01/01/2025
খুলা চিঠি,,,,,
রাজ্যে বেকার যুবক যুবতি সংখ্যা দিন দিন বাড়ছে,,,, চাকুরী নাই তারা কি করে বাজবে,,,, বামফ্রন্ট সরকার থাকতে ত্রিপুরা অনেক বেকারদের নিয়ে এগ্রি ট্রেনিং,,, ফিশেরি ট্রেনিং,,, হর্টিকালচার ট্রেনিং বিভিন্ন ভাবে সাহায্য করে স্বাবলম্বী করে তোলেন,,, কিন্তু বর্তমান বিজেপি সরকার এই সব দেখা যায় না,,, তাহলে কি করে বাজবে,,, ,,,
বিজেপি সরকার আমলে বর্তমানে দেখা যায় ড্রাগ আর ড্রাগ চারিদিকে ড্রাগ ,,, বিজেপি সরকার ড্রাগ বন্ধ করা জন্য কি পদক্ষেপ নিয়েছে কিছু লেখা নাই কোনো আইন করা হয়নি,,, আমরা জানি বামফ্রন্ট সরকার আমলে ডেনরাইট নামে নীল ছিল তখনকার সময়ে নীল ,, অফিসে কাগজ জোড়া দেওয়া ফটো লাগানো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়,,এবং সাধারণ মানুষে বিভিন্ন কাজে প্রয়োজন সেই নীল কিন্তু কিছু যুবক তাকে নেশা কাজে লাগাই,,, সেই খবর মুখ্য মন্ত্রী মানিক সরকার কাছে পোশাই তখন বন্ধ করা জন্য যারা ডেরাইট ব্যবস্যা বা ডিলার তাদের নিদেশ দিয়ে দেয় বন্ধ করা জন্য । আর যারা দোকানদার দরা পরে পাঁচ হাজার জরিমানা,, সেইভাবে বন্ধ হয়ে যায় নেশা,,, কিন্তু বর্তমান বিজেপি সরকার নেশা বন্ধ দূরে কথা আরও জাগা জাগা মদের দোকান খুলে দেয়,, সাবধান তোমার গড়েও সেই নেশা একদিন আসবে,,, তখন কি করবে বোজবে,,,