Abran Hong kong

Abran Hong kong Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abran Hong kong, Digital creator, Hong Kong.

একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।২০২৫
21/02/2025

একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।২০২৫

কল্পনার জগতে সবাই সুখি.!😅🫰কারণ, কল্পনা কখনো নিষ্ঠুর হয় না, নিষ্ঠুর তো হয় বাস্তবতা.!💔😩
03/02/2025

কল্পনার জগতে সবাই সুখি.!😅🫰
কারণ, কল্পনা কখনো নিষ্ঠুর হয় না, নিষ্ঠুর তো হয় বাস্তবতা.!💔😩

01/02/2025

✨ফেব্রুয়ারি কাটবে ভালোবাসার অভাবে, মার্চ কাটবে বউয়ের হাতে বানানো শরবতের অভাবে।🙈😃

01/02/2025

#

01/02/2025
01/02/2025

এই শহরে টাকার চাইতে, দামি কনো প্রেমিকা নাই 🫂🗣️

✨লাং মানে প্রেমিক"ধন্যবাদ!- পারলে এরকম আরো কিছু বলে দেখান!😊
29/01/2025

✨লাং মানে প্রেমিক"
ধন্যবাদ!

- পারলে এরকম আরো কিছু বলে দেখান!😊

29/01/2025

✨ঘুমাই যান। আমার বন্ধুও রাত জেগে প্রেম করছিলো এখন সে রাত জেগে কান্দে...😭😢😀

26/01/2025

শুভো সকাল 🌹🌿🌹🌿🥰❤️জীবনের গোলাপের বাগানে প্রতিটি দিন যেন নতুন আশা নিয়ে আসে। 🌹✨প্রতিটি ফুলের পাপড়িতে একেকটি গল্প লুকিয়ে থাকে। 🌸📖🌿🥰🌿🥰🌹🌹🥀🥀

With M N H Rana – I just got recognised as one of their top fans! 🎉
12/09/2024

With M N H Rana – I just got recognised as one of their top fans! 🎉

পুরুষের যৌনতাকে সম্মান কর।পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছ...
16/06/2024

পুরুষের যৌনতাকে সম্মান কর।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, প্রায়োরিটি পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজেগুজে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। দুলাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শতশত রিয়্যাক্ট পাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্পবসনা হয়ে যে সেলিব্রেটি বনে যাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকূলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালবাসার চাদরে ঢেকে দেয়। যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালবাসে, সমীহ করে চলে।

পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রূক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটতো। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতোটাই ডমিনেটিং হতো যে নারীজাতি তথা মানবজাতি বিলুপ্ত হয়ে যেতো। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারীবিদ্বেষী।

সুতরাং, ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলোও শুধরে নিতে শেখো। স্থান-কাল-পরিস্থিতিভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি।

😂😂😂😂😂😂🥹🥹🥹🥹যারা কষ্ট করে ছেলে মানুষ করে ৯ মাস দশ দিন তাদেরকে খাওয়া ইতে গেলে বেশি হয়ে যা হাইরে জীবন। 🥹নারী তুমি খুবই ভয়ংক...
16/06/2024

😂😂😂😂😂😂🥹🥹🥹🥹
যারা কষ্ট করে ছেলে মানুষ করে ৯ মাস দশ দিন
তাদেরকে খাওয়া ইতে গেলে বেশি হয়ে যা হাইরে জীবন। 🥹
নারী তুমি খুবই ভয়ংকর। এখন নারী তুমার মুখের কথা আমার খুব বয় লাগে🥹

11/06/2024

যদি নিতেই চাস আমার খোঁজ,
তবে একটুখানি দু'চোখ বোজ।

যদি জানতে চাস আমি আছি কেমন!
দেখে নিস মেঘে ঢাকা চাঁদটা আছে যেমন।

যদি খুব করে পড়ে মনে আমায়,
মুখ লুকিয়ে নাহয় কেঁদে নিস অবেলায়।

যদি খুব ইচ্ছে হয় কথা বলার,
কষ্ট করে শিখে নিস পথটা একলা চলার।

যদি দেখিস ঘিরে আছে শূন্যতা,
ভেবে নিস ওটাই তোর প্রিয় বিষণ্ণতা।

যদি মনে হয় আমি খুব হৃদয়হীন,
তবে শুনে রাখ আমার জীবনটা নয় স্বাধীন।

যদি আমায় ভুলে হাসতে যাস শিখে,
জেনে রাখিস সবচেয়ে খুশি হবো তা দেখে।

যদি দেখিস পড়ছে না আর কখনো মনে,
বুঝে নিস জায়গাটা নিয়েছে অন্য জনে।

"অন্য জনে"

Address

Hong Kong

Telephone

+85264875189

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abran Hong kong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abran Hong kong:

Videos

Share