Nizam Uddin Naior

Nizam Uddin Naior পরিবর্তন সম্ভব। পরিবর্তন চাই। গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই আমাদের জন্য খুবই গর্বের।
(1)

13/01/2024

গণতন্ত্র রক্ষায় আমরা সবাই অঙ্গীকারব।

13/01/2024

আমরা যারা গরীব মানুষ আছি আমাদের জন্য চলাটাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।

Send a message to learn more

12/01/2024

গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের জনগণের উচিত গণসংহতি আন্দোলনের পাশে দাঁড়িয়ে একসাথে আন্দোলন করা। রাজপথ দখল করে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে টেনে নামিয়ে গণতন্ত্র রক্ষা করা।

12/01/2024

ফ্যাসিবাদের বিকল্প, গণতন্ত্র গণতন্ত্র!

ডামি নির্বাচন বাতিল করে অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ মিছিলের জন্য প্রস্তুতকৃত ফেস্টুন!

11/01/2024

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চলবে! ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী হাসিনা রেজিমের কবল থেকে মানুষের মুক্তির লক্ষ্যে আপোষহীন লড়বও। আপনারাও আসুন!

প্রহসনের নির্বাচন বাতিল, অন্তর্বতীকালীন সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আগামী কাল ১২ জানুয়ারী ২০২৪, শুক্রবার, বিকেল ৩ টায়।
#গণতন্ত্র

11/01/2024

“আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে।”
“ছোটদের কোনো ছেলেমেয়ে হয় না। বড় হতে হতে তারা ছেলে বা মেয়ে হয়ে ওঠে।”
“ছেলেমেয়েদের চেহারা, আচরণ, কাজ বা অন্যান্য বৈশিষ্ট্যের কোনো স্বতঃসিদ্ধ নিয়ম নেই।”

না এগুলো আমার কথা নয়।

২০২৪ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের “মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা” অধ্যায়ের ৪০, ৪২ ও ৪৪ নং পৃষ্ঠা থেকে তিনটি লাইন তুলে দিলাম।

এখানে শরিফ আহমেদ থেকে শরিফা হয়ে ওঠা যে ব্যক্তি, শরীরটা ছেলেদের মতো হলেও, মনে মনে নিজেকে একজন মেয়ে ভাবেন - তিনি কি থার্ড জেন্ডার নাকি ট্রান্স জেন্ডার?

কারো জেনিটাল অর্গানের বায়োলজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে অথবা ক্রোমোজোমের মেকআপ কি 46XX নাকি 46XY সেটা দেখে যদি জেন্ডার ইনকনগ্রুয়েন্স ধরা দেয় তখন তাকে মেডিক্যাল সাইন্সে বলে। প্রচলিতভাবে সমাজে আমরা যাদেরকে হিজড়া সম্প্রদায়ের মানুষ মনে করি।

পক্ষান্তরে, শারীরিকভাবে সম্পূর্ন স্বুস্থ্য হয়েও মানসিকভাবে অস্বুস্থ্য কোন মানুষ যদি নিজেকে মনে মনে বিপরীত জেন্ডারের একজন ভেবে টেসটোসটেরণ বা এস্ট্রোজেন এর হরমোনাল ট্রাঞ্জিশন করে বা কোন কোন ক্ষেত্রে ওভারি বা প্রোস্টেট এর সার্জিক্যাল অপারেশন করে জেন্ডার আইডেন্টিটি বদলে ফেলে, তখন তাকে বলে।

একটা ফিজিক্যাল ডিজঅর্ডার, অন্যটা সাইকোলজিক্যাল ডিসফোরিয়া। দুটো বিষয় কি এক হল?

এই যে পড়ানো হচ্ছে, “ছোটদের কোনো ছেলেমেয়ে হয় না, বড় হতে হতে তারা ছেলে বা মেয়ে হয়ে ওঠে”, কিংবা এই যে বইয়ে লিখেছে “ছেলেমেয়েদের চেহারা, আচরণ, কাজ বা অন্যান্য বৈশিষ্ট্যের কোনো স্বতঃসিদ্ধ নিয়ম নেই” – এগুলো যে সঠিক নয়, যারা এই বই লিখেছেন, তারাও তা জানেন। Dear , আপনাদের কী মনে হয়, জেনেশুনেও পাঠ্যপুস্তকে এগুলো কেন পড়ানো হচ্ছে?

#শেয়ার করে অন্যদের সচেতন করবেন, নাকি “সন্তানরা যা শিখছে শিখুক, আমার কী” এমনটা ভেবে ইগনোর করবেন - সেটা আপনাদের বিবেচনা।

10/01/2024

Send a message to learn more

10/01/2024
10/01/2024
সহজ সরল মানুষদেরকে সাধারণ এখন কে আগুনে পুড়িয়ে মারে এবং সন্ত্রাসের রাজনীতি করে এটা আমরা সবাই জানি কারা সন্ত্রাসের রাজনী...
09/01/2024

সহজ সরল মানুষদেরকে সাধারণ এখন কে আগুনে পুড়িয়ে মারে এবং সন্ত্রাসের রাজনীতি করে এটা আমরা সবাই জানি কারা সন্ত্রাসের রাজনীতি করে। এবং আমরা জানি সাধারণ মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি কারা করে। সবসময় ক্ষমতার লোভে অন্ধ হয়ে সাধারণ মানুষদেরকে হত্যা করে বিরোধী বিরোধী দলের উপর দায় চাপিয়ে মুক্তি চায় অপরাধ থেকে।
জানেনা বাংলাদেশের মানুষ আর বোকা নয় বাংলাদেশের মানুষ এখন সব বুঝে স্মার্ট ফোন আছে সবাই ভিডিও করে সবাই স্বচক্ষে দেখে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী।
দেশের মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে এই অবৈধ নির্বাচনকে অবৈধ সরকারকে এবং জনগণ একদিন না একদিন রাস্তায় নেমে আসবে এবং এই সরকার অবৈধ সরকার পালানোর কোন পথ পাবে না।
যে জনা সহে সেজনা রহে মনে রাখবেন একদিন না একদিন বিজয় হবে সাধারণ মানুষের গনতন্ত্র কামী মানুষের।
আমরা গ্রামের মানুষ আমরা দেখেছি কোথায় কি হয় না হয় আমরা সব জানি একজন সরকার প্রধান হয়ে যাবেন একটি দলের প্রধান হয়ে যখন মিথ্যা কথা বলে তা আমরা অনেকেই মিথ্যা কথা কে ধরে ফেলে এবং হাসি ঠাট্টা করে যে দলের প্রধান একজন মিথ্যাবাদী সে দলের কর্মীরা কেমন হবে সে দলটাই কেমন হবে।
যে দেশের মানুষ ভাষারর জন্য জীবন দিতে পারে যে দেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে দেশ স্বাধীন করে সে দেশের ভাগ্য নিয়ে কাউকে চিনি মিনি খেলতে দেওয়া হবে না এবং একদিন না একদিন এই অবৈধ সরকার এবং অবৈধ নির্বাচনকে কালো দাগে আমাদের ঘাড়ে যারে চাপিয়ে দিতে চায় তাদেরকেও আমরা একদিন দেখে নেব এবং তাদেরকে আমরা এই দেশে বয়কট ঘোষণা করলাম ।

09/01/2024

সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন বাংলাদেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমান সরকার তার অবৈধ ক্ষমতাকে নবায়ন করতে জনগণের সমস্ত দাবি উপেক্ষা করে আরো একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করেছে। দেশের মানুষ প্রহসনের এই নির্বাচন প্রত্যাখান করেছে। ফ্যাসিবাদী শাসনে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ আজ বিপর্যস্ত। নতুন শিক্ষাক্রমের নামে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে বিপর্যস্ত করা হচ্ছে। এরকম ভয়াবহ পরিস্থিতির মাঝে বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। ১৯৮৫ সালের ১০ জানুয়ারী স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের মাঝে ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন গঠন করা হয়। ছাত্র ফেডারেশন তার জন্মলগ্ন থেকেই এদেশের ছাত্রসমাজ-গণমানুষের প্রত্যেকটি ন্যায়সঙ্গত সংগ্রামে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে থেকেছে, নেতৃত্ব দেবার চেষ্টা করেছে। স্বৈরীচার এরশাদবিরোধী আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী আন্দোলন, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, ২০-২২ আগস্টের ছাত্র আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণবিরোধী আন্দোলন, নোয়াখালীতে ধর্ষণবিরোধী আন্দোলনসহ সর্বশেষ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামকে শক্তিশালী করতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য গঠনের ক্ষেত্রেও ছাত্র ফেডারেশনের নেতৃত্বমূলক ভূমিকা পালন করেছে। দীর্ঘ ৩৮ বছরের লড়াইয়ের পথে আমাদের অসংখ্য সহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, জেল খেটেছেন, গুলির মুখোমুখি দাঁড়িয়েছন কিন্তু আমরা কখনো আপোষ করি নি। সামনের দিনেও ছাত্র ফেডারেশন সেই লড়াইয়ের ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্রসমাজ ও গণমানুষের স্বার্থের পক্ষে আমাদের লড়াই অব্যাহত রাখবো। আমরা দেশের ছাত্রসমাজ ও দেশবাসীকে ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচী:
১। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

২। সন্ধ্যা ৬ টায় সাবেক-বর্তমান নেতা-কর্মীদের নিয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা অনুষ্ঠিত হবে।

৩। ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করা হবে।

09/01/2024

নির্বাচনের নামে সরকারি দল কৃত্রিম প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করেছে: জোনায়েদ সাকি

বিস্তারিত পড়ুন: https://www.prothomalo.com/politics/cuip6m5zq0

09/01/2024

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জন্য রইল শুভকামনা।

09/01/2024

বাংলাদেশের জনগণ বুঝে গেছে এবং সতর্ক হয়ে গেছে এই ধরনের ভোট চোরদের সাথে আর নেই আমরা যারা দেশের মানুষের সাথে আছি এবং যারা মানুষের কল্যাণ চায় গণসংহতি আন্দোলন এবং সমমননা দলগুলো যারা আছে দেশ এবং জাতির জন্য কাজ করতেছে এবং স্বীকার করতেছে তাদের সাথে বাংলার জনগণ আছে।

08/01/2024

এক নিকোল আপা থাকার কারণে যমুনা টেলিভিশনের অনেক উন্নতি হয়েছে।

07/01/2024
07/01/2024

স্বৈরাচারের পতন একদিন হবেই। গণতন্ত্র কামী জনতা একদিন মুক্তি পাবেই।
গণতন্ত্রের বিজয় অবশ্যই হবে।
গণসংহতি আন্দোলন জিন্দাবাদ

Address

Zagreb
10000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nizam Uddin Naior posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nizam Uddin Naior:

Videos

Share

Category