Radha Krishna

Radha Krishna personal Blog

🌹" ভগবান শ্রীকৃষ্ণের ছয়টি প্রতিজ্ঞা " 🌹প্রথম প্রতিজ্ঞা:-শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন,"হে অর্জুন,সর্বদা আমাকে স্মরন করে তো...
22/08/2023

🌹" ভগবান শ্রীকৃষ্ণের ছয়টি প্রতিজ্ঞা "

🌹প্রথম প্রতিজ্ঞা:-শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন,"হে
অর্জুন,সর্বদা আমাকে স্মরন করে তোমার স্বভাব
বিহিত যুদ্ধ কর । তাহলে আমাতে তোমার মন ও
বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই
লাভ করবে " ।
(ভগবদগীতা৮/৭) ।

🌺 দ্বিতীয় প্রতিজ্ঞা:-"শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন,
তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো ,
আমাকে প্রনাম করো এবং আমার পূজা কর।
সম্পূর্ণরূপে আমাকে আশ্রয় করো তুমি অবশ্যই
আমাকে লাভ করবে"।
(ভগবদগীতা ৯/৩৪) ।

🌻তৃতীয় প্রতিজ্ঞা:-শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন ,"
যারা নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার
ভজনা করেন , আমি তাদের শুদ্ধজ্ঞানজনিত
বুদ্ধিযোগ দান করি।যার দ্বারা তারা আমার কাছে
ফিরে আসতে পারে"।
(ভগবদগীতা ১০/১০)।

🥀 চতুর্থ প্রতিজ্ঞা:-শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন,"হে
প্রিয় অর্জুন,যিনি আমার সেবা করেন, আমার প্রতি
নিঃস্বার্থ পরায়ন, আমার ভক্ত,জয় বিশয়ে সম্পূর্ণ
আসক্তি রহিত এবং সমস্ত প্রানীর প্রতি শত্রু ভাব
রহিত, তিনি অবশ্যই আমার কাছে ফিরে আসেন"।
(ভগবদগীতা ১১/৫৫)।

🍁 পঞ্চম প্রতিজ্ঞা:-শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন,
"আমাতে তুমি মন সমাহিত করো,আমাতে বুদ্ধি
নিবিষ্ট করো।তার ফলে নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে
সে সম্বন্ধে কোন সন্দেহ নেই"।
(ভগবদগীতা ১২/৮)।

🏵️ষষ্ঠ প্রতিজ্ঞা:-শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন,"তুমি
আমাতে মন চিরস্থির করো এবং আমার ভক্ত হও।
আমার পূজো করো এবং আমাকে নমস্কার করো।
তুমি আমার অত্যন্ত প্রিয়। এই জন্যই আমি
সত্যপ্রতিজ্ঞা করছি যে, এভাবে তুমি আমাকে প্রাপ্ত
হবে'।
(ভগবদগীতা ১৮/৬৫)।

🙏 হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা অনন্য এবং
খুবই শক্তিশালী,কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
এবং হরিনাম এক ও অভিন্ন,কোন পার্থক্য নেই....
ফরম আদরে এবং অনন্য ভক্তি সহকারে জপ
করার ফলেই আমরা চিন্ময় আনন্দ অনুভব করতে
পারি।🙏

💓 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 💓

❣️----হরে কৃষ্ণ----❣️

এসো করি কৃষ্ণ নাম,,❤️        সদাই মুখে হরি নাম🥰কৃষ্ণ প্রেমে মজে মন,,       চল যাব আজ বৃন্দাবন❤️❤️,,বৃন্দাবনে ঘরে ঘরে,,  ...
19/08/2023

এসো করি কৃষ্ণ নাম,,❤️
সদাই মুখে হরি নাম🥰
কৃষ্ণ প্রেমে মজে মন,,
চল যাব আজ বৃন্দাবন❤️❤️,,
বৃন্দাবনে ঘরে ঘরে,,
কৃষ্ণ নামে প্রদীপ জ্বলে☺️,,
সেই প্রদীপের ছায়া তলে,,
সুখ শান্তি বিরাজ করে❤️,,,

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।🥰🙏

🌿🥰হরে কৃষ্ণ😍🙏🌿🙏😍
❤️❤️

আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কবির ভাষায়... হে ভগবান জীবনের প্র...
18/08/2023

আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কবির ভাষায়... হে ভগবান জীবনের প্রতিটি পাতায় পাতায় হিসেব মিলিয়ে দেখলাম যে মানব জীবনের সার্থকতা শুধু তোমার কৃপা লাভে। কিন্তু অহংকার ভরা বুকে তোমার কৃপা কখন লাভ হয় না। আমার অহংকারের বুকটা কখনো নত হতে চায় না।। তুমিতো সর্বশক্তিমান কৃপা করে আমার মাথা নত করে দাও।
আমার সকল অহংকার তোমার চরণ ধুলার তলে ধুলিসাৎ করে দাও,, তবুও যদি আমার অহংকারের মাথাটি উচু হয়ে দাড়াতে চেষ্ট করে, সকল অহংকার গুলো আমার চোখের জলে ডুবিয়ে দাও,,আমাকে তোমার কৃপার যোগ্য করে তোল ।। আমার কোন সাধ্য নেই?

"রাধার শ্রীকৃষ্ণ প্রেম বিশুদ্ধ লক্ষণ।আস্বাদন করিছেন শচীর নন্দন।। আত্মসুখ গন্ধ যথা নাহিক আভাস। সেই ব্রজপ্রেম কভু করেন প্র...
12/08/2023

"রাধার শ্রীকৃষ্ণ প্রেম বিশুদ্ধ লক্ষণ।
আস্বাদন করিছেন শচীর নন্দন।।
আত্মসুখ গন্ধ যথা নাহিক আভাস।
সেই ব্রজপ্রেম কভু করেন প্রকাশ।।"

দুটো জুতার ফিতা একসঙ্গে বাঁধলে যেমন হাঁটা যায় না। ঠিক তেমনি, ভুল পথে চললে আগানো যায় না। আছড়ে পড়ে, দুমড়ে-মুচড়ে পরতে হয়, ...
09/08/2023

দুটো জুতার ফিতা একসঙ্গে বাঁধলে যেমন হাঁটা যায় না। ঠিক তেমনি, ভুল পথে চললে আগানো যায় না। আছড়ে পড়ে, দুমড়ে-মুচড়ে পরতে হয়, তাই সঠিক পথে চলুন, আর সঠিক পথে পরিচালিত হ‌ওয়ার একমাত্র রাস্তা হলো হরি নাম
হরি নাম আপনাকে সঠিক পথে পরিচালিত করবে ।।
হরে কৃষ্ণ 🙏🙏🙏

।।জয় শ্রী রাধে মাধব।।        🙏🙏🙏🌸🌸🙏🙏🙏"অনাদি শ্রীকৃষ্ণ  বহির্মুখ  জীবগণ।দীর্ঘপথ  নিরন্তর  করিতেছে  ভ্রমণ।।শুদ্ধ  কৃষ্ণভক...
07/08/2023

।।জয় শ্রী রাধে মাধব।।
🙏🙏🙏🌸🌸🙏🙏🙏
"অনাদি শ্রীকৃষ্ণ বহির্মুখ জীবগণ।
দীর্ঘপথ নিরন্তর করিতেছে ভ্রমণ।।
শুদ্ধ কৃষ্ণভক্তের না রহে আবর্তন।
সকল সময়ই শুধু হয় বিবর্দ্ধন।।
সর্বজীব আচ্ছাদিত ঈশ্বর মায়ায়।
পূর্বজন্ম জ্ঞানসূত্র ছিন্ন হয়ে যায়।।"

তুমি একমাত্র শান্তির কারণ ❤️
06/08/2023

তুমি একমাত্র শান্তির কারণ ❤️

ঠোঁটের জন্য    -       সত্য।শব্দের জন্য      -   প্রার্থনা।চোখের জন্য     -       দয়া।হাতের জন্য       -       দান।হৃদয়ে...
05/08/2023

ঠোঁটের জন্য - সত্য।
শব্দের জন্য - প্রার্থনা।
চোখের জন্য - দয়া।
হাতের জন্য - দান।
হৃদয়ের জন্য - প্রেম।
চেহারার জন্য - হাসি।
বড় হওয়ার জন্য - ক্ষমা।

জীবনটা হলো এক দাবা খেলার মতো আর এই খেলা আপনি ঈশ্বরের সঙ্গে খেলছেন। আপনার প্রত্যেক চালের পর, পরের চাল ঈশ্বর চালেন। আপনার চালকে আপনার "পছন্দ" বলা হয়ে থাকে আর ঈশ্বরের চালকে বলা হয় "পরিনাম"।

তাই, আপনার পছন্দটা যেন ভালো হয় তাহলেই আপনার পরিনাম ভালো হবে।
_____________
🌻🌿হরেকৃষ্ণ🌻

"সেই ধন‍্য নরকুলে      লোকে যারে নাহি ভুলে         মনের মন্দিরে নিত‍্য সেবে সর্বজন।।  " নাম করো নাম করো নাম করো সার।কলি ...
03/08/2023

"সেই ধন‍্য নরকুলে লোকে যারে নাহি ভুলে
মনের মন্দিরে নিত‍্য সেবে সর্বজন।।

" নাম করো নাম করো নাম করো সার।
কলি কালে নাম বিনা গতি নাই আর।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

ভেবেছি তোমায় ডাকবো প্রভু             সকাল বেলা তে।।       উঠতে উঠতে হয়ে গেল দেরী,ভাবলাম! ডাকবো তোমায় বিকাল বেলা তে ।    ...
28/07/2023

ভেবেছি তোমায় ডাকবো প্রভু
সকাল বেলা তে।।
উঠতে উঠতে হয়ে গেল দেরী,
ভাবলাম! ডাকবো তোমায় বিকাল বেলা তে ।
কাজ শেষে ফিরলাম যখন ঘরে ,
শরীর টা বেশ ক্লান্ত এখন একটু ঘুমিয়ে পড়ি।
সন্ধ্যা হলো দিন তো গেল,
ডাকবো তোমায় কালকে।।
এই ভেবে ভেবে দিনতো ফুরালো,
প্রভু, পেলাম না সময়।
তোমাকে স্মরণ করার,
এখন আমি নীড় হারা পাখী।
হয়েছে যাবার সময়।।
ক্ষমা করো প্রভু
ডাকিনি তোমায় সময় কালে,
ডাকছি আমি অব শেষে।।
হরে কৃষ্ণ 🙏🙏

🥰🌹 গৌর যে শিখাল নাম সেই নাম গাও🙏 #🥀 অন্য সব নাম মাহাত্ম্য সেই নামে পাও😇🙏🙌 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রা...
27/07/2023

🥰🌹 গৌর যে শিখাল নাম সেই নাম গাও🙏
#🥀 অন্য সব নাম মাহাত্ম্য সেই নামে পাও😇🙏
🙌 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🌹🥰😇🙏

26/07/2023
জগতের পতি তুমি, জগৎ-ঈশ্বরতোমা পাশে সবাই আপন, কেউ নেই পরসকলে করুণা করি কৃপাবারি দিয়ারাখো তব চরণ পাশে, সেবাকার্যে নিয়াতোমা...
21/06/2023

জগতের পতি তুমি, জগৎ-ঈশ্বর
তোমা পাশে সবাই আপন, কেউ নেই পর
সকলে করুণা করি কৃপাবারি দিয়া
রাখো তব চরণ পাশে, সেবাকার্যে নিয়া
তোমা সম পতিতপাবন কে আছে আর
তুমিই জগৎ প্রাণনাথ, প্রনাম জানাই

🌹 সর্বোচ্চ বৈষ্ণব 🌹স্লেচ্ছ বা মাংসাহারীকে কৃষ্ণভক্তে পরিণত করা অত্যন্ত কঠিন।  যিনি তা করতে সক্ষম তিনি বৈষ্ণবতার সর্বোচ্চ...
20/06/2023

🌹 সর্বোচ্চ বৈষ্ণব 🌹

স্লেচ্ছ বা মাংসাহারীকে কৃষ্ণভক্তে পরিণত করা অত্যন্ত কঠিন। যিনি তা করতে সক্ষম তিনি বৈষ্ণবতার সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত।
-

20/06/2023

মাসি বাড়ি যাওয়ার জন‍্য
রথের দড়িতে পড়েছে টান,
সেজেছে আজ তিন ভাই-বোন
আনন্দে মেতেছে বিশ্ব ধাম।

সব্বাইকে রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা।

জয় জগন্নাথ🙏

সচ্চিদানন্দরূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে ৷তাপত্রয়বিনাশায়  শ্রীকৃষ্ণায়  বয়ং  নুমঃ ৷৷ যিনি  জগতের  উৎপত্তি  , স্থিতি ও  লয়ের...
19/06/2023

সচ্চিদানন্দরূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে ৷
তাপত্রয়বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নুমঃ ৷৷

যিনি জগতের উৎপত্তি , স্থিতি ও লয়ের হেতু
এবং আধ্যাত্মিক ,আধিদৈবিক ও আধিভৌতিক
—এই ত্রিতাপ বিনাশক সেই সচ্চিদানন্দস্বরূপ ,
ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি ৷
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ৷

যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগীতেমন করে কাঁদি আমি পথের লাগি কোথায় আছে সেই নিশানা বলতে কে গো পারেগোলক ধাঁধায় মরছি ঘ...
17/06/2023

যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী
তেমন করে কাঁদি আমি পথের লাগি
কোথায় আছে সেই নিশানা বলতে কে গো পারে
গোলক ধাঁধায় মরছি ঘুরে গহীন আধিয়ারে
প্রভু গো আর কবে এই গোলক ধান্দা থেকে মুক্তি দেবে
হে নাথ কবে তোমার কৃপা হবে সংসার বিষানোলে
দিবানিশি মোর হিয়া জ্বলে এইবার কৃপা করে নাও
উদ্ধারি 🙏🙏🙏🙏জয় রাধা মাধব 🙏🙏🙏🙏

ভক্তি করলে কি হয়?যে হরিনাম জপে না সে এই জড়জগতেই ফেঁসে যায়।সে জন্ম মৃত‍্যু আর দুর্ভোগ পায়।সে বৈকুন্ঠ ফিরে যেতে আর পারে না...
17/06/2023

ভক্তি করলে কি হয়?
যে হরিনাম জপে না সে এই জড়জগতেই ফেঁসে যায়।সে জন্ম মৃত‍্যু আর দুর্ভোগ পায়।সে বৈকুন্ঠ ফিরে যেতে আর পারে না।

ভগবান বলছেন,
আব্রহ্মভুবনাল্লোকাঃ পুনরাবর্তিনোহর্জুন।
মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে।।৮.১৬।।
অনুুবাদঃ হে অর্জুন! এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয়। কিন্তু হে কৌন্তেয়! আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না।

যে মানব জীবন পেয়েও রাধা কৃষ্ণর ভজনা করে না সে জীবন ব‍্যর্থ করে। *•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*
_*“হরিবোল হরিবোল!!যে,যে খেলনা(জাগতিক অনিত্য সম্পদ)পেয়ে অত্যন্ত প্রীত হয়,ভগবান তাকে সেই সেই খেলনা দিয়েই ভুলিয়ে জড় জগতে আবদ্ধ রেখে দেন! কিন্তু যে সবকিছুর বিনিময়ে একমাত্র তাঁকেই পেতে চায়, তার সমস্ত খেলনা কেড়ে নিয়ে, ভেঙে দিয়ে, দুঃখ দিয়ে,তাঁর সর্বশ্রেষ্ট সম্পদ(প্রেম)প্রদান করে থাকেন।”*_
*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
17/06/2023

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

তুমি আমার ,মন মহাজন     সদয়-নিদয়, ওহে দয়াময়রাধে রাধে 🙏🙏🙏
17/06/2023

তুমি আমার ,মন মহাজন
সদয়-নিদয়, ওহে দয়াময়
রাধে রাধে 🙏🙏🙏

যদি কোন ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয়। আর যে মানুষ সব হাড়িয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী।হরে কৃষ্ণ 🙏
17/06/2023

যদি কোন ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয়।
আর যে মানুষ সব হাড়িয়েও
শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী।
হরে কৃষ্ণ 🙏

ভগবানের সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে, পর্যাপ্তরূপে তার বর্ণনা করা যায় না। ভগবানের চিন্ময় ও জড় সৃষ্টিতে লক্ষ্মীদেবীকে সব...
16/06/2023

ভগবানের সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে, পর্যাপ্তরূপে তার বর্ণনা করা যায় না। ভগবানের চিন্ময় ও জড় সৃষ্টিতে লক্ষ্মীদেবীকে সবচাইতে সুন্দর বলে বিবেচনা করা হয়; এবং তিনি নিজেকে সবচাইতে সুন্দর বলে গর্ব অনুভব করেন, কিন্তু ভগবানের সৌন্দর্যের কাছে তাঁর সৌন্দর্য পরাভূত হয়েছিল। পক্ষান্তরে বলা যায় যে, ভগবানের উপস্থিতিতে লক্ষ্মীদেবীর সৌন্দর্য হচ্ছে গৌণ।

—বৈষ্ণব কবির ভাষায় ভগবানের সৌন্দর্য এতই মনো-মুগ্ধকর যে, তা শত সহস্র কামদেবকে পরাভূত করে। তাই তাঁকে বলা হয় মদনমোহন। এও বর্ণনা করা হয়েছে যে, কখনও কখনও ভগবান রাধারাণীর সৌন্দর্যে উন্মত্ত হয়ে যান। সেই পরিস্থিতিতে কবিরা বর্ণনা করে বলেছেন যে, যদিও ভগবান শ্রীকৃষ্ণ মদনমোহন, তিনি মদন-দাহ হন, বা শ্রীমতী রাধারাণীর সৌন্দর্যে বিমোহিত হয়ে যান।

"জ্বলন্ত অনলে           জল ঢালি দিলে               তখনি নিবায়ে যায়।মনের আগুন              নিবাইব   কিসে             দ্বি...
06/06/2023

"জ্বলন্ত অনলে জল ঢালি দিলে
তখনি নিবায়ে যায়।
মনের আগুন নিবাইব কিসে
দ্বিগুণ জ্বলয়ে তায়।।"

 #হরেকৃষ্ণ 🙏🏻🙏🏻সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়।-(ভগবান শ্রীকৃষ্ণ)
05/06/2023

#হরেকৃষ্ণ 🙏🏻🙏🏻
সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়।
-(ভগবান শ্রীকৃষ্ণ)

বৃন্দাবনের রাধাকুন্ডের ঠাকুর কৃষ্ণ বিহারীজীউ (গৌড়ীয় মঠের প্রাচীন মন্দির)
04/06/2023

বৃন্দাবনের রাধাকুন্ডের ঠাকুর কৃষ্ণ বিহারীজীউ (গৌড়ীয় মঠের প্রাচীন মন্দির)

কেউ যদি জিজ্ঞাসা করে  জীবনে_কী হারালে_আর_কি_পেলে ? তাহলে নির্দ্বিধায় বলো,💮যা হারিয়েছি তা আমার ছেলেমানুষী আর যা পেয়েছি ত...
02/06/2023

কেউ যদি জিজ্ঞাসা করে জীবনে_কী হারালে_আর_কি_পেলে ? তাহলে নির্দ্বিধায় বলো,
💮যা হারিয়েছি তা আমার ছেলেমানুষী আর যা পেয়েছি তা প্রভুর দয়ায়।
💮কি সুন্দর সম্পর্ক আমার আর আমার ভগবানের মাঝে।
💮এমন ছোট কাঁধ রাখো যাতে সবাই তোমার সঙ্গে বসতে পারে আর এত বড় মনের অধিকারী হও, যে তুমি উঠে দাঁড়ালে কেউ যেন বসে না থাকতে পারে।

সর্বদা ভালো আদর্শের সঙ্গে থাকো, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হয়োনা। তাইতো বলে সাধু সঙ্গে স্বর্গ বাস॥
" নিতাই এর চরণ সত্য তাহার সেবক নিত্য ।।
নিতাই বলে ডাকো সদা সুখে থাকো।।
বল ভাই নিতাই নিতাই ।
নিতাই বিনে আর গতি নাই।
পারের কাণ্ডারী নিতাই।
বল ভাই নিতাই নিতাই" । । জয় নিতাই "🙏🙏🙏🙏

"ভানু  কমল  বলি  সেহো  হেন  নয়। হিমে  কমল  মরে  ভানু  সুখে  রয়।। চাতক জলদ কহি  সে  নহে  তুলনা। সময় নহিলে সে না দেয় এক  ক...
01/06/2023

"ভানু কমল বলি সেহো হেন নয়।
হিমে কমল মরে ভানু সুখে রয়।।
চাতক জলদ কহি সে নহে তুলনা।
সময় নহিলে সে না দেয় এক কণা।।
কুসুমে মধুপ কহি সেহো নহে তুল।
না আইলে ভ্রমর আপনি না যায় ফুল।।"

ওহে জীবনবল্লভ,  ওহে সাধনদুর্লভ,            আমি  মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব–            শুধু  জীবন মন চরণে দিনু ...
31/05/2023

ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ,
আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব–
শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লহো সব।
( দিনু চরণতলে– কথা যা ছিল দিনু চরণতলে–
প্রাণের বোঝা বুঝে লও, দিনু চরণতলে। )
আমি কী আর কব॥

এই সংসারপথসঙ্কট অতি কন্টকময় হে,
আমি নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেমমুরতি তব।
( নীরবে যাব– পথের কাঁটা মানব না, নীরবে যাব।
হৃদয়ব্যথায় কাঁদব না, নীরবে যাব। )
আমি কী আর কব॥

আমি সুখদুখ সব তুচ্ছ করিনু প্রিয়-অপ্রিয় হে–
তুমি নিজ হাতে যাহা সঁপিবে তাহা মাথায় তুলিয়া লব।
( আমি মাথায় লব– যাহা দিবে তাই মাথায় লব–
সুখ দুখ তব পদধূলি ব’লে মাথায় লব। )
আমি কী আর কব॥

অপরাধ যদি ক’রে থাকি পদে, না করো যদি ক্ষমা,
তবে পরানপ্রিয় দিয়ো হে দিয়ো বেদনা নব নব।
( দিয়ো বেদনা– যদি ভালো বোঝ দিয়ো বেদনা–
বিচারে যদি দোষী হই দিয়ো বেদনা। )
আমি কী আর কব॥

তবু ফেলো না দূরে, দিবসশেষে ডেকে নিয়ো চরণে–
তুমি ছাড়া আর কী আছে আমার ! মৃত্যু-আঁধার ভব।
( নিয়ো চরণে– ভবের খেলা সারা হলে নিয়ো চরণে–
দিন ফুরাইলে, দীননাথ, নিয়ো চরণে। )
আমি কী আর কব॥


জয় শ্রী রাধে কৃষ্ণ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

ভূবনো -মোহন গোরা            কতো মুনি জনার মনো হরা           যেতে চাইলে যেতে দেব না ..হরে কৃষ্ণ 🙏🙏🙏
31/05/2023

ভূবনো -মোহন গোরা
কতো মুনি জনার মনো হরা
যেতে চাইলে যেতে দেব না ..
হরে কৃষ্ণ 🙏🙏🙏

"গৌরাঙ্গ" শব্দটি উচ্চারণ করলে এক দিব্য আনন্দ অনুভূত হয় 🥰কারণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে কৃষ্ণ প্রেম ও প্রেমানন্দ প্রদান কর...
30/05/2023

"গৌরাঙ্গ" শব্দটি উচ্চারণ করলে এক দিব্য আনন্দ অনুভূত হয় 🥰কারণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে কৃষ্ণ প্রেম ও প্রেমানন্দ প্রদান করতে অবতীর্ণ হন।

যখন কোন কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার অভ্যাস তুমি গড়ে তুলতে পারবে তখন জানবে তোমাকে কোন কিছুতে কেউ হারাতে পারবে না কারণ তুমি ঈশ্বরের দয়ায় তোমার আত্মার পরিশুদ্ধির পথে গমন করছো 🙏🙏🙏

ভূবনো -মোহন গোরা            কতো মুনি জনার মনো হরা           যেতে চাইলে যেতে দেব না .. …হরে কৃষ্ণ 🙏🙏🙏
30/05/2023

ভূবনো -মোহন গোরা
কতো মুনি জনার মনো হরা
যেতে চাইলে যেতে দেব না .. …
হরে কৃষ্ণ 🙏🙏🙏

প্রেমের সুতায় মালতী ছায়ায় গাঁথিলাম বিনোদ মালা। এ ভরা ভাদরে কত না আদরে ভরিলাম  বরণ ডালা।। করিয়া চয়ন মনের মতন সাজাইলাম কুস...
30/05/2023

প্রেমের সুতায় মালতী ছায়ায়
গাঁথিলাম বিনোদ মালা।
এ ভরা ভাদরে কত না আদরে
ভরিলাম বরণ ডালা।।
করিয়া চয়ন মনের মতন
সাজাইলাম কুসুম রাশি।
ললিত গলায় বিনোদ মালায়
মানাবে মাধব শশী।।
কৃষ্ণ কৃষ্ণ বলি প্রতি ফুল তুলি
পরশ রাখিলাম তাতে।
ওহে প্রাণ প্রিয় করো না গো হেয়
মালীরে রাখিও সাথে।।
তন মন হিয়া ফুলে মিশাইয়া
পশিলাম মালার ফুলে।
পরিলে মালা চিকন কালা
দুলিব তোমার গলে।।

🙏🙏🙏🙏🙏🙏

Address

Agartala
799001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radha Krishna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Digital creator in Agartala

Show All

You may also like