পুরাতন রাজভবনে হোটেল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন YTF
পুরাতন রাজভবনে পাঁচতারা হোটেল বানানোর সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য রাজ্য সরকারের নিকট দাবি জানিয়ে বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিক ভবনের সামনে থেকে রেলি করে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন।
চড়িলাম মধ্যপাড়া এলাকায় নিজ বাড়িতে রান্না করতে গিয়ে গায়ে আগুন লেগে আহত এক ব্যক্তি!
জানা যায় বুধবার দুপুরে বিশালগড় চড়িলাম মধ্যপাড়া এলাকায় নিজ বাড়িতে রান্না করতে গিয়ে গায়ে আগুন লেগে আহত হয় শংকর দত্ত নামে এক ব্যক্তি। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী লোকজন দেখতে পেয়ে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কে। তারা ঘটনার স্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
মৃণালিনী পরিবারের পক্ষ থেকে রাজ্যের আপামর জনগণের প্রতি রইলো শুভেচ্ছা আর অভিনন্দন
জলের অভাবে ৩৬ মাইল এলাকায় রাস্তা অবরোধ ফলে মুখ্যমন্ত্রীর কাফেলা অনেকক্ষণ আটকে থাকে
যুবসমাজ সংলগ্ন পুকুর নতুনভাবে সংস্কারের উদ্যোগ
ক্যামেরা দেখে পেছন দিকে স্কুলে প্রবেশের চেষ্টায় শিক্ষিকা !
চড়িলাম ধারিয়াথল হাইস্কুলের শিক্ষিকা সোমা ঘোষ রায় সোমবার সাড়ে ১১টায় স্কুলে আসেন। এলাকাবাসীর অভিযোগ কয়েকজন শিক্ষিকা প্রায়শই দেরি করে আসেন।