর মাহাত্ম্যঃ-
ধার্মিক মান্যতা অনুসারে, হনুমান জয়ন্তীর উপলক্ষ্যে, নিয়ম অনুসারে বজরঙ্গবলীর পুজো করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়, তবে মনে রাখবেন যে হনুমানজির পুজো করার সময় অবশ্যই রাম দরবারের পুজো করতে হবে। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে রামের পুজো ছাড়া হনুমানজির পুজো অসম্পূর্ণ থেকে যায়।

হনুমান জন্ম কথাঃ-
শাস্ত্রে হনুমানজির জন্ম নিয়ে অনেক বিশ্বাস রয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুসারে, একবার স্বর্গে দূর্বাসার আয়োজিত সভায় স্বর্গের রাজা ইন্দ্রও উপস্থিত ছিলেন। সেই সময় পুঞ্জিকস্থলী নামে এক অপ্সরা কোনো উদ্দেশ্য ছাড়াই সভায় হস্তক্ষেপ করে উপস্থিত দেবতাদের দৃষ্টি বিভ্রান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ঋষি দূর্বাসা পুঞ্জিকস্থলীকে বানর হওয়ার অভিশাপ দেন। একথা শুনে পুঞ্জিকস্থলী কাঁদতে লাগলেন। তখন ঋষি দূর্বাসা বললেন, তোমার পরবর্তী জীবনে বানরের দেবতার সঙ্গে তোমার বিয়ে হবে। এর পাশাপাশি তোমার ছেলেও বানর হবে। পরের জন্মে মাতা অঞ্জনা'র বিয়ে হয় বানর দেবতা কেশরীর সঙ্গে এবং তারপর হনুমান জির জন্ম হয় মাতা অঞ্জনার ঘরে।

পৌরাণিক গল্প অনুসারেঃ-
আরেকটি কিংবদন্তি অনুসারে, রাজা দশরথ একটি সন্তান লাভের জন্য যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞ থেকে প্রাপ্ত হবিষ্যি খেয়ে রাজা দশরথের স্ত্রীরা গর্ভবতী হন। একটি ঈগল এই হবিষ্যির কিছু অংশ নিয়ে উড়ে যায় এবং মা অঞ্জনা যেখানে পুত্র লাভের জন্য তপস্যা করছিলেন সেখানে ফেলে দেয়। মা অঞ্জনা সেই হবিষ্যিকে গ্রহণ করে খেয়ে নেন। এই হবিষ্যি থেকে মা অঞ্জনা গর্ভবতী হন এবং গর্ভ থেকে হনুমানজির জন্ম হয়।।

জয় বজরংবলী।
🍁🍁🍁🍁🍁

হর হর মহাদেব 🔱♥️🙏
13/04/2022

হর হর মহাদেব 🔱♥️🙏

 #জয়_বিষ্ণুদেব পরম পিতা🙏🙏🙏♥️
13/04/2022

#জয়_বিষ্ণুদেব পরম পিতা🙏🙏🙏♥️

প্রতিটি চোখের পলকে আপনি প্রেমে পড়ে যাবেন🌿 😌প্রতিবার কৃষ্ণ নাম শ্রবনে আত্মতৃপ্তি পাবেন🌿 😌প্রতিবার দর্শনে দিব্য আনন্দ অনুভ...
13/04/2022

প্রতিটি চোখের পলকে আপনি প্রেমে পড়ে যাবেন🌿 😌
প্রতিবার কৃষ্ণ নাম শ্রবনে আত্মতৃপ্তি পাবেন🌿 😌
প্রতিবার দর্শনে দিব্য আনন্দ অনুভব করবেন🌿 😌

হে এটাই ভালোবাসা, এটাই প্রেম,আর এখানেই পরিপূর্ণতা

🥰🌿 রাধা কৃষ্ণময় 🌿🥰

সব কিছু 🔱♥️
12/04/2022

সব কিছু 🔱♥️

❤️হর হর মহাদেব ❤️🔱শিব শিব মহাদেব 🔱
12/04/2022

❤️হর হর মহাদেব ❤️
🔱শিব শিব মহাদেব 🔱

Address

Agartala
799102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura beauty and queens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share