Freelancer Easin Arafat

Freelancer Easin Arafat Hello

05/08/2024
এই সময় প্রিয় আল্লামা কে খুব মনে পড়তেছে।আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব ক্রুন।
05/08/2024

এই সময় প্রিয় আল্লামা কে খুব মনে পড়তেছে।
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব ক্রুন।

24/03/2024

"রমাদান বিরাট এক জাহাজের মতো। গুনাহের সাগরে ডুবে থাকা বান্দাকে উদ্ধার করে মুক্তির বন্দরে পৌঁছে দেয়ার জন‍্য প্রতি বছর ঘাটে এসে নোঙ্গর ফেলে।"

Last Friday of the year 😭May Allah Make the upcoming year better than this year.Ameen🤲
29/12/2023

Last Friday of the year 😭
May Allah Make the upcoming year better than this year.
Ameen🤲

Marry Christmas is Haram Marry me It's Halal 🫣
26/12/2023

Marry Christmas is Haram
Marry me It's Halal 🫣

25/12/2023

🌸🌸🌸
যার চরিত্র যত বেশি সুন্দর
সে মানুস হিসেবে তত বেশি সুন্দর🌸🌸🌸

22/12/2023

Everyone say ☝️
"Sallallahu Alaihi wa Sallam"
"সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম "

আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। {আল হাদিস}
19/12/2023

আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
{আল হাদিস}

আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।”- শেখ সাদী
18/12/2023

আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।”
- শেখ সাদী

Congratulations  Team Bangladesh The U19 Champions of Asia 🇧🇩✌️🏆
17/12/2023

Congratulations Team Bangladesh
The U19 Champions of Asia 🇧🇩✌️🏆

17/12/2023

🌿🌿🌿নারী যখন কন্যা,
তখন সে রহমত🌿🌿🌿
🍁🍁🍁নারী যখন বোন,
তখন সে নেয়ামত🍁🍁🍁
🌺🌺🌺নারী যখন স্ত্রী,
তখন সে আমানত🌺🌺🌺
🍀🍀🍀নারী যখন মা,
তখন সে জান্নাত🍀🍀🍀

মানুষ দরিদ্র হয়ে গেলে তার মাঝেতিনটি স্বভাব চলে আসে।🌟দ্বীনের প্রতি শিথিলতা🌟বুদ্ধির দূর্বলতা🌟ব্যক্তিত্বের অবনতি
16/12/2023

মানুষ দরিদ্র হয়ে গেলে তার মাঝে
তিনটি স্বভাব চলে আসে।
🌟দ্বীনের প্রতি শিথিলতা
🌟বুদ্ধির দূর্বলতা
🌟ব্যক্তিত্বের অবনতি

15/12/2023

জ্ঞানী লোকের একটি গুন হল সত্যের সেবা করা।

Amin 🤲🤲
15/12/2023

Amin 🤲🤲

সৌন্দর্য শুধু নজর কেড়ে নেয়,আর উত্তম চরিত্র হৃদয় কেড়ে নেয়।সব সুন্দর সুন্দর হয় না, কিছু সুন্দর বিষাক্ত হয়।
14/12/2023

সৌন্দর্য শুধু নজর কেড়ে নেয়,
আর উত্তম চরিত্র হৃদয় কেড়ে নেয়।
সব সুন্দর সুন্দর হয় না, কিছু সুন্দর বিষাক্ত হয়।

10/12/2023

Bismillah.
If you are not busy with your phone now, Just write
(ALLAHU AKBAR)

10/12/2023

"আসক্তের মতো ভালবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না।”
[উমার ইবনুল খাত্তাব ( রাঃ)]

08/12/2023

“নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।”
{ হযরত আলী (রাঃ) }

রাজকন্যারা তাদের রাজ্যের মুকুটকে আবার ফিরে পেল আলহামদুলিল্লাহ ,,,
08/12/2023

রাজকন্যারা তাদের রাজ্যের মুকুটকে
আবার ফিরে পেল আলহামদুলিল্লাহ ,,,

08/12/2023

“যে ব্যক্তি জুমু’আহর দিনে সূরা কাহাফ পাঠ করবে, তাঁর ঈমানের নূর এক জুম’আহ হতে আরেক জুমু’আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।”
সহীহ আত-তারগীব হা/৭৩৬

04/12/2023

যদি বান্দাকে তার নিজের অবস্থায় ছেড়ে দেয়া হত,তবে তার থেকে গুনাহ ও গোমরাহি ছাড়া অন্য কিছু বের হত না।
আলি হাসান ইব্রাহিম জাফরি
( রহঃ)

04/12/2023
03/12/2023

"সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায়।"
{হযরত সুলাইমান (আঃ)}

03/12/2023

"সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।”
{হযরত আলী (রাঃ)}

02/12/2023

O my Rabb!
Increase me in Knowledge
🤲🤲🤲

02/12/2023

“অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তাঁর মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।” {আবুল হাসানাত কাসিম}

নতুন বছরে আমাদের টার্গেট হোক। অর্জন /বর্জন। # # #অর্জন # # #১.ইসলামের উপর অবিচল বিশ্বাস (হুজুরাত ১৫)২. সত্যবাদিতা এবং সত...
31/12/2022

নতুন বছরে আমাদের টার্গেট হোক।
অর্জন /বর্জন।

# # #অর্জন # # #

১.ইসলামের উপর অবিচল বিশ্বাস (হুজুরাত ১৫)

২. সত্যবাদিতা এবং সত্যবাদীদের সোহবত (তাওবাহ ১১৯)

৩. বিনয় ও নম্রতা (ফুরকান ৬৩)

৪. ধৈর্য ও সহিষ্ণুতা (বাকারা ১৫৩)

৫. অধ্যবসায় (বালাদ ০৪)

৬. চারিত্রিক পবিত্রতা (কলাম ০৪)

৭. তাকওয়া (ইমরান ১০২)

৮. আমানতদারিতা (মুমিনুন ০৮)

৯. অঙ্গিকার পূর্ণ করা (ইসরা ৩৪)

১০. কোমল হ্রদয় (মুসলিম ২৩১৯)

১১. অতিথিপরায়নতা (বুখারী ৬০১৮)

১২. দানশীলতা (বাকারা ০৩)

১৩. লজ্জাশীলতা (ইবনু মাজাহ ৩৩৮৯)

১৪.স্বল্পে তুষ্টি (ইবনু মাজাহ ৪১০১)

১৫. ন্যায়পরায়নতা (নাহল ৯০)

১৬. পরোপকারিতা (ইমরান ১১০)

১৭. কৃতজ্ঞ চিত্ত (যুমার ৬৬)

১৮. সাহসিকতা (তিরমিজি ২১৭৪)

১৯. পরিচ্ছন্নতা (বাকারা ২২২)

২০. ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া (বুখারী ৬৪৪৬)

# # #বর্জন # # #

১. ইসলামের প্রতি দোদুল্যমানতা (বাকারা ১৪)

২. মিথ্যা বলা (ইমরান ৬১)

৩. গীবাত করা (হুমাযাহ ০১)

৪. অন্যের ছিদ্রান্বেষন করা (হুজুরাত ১২)

৫. চোগলখুরী করা (মুসলিম ১০৫)

৬. হারাম খাওয়ার প্রবনতা (বাকারা ১৭৩)

৭. নিষ্ঠুরতা (ইমরান ১৫৯)

৮. অহংকার করা (ইসরা ৩৭)

৯. হিংসা বিদ্বেষ (নিসা ৫৪)

১০. কৃপণতা (ইমরান ১৮০)

১১. অনিয়ন্ত্রিত রাগ (ইমরান ১৩৪)

১২. লোভ লালসা (তাকাছুর ০১.০২)

১৩.কান কথায় বিশ্বাস করা (হুজুরাত ৬)

১৪. জিহ্বার অপব্যবহার (তিরমিজি ২৬১৬)

১৫. নবিজীর সুন্নতের বাহিরে কাজ করা।
আল্লাহ তায়ালা আমাদের আমল করার তাওফিক দান করুন

২০২৩ সাল যেনো হয় আমাদের জন্য কল্যানকর।

29/10/2022

ঢং বুঝেন তো???

একজন আলেমার বিয়ে হল একজন ইঞ্জিনিয়ারের সাথে।❤️
বিয়ের প্রথম রাতেই স্ত্রী স্বামীকে বললেন - আমরা আমাদের দাম্পত্য জীবন ইসলামিক শরীয়াহ মোতাবেক পরিচালনা করবো ইন শা’ আল্লাহ। স্বামীও তার নববিবাহিতা স্ত্রীর প্রস্তাব সাদরে গ্রহণ করলেন।
বিয়ের কিছুদিন পর
স্ত্রী স্বামীর কাছে দাবি করলেন -
শরীয়াহ মোতাবেক আপনি আমাকে আলাদা বাসায় রাখতে বাধ্য এবং আমি আপনার বৃদ্ধ পিতামাতার সেবা-দেখাশোনা করতে বাধ্য নই। সুতরাং আমার জন্য আলাদা বাসা দেখুন। আমি এই বাসায় আর থাকব না।💔
স্বামী বেচারার মসিবত। দৌড়ে গেলেন মুফতী সাহেবের কাছে।
হুজুর! এই এই অবস্থা!!!
হুজুর বললেন আপনার স্ত্রী যা বলেছেন সবই সত্যি। কিন্তু যেই শরীয়াহ আপনার স্ত্রীকে এই অধিকার দিয়েছে সে একই শরীয়াহ আপনাকে আরেকজন মেয়েকে বিয়ে করার অনুমতিও দিয়েছে। আপনি চাইলে আরেকজনকে বিয়ে করে সেই স্ত্রীকে এই বাসায় রেখে দিতে পারেন, যে আপনার মাতাপিতার দেখাশুনা করবেন আবার এই বাসায়ও থাকবেন।🥰
স্বামী বাসায় ফিরে স্ত্রীকে জানিয়ে দিলেন-
সাফ কথা প্রিয়তমা! আমি তোমার সব শর্ত পূরণে রাজি। আলাদা বাসা তুমি পাচ্ছো।
তবে শরীয়াহ বিবেচনায় আমি আরেকটি বিয়ে করার অধিকার রাখি। তাই সিদ্ধান্ত নিয়েছি, দ্বিতীয় স্ত্রী ঘরে তুলবো। আমি বরং তাঁকে এই বাসায় রেখে দিবো। সে আব্বু-আম্মুর সেবা করবে। তুমি ভিন্ন বাসায় থাকলে।😊
তখনই স্ত্রী বলে উঠলেন- সুইটহার্ট !!
বাদ দাও তো ২য় বিয়ের কথা💛
আমিই বাবা মা'র দেখাশোনা করব। এটা হক্কুল ইবাদ বা বান্দার হক্ব।
আর আমার আলাদা বাসাও লাগবে না।
তুমি না ঢং বুঝ না!🤐
বহুরূপী আফাদের জন্য এটা!🤐

দরসে বাবুন নিকাহ্ ই হুজুরে আংশিক বলেছিলো।
Collected

Assalamu alaikum.
29/10/2022

Assalamu alaikum.

Cím

Keranigonjo
Dáka

Értesítések

Ha szeretnél elsőként tudomást szerezni Freelancer Easin Arafat új bejegyzéseiről és akcióiról, kérjük, engedélyezd, hogy e-mailen keresztül értesítsünk. E-mail címed máshol nem kerül felhasználásra, valamint bármikor leiratkozhatsz levelezési listánkról.

A Vállalkozás Elérése

Üzenet küldése Freelancer Easin Arafat számára:

Megosztás

Közeli média vállalatok tematikájú vállalkozások


További Digitális tartalomkészítő városi Dáka tematikájú vállalkozások

összes Megjelenítése

Még szintén kedvelheted